Bible Versions
Bible Books

Deuteronomy 26:15 (BNV) Bengali Old BSI Version

1 তোমার ঈশ্বর সদাপ্রভু অধিকারার্থে যে দেশ তোমাকে দিতেছেন, তুমি যখন সেই দেশে প্রবিষ্ট হইয়া তাহা অধিকার করিবে,
2 তথায় বাস করিবে; তৎকালে তুমি ভূমির যাবতীয় ফলের, তোমার ঈশ্বর সদাপ্রভু যে দেশ তোমাকে দিতেছেন, সেই দেশে উৎপন্ন ফলের অগ্রিমাংশ হইতে কিছু কিছু লইয়া চুপড়িতে করিয়া তোমার ঈশ্বর সদাপ্রভু আপন নামের বাসার্থে যে স্থান মনোনীত করিবেন, সেই স্থানে গমন করিবে।
3 আর তাৎকালিক যাজকের কাছে গিয়া তাহাকে বলিবে, সদাপ্রভু আমাদিগকে যে দেশ দিতে আমাদের পিতৃপুরুষদের কাছে দিব্য করিয়াছিলেন, সেই দেশে আমি আসিয়াছি; ইহা অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভুর নিকটে নিবেদন করিতেছি।
4 আর যাজক তোমার হস্ত হইতে সেই চুপড়ি লইয়া তোমার ঈশ্বর সদাপ্রভুর যজ্ঞবেদির সম্মুখে রাখিবে।
5 আর তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, এক জন নষ্টকল্প অরামীয় আমার পিতৃপুরুষ ছিলেন; তিনি অল্প সংখ্যায় মিসরে নামিয়া গিয়া প্রবাস করিলেন; এবং সে স্থানে মহৎ, পরাক্রান্ত বহুপ্রজ জাতি হইয়া উঠিলেন।
6 পরে মিস্রীয়েরা আমাদের প্রতি দৌরাত্ম্য করিল, আমাদিগকে দুঃখ দিল কঠিন দাসত্ব করাইল;
7 তাহাতে আমরা আপন পিতৃপুরুষদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ক্রন্দন করিলাম; আর সদাপ্রভু আমাদের রব শুনিয়া আমাদের কষ্ট, শ্রম উপদ্রবের প্রতি দৃষ্টি করিলেন।
8 সদাপ্রভু বলবান্‌ হস্ত, বিস্তারিত বাহু মহাভয়ঙ্করতা এবং নানা চিহ্ন অদ্ভুত লক্ষণ দ্বারা মিসর হইতে আমাদিগকে বাহির করিয়া আনিলেন।
9 আর তিনি আমাদিগকে এই স্থানে আনিয়াছেন, এবং এই দেশ, দুগ্ধমধুপ্রবাহী দেশ দিয়াছেন।
10 এখন, হে সদাপ্রভু, দেখ, তুমি আমাকে যে ভূমি দিয়াছ, তাহার ফলের অগ্রিমাংশ আমি আনিয়াছি। এই বলিয়া তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে তাহা রাখিয়া আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে প্রণিপাত করিবে।
11 আর তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে তোমার পরিবারকে যে যে মঙ্গল দান করিয়াছেন, সেই সকলেতে তুমি লেবীয় তোমার মধ্যবর্ত্তী বিদেশী, তোমরা সকলে আনন্দ করিবে।
12 তৃতীয় বৎসরে, অর্থাৎ দশমাংশের বৎসরে, তোমার উৎপন্ন দ্রব্যের সমস্ত দশমাংশ পৃথক্‌করণ সমাপ্ত করিলে পর তুমি লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে বিধবাকে তাহা দিবে, তাহাতে তাহারা তোমার নগরদ্বারের মধ্যে ভোজন করিয়া তৃপ্ত হইবে।
