Bible Versions
Bible Books

Ezekiel 28:17 (BNV) Bengali Old BSI Version

1 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
2 হে মনুষ্য-সন্তান, তুমি সোরের অধ্যক্ষকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে, তুমি বলিয়াছ, আমি দেবতা, আমি সমুদ্রগণের মধ্যস্থলে ঈশ্বরের আসনে বসিয়া আছি; কিন্তু তুমি মনুষ্যমাত্র, দেবতা নহ, তথাপি আপন চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছি।
3 দেখ, তুমি দানিয়েল অপেক্ষাও জ্ঞানী, কোন নিগূঢ় কথা তোমার কাছে তিমিরাবৃত নয়;
4 তোমার জ্ঞানে তোমার বুদ্ধিতে তুমি আপনার জন্য ঐশ্বর্য্য উপার্জ্জন করিয়াছ, আপন কোষে স্বর্ণ রৌপ্য সঞ্চয় করিয়াছ;
5 তোমার জ্ঞানের মহত্ত্বে বাণিজ্য দ্বারা আপনার ঐশ্বর্য্য বর্দ্ধিত করিয়াছ, তাই তোমার ঐশ্বর্য্যে তোমার চিত্ত গর্ব্বিত হইয়াছে;
6