Bible Versions
Bible Books

Zechariah 5:11 (BNV) Bengali Old BSI Version

1 পরে আমি আবার চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, একখানি জড়ান পত্র উড়িতেছে।
2 তখন তিনি আমাকে কহিলেন, কি দেখিতেছ? আমি উত্তর করিলাম, একখানি জড়ান পত্র উড়িতে দেখিতেছি; তাহা বিংশতি হস্ত দীর্ঘ দশ হস্ত প্রস্থ।
3 তিনি আমাকে কহিলেন, উহা সমস্ত দেশের উপরে নির্গত অভিশাপ; বস্তুতঃ যে কেহ চুরি করে, সে উহার এক পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে, এবং যে কেহ শপথ করে, সে উহার অন্য পৃষ্ঠের বিধান অনুসারে উচ্ছিন্ন হইবে।
4 বাহিনীগণের সদাপ্রভু কহেন, আমি উহাকে বাহির করিয়া আনিব, উহা চোরের বাটীতে আমার নামে মিথ্যা শপথকারীর বাটীতে প্রবেশ করিবে, এবং তাহার বাটীর মধ্যে অবস্থিতি করিয়া কাষ্ঠ প্রস্তরশুদ্ধ বাটী বিনাশ করিবে।
5 পরে যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, তিনি বাহিরে আসিয়া আমাকে কহিলেন, তুমি চক্ষু তুলিয়া দেখ, কি বাহির হইতেছে?
6 তখন আমি জিজ্ঞাসা করিলাম কি? তিনি কহিলেন, ওটী ঐফাপাত্র বাহির হইতেছে; আরও কহিলেন, ওটী সমস্ত দেশে তাহাদের অধর্ম্ম
7 আর দেখ, এক মণ সীসা উত্থাপিত হইল, আর ঐফার মধ্যে এক স্ত্রী বসিয়া আছে। তিনি কহিলেন, দুষ্টতা।
8 পরে তিনি স্ত্রীকে ঐফার মধ্যে ফেলিয়া দিয়া তাহার মুখে সেই সীসার ঢাকনী দিলেন।
9 তখন আমি চক্ষু তুলিয়া দৃষ্টিপাত করিলাম, আর দেখ, দুই স্ত্রী বাহির হইয়া আসিল; তাহাদের পক্ষপুটে বায়ু ছিল; আর হাড়গিলার পক্ষের ন্যায় তাহাদের পক্ষ ছিল, তাহারা পৃথিবীর আকাশের মধ্যপথে সেই ঐফা উঠাইয়া লইয়া গেল।
10 তখন, যে দূত আমার সহিত আলাপ করিতেছিলেন, আমি তাঁহাকে জিজ্ঞাসা করিলাম, উহারা ঐফা কোথায় লইয়া যাইতেছে?
11 তিনি আমাকে কহিলেন, ইহারা শিনিয়র দেশে উহার জন্য এক গৃহ নির্ম্মাণ করিবে; তাহা প্রস্তুত হইলে তথায় উহাকে আপন স্থানে স্থাপন করা যাইবে।
1 Then I turned, H7725 and lifted up H5375 mine eyes, H5869 and looked, H7200 and behold H2009 a flying H5774 roll. H4039
2 And he said H559 unto H413 me, What H4100 seest H7200 thou H859 ? And I answered, H559 I H589 see H7200 a flying H5774 roll; H4039 the length H753 thereof is twenty H6242 cubits, H520 and the breadth H7341 thereof ten H6235 cubits. H520
3 Then said H559 he unto H413 me, This H2063 is the curse H423 that goeth forth H3318 over H5921 the face H6440 of the whole H3605 earth: H776 for H3588 every one H3605 that stealeth H1589 shall be cut off H5352 as on this side H4480 H2088 according to it; H3644 and every H3605 one that sweareth H7650 shall be cut off H5352 as on that side H4480 H2088 according to it. H3644
4 I will bring it forth, H3318 saith H5002 the LORD H3068 of hosts, H6635 and it shall enter H935 into H413 the house H1004 of the thief, H1590 and into H413 the house H1004 of him that sweareth H7650 falsely H8267 by my name: H8034 and it shall remain H3885 in the midst H8432 of his house, H1004 and shall consume H3615 it with the timber H6086 thereof and the stones H68 thereof.
5 Then the angel H4397 that talked H1696 with me went forth, H3318 and said H559 unto H413 me , Lift up H5375 now H4994 thine eyes, H5869 and see H7200 what H4100 is this H2063 that goeth forth. H3318
6 And I said, H559 What H4100 is it H1931 ? And he said, H559 This H2063 is an ephah H374 that goeth forth. H3318 He said H559 moreover, This H2063 is their resemblance H5869 through all H3605 the earth. H776
7 And, behold, H2009 there was lifted up H5375 a talent H3603 of lead: H5777 and this H2063 is a H259 woman H802 that sitteth H3427 in the midst H8432 of the ephah. H374
8 And he said, H559 This H2063 is wickedness. H7564 And he cast H7993 it into H413 the midst H8432 of the ephah; H374 and he cast H7993 H853 the weight H68 of lead H5777 upon H413 the mouth H6310 thereof.
9 Then lifted I up H5375 mine eyes, H5869 and looked, H7200 and, behold, H2009 there came out H3318 two H8147 women, H802 and the wind H7307 was in their wings; H3671 for they H2007 had wings H3671 like the wings H3671 of a stork: H2624 and they lifted up H5375 H853 the ephah H374 between H996 the earth H776 and the heaven. H8064
10 Then said H559 I to H413 the angel H4397 that talked H1696 with me, Whither H575 do these H1992 bear H1980 H853 the ephah H374 ?
11 And he said H559 unto H413 me , To build H1129 it a house H1004 in the land H776 of Shinar: H8152 and it shall be established, H3559 and set H5117 there H8033 upon H5921 her own base. H4369
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×