Bible Versions
Bible Books

Daniel 3:30 (BNV) Bengali Old BSI Version

1 রাজা নবূখদ্‌নিৎসর এক স্বর্ণময় প্রতিমা নির্ম্মাণ করিলেন, তাহা ষষ্টি হস্ত উচ্চ ছয় হস্ত স্থূল, তাহা তিনি বাবিল প্রদেশের দূরা সমস্থলীতে স্থাপন করিলেন।
2 আর রাজা নবূখদ্‌নিৎসর সেই যে প্রতিমা স্থাপন করিয়াছিলেন, তাহার প্রতিষ্ঠা করিতে আসিবার জন্য ক্ষিতিপাল, প্রতিনিধি দেশাধ্যক্ষগণকে, মহাবিচারকর্ত্তা, কোষাধ্যক্ষ, ব্যবস্থাপক অধিপতিগণকে এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্ত্তাকে একত্র করিতে রাজা নবূখদ্‌নিৎসর লোক প্রেরণ করিলেন।
3 তখন ক্ষিতিপালগণ, প্রতিনিধিগণ, দেশাধ্যক্ষগণ, মহাবিচারকর্ত্তৃগণ, কোষাধ্যক্ষগণ, ব্যবস্থাপকগণ অধিপতিগণ, এবং প্রদেশসমূহের সমস্ত শাসনকর্ত্তা রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপিত সেই প্রতিমার প্রতিষ্ঠা করিবার জন্য একত্র হইলেন। পরে তাঁহারা নবূখদ্‌নিৎসরের স্থাপিত প্রতিমার সম্মুখে দাঁড়াইলেন।
4 তখন ঘোষক উচ্চৈঃস্বরে কহিলেন, ‘হে লোকবৃন্দ, জাতিগণ নানা ভাষাবাদিগণ, তোমাদের প্রতি এই আজ্ঞা দত্ত হইতেছে;
5 যে সময়ে তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্যশুনিবে, তৎকালে রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমার সম্মুখে উপুড় হইয়া প্রণাম করিবে।
6 যে কোন ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে তদ্দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে।’
7 অতএব সমস্ত লোক যখন শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী পরিবাদিনী প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিল, তখন সমস্ত লোকবৃন্দ, জাতি ভাষাবাদী উপুড় হইয়া রাজা নবূখদ্‌নিৎসরের স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিল।
8 সেই সময়ে কতকগুলি কল্‌দীয় নিকটে আসিয়া যিহূদীদের উপরে দোষারোপ করিল।
9 তাহারা রাজা নবূখদ্‌নিৎসরের কাছে এই কথা কহিল, হে রাজন্‌ চিরজীবী হউন।
10 হে রাজন্‌, আপনি এই আজ্ঞা করিয়াছেন, ‘যে কেহ শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবে, সে উপুড় হইয়া স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে;
11 যে কোন ব্যক্তি উপুড় হইয়া প্রণাম না করিবে, সে প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে।’
12 বাবিল প্রদেশের রাজকর্ম্মে আপনার নিযুক্ত কয়েক জন যিহূদী আছে, শদ্রক, মৈশক, অবেদ-নগো; হে রাজন্‌, সেই ব্যক্তিরা আপনাকে মানে নাই; তাহারা আপনার দেবগণের সেবা করে না, এবং আপনি যে স্বর্ণময় প্রতিমা স্থাপন করিয়াছেন, তাহাকেও প্রণাম করে না।
13 তখন নবূখদ্‌নিৎসর ক্রোধে কোপে শদ্রক, মৈশক অবেদ্‌-নগোকে আনিতে আদেশ করিলেন; তাহাতে তাঁহারা রাজার সম্মুখে আনীত হইলেন।
14 নবূখদ্‌নিৎসর তাঁহাদিগকে কহিলেন, হে শদ্রক, মৈশক অবেদ্‌-নগো, এই কি তোমাদের সংকল্প যে, আমার দেবতার সেবা করিবে না। আমার স্থাপিত স্বর্ণময় প্রতিমাকে প্রণাম করিবে না?
