Bible Versions
Bible Books

Exodus 29:32 (BNV) Bengali Old BSI Version

1 আর আমার যাজন কর্ম্ম করণার্থে তাহাদিগকে পবিত্র করিবার জন্য তুমি তাহাদের প্রতি এই সকল কর্ম্ম করিবে; নির্দ্দোষ একটী পুংগোবৎস দুইটী মেষ লইবে;
2 আর তাড়ীশূন্য রুটী, তৈলমিশ্রিত তাড়ীশূন্য পিষ্টক তৈলাক্ত তাড়ীশূন্য সরুচাকলী গোমের ময়দা দ্বারা প্রস্তুত করিবে;
3 এবং সেইগুলি এক ডালিতে রাখিবে, আর সেই ডালিতে করিয়া আনিবে, এবং গোবৎস দুই মেষ আনিবে।
4 আর হারোণকে তাহার পুত্রগণকে সমাগম-তাম্বুর দ্বার-সমীপে আনিয়া জলে স্নান করাইবে।
5 আর সেই সকল বস্ত্র লইয়া হারোণকে অঙ্গরক্ষিণী, এফোদের পরিচ্ছদ, এফোদ বুকপাটা পরাইবে, এবং এফোদের বুনানি করা পটুকা তাহাতে আবদ্ধ করিবে।
6 আর তাহার মস্তকে উষ্ণীষ দিবে, উষ্ণীষের উপরে পবিত্র মুকুট দিবে।
7 পরে অভিষেকার্থ তৈল লইয়া তাহার মস্তকের উপরে ঢালিয়া তাহাকে অভিষিক্ত করিবে।
8 আর তুমি তাহার পুত্রগণকে আনিয়া অঙ্গরক্ষক বস্ত্র পরাইবে।
9 আর হারোণকে তাহার পুত্রগণকে কটিবন্ধন পরাইবে, তাহাদের মস্তকে শিরোভূষণ বাঁধিয়া দিবে; তাহাতে যাজকত্বপদে তাহাদের চিরস্থায়ী অধিকার থাকিবে। আর তুমি হারোণের তাহার পুত্রগণের হস্তপূরণ করিবে।
10 পরে তুমি সমাগম-তাম্বুর সম্মুখে সেই গোবৎসকে আনাইবে, এবং হারোণ তাহার পুত্রগণ গোবৎসটীর মস্তকে হস্তার্পণ করিবে।
11 তখন তুমি সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে গোবৎস হনন করিবে।
12 পরে গোবৎসের কিঞ্চিৎ রক্ত লইয়া অঙ্গুলি দ্বারা বেদির শৃঙ্গের উপরে দিবে, এবং বেদির মূলে সমস্ত রক্ত ঢালিয়া দিবে।
13 আর তাহার অন্ত্রের উপরিস্থিত সমস্ত মেদ যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক দুই মেটিয়া তদুপরিস্থ মেদ লইয়া বেদিতে দগ্ধ করিবে।
14 কিন্তু গোবৎসটীর মাংস তাহার চর্ম্ম গোময় শিবিরের বাহিরে অগ্নিতে পোড়াইয়া দিবে; তাহা পাপার্থক বলি।
15 পরে তুমি প্রথম মেষটী আনিবে, এবং হারোণ তাহার পুত্রগণ সেই মেষের মস্তকে হস্তার্পণ করিবে।
16 পরে তুমি সেই মেষ হনন করিয়া তাহার রক্ত লইয়া বেদির উপরে চারিদিকে ছিটাইয়া দিবে।
17 পরে তুমি মেষটী খণ্ড খণ্ড করিবে, তাহার অন্ত্র পদ ধৌত করিবে, আর খণ্ড সকলের মস্তকের উপরে রাখিবে।
18 পরে সমস্ত মেষটী বেদিতে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে হোমবলি, সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার।
19 পরে তুমি দ্বিতীয় মেষটী লইবে, এবং হারোণ তাহার পুত্রগণ মেষের মস্তকে হস্তার্পণ করিবে।
