Bible Versions
Bible Books

Zephaniah 1:4 (BNV) Bengali Old BSI Version

1 প্রভু এই বার্তাটি সফনিয়কে দিয়েছিলেন| আমোনের পুত্র যোশিয় য়খন যিহূদার রাজা, সেই সমযে সফনিয় এই বার্তাটি পেয়েছিলেন| সফনিয় ছিলেন কূশির পুত্র| কূশি ছিলেন গদলিয়ের পুত্র| গদলিয় ছিলেন অমরিয়ের পুত্র| অমরিয় ছিলেন হিষ্কিয়ের পুত্র|
2 প্রভু বলেছেন, “আমি পৃথিবীর ওপর সব কিছু ধ্বংস করব!
3 আমি সব মানুষ এবং পশুদের ধ্বংস করব| আকাশের পাখী এবং সমুদ্রের মাছকেও আমি ধ্বংস করব| আমি দুষ্ট লোক এবং য়ে সমস্ত জিনিষ তাদের পাপকাজে প্ররোচিত করে তা ধ্বংস করব| আমি পৃথিবী থেকে সমস্ত মনুষ্য জাতিকে সরিয়ে দেব|” প্রভু এই কথাগুলো বলেন|
4 প্রভু বলেছেন, “যিহূদা এবং জেরুশালেমে য়েসব লোক বাস করছে তাদের আমি শাস্তি দেব| আমি জায়গা থেকে এইসব জিনিসগুলো দূর করব| আমি বাল পূজোর বাকী চিহ্নগুলি সরিয়ে দেব| আমি যাজকদের সরিয়ে দেব|
5 লোকেরা সব ভ্রান্ত যাজকদের সম্বন্ধে ভুলে যাবে এবং য়ারা তাদের ছাদে গিয়ে তারকাসমূহের পূজো করে তাদের সরিয়ে দেব| কিছু লোক বলে যে তারা আমাকে উপাসনা করে| ঐসব লোকেরা আমাকে উপাসনা করার জন্য প্রতিশ্রুতি করেছিল, কিন্তু এখন তারা মালকামের মূর্ত্তি পূজো করছে| সেজন্য আমি ঐসব লোকেদের এই জায়গা থেকে সরিয়ে দেবো|
6 কিছু লোক প্রভুর পথ থেকে সরে গিয়েছিল| তারা আমাকে অনুসরণ করা ছেড়েছে| লোকেরা প্রভুর কাছ থেকে আর সাহায্য চায় না| সেজন্য আমি ঐসব লোকেদের সেই জায়গা থেকে দূর করে দেব|”
7 আমার প্রভু, সদাপ্রভুর সামনে নীরব থাকো! কেন? কারণ শীঘ্রই জনসাধারণকে বিচার করার জন্য প্রভুর দিন আসছে! প্রভু তাঁর উত্সর্গের আয়োজন করেছেন এবং তিনি তাঁর নিমন্ত্রিত অতিথিদের প্রস্তুত হয়ে থাকতে বলেছেন|
8 প্রভু বলেছেন, “প্রভুর উত্সর্গের দিনে, আমি রাজপুত্রদের এবং অন্যান্য নেতাদের শাস্তি দেব| অন্য দেশসমূহ থেকে পাওয়া পোষাক যারা পরে আমি সেইসব লোকেদের শাস্তি দেব|
9 সেই সমযে চৌকাঠের ওপর য়ারা লাফায তাদের আমি শাস্তি দেব| য়ারা তাদের প্রভুর গৃহ প্রবঞ্চনা হিংস্রতা দিযে ভরিযে রাখে তাদের আমি শাস্তি দেব|”
10 প্রভু আরো বলেছেন, “সেই সমযে, জনসাধারণ সাহায্যের জন্য জেরুশালেমের মত্সদ্বারের সামনে এসে ডাকবে| শহরের অন্যান্য জায়গার লোকেরা কাঁদবে এবং পাহাড়ের চারিদিকে য়েসব জিনিস ধ্বংস করা হচ্ছে তাদের বিশাল আওয়াজ জনসাধারণ শুনতে পাবে|
11 জনসাধারণ, তোমরা য়ারা শহরের নিথঞ্চলে থাকো, তোমরা কাঁদবে| কেন? কারণ, সব ব্যবসায়ী এবং ধনী বণিকরা ধ্বংস হবে|
12 “সেই সমযে আমি একটা প্রদীপ নেব এবং জেরুশালেমের ভেতর খুঁজব| য়ারা নীচভাবে জীবনাপন করছে আমি তাদের খুঁজে বের করব| সেইসব লোকেরা বলে, ‘প্রভু কিছুই করেন না| তিনি আমাদের সাহায্যও করেন না এবং ক্ষতিও করেন না!’ আমি সেইসব লোকদের খুঁজে বের করব এবং তাদের শাস্তি দেব!