15 এখনও যদি তোমরা শৃঙ্গ, বংশী, বীণা, চতুস্তন্ত্রী, পরিবাদিনী মৃদঙ্গ প্রভৃতি সর্ব্বপ্রকার যন্ত্রের বাদ্য শুনিবামাত্র আমার নির্ম্মিত স্বর্ণ-প্রতিমাকে উপুড় হইয়া প্রণাম করিতে প্রস্তুত হও, ভালই; কিন্তু যদি প্রণাম না কর, তবে সেই দণ্ডেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হইবে; আর এমন দেবতা কে যে, আমার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিবে?
16 শদ্রক, মৈশক, অবেদ্‌-নগো রাজাকে উত্তর করিলেন, হে নবূখদ্‌নিৎসর, আপনাকে এই কথার উত্তর দেওয়া আমাদের পক্ষে নিষ্প্রয়োজন।
17 যদি হয়, আমরা যাঁহার সেবা করি, আমাদের সেই ঈশ্বর আমাদিগকে প্রজ্বলিত অগ্নিকুণ্ড হইতে উদ্ধার করিতে সমর্থ আছেন, আর, হে রাজন্‌, তিনি আপনার হস্ত হইতে আমাদিগকে উদ্ধার করিবেন;
18 আর যদি নাও হয়, তবু হে রাজন্‌, আপনি জানিবেন, আমরা আপনার দেবগণের সেবা করিব না, এবং আপনার স্থাপিত স্বর্ণ-প্রতিমাকে প্রণাম করিব না।
19 তখন নবূখদ্‌নিৎসর ক্রোধে পরিপূর্ণ হইলেন, এবং শদ্রক, মৈশক অবেদ্‌-নগোর বিরুদ্ধে তাঁহার মুখ বিকটাকার হইল; তিনি বলিয়া দিলেন আদেশ করিলেন, অগ্নিকুণ্ড যে পরিমাণে উত্তপ্ত আছে, তাহা অপেক্ষা যেন সাত গুণ অধিক উত্তপ্ত করা হয়;
20 আর তিনি আপন সৈন্যের মধ্যে কতকগুলি বীর্য্যবান্ পুরুষকে আজ্ঞা দিলেন, যেন তাহারা শদ্রক, মৈশক অবেদ্‌-নগোকে বাঁধিয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করে।
21 তখন পুরুষেরা আপন আপন জামা, আঙরাখা, পরিচ্ছদ প্রভৃতি বস্ত্রশুদ্ধ বদ্ধ হইলেন, এবং প্রজ্বলিত অগ্নিকুণ্ড-মধ্যে নিক্ষিপ্ত হইলেন।
22 আর রাজার আজ্ঞা প্রচণ্ড অগ্নিকুণ্ড অতি উত্তপ্ত ছিল, তৎপ্রযুক্ত যে পুরুষেরা শদ্রক, মৈশক অবেদ্‌-নগোকে নিক্ষেপ করিল তাহারাই অগ্নিশিখায় হত হইল।
23 আর শদ্রক, মৈশক অবেদ্‌-নগো, এই তিন ব্যক্তি বদ্ধ হইয়া প্রজ্বলিত অগ্নিকুণ্ডের মধ্যে পতিত হইলেন।
24 তখন রাজা নবূখদ্‌নিৎসর চমৎকৃত হইলেন, সত্বর উঠিলেন; তিনি আপন মন্ত্রীদিগকে কহিলেন, আমরা কি তিন জন পুরুষকে বাঁধিয়া অগ্নিমধ্যে নিক্ষেপ করি নাই? তাঁহারা উত্তর করিয়া রাজাকে কহিলেন, হাঁ, মহারাজ।
25 তখন রাজা কহিলেন, দেখ, আমি চারি ব্যক্তিকে দেখিতেছি; উহারা মুক্ত হইয়া অগ্নির মধ্যে গমনাগমন করিতেছে, উহাদের কোন হানি হয় নাই; আর চতুর্থ ব্যক্তির মূর্ত্তি দেবপুত্রের সদৃশ।
26 তখন নবূখদ্‌নিৎসর সেই প্রজ্বলিত অগ্নিকুণ্ডের দুয়ারের কাছে গিয়া কহিলেন, হে পরাৎপর ঈশ্বরের দাস শদ্রক, মৈশক অবেদ্‌-নগো, বাহির হইয়া আইস। তখন শদ্রক, মৈশক অবেদ্‌-নগো অগ্নির মধ্য হইতে বাহির হইয়া আসিলেন।
27 পরে ক্ষিতিপাল, প্রতিনিধি, দেশাধ্যক্ষ রাজমন্ত্রিগণ একত্র হইয়া তিন ব্যক্তিকে নিরীক্ষণ করিয়া দেখিলেন, অগ্নি তাঁহাদের শরীরের উপর কিছুই শক্তি প্রকাশ করে নাই, তাঁহাদের মস্তকের কেশও দগ্ধ হয় নাই, বস্ত্রও বিকৃত হয় নাই, এবং তাহাদের গায়ে অগ্নির গন্ধও নাই।
