Bible Versions
Bible Books

Proverbs 9:9 (BNV) Bengali Old BSI Version

1 জ্ঞান তার বাড়ি তৈরী করল| সে তার বাড়িতে সাতটি স্তম্ভ স্থাপন করল|
2 সে (জ্ঞান) মাংস রান্না করল এবং দ্রাক্ষারস তৈরী করল| সে খাওয়ার টেবিলটি সাজিযে রেখেছে|
3 তারপর সে তার ভৃত্যদের নগরে পাঠাল নগরবাসীদের পর্বতের চূড়ায় তার সঙ্গে ভোজসভায য়োগদান করার আমন্ত্রণ জানাতে| সে বলল,
4 “যাদের শেখার প্রয়োজন আছে তারা আসুক|” সে নির্বোধ লোকদেরও আমন্ত্রণ করল| সে বলল,
5 “এস, আমার জ্ঞানের খাবার খাও এবং আমি য়ে দ্রাক্ষারস তৈরী করেছি তা পান কর|
6 তোমাদের নির্বোধের পথ ত্যাগ কর, শুধুমাত্র তাহলেই তোমরা জীবন পাবে| বোধের পথকে অনুসরণ কর|”
7 তুমি যদি কোন দাম্ভিক ব্যক্তিকে তার ভুলত্রুটি সম্পর্কে সচেতন করতে যাও, তাহলে সে উল্টে তোমার সমালোচনা করবে| ব্যক্তি ঈশ্বরপ্রদত্ত জ্ঞানের অবমাননা করে| যদি কোন দুষ্ট লোককে তার অন্যায় বোঝাতে যাও, তাহলে সে তোমাকেই বিদ্রূপ করবে|
8 তাই যদি কোন ব্যক্তি নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ মনে করে, তাকে তার ভুল বোঝাতে য়েও না| সে তোমাকে তার জন্য ঘৃণা করবে| কিন্তু তুমি যদি কোন জ্ঞানী ব্যক্তিকে সংশোধন করতে চেষ্টা কর সে তোমাকে ভালবাসবে তোমাকে শ্রদ্ধা জানাবে|
9 বুদ্ধিমান ব্যক্তিকে শিক্ষা দিলে সে আরও বুদ্ধিমান হবে| ধার্মিক ব্যক্তিকে উপদেশ দিলে তাতে তার উপকার হবে|
10 প্রভুর প্রতি শ্রদ্ধা এবং ভক্তিই জ্ঞান অর্জন করার প্রথম ধাপ| প্রভু সম্পর্কে জ্ঞান লাভ করাই বোধশক্তি অর্জনের প্রথম ধাপ|
11 তুমি যদি জ্ঞানী হও, তাহলে তুমি দীর্ঘজীবি হবে|
12 যদি তুমি জ্ঞানী হয়ে ওঠো তাহলে তাতে তুমি উপকৃত হবে| কিন্তু তুমি যদি দাম্ভিক হও এবং অপরকে উপহাস কর, তাহলে নিজেই তার জন্য যন্ত্রণা পাবে|
13 মূঢ়তা একটি প্রবল অমার্জিত স্ত্রীলোক| তার কোনও জ্ঞান নেই|
14 সে নিজের ঘরের দরজায বসে থাকে| সে শহরের উচ্চতম স্থলে নিজের আসনের ওপর বসে থাকে|
15 এবং যখন লোকরা পথ দিয়ে যায় সে তাদের চিত্কার করে ডাকে| ঐসব লোকরা তার প্রতি উদাসীন থাকলেও সে বলে,
16 “যাদের শেখার প্রয়োজন আছে তারা আমার কাছে এস|” সে নির্বোধদেরও আহ্বান করে|
17 কিন্তু সে (নির্বুদ্ধিতা) বলে, “চুরি করা জল, নিজের বাড়ির জলের চেয়ে সুস্বাদু| চোরাই রুটি তোমার নিজের হাতে তৈরী করা রুটির চেয়ে উপাদেয়|”
18 বোকাগুলো বুঝতে পারেনি য়ে সেখানে ভূত থাকে| কারণ মেয়েমানুষটা তাদের মৃত্যুর জগতের গভীরতম স্থানে নিমন্ত্রণ করেছিল|
1 Wisdom H2454 NFP hath built H1129 VQQ3FS her house H1004 CMS-3FS , she hath hewn out H2672 VQQ3FS her seven H7651 MMS pillars H5982 CMP-3FS :
2 She hath killed H2873 VQQ3FS her beasts H2874 CMS-3FS ; she hath mingled H4537 VQQ3FS her wine H3196 CMS-3FS ; she hath also H637 CONJ furnished H6186 VQQ3FS her table H7979 CMS-3FS .
3 She hath sent forth H7971 VQQ3FS her maidens H5291 CFP-3FS : she crieth H7121 VQY3FS upon H5921 PREP the highest places H1610 CMP of the city H7176 NFS ,
4 Whoso H4310 IPRO is simple H6612 NMS , let him turn H5493 VQY3MS in hither H2008 ADV : as for him that wanteth H2638 JMS understanding H3820 NMS , she saith H559 VQQ3FS to him ,
5 Come H1980 VQI2MP , eat H3898 VQI2MP of my bread H3899 B-CMS-1MS , and drink H8354 W-VQI2MP of the wine H3196 B-NMS which I have mingled H4537 VQQ1MS .
6 Forsake H5800 VQI2MP the foolish H6612 NMP , and live H2421 W-VQI2MP ; and go H833 W-VQI2MP in the way H1870 B-NMS of understanding H998 NFS .
7 He that reproveth H3256 a scorner H3887 getteth H3947 to himself shame H7036 NMS : and he that rebuketh H3198 a wicked H7563 man getteth himself a blot H3971 .
8 Reprove H3198 not H408 NPAR a scorner H3887 , lest H6435 CONJ he hate H8130 thee : rebuke H3198 a wise man H2450 , and he will love H157 thee .
9 Give H5414 instruction to a wise H2450 man , and he will be yet H5750 ADV wiser H2449 : teach H3045 a just H6662 man , and he will increase H3254 W-VHI3MS in learning H3948 .
10 The fear H3374 CFS of the LORD H3068 EDS is the beginning H8462 of wisdom H2451 NFS : and the knowledge H1847 W-VQFC of the holy H6918 is understanding H998 NFS .
11 For H3588 CONJ by me thy days H3117 CMP-2MS shall be multiplied H7235 VQY3MP , and the years H8141 CFP of thy life H2416 NMP shall be increased H3254 .
12 If H518 PART thou be wise H2449 , thou shalt be wise H2449 for thyself : but if thou scornest H3887 , thou alone H905 shalt bear H5375 it .
13 A foolish H3687 woman H802 CFS is clamorous H1993 : she is simple H6615 , and knoweth H3045 nothing H1077 .
14 For she sitteth H3427 at the door H6607 of her house H1004 , on H5921 PREP a seat H3678 in the high places H4791 CMP of the city H7176 NFS ,
15 To call H7121 passengers H5674 who go right H3474 on their ways H734 :
16 Whoso H4310 IPRO is simple H6612 NMS , let him turn H5493 VQY3MS in hither H2008 ADV : and as for him that wanteth H2638 understanding H3820 NMS , she saith H559 to him ,
17 Stolen H1589 waters H4325 are sweet H4985 , and bread H3899 eaten in secret H5643 is pleasant H5276 VQY3MS .
18 But he knoweth H3045 VQQ3MS not H3808 W-NPAR that H3588 CONJ the dead H7496 are there H8033 ADV ; and that her guests H7121 are in the depths H6011 of hell H7585 NMS .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×