20 পরে তুমি সেই মেষ হনন করিয়া তাহার কিঞ্চিৎ রক্ত লইয়া হারোণের দক্ষিণ কর্ণের প্রান্তে তাহার পুত্রগণের দক্ষিণ কর্ণের প্রান্তে তাহাদের দক্ষিণ হস্তের অঙ্গুষ্ঠের উপরে দক্ষিণ পদের অঙ্গুষ্ঠের উপরে দিবে, এবং বেদির উপরে চারিদিকে রক্ত ছিটাইয়া দিবে।
21 পরে বেদির উপরিস্থিত রক্তের অভিষেকার্থ তৈলের কিঞ্চিৎ লইয়া হারোণের উপরে তাহার বস্ত্রের উপরে এবং তাহার সহিত তাহার পুত্রদের উপরে তাহাদের বস্ত্রের উপরে ছিটাইয়া দিবে; তাহাতে সে তাহার বস্ত্র এবং তাহার সহিত তাহার পুত্রগণ তাহাদের বস্ত্র পবিত্র হইবে।
22 পরে তুমি সেই মেষের মেদ, লাঙ্গুল অন্ত্রের উপরিস্থ মেদ যকৃতের উপরিস্থ অন্ত্রাপ্লাবক দুই মেটিয়া তদুপরিস্থ মেদ দক্ষিণ জঙ্ঘা লইবে, কেননা সে হস্তপূরণার্থক মেষ।
23 পরে তুমি সদাপ্রভুর সম্মুখস্থিত তাড়ীশূন্য রুটীর ডালি হইতে এক রুটী তৈলমিশ্রিত এক পিষ্টক এক সরুচাকলী লইবে;
24 এবং হারোণের হস্তে তাহার পুত্রগণের হস্তে তৎসমুদয় দিয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে তাহা দোলাইবে।
25 পরে তুমি তাহাদের হস্ত হইতে তাহা লইয়া সদাপ্রভুর সম্মুখে সৌরভার্থে বেদিতে হোমার্থক বলির উপরে দগ্ধ করিবে; তাহা সদাপ্রভুর উদ্দেশে অগ্নিকৃত উপহার।
26 পরে তুমি হারোণের হস্তপূরণার্থক মেষের বক্ষঃস্থল লইয়া দোলনীয় উপহারার্থে সদাপ্রভুর সম্মুখে দোলাইবে; তাহা তোমার অংশ হইবে।
27 পরে হারোণের তাহার পুত্রগণের হস্তপূরণার্থক মেষের যে দোলনীয় উপহার বক্ষঃস্থল দোলায়িত যে, উত্তোলনীয় উপহার জঙ্ঘা উত্তোলিত হইল, তাহা তুমি পবিত্র করিবে।
28 তাহাতে ইস্রায়েল-সন্তানগণ হইতে তাহা হারোণের তাহার সন্তানগণের চিরস্থায়ী অধিকার হইবে, কেননা তাহাই উত্তোলনীয় উপহার; ইস্রায়েল-সন্তানগণের এই উত্তোলনীয় উপহার তাহাদের মঙ্গলার্থক বলি হইতে দেয়; ইহা সদাপ্রভুর উদ্দেশে তাহাদের উত্তোলনীয় উপহার।
29 আর হারোণের পরে তাহার পবিত্র বস্ত্র সকল তাহার পুত্রগণের হইবে; অভিষেক হস্তপূরণ সময়ে তাহারা তাহা পরিধান করিবে।
30 তাহার পুত্রদের মধ্যে যে তাহার পদে যাজক হইয়া পবিত্র স্থানে পরিচর্য্যা করিতে সমাগম-তাম্বুতে প্রবেশ করিবে, সে সেই বস্ত্র সাত দিন পরিবে।
31 পরে তুমি সেই হস্তপূরণার্থক মেষের মাংস লইয়া কোন পবিত্র স্থানে পাক করিবে,
32 এবং হারোণ তাহার পুত্রগণ সমাগম-তাম্বুর দ্বারে সেই মেষমাংস ডালিতে স্থিত সেই রুটী ভোজন করিবে।
33 আর হস্তপূরণ দ্বারা তাহাদিগকে পবিত্র করণার্থে যাহা দিয়া প্রায়শ্চিত্ত করা হইল, তাহা তাহারা ভোজন করিবে; কিন্তু অপর কোন লোক তাহা ভোজন করিবে না, কারণ সে সকল পবিত্র বস্তু।