28 তখন নবূখদ্‌নিৎসর এই কথা কহিলেন, ধন্য শদ্রকের, মৈশকের অবেদ্‌-নগোর ঈশ্বর, তিনি আপন দূত প্রেরণ করিয়া, তাঁহার সেই দাসদিগকে উদ্ধার করিলেন, যাহারা তাঁহাতে বিশ্বাস করিয়াছে, রাজার আজ্ঞা লঙ্ঘন করিয়াছে, এবং আপনাদের ঈশ্বর ব্যতিরেকে যেন অন্য কোন দেবের সেবা পূজা করিতে না হয়, সেই জন্য আপন আপন শরীর দিয়াছে।
29 অতএব আমি এই নিয়ম স্থাপন করিতেছি, সকল দেশের লোক, জাতি ভাষাবাদিগণের মধ্যে যে কেহ শদ্রকের, মৈশকের অবেদ্‌-নগোর ঈশ্বরের বিরুদ্ধে কোন ভ্রান্তির কথা বলিবে, সে খণ্ডবিখণ্ড হইবে, এবং তাহার গৃহ সারের ঢিবী করা যাইবে; কেননা প্রকার উদ্ধার করিতে সমর্থ আর কোন দেবতা নাই।
30 তখন রাজা বাবিল প্রদেশে শদ্রক, মৈশক অবেদ্‌-নগোকে উচ্চপদস্থ করিলেন।
1 Nebuchadnezzar H5020 the king H4430 made H5648 an image H6755 of H1768 gold, H1722 whose height H7314 was threescore H8361 cubits, H521 and the breadth H6613 thereof six H8353 cubits: H521 he set it up H6966 in the plain H1236 of Dura, H1757 in the province H4083 of Babylon. H895
2 Then Nebuchadnezzar H5020 the king H4430 sent H7972 to gather together H3673 the princes, H324 the governors, H5460 and the captains, H6347 the judges, H148 the treasurers, H1411 the counselors, H1884 the sheriffs, H8614 and all H3606 the rulers H7984 of the provinces, H4083 to come H858 to the dedication H2597 of the image H6755 which H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up. H6966
3 Then H116 the princes, H324 the governors, H5460 and captains, H6347 the judges, H148 the treasurers, H1411 the counselors, H1884 the sheriffs, H8614 and all H3606 the rulers H7984 of the provinces, H4083 were gathered together H3673 unto the dedication H2597 of the image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up; H6966 and they stood H6966 before H6903 the image H6755 that H1768 Nebuchadnezzar H5020 had set up. H6966
4 Then a herald H3744 cried H7123 aloud, H2429 To you it is commanded, H560 O people, H5972 nations, H524 and languages, H3961
5 That at what H1768 time H5732 ye hear H8086 the sound H7032 of the cornet, H7162 flute, H4953 harp, H7030 sackbut, H5443 psaltery, H6460 dulcimer, H5481 and all H3606 kinds H2178 of music, H2170 ye fall down H5308 and worship H5457 the golden H1722 image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 hath set up: H6966
6 And whoso H4479 H1768 falleth not down H5308 H3809 and worshipeth H5457 shall the same hour H8160 be cast H7412 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace. H861
