Bible Versions
Bible Books

Ezekiel 21:3 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
2 হে মনুষ্য-সন্তান, তুমি যিরূশালেমের দিকে আপন মুখ রাখ, পবিত্র স্থানের দিকে বাক্য বর্ষণ কর, ইস্রায়েল-দেশের বিরুদ্ধে ভাববাণী বল।
3 তুমি ইস্রায়েল-দেশকে বল, সদাপ্রভু এই কথা কহেন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি কোষ হইতে আপন খড়্‌গ বাহির করিয়া তোমার মধ্য হইতে ধার্ম্মিক দুষ্টকে উচ্ছিন্ন করিব।
4 আমি যখন তোমার মধ্য হইতে ধার্ম্মিক দুষ্ট লোককে উচ্ছিন্ন করিব, তখন আমার খড়্‌গ কোষ হইতে বাহির হইয়া দক্ষিণ অবধি উত্তর পর্য্যন্ত সমস্ত প্রাণীর বিরুদ্ধে যাইবে;
5 তাহাতে সমস্ত প্রাণী জানিবে যে, আমি সদাপ্রভু কোষ হইতে আপন খড়্‌গ বাহির করিয়াছি, তাহা আর ফিরিবে না।
6 আর হে মনুষ্য-সন্তান, তুমি দীর্ঘনিঃশ্বাস ত্যাগ কর; কটিদেশ ভাঙ্গিয়া মনস্তাপপূর্ব্বক তাহাদের সাক্ষাতে দীর্ঘনিঃশ্বাস ত্যাগ কর।
7 আর, যখন তাহারা তোমাকে জিজ্ঞাসা করিবে, ‘কেন দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিতেছ?’ তখন বলিও, বার্ত্তার নিমিত্ত, কেননা তাহা আসিতেছে; তৎকালে প্রত্যেক হৃদয় গলিয়া যাইবে, প্রত্যেক হস্ত দুর্ব্বল হইবে, প্রত্যেক মন নিস্তেজ হইবে, প্রত্যেক জানু জলের মত হইয়া পড়িবে; দেখ, তাহা আসিতেছে, তাহা সফলও হইবে, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
8 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
9 হে মনুষ্য-সন্তান, ভাববাণী বল, সদাপ্রভু এই কথা কহেন; তুমি বল, খড়্‌গ, খড়্‌গ, উহা শাণিত মার্জ্জিত করা হইয়াছে।
10 উহা শাণিত করা হইয়াছে, যেন সংহার করে; মার্জ্জিত করা হইয়াছে, যেন বিদ্যুতের ন্যায় হয়; তবে আমরা কি আমোদ করিব? আমার পুত্রের রাজদণ্ড প্রত্যেক কাষ্ঠকে তুচ্ছ করে।
11 তাহা মার্জ্জিত হইবার জন্য দেওয়া হইয়াছে, যেন হাত দিয়া ধরা যায়; খড়্‌গ শাণিত মার্জ্জিত করা হইয়াছে, যেন হন্তার হস্তে দেওয়া হয়।
12 হে মনুষ্য-সন্তান, ক্রন্দন হাহাকার কর, কেননা উহা আমার প্রজাদের বিরুদ্ধে, উহা ইস্রায়েলের সমস্ত অধ্যক্ষের বিরুদ্ধে উপস্থিত হইয়াছে; তাহারা আমার প্রজাদের সহিত খড়্‌গে সমর্পিত হইয়াছে; অতএব তুমি আপন ঊরুদেশে আঘাত কর।
13 কারণ পরীক্ষা করা গিয়াছে; সেই তুচ্ছ রাজদণ্ড যদি আর না থাকে, তাহাতে কি? ইহা প্রভু সদাপ্রভু বলেন।
14 অতএব, হে মনুষ্য-সন্তান, তুমি ভাববাণী বল, করে করাঘাত কর; সেই খড়্‌গ, আহত লোকদের খড়্‌গ, দুই বরং তিনটী খড়্‌গ হইয়া উঠুক; তাহা আহত মহল্লোকের খড়্‌গ, তাহা চারিদিকে তাহাদিগকে ঘেরিবে।
15 আমি তাহাদিগকে সমস্ত নগর-দ্বারে খড়্‌গের ত্রাস রাখিলাম, যেন তাহাদের অন্তঃকরণ গলিয়া যায়, তাহাদের বিস্তর স্খলন হয়। আঃ! তাহা বিদ্যুতের ন্যায় নির্ম্মিত, তাহা হত্যার জন্য শাণিত হইয়াছে।
16 হে খড়্‌গ, একাগ্র হইয়া দক্ষিণদিকে ফির, প্রস্তুত হইয়া বামদিকে ফির; যে দিকে তোমার মুখ রাখা যায়, সেই দিকে গমন কর
17 আমিও করে করাঘাত করিব, আপন ক্রোধ চরিতার্থ করিয়া শান্ত হইব; আমি সদাপ্রভু ইহা কহিলাম।
18 আবার সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
19 হে মনুষ্য-সন্তান, বাবিল-রাজের খড়্‌গ আসিবে বলিয়া তুমি দুই পথ আঁক; সেই দুই পথ এক দেশ হইতে আসিবে; আর তুমি হস্তাকৃতি এক চিহ্ন খোদ, নগরগামী পথের মস্তকে তাহা খোদ।
20 খড়্‌গের জন্য অম্মোন-সন্তানদের রব্বা নগরগামী এক পথ, যিহূদার প্রাচীরবেষ্টিত যিরূশালেম নগরগামী অন্য পথ আঁক।