34 আর হস্তপূরণার্থক মাংস রুটী হইতে যদি প্রাতঃকাল পর্য্যন্ত কিছু অবশিষ্ট থাকে, তবে সেই অবশিষ্ট অংশ অগ্নিতে পোড়াইয়া দিবে; কেহ তাহা ভোজন করিবে না, কারণ তাহা পবিত্র বস্তু।
35 আমি তোমাকে এই যে সকল আজ্ঞা করিলাম, তদনুসারে হারোণের প্রতি তাহার পুত্রগণের প্রতি করিবে; সাত দিন তাহাদের হস্তপূরণ করিবে।
36 আর তুমি প্রায়শ্চিত্তের জন্য প্রতিদিন পাপার্থক বলিরূপে এক একটী পুংগোবৎস উৎসর্গ করিবে, এবং প্রায়শ্চিত্ত করিয়া বেদিকে মুক্ত-পাপ করিবে, আর তাহা পবিত্র করণার্থে অভিষেক করিবে।
37 তুমি বেদির নিমিত্তে সাত দিন প্রায়শ্চিত্ত করিয়া তাহা পবিত্র করিবে; তাহাতে বেদি অতি পবিত্র হইবে; যে কেহ বেদি স্পর্শ করে, তাহার পবিত্র হওয়া চাই।
38 সেই বেদির উপরে তুমি এই বলি উৎসর্গ করিবে;
39 নিয়ত প্রতিদিন একবর্ষীয় দুইটী মেষশাবক; একটী মেষশাবক প্রাতঃকালে উৎসর্গ করিবে, অন্যটী সন্ধ্যাকালে উৎসর্গ করিবে।
40 আর প্রথম মেষশাবকের সহিত উখলিতে প্রস্তুত হিন পাত্রের চতুর্থাংশ তৈলে মিশ্রিত ঐফা পাত্রের দশমাংশ ময়দা, এবং পেয় নৈবেদ্যের কারণ হিনের চতুর্থাংশ দ্রাক্ষারস দিবে।
41 পরে দ্বিতীয় মেষশাবকটী সন্ধ্যাকালে উৎসর্গ করিবে, এবং প্রাতঃকালের মতানুসারে ভক্ষ্য পেয় নৈবেদ্যের সহিত তাহাও সদাপ্রভুর উদ্দেশে সৌরভার্থক অগ্নিকৃত উপহার বলিয়া উৎসর্গ করিবে।
42 ইহা তোমাদের পুরুষানুক্রমে নিয়ত কর্ত্তব্য হোম; সমাগম-তাম্বুর দ্বারসমীপে সদাপ্রভুর সম্মুখে, যে স্থানে আমি তোমার সহিত আলাপ করিতে তোমাদের কাছে দেখা দিব, সেই স্থানে ইহা কর্ত্তব্য
43 সেখানে আমি ইস্রায়েল-সন্তানগণের কাছে দেখা দিব, এবং আমার প্রতাপে তাম্বু পবিত্রীকৃত হইবে।
44 আর আমি সদামগ-তাম্বু বেদি পবিত্র করিব, এবং আমার যাজনকর্ম্ম করণার্থে হারোণকে তাহার পুত্রগণকে পবিত্র করিব।
45 আর আমি ইস্রায়েল-সন্তানগণের মধ্যে বাস করিব, তাহাদের ঈশ্বর হইব।
46 তাহাতে তাহারা জানিবে যে, আমি সদাপ্রভু, তাহাদের ঈশ্বর, আমি তাহাদের মধ্যে বাস করণার্থে মিসর দেশ হইতে তাহাদিগকে বাহির করিয়া আনিয়াছি; আমিই সদাপ্রভু, তাহাদের ঈশ্বর।
1 And this H2088 is the thing H1697 that H834 thou shalt do H6213 unto them to hallow H6942 them , to minister unto me in the priest's office: H3547 Take H3947 one H259 young H1121 H1241 bullock, H6499 and two H8147 rams H352 without blemish, H8549
2 And unleavened H4682 bread, H3899 and cakes H2471 unleavened H4682 tempered H1101 with oil, H8081 and wafers H7550 unleavened H4682 anointed H4886 with oil: H8081 of wheaten H2406 flour H5560 shalt thou make H6213 them.