13 তখন অন্যান্য লোকেরা তাদের সম্পত্তি নেবে এবং বাড়ীগুলি ধ্বংস করবে| সেই সমযে, লোকে য়ে সব গৃহ তৈরী করেছে তাতে তারা বাস করতে পারবে না এবং মাঠে য়ে দ্রাক্ষাগাছ লাগিযেছিল সেই দ্রাক্ষা থেকে তারা দ্রাক্ষারস পান করতে পারবে না- অন্যান্য লোকেরা সেইসব ভোগ করবে|”
14 বিচার করার জন্য প্রভুর বিশেষ দিন শীঘ্রই আসছে! সেইদিনটি কাছে এসে পড়েছে এবং তাড়াতাড়িই আসছে| প্রভুর বিচার করার বিশেষ দিনে লোকে খুবই বিষাদময় শব্দ শুনতে পাবে| এমনকি শক্তিশালী সৈন্যরাও বিলাপ করবে|
15 সেই মূহুর্তে ঈশ্বর তাঁর ক্রোধ প্রকাশ করবেন| সমযটা হবে ভযঙ্কর সঙ্কটের এবং ধ্বংসের| সমযটা হবে অন্ধকারের সময- কালো, মেঘাচ্ছন্ন এবং ঝড়ের দিন|
16 সেটা য়ুদ্ধের সমযের মতো, য়খন লোকেরা প্রতিরক্ষার দুর্গে এবং সুরক্ষিত শহরগুলোতে শিঙা এবং ভেরীর আওয়াজ শুনতে পাবে|
17 প্রভু বলেছিলেন, “আমি লোকের জীবনকে খুবই কঠিন করে তুলব| অন্ধ লোকেরা যেমন জানে না তারা কোথায় ঘুরছে, সেইভাবেই লোকে চারিদিকে হাতড়ে বেড়াবে| কেন? কারণ লোকেরা প্রভুর বিরুদ্ধে পাপ করেছে| বহুলোক হত হবে| তাদের রক্ত মাটিতে চল্কে পড়বে| মাটিতে তাদের মৃতদেহগুলো গোবরের মত স্তুপাকার করা হবে|
18 সোনা এবং রূপো তাদের সাহায্যে আসবে না! সেই সমযে প্রভু তাঁর ক্রোধ প্রকাশ করবেন এবং পুরো পৃথিবী ধ্বংস করে দেবেন| পৃথিবীর সবাইকে সম্পূর্ণরূপে প্রভু ধ্বংস করবেন!”
1 The word H1697 CMS of the LORD H3068 EDS which H834 RPRO came H1961 VQQ3MS unto H413 PREP Zephaniah H6846 the son H1121 CMS of Cushi H3570 , the son H1121 CMS of Gedaliah H1436 , the son H1121 CMS of Amariah H568 , the son H1121 CMS of Hizkiah H2396 , in the days H3117 B-CMP of Josiah H2977 the son H1121 CMS of Amon H526 , king H4428 NMS of Judah H3063 .
2 I will utterly consume H622 all H3605 NMS things from off H5921 M-PREP the land H127 D-NFS , saith H5002 the LORD H3068 NAME-4MS .
3 I will consume H5486 man H120 NMS and beast H929 W-NFS ; I will consume H5486 the fowls H5775 NMS of the heaven H8064 D-NMD , and the fishes H1709 of the sea H3220 D-NMS , and the stumblingblocks H4384 with H854 PREP the wicked H7563 D-NMP ; and I will cut off H3772 man H120 D-NMS from off H5921 M-PREP the land H127 D-NFS , saith H5002 the LORD H3068 NAME-4MS .
4 I will also stretch out H5186 mine hand H3027 CFS-1MS upon H5921 PREP Judah H3063 , and upon H5921 PREP all H3605 NMS the inhabitants H3427 of Jerusalem H3389 ; and I will cut off H3772 the remnant H7605 of Baal H1168 from H4480 PREP this H2088 D-PMS place H4725 D-NMS , and the name H8034 CMS of the Chemarims H3649 with H5973 PREP the priests H3548 ;
5 And them that worship H7812 the host H6635 of heaven H8064 D-AMP upon H5921 PREP the housetops H1406 ; and them that worship H7812 and that swear H7650 by the LORD H3068 L-EDS , and that swear H7650 by Malcham H4445 ;
6 And them that are turned back H5472 from the LORD H3068 EDS ; and those that H834 W-RPRO have not H3808 ADV sought H1245 the LORD H3068 EDS , nor H3808 W-NADV inquired H1875 for him .