7 Therefore H3606 H6903 H1836 at that time, H2166 when H1768 all H3606 the people H5972 heard H8086 the sound H7032 of the cornet, H7162 flute, H4953 harp, H7030 sackbut, H5443 psaltery, H6460 and all H3606 kinds H2178 of music, H2170 all H3606 the people, H5972 the nations, H524 and the languages, H3961 fell down H5308 and worshiped H5457 the golden H1722 image H6755 that H1768 Nebuchadnezzar H5020 the king H4430 had set up. H6966
8 Wherefore H3606 H6903 H1836 at that time H2166 certain H1400 Chaldeans H3779 came near, H7127 and accused H399 H7170 the Jews H1768. H3062
9 They spoke H6032 and said H560 to the king H4430 Nebuchadnezzar, H5020 O king, H4430 live H2418 forever. H5957
10 Thou H607 , O king, H4430 hast made H7761 a decree, H2942 that H1768 every H3606 man H606 that H1768 shall hear H8086 the sound H7032 of the cornet, H7162 flute, H4953 harp, H7030 sackbut, H5443 psaltery, H6460 and dulcimer, H5481 and all H3606 kinds H2178 of music, H2170 shall fall down H5308 and worship H5457 the golden H1722 image: H6755
11 And whoso H4479 H1768 falleth not down H5308 H3809 and worshipeth, H5457 that he should be cast H7412 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace. H861
12 There are H383 certain H1400 Jews H3062 whom H1768 thou hast set H4483 over H5922 the affairs H5673 of the province H4083 of Babylon, H895 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego; these H479 men, H1400 O king, H4430 have not H3809 regarded H7761 H2942 H5922 thee : they serve H6399 not H3809 thy gods, H426 nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 thou hast set up. H6966
13 Then H116 Nebuchadnezzar H5020 in his rage H7266 and fury H2528 commanded H560 to bring H858 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego. Then H116 they brought H858 these H479 men H1400 before H6925 the king. H4430
14 Nebuchadnezzar H5020 spoke H6032 and said H560 unto them, Is it true, H6656 O Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego, do H383 not H3809 ye serve H6399 my gods, H426 nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 I have set up H6966 ?
15 Now H3705 if H2006 ye be H383 ready H6263 that H1768 at what H1768 time H5732 ye hear H8086 the sound H7032 of the cornet, H7162 flute, H4953 harp, H7030 sackbut, H5443 psaltery, H6460 and dulcimer, H5481 and all H3606 kinds H2178 of music, H2170 ye fall down H5308 and worship H5457 the image H6755 which H1768 I have made; H5648 well : but if H2006 ye worship H5457 not, H3809 ye shall be cast H7412 the same hour H8160 into the midst H1459 of a burning H3345 fiery H5135 furnace; H861 and who H4479 is that H1932 God H426 that H1768 shall deliver H7804 you out of H4481 my hands H3028 ?