3 And thou shalt put H5414 them into H5921 one H259 basket, H5536 and bring H7126 them in the basket, H5536 with the bullock H6499 and the two H8147 rams. H352
4 And Aaron H175 and his sons H1121 thou shalt bring H7126 unto H413 the door H6607 of the tabernacle H168 of the congregation, H4150 and shalt wash H7364 them with water. H4325
5 And thou shalt take H3947 H853 the garments, H899 and put upon H3847 H853 Aaron H175 H853 the coat, H3801 and the robe H4598 of the ephod, H646 and the ephod, H646 and the breastplate, H2833 and gird H640 him with the curious girdle H2805 of the ephod: H646
6 And thou shalt put H7760 the miter H4701 upon H5921 his head, H7218 and put H5414 H853 the holy H6944 crown H5145 upon H5921 the miter. H4701
7 Then shalt thou take H3947 H853 the anointing H4888 oil, H8081 and pour H3332 it upon H5921 his head, H7218 and anoint H4886 him.
8 And thou shalt bring H7126 his sons, H1121 and put coats upon H3847 H3801 them.
9 And thou shalt gird H2296 them with girdles, H73 Aaron H175 and his sons, H1121 and put H2280 the bonnets H4021 on them : and the priest's office H3550 shall be H1961 theirs for a perpetual H5769 statute: H2708 and thou shalt consecrate H4390 H3027 Aaron H175 and his sons. H1121
10 And thou shalt cause H853 a bullock H6499 to be brought H7126 before H6440 the tabernacle H168 of the congregation: H4150 and Aaron H175 and his sons H1121 shall put H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the bullock. H6499
11 And thou shalt kill H7819 H853 the bullock H6499 before H6440 the LORD, H3068 by the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
12 And thou shalt take H3947 of the blood H4480 H1818 of the bullock, H6499 and put H5414 it upon H5921 the horns H7161 of the altar H4196 with thy finger, H676 and pour H8210 all H3605 the blood H1818 beside H413 the bottom H3247 of the altar. H4196
13 And thou shalt take H3947 H853 all H3605 the fat H2459 that covereth H3680 H853 the inwards, H7130 and the caul H3508 that is above H5921 the liver, H3516 and the two H8147 kidneys, H3629 and the fat H2459 that H834 is upon H5921 them , and burn H6999 them upon the altar. H4196
14 But the flesh H1320 of the bullock, H6499 and his skin, H5785 and his dung, H6569 shalt thou burn H8313 with fire H784 without H4480 H2351 the camp: H4264 it H1931 is a sin offering. H2403
15 Thou shalt also take H3947 one H259 ram; H352 and Aaron H175 and his sons H1121 shall put H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the ram. H352
16 And thou shalt slay H7819 H853 the ram, H352 and thou shalt take H3947 H853 his blood, H1818 and sprinkle H2236 it round about H5439 upon H5921 the altar. H4196
17 And thou shalt cut H5408 the ram H352 in pieces, H5409 and wash H7364 the inwards H7130 of him , and his legs, H3767 and put H5414 them unto H5921 his pieces, H5409 and unto H5921 his head. H7218
18 And thou shalt burn H6999 H853 the whole H3605 ram H352 upon the altar: H4196 it H1931 is a burnt offering H5930 unto the LORD: H3068 it is a sweet H5207 savor, H7381 an offering made by fire H801 unto the LORD. H3068
19 And thou shalt take H3947 H853 the other H8145 ram; H352 and Aaron H175 and his sons H1121 shall put H5564 H853 their hands H3027 upon H5921 the head H7218 of the ram. H352