13 পরে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর সম্মুখে এই কথা কহিবে, তোমার আজ্ঞাপিত সমস্ত বাক্যানুসারে আমি আপন গৃহ হইতে পবিত্র বস্তু বাহির করিয়া লেবীয়কে, বিদেশীকে, পিতৃহীনকে বিধবাকে দিয়াছি; তোমার কোন আজ্ঞা লঙ্ঘন করি নাই ভুলিয়া যাই নাই;
14 আমার শোকের সময় আমি তাহার কিছুই ভোজন করি নাই, অশুচি অবস্থায় তাহার কিছুই বাহির করি নাই, এবং মৃত লোকের উদ্দেশে তাহার কিছুই দিই নাই, আমি আপন ঈশ্বর সদাপ্রভুর রবে কর্ণপাত করিয়াছি; তোমার আজ্ঞানুসারেই সমস্ত কর্ম্ম করিয়াছি।
15 তুমি আপন পবিত্র নিবাস হইতে, স্বর্গ হইতে, দৃষ্টিপাত কর, তোমার প্রজা ইস্রায়েলকে আশীর্ব্বাদ কর, এবং আমাদের পিতৃপুরুষদের কাছে কৃত তোমার দিব্যানুসারে যে ভূমি আমাদিগকে দিয়াছ, সেই দুগ্ধমধুপ্রবাহী দেশকেও আশীর্ব্বাদ কর।
16 এই সকল বিধি শাসন পালন করিতে অদ্য তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে আজ্ঞা করিতেছেন, তুমি যত্নপূর্ব্বক তোমার সমস্ত হৃদয় তোমার সমস্ত প্রাণের সহিত সমস্ত রক্ষা পালন করিবে।
17 অদ্য তুমি এই অঙ্গীকার করিয়াছ যে, সদাপ্রভুই তোমার ঈশ্বর হইবেন, এবং তুমি তাঁহার পথে চলিবে, তাঁহার বিধি, তাঁহার আজ্ঞা তাঁহার শাসন সকল পালন করিবে, এবং তাঁহার রবে কর্ণপাত করিবে।
18 আর অদ্য সদাপ্রভুও এই অঙ্গীকার করিয়াছেন যে, তাঁহার প্রতিজ্ঞানুসারে তুমি তাঁহার নিজস্ব প্রজা হইবে তাঁহার সমস্ত আজ্ঞা পালন করিবে;
19 আর তিনি আপনার রচিত সমস্ত জাতি অপেক্ষা তোমাকে শ্রেষ্ঠ করিয়া প্রশংসা, কীর্ত্তি মর্য্যাদাস্বরূপ করিবেন, এবং তিনি যেমন বলিয়াছেন, তদনুসারে তুমি আপন ঈশ্বর সদাপ্রভুর উদ্দেশে পবিত্র প্রজা হইবে।
1 And it shall be, H1961 when H3588 thou art come in H935 unto H413 the land H776 which H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee for an inheritance, H5159 and possessest H3423 it , and dwellest H3427 therein;
2 That thou shalt take H3947 of the first H4480 H7225 of all H3605 the fruit H6529 of the earth, H127 which H834 thou shalt bring H935 of thy land H4480 H776 that H834 the LORD H3068 thy God H430 giveth H5414 thee , and shalt put H7760 it in a basket, H2935 and shalt go H1980 unto H413 the place H4725 which H834 the LORD H3068 thy God H430 shall choose H977 to place H7931 his name H8034 there. H8033
3 And thou shalt go H935 unto H413 the priest H3548 that H834 shall be H1961 in those H1992 days, H3117 and say H559 unto H413 him , I profess H5046 this day H3117 unto the LORD H3068 thy God, H430 that H3588 I am come H935 unto H413 the country H776 which H834 the LORD H3068 swore H7650 unto our fathers H1 for to give H5414 us.