21 কেননা বাবিল-রাজ মন্ত্রপূত করিবার জন্য দুই পথের সঙ্গমস্থানে, অর্থাৎ সেই দুই পথের মস্তকে, দণ্ডায়মান হইল; সে বাণ সকল সঞ্চালন করিল, ঠাকুরদের কাছে অনুসন্ধান করিল, যকৃৎ নিরীক্ষণ করিল।
22 তাহার দক্ষিণদিকে মন্ত্র উঠিল, ‘যিরূশালেম,’ সেই স্থানে প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, বধের আজ্ঞা দিতে, উচ্চৈঃস্বরে সিংহনাদ করিতে, নগরদ্বার সকলের বিরুদ্ধে প্রাচীরভেদক যন্ত্র স্থাপন করিতে, জাঙ্গাল বাঁধিতে উচ্চ গৃহ প্রস্তুত করিতে হইবে।
23 কিন্তু মন্ত্রটী তাহাদের দৃষ্টিতে অলীক বোধ হইবে; তাহারা উহাদের কাছে পুনঃ পুনঃ শপথ করিয়াছিল; কিন্তু তিনি তাহাদের অপরাধ স্মরণীয় করেন, যেন তাহারা ধৃত হয়।
24 এইজন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমরা আপন আপন অপরাধ স্মরণীয় করিয়াছ, কেননা তোমাদের অধর্ম্ম সকল অনাবৃত হইল, তাই তোমাদের সমস্ত কার্য্যে তোমাদের পাপ প্রকাশিত হয়, তোমরা স্মরণীয় হওয়াতে হস্তে ধৃত হইবে।
25 আর হে আহত দুষ্ট ইস্রায়েল-নরপতি, অন্তক অপরাধের সময়ে তোমার দিন উপস্থিত হইল।
26 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, উষ্ণীষ অপসারণ কর রাজমুকুট দূর কর; যাহা আছে, তাহা আর থাকিবে না; যাহা খর্ব্ব তাহা উচ্চ হউক, যাহা উচ্চ তাহা খর্ব্ব হউক।
27 আমি বিপর্য্যয়, বিপর্য্যয়, বিপর্য্যয় করিব; যাহা আছে, তাহাও থাকিবে না, যাবৎ তিনি না আইসেন, যাঁহার অধিকার; আমি তাঁহাকে দিব।
28 আর হে মনুষ্য-সন্তান, তুমি এই ভাববাণী বল, প্রভু সদাপ্রভু অম্মোন-সন্তানদের বিষয়ে তাহাদের টিটকারির বিষয়ে এই কথা কহেন; তুমি বল, খড়্‌গ, খড়্‌গ নিষ্কোষিত হইয়াছে, উহা হত্যার নিমিত্ত মার্জ্জিত, যেন গ্রাস করে, যেন বিদ্যুতের ন্যায় হয়।
29 এদিকে লোকেরা তোমার জন্য অলীক দর্শন পায়, তোমার জন্য মিথ্যা মন্ত্র পাঠ করে, যেন তোমাকে সেই আহত দুষ্টগণের গ্রীবার উপরে নিপেক্ষ করে, যাহাদের দিন শেষের অপরাধকালে উপস্থিত হইয়াছে।
30 উহা পুনর্ব্বার কোষে রাখ; তুমি যে স্থানে সৃষ্ট যে দেশে উৎপন্ন হইয়াছিলে, তথায় আমি তোমার বিচার করিব।
31 আর আমি তোমার উপরে আমার ক্রোধ ঢালিব; আমি তোমার বিরুদ্ধে আমার কোপাগ্নিতে ফুঁ দিব, এবং পশুবৎ বিনাশ সাধনে নিপুন লোকদের হস্তে তোমাকে সমর্পণ করিব।
32 তুমি অগ্নির কাষ্ঠস্বরূপ হইবে; তোমার রক্ত দেশের মধ্যে পাতিত হইবে; লোকে তোমাকে আর কখনও স্মরণ করিবে না, কেননা আমি সদাপ্রভু ইহা কহিলাম।
1 And the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
2 Son H1121 of man, H120 set H7760 thy face H6440 toward H413 Jerusalem, H3389 and drop H5197 thy word toward H413 the holy places, H4720 and prophesy H5012 against H413 the land H127 of Israel, H3478
3 And say H559 to the land H127 of Israel, H3478 Thus H3541 saith H559 the LORD; H3068 Behold, H2009 I am against H413 thee , and will draw forth H3318 my sword H2719 out of his sheath H4480 H8593 , and will cut off H3772 from H4480 thee the righteous H6662 and the wicked. H7563
4 Seeing then H3282 that H834 I will cut off H3772 from H4480 thee the righteous H6662 and the wicked, H7563 therefore H3651 shall my sword H2719 go forth H3318 out of his sheath H4480 H8593 against H413 all H3605 flesh H1320 from the south H4480 H5045 to the north: H6828
5 That all H3605 flesh H1320 may know H3045 that H3588 I H589 the LORD H3068 have drawn forth H3318 my sword H2719 out of his sheath H4480 H8593 : it shall not H3808 return H7725 any more. H5750