20 Then shalt thou kill H7819 H853 the ram, H352 and take H3947 of his blood H4480 H1818 , and put H5414 it upon H5921 the tip H8571 of the right ear H241 of Aaron, H175 and upon H5921 the tip H8571 of the right H3233 ear H241 of his sons, H1121 and upon H5921 the thumb H931 of their right H3233 hand, H3027 and upon H5921 the great toe H931 of their right H3233 foot, H7272 and sprinkle H2236 H853 the blood H1818 upon H5921 the altar H4196 round about. H5439
21 And thou shalt take H3947 of H4480 the blood H1818 that H834 is upon H5921 the altar, H4196 and of the anointing oil H4480 H8081, H4888 and sprinkle H5137 it upon H5921 Aaron, H175 and upon H5921 his garments, H899 and upon H5921 his sons, H1121 and upon H5921 the garments H899 of his sons H1121 with H854 him : and he H1931 shall be hallowed, H6942 and his garments, H899 and his sons, H1121 and his sons' H1121 garments H899 with H854 him.
22 Also thou shalt take H3947 of H4480 the ram H352 the fat H2459 and the rump, H451 and the fat H2459 that covereth H3680 H853 the inwards, H7130 and the caul H3508 above the liver, H3516 and the two H8147 kidneys, H3629 and the fat H2459 that H834 is upon H5921 them , and the right H3225 shoulder; H7785 for H3588 it H1931 is a ram H352 of consecration: H4394
23 And one H259 loaf H3603 of bread, H3899 and one H259 cake H2471 of oiled H8081 bread, H3899 and one H259 wafer H7550 out of the basket H4480 H5536 of the unleavened bread H4682 that H834 is before H6440 the LORD: H3068
24 And thou shalt put H7760 all H3605 in H5921 the hands H3709 of Aaron, H175 and in H5921 the hands H3709 of his sons; H1121 and shalt wave H5130 them for a wave offering H8573 before H6440 the LORD. H3068
25 And thou shalt receive H3947 them of their hands H4480 H3027 , and burn H6999 them upon the altar H4196 for H5921 a burnt offering, H5930 for a sweet H5207 savor H7381 before H6440 the LORD: H3068 it H1931 is an offering made by fire H801 unto the LORD. H3068
26 And thou shalt take H3947 H853 the breast H2373 of the ram H4480 H352 of Aaron's H175 consecration, H4394 and wave H5130 it for a wave offering H8573 before H6440 the LORD: H3068 and it shall be H1961 thy part. H4490
27 And thou shalt sanctify H6942 H853 the breast H2373 of the wave offering, H8573 and the shoulder H7785 of the heave offering, H8641 which H834 is waved, H5130 and which H834 is heaved up, H7311 of the ram H4480 H352 of the consecration, H4394 even of that which H4480 H834 is for Aaron, H175 and of that which H4480 H834 is for his sons: H1121
28 And it shall be H1961 Aaron's H175 and his sons' H1121 by a statute H2706 forever H5769 from H4480 H854 the children H1121 of Israel: H3478 for H3588 it H1931 is a heave offering: H8641 and it shall be H1961 a heave offering H8641 from H4480 H854 the children H1121 of Israel H3478 of the sacrifice H4480 H2077 of their peace offerings, H8002 even their heave offering H8641 unto the LORD. H3068
29 And the holy H6944 garments H899 of Aaron H175 shall be H1961 his sons' H1121 after H310 him , to be anointed H4886 therein , and to be consecrated H4390 H853 H3027 in them.