7 Hold thy peace H2013 at the presence H6440 M-CMP of the Lord H136 EDS GOD H3069 : for H3588 CONJ the day H3117 NMS of the LORD H3068 EDS is at hand H7138 AMS : for H3588 CONJ the LORD H3068 EDS hath prepared H3559 a sacrifice H2077 NMS , he hath bid H6942 his guests H7121 .
8 And it shall come to pass H1961 W-VQQ3MS in the day H3117 B-NMS of the LORD H3068 EDS \'s sacrifice H2077 NMS , that I will punish H6485 the princes H8269 , and the king H4428 D-NMS \'s children H1121 , and all H3605 NMS such as are clothed H3847 with strange H5237 apparel H4403 .
9 In the same H1931 D-PPRO-3MS day H3117 B-AMS also will I punish H6485 all H3605 NMS those that leap H1801 on H5921 PREP the threshold H4670 , which fill H4390 D-VPPMP their masters H113 \' houses H1004 CMS with violence H2555 AMS and deceit H4820 .
10 And it shall come to pass H1961 W-VQQ3MS in that H1931 D-PPRO-3MS day H3117 , saith H5002 the LORD H3068 EDS , that there shall be the noise H6963 CMS of a cry H6818 from the fish H1709 gate H8179 , and a howling H3215 from H4480 PREP the second H4932 , and a great H1419 AMS crashing H7667 from the hills H1389 .
11 Howl H3213 , ye inhabitants H3427 of Maktesh H4389 , for H3588 CONJ all H3605 NMS the merchant H3667 LMS people H5971 NMS are cut down H1820 ; all H3605 NMS they that bear H5187 silver H3701 are cut off H3772 .
12 And it shall come to pass H1961 W-VQQ3MS at that H1931 time H6256 , that I will search H2664 Jerusalem H3389 with candles H5216 , and punish H6485 the men H376 D-NMP that are settled H7087 on H5921 PREP their lees H8105 : that say H559 in their heart H3824 B-CMS-3MP , The LORD H3068 EDS will not H3808 ADV do good H3190 , neither H3808 W-NADV will he do evil H7489 .
13 Therefore their goods H2428 shall become H1961 W-VQQ3MS a booty H4933 , and their houses H1004 a desolation H8077 : they shall also build H1129 houses H1004 , but not H3808 W-NPAR inhabit H3427 them ; and they shall plant H5193 vineyards H3754 , but not H3808 W-NPAR drink H8354 the wine H3196 thereof .
14 The great H1419 D-AMS day H3117 NMS of the LORD H3068 EDS is near H7138 AMS , it is near H7138 AMS , and hasteth H4118 greatly H3966 ADV , even the voice H6963 CMS of the day H3117 NMS of the LORD H3068 EDS : the mighty man H1368 shall cry H6873 there H8033 ADV bitterly H4751 AMS .
15 That H1931 D-PPRO-3MS day H3117 NMS is a day H3117 NUM-MS of wrath H5678 , a day H3117 NMS of trouble H6869 NFS and distress H4691 W-NFS , a day H3117 NMS of wasteness H7722 NFS and desolation H4875 , a day H3117 NMS of darkness H2822 NMS and gloominess H653 , a day H3117 NMS of clouds H6051 NMS and thick darkness H6205 ,
16 A day H3117 NMS of the trumpet H7782 and alarm H8643 against H5921 PREP the fenced H1219 cities H5892 , and against H5921 PREP the high H1364 towers H6438 .
17 And I will bring distress H6887 upon men H120 , that they shall walk H1980 like blind men H5787 , because H3588 CONJ they have sinned H2398 against the LORD H3068 L-EDS : and their blood H1818 shall be poured out H8210 as dust H6083 , and their flesh H3894 as the dung H1561 .
18 Neither H3808 ADV their silver H3701 nor H1571 CONJ their gold H2091 shall be able H3201 VQY3MS to deliver H5337 them in the day H3117 B-NMS of the LORD H3068 EDS \'s wrath H5678 ; but the whole H3605 NMS land H776 D-GFS shall be devoured H398 by the fire H784 of his jealousy H7068 : for H3588 CONJ he shall make H6213 even H389 ADV a speedy H926 riddance H3617 of H854 all H3605 NMS them that dwell H3427 in the land H776 D-GFS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×