4 And the priest H3548 shall take H3947 the basket H2935 out of thine hand H4480 H3027 , and set it down H5117 before H6440 the altar H4196 of the LORD H3068 thy God. H430
5 And thou shalt speak H6030 and say H559 before H6440 the LORD H3068 thy God, H430 A Syrian H761 ready to perish H6 was my father, H1 and he went down H3381 into Egypt, H4714 and sojourned H1481 there H8033 with a few H4692 H4592 , and became H1961 there H8033 a nation, H1471 great, H1419 mighty, H6099 and populous: H7227
6 And the Egyptians H4713 evil entreated H7489 us , and afflicted H6031 us , and laid H5414 upon H5921 us hard H7186 bondage: H5656
7 And when we cried H6817 unto H413 the LORD H3068 God H430 of our fathers, H1 the LORD H3068 heard H8085 H853 our voice, H6963 and looked on H7200 H853 our affliction, H6040 and our labor, H5999 and our oppression: H3906
8 And the LORD H3068 brought us forth H3318 out of Egypt H4480 H4714 with a mighty H2389 hand, H3027 and with an outstretched H5186 arm, H2220 and with great H1419 terribleness, H4172 and with signs, H226 and with wonders: H4159
9 And he hath brought H935 us into H413 this H2088 place, H4725 and hath given H5414 us H853 this H2063 land, H776 even a land H776 that floweth H2100 with milk H2461 and honey. H1706
10 And now, H6258 behold, H2009 I have brought H935 H853 the firstfruits H7225 H6529 of the land, H127 which H834 thou , O LORD, H3068 hast given H5414 me . And thou shalt set H5117 it before H6440 the LORD H3068 thy God, H430 and worship H7812 before H6440 the LORD H3068 thy God: H430
11 And thou shalt rejoice H8055 in every H3605 good H2896 thing which H834 the LORD H3068 thy God H430 hath given H5414 unto thee , and unto thine house, H1004 thou, H859 and the Levite, H3881 and the stranger H1616 that H834 is among H7130 you.
12 When H3588 thou hast made an end H3615 of tithing H6237 H853 all H3605 the tithes H4643 of thine increase H8393 the third H7992 year, H8141 which is the year H8141 of tithing, H4643 and hast given H5414 it unto the Levite, H3881 the stranger, H1616 the fatherless, H3490 and the widow, H490 that they may eat H398 within thy gates, H8179 and be filled; H7646
13 Then thou shalt say H559 before H6440 the LORD H3068 thy God, H430 I have brought away H1197 the hallowed things H6944 out of H4480 mine house, H1004 and also H1571 have given H5414 them unto the Levite, H3881 and unto the stranger, H1616 to the fatherless, H3490 and to the widow, H490 according to all H3605 thy commandments H4687 which H834 thou hast commanded H6680 me : I have not H3808 transgressed H5674 thy commandments H4480 H4687 , neither H3808 have I forgotten H7911 them :
14 I have not H3808 eaten H398 thereof H4480 in my mourning, H205 neither H3808 have I taken away H1197 aught thereof H4480 for any unclean H2931 use , nor H3808 given H5414 aught thereof H4480 for the dead: H4191 but I have hearkened H8085 to the voice H6963 of the LORD H3068 my God, H430 and have done H6213 according to all H3605 that H834 thou hast commanded H6680 me.
15 Look down H8259 from thy holy H6944 habitation H4480 H4583 , from H4480 heaven, H8064 and bless H1288 H853 thy people H5971 H853 Israel, H3478 and the land H127 which H834 thou hast given H5414 us, as H834 thou sworest H7650 unto our fathers, H1 a land H776 that floweth H2100 with milk H2461 and honey. H1706
16 This H2088 day H3117 the LORD H3068 thy God H430 hath commanded H6680 thee to do H6213 H853 these H428 statutes H2706 and judgments: H4941 thou shalt therefore keep H8104 and do H6213 them with all H3605 thine heart, H3824 and with all H3605 thy soul. H5315
17 Thou hast avouched H559 H853 the LORD H3068 this day H3117 to be H1961 thy God, H430 and to walk H1980 in his ways, H1870 and to keep H8104 his statutes, H2706 and his commandments, H4687 and his judgments, H4941 and to hearken H8085 unto his voice: H6963
18 And the LORD H3068 hath avouched H559 thee this day H3117 to be H1961 his peculiar H5459 people, H5971 as H834 he hath promised H1696 thee , and that thou shouldest keep H8104 all H3605 his commandments; H4687
19 And to make H5414 thee high H5945 above H5921 all H3605 nations H1471 which H834 he hath made, H6213 in praise, H8416 and in name, H8034 and in honor; H8597 and that thou mayest be H1961 a holy H6918 people H5971 unto the LORD H3068 thy God, H430 as H834 he hath spoken. H1696
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×