30 And that son H4480 H1121 that is priest H3548 in his stead H8478 shall put them on H3847 seven H7651 days, H3117 when H834 he cometh H935 into H413 the tabernacle H168 of the congregation H4150 to minister H8334 in the holy H6944 place .
31 And thou shalt take H3947 the ram H352 of the consecration, H4394 and seethe H1310 H853 his flesh H1320 in the holy H6918 place. H4725
32 And Aaron H175 and his sons H1121 shall eat H398 H853 the flesh H1320 of the ram, H352 and the bread H3899 that H834 is in the basket, H5536 by the door H6607 of the tabernacle H168 of the congregation. H4150
33 And they shall eat H398 those things wherewith H834 the atonement was made, H3722 to consecrate H4390 H853 H3027 and to sanctify H6942 them : but a stranger H2114 shall not H3808 eat H398 thereof , because H3588 they H1992 are holy. H6944
34 And if H518 aught of the flesh H4480 H1320 of the consecrations, H4394 or of H4480 the bread, H3899 remain H3498 unto H5704 the morning, H1242 then thou shalt burn H8313 H853 the remainder H3498 with fire: H784 it shall not H3808 be eaten, H398 because H3588 it H1931 is holy. H6944
35 And thus H3602 shalt thou do H6213 unto Aaron, H175 and to his sons, H1121 according to all H3605 things which H834 I have commanded H6680 thee: seven H7651 days H3117 shalt thou consecrate H4390 H3027 them.
36 And thou shalt offer H6213 every day H3117 a bullock H6499 for a sin offering H2403 for H5921 atonement: H3725 and thou shalt cleanse H2398 H5921 the altar, H4196 when thou hast made an atonement H3722 for H5921 it , and thou shalt anoint H4886 it , to sanctify H6942 it.
37 Seven H7651 days H3117 thou shalt make an atonement H3722 for H5921 the altar, H4196 and sanctify H6942 it ; and it shall be H1961 an altar H4196 most holy H6944 H6944 : whatsoever H3605 toucheth H5060 the altar H4196 shall be holy. H6942
38 Now this H2088 is that which H834 thou shalt offer H6213 upon H5921 the altar; H4196 two H8147 lambs H3532 of the first H1121 year H8141 day by day H3117 continually. H8548
39 H853 The one H259 lamb H3532 thou shalt offer H6213 in the morning; H1242 and the other H8145 lamb H3532 thou shalt offer H6213 at H996 even: H6153
40 And with the one H259 lamb H3532 a tenth deal H6241 of flour H5560 mingled H1101 with the fourth part H7253 of a hin H1969 of beaten H3795 oil; H8081 and the fourth part H7243 of a hin H1969 of wine H3196 for a drink offering. H5262
41 And the other H8145 lamb H3532 thou shalt offer H6213 at H996 even, H6153 and shalt do H6213 thereto according to the meat offering H4503 of the morning, H1242 and according to the drink offering H5262 thereof , for a sweet H5207 savor, H7381 an offering made by fire H801 unto the LORD. H3068
42 This shall be a continual H8548 burnt offering H5930 throughout your generations H1755 at the door H6607 of the tabernacle H168 of the congregation H4150 before H6440 the LORD: H3068 where H834 H8033 I will meet H3259 you , to speak H1696 there H8033 unto H413 thee.
43 And there H8033 I will meet H3259 with the children H1121 of Israel, H3478 and the tabernacle shall be sanctified H6942 by my glory. H3519
44 And I will sanctify H6942 H853 the tabernacle H168 of the congregation, H4150 and the altar: H4196 I will sanctify H6942 also both Aaron H175 and his sons, H1121 to minister to me in the priest's office. H3547
45 And I will dwell H7931 among H8432 the children H1121 of Israel, H3478 and will be H1961 their God. H430
46 And they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 their God, H430 that H834 brought them forth H3318 H853 out of the land H4480 H776 of Egypt, H4714 that I may dwell H7931 among H8432 them: I H589 am the LORD H3068 their God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×