6 Sigh H584 therefore, thou H859 son H1121 of man, H120 with the breaking H7670 of thy loins; H4975 and with bitterness H4814 sigh H584 before their eyes. H5869
7 And it shall be, H1961 when H3588 they say H559 unto H413 thee, Wherefore H5921 H4100 sighest H584 thou H859 ? that thou shalt answer, H559 For H413 the tidings; H8052 because H3588 it cometh: H935 and every H3605 heart H3820 shall melt, H4549 and all H3605 hands H3027 shall be feeble, H7503 and every H3605 spirit H7307 shall faint, H3543 and all H3605 knees H1290 shall be weak H1980 as water: H4325 behold, H2009 it cometh, H935 and shall be brought to pass, H1961 saith H5002 the Lord H136 GOD. H3069
8 Again the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
9 Son H1121 of man, H120 prophesy, H5012 and say, H559 Thus H3541 saith H559 the LORD; H136 Say, H559 A sword, H2719 a sword H2719 is sharpened, H2300 and also H1571 furbished: H4803
10 It is sharpened H2300 to H4616 make a sore slaughter H2873 H2874 ; it is furbished H4803 that H4616 it may glitter H1961 H1300 : should we then H176 make mirth H7797 ? it contemneth H3988 the rod H7626 of my son, H1121 as every H3605 tree. H6086
11 And he hath given H5414 it to be furbished, H4803 that it may be handled H8610 H3709 : this H1931 sword H2719 is sharpened, H2300 and it H1931 is furbished, H4803 to give H5414 it into the hand H3027 of the slayer. H2026
12 Cry H2199 and howl, H3213 son H1121 of man: H120 for H3588 it H1931 shall be H1961 upon my people, H5971 it H1931 shall be upon all H3605 the princes H5387 of Israel: H3478 terrors H4048 by reason of H413 the sword H2719 shall be H1961 upon H854 my people: H5971 smite H5606 therefore H3651 upon H413 thy thigh. H3409
13 Because H3588 it is a trial, H974 and what H4100 if H518 the sword contemn H3988 even H1571 the rod H7626 ? it shall be H1961 no H3808 more , saith H5002 the Lord H136 GOD. H3069
14 Thou H859 therefore, son H1121 of man, H120 prophesy, H5012 and smite thine hands together H5221 H3709 H413 , H3709 and let the sword H2719 be doubled H3717 the third time, H7992 the sword H2719 of the slain: H2491 it H1931 is the sword H2719 of the great H1419 men that are slain, H2491 which entereth into their privy chambers. H2314
15 I have set H5414 the point H19 of the sword H2719 against H5921 all H3605 their gates, H8179 that H4616 their heart H3820 may faint, H4127 and their ruins H4383 be multiplied: H7235 ah H253 ! it is made bright H6213 H1300 , it is wrapped up H4593 for the slaughter. H2874
16 Go thee one way or other, H258 either on the right hand, H3231 or on the left, H8041 whithersoever H575 thy face H6440 is set. H3259
17 I H589 will also H1571 smite H5221 mine hands together H3709 H413, H3709 and I will cause my fury H2534 to rest: H5117 I H589 the LORD H3068 have said H1696 it .