16 Shadrach H7715 , Meshach, H4336 and Abed- H5665 nego, answered H6032 and said H560 to the king, H4430 O Nebuchadnezzar, H5020 we H586 are not H3809 careful H2818 to answer H8421 thee in H5922 this H1836 matter. H6600
17 If H2006 it be H383 so , our God H426 whom H1768 we H586 serve H6399 is able H3202 to deliver H7804 us from H4481 the burning H3345 fiery H5135 furnace, H861 and he will deliver H7804 us out of H4481 thine hand, H3028 O king. H4430
18 But if H2006 not, H3809 be H1934 it known H3046 unto thee , O king, H4430 that H1768 we will H383 not H3809 serve H6399 thy gods, H426 nor H3809 worship H5457 the golden H1722 image H6755 which H1768 thou hast set up. H6966
19 Then H116 was Nebuchadnezzar H5020 full H4391 of fury, H2528 and the form H6755 of his visage H600 was changed H8133 against H5922 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego: therefore he spoke, H6032 and commanded H560 that they should heat H228 the furnace H861 one H2298 seven times H7655 more H5922 than H1768 it was wont H2370 to be heated. H228
20 And he commanded H560 the most mighty H1401 H2429 men H1400 that H1768 were in his army H2429 to bind H3729 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego, and to cast H7412 them into the burning H3345 fiery H5135 furnace. H861
21 Then H116 these H479 men H1400 were bound H3729 in their coats, H5622 their hosen, H6361 and their hats, H3737 and their other garments, H3831 and were cast H7412 into the midst H1459 of the burning H3345 fiery H5135 furnace. H861
22 Therefore H3606 H6903 H1836 because H4481 H1768 the king's H4430 commandment H4406 was urgent, H2685 and the furnace H861 exceeding H3493 hot, H228 the flame H7631 of H1768 the fire H5135 slew H6992 those H479 men H1400 that H1768 took up H5267 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego.
23 And these H479 three H8532 men, H1400 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego , fell down H5308 bound H3729 into the midst H1459 of the burning H3345 fiery H5135 furnace. H861
24 Then H116 Nebuchadnezzar H5020 the king H4430 was astonished, H8429 and rose up H6966 in haste, H927 and spoke, H6032 and said H560 unto his counselors, H1907 Did not H3809 we cast H7412 three H8532 men H1400 bound H3729 into the midst H1459 of the fire H5135 ? They answered H6032 and said H560 unto the king, H4430 True, H3330 O king. H4430
25 He answered H6032 and said, H560 Lo, H1888 I H576 see H2370 four H703 men H1400 loose, H8271 walking H1981 in the midst H1459 of the fire, H5135 and they have H383 no H3809 hurt; H2257 and the form H7299 of H1768 the fourth H7244 is like H1821 the Son H1247 of God. H426
26 Then H116 Nebuchadnezzar H5020 came near H7127 to the mouth H8651 of the burning H3345 fiery H5135 furnace, H861 and spoke, H6032 and said, H560 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego , ye servants H5649 of H1768 the most high H5943 God, H426 come forth, H5312 and come H858 hither . Then H116 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego , came forth H5312 of H4481 the midst H1459 of the fire. H5135
27 And the princes, H324 governors, H5460 and captains, H6347 and the king's H4430 counselors, H1907 being gathered together, H3673 saw H2370 these H479 men, H1400 upon whose H1768 bodies H1655 the fire H5135 had no power H7981 H3809 , nor H3809 was a hair H8177 of their head H7217 singed, H2761 neither H3809 were their coats H5622 changed, H8133 nor H3809 the smell H7382 of fire H5135 had passed H5709 on them.
28 Then Nebuchadnezzar H5020 spoke, H6032 and said, H560 Blessed H1289 be the God H426 of H1768 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego, who H1768 hath sent H7972 his angel, H4398 and delivered H7804 his servants H5649 that H1768 trusted H7365 in H5922 him , and have changed H8133 the king's H4430 word, H4406 and yielded H3052 their bodies, H1655 that H1768 they might not H3809 serve H6399 nor H3809 worship H5457 any H3606 god, H426 except H3861 their own God. H426
29 Therefore I make H4481 H7761 a decree, H2942 That H1768 every H3606 people, H5972 nation, H524 and language, H3961 which H1768 speak H560 any thing amiss H7955 against H5922 the God H426 of H1768 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego , shall be cut H5648 in pieces, H1917 and their houses H1005 shall be made H7739 a dunghill: H5122 because H3606 H6903 H1768 there is H383 no H3809 other H321 God H426 that H1768 can H3202 deliver H5338 after this sort. H1836
30 Then H116 the king H4430 promoted H6744 Shadrach, H7715 Meshach, H4336 and Abed- H5665 nego , in the province H4083 of Babylon. H895
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×