18 The word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me again, saying, H559
19 Also, thou H859 son H1121 of man, H120 appoint H7760 thee two H8147 ways, H1870 that the sword H2719 of the king H4428 of Babylon H894 may come: H935 both twain H8147 shall come forth H3318 out of one land H4480 H776: H259 and choose H1254 thou a place, H3027 choose H1254 it at the head H7218 of the way H1870 to the city. H5892
20 Appoint H7760 a way, H1870 that the sword H2719 may come H935 to H854 Rabbath H7237 of the Ammonites H1121 H5983 , and to H854 Judah H3063 in Jerusalem H3389 the defensed. H1219
21 For H3588 the king H4428 of Babylon H894 stood H5975 at H413 the parting H517 of the way, H1870 at the head H7218 of the two H8147 ways, H1870 to use H7080 divination: H7081 he made his arrows bright H7043 H2671 , he consulted H7592 with images, H8655 he looked H7200 in the liver. H3516
22 At his right hand H3225 was H1961 the divination H7081 for Jerusalem, H3389 to appoint H7760 captains, H3733 to open H6605 the mouth H6310 in the slaughter, H7524 to lift up H7311 the voice H6963 with shouting, H8643 to appoint H7760 battering rams H3733 against H5921 the gates, H8179 to cast H8210 a mount, H5550 and to build H1129 a fort. H1785
23 And it shall be H1961 unto them as a false H7723 divination H7080 in their sight, H5869 to them that have sworn H7650 oaths: H7621 but he H1931 will call to remembrance H2142 the iniquity, H5771 that they may be taken. H8610
24 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 ye have made your iniquity H5771 to be remembered, H2142 in that your transgressions H6588 are discovered, H1540 so that in all H3605 your doings H5949 your sins H2403 do appear; H7200 because, H3282 I say , that ye are come to remembrance, H2142 ye shall be taken H8610 with the hand. H3709
25 And thou, H859 profane H2491 wicked H7563 prince H5387 of Israel, H3478 whose H834 day H3117 is come, H935 when H6256 iniquity H5771 shall have an end, H7093
26 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Remove H5493 the diadem, H4701 and take off H7311 the crown: H5850 this H2063 shall not H3808 be the same: H2063 exalt H1361 him that is low, H8217 and abase H8213 him that is high. H1364
27 I will H7760 overturn, H5754 overturn, H5754 overturn, H5754 it: and H1571 it H2063 shall be H1961 no H3808 more , until H5704 he come H935 whose H834 right H4941 it is ; and I will give H5414 it him .
28 And thou, H859 son H1121 of man, H120 prophesy H5012 and say, H559 Thus H3541 saith H559 the Lord H136 GOD H3069 concerning H413 the Ammonites H1121 H5983 , and concerning H413 their reproach; H2781 even say H559 thou , The sword, H2719 the sword H2719 is drawn: H6605 for the slaughter H2874 it is furbished, H4803 to consume H3557 because of H4616 the glittering: H1300
29 While they see H2372 vanity H7723 unto thee , while they divine H7080 a lie H3577 unto thee , to bring H5414 thee upon H413 the necks H6677 of them that are slain, H2491 of the wicked, H7563 whose H834 day H3119 is come, H935 when H6256 their iniquity H5771 shall have an end. H7093
30 Shall I cause it to return H7725 into H413 his sheath H8593 ? I will judge H8199 thee in the place H4725 where H834 thou wast created, H1254 in the land H776 of thy nativity. H4351
31 And I will pour out H8210 mine indignation H2195 upon H5921 thee , I will blow H6315 against H5921 thee in the fire H784 of my wrath, H5678 and deliver H5414 thee into the hand H3027 of brutish H1197 men, H376 and skillful H2796 to destroy. H4889
32 Thou shalt be H1961 for fuel H402 to the fire; H784 thy blood H1818 shall be H1961 in the midst H8432 of the land; H776 thou shalt be no H3808 more remembered: H2142 for H3588 I H589 the LORD H3068 have spoken H1696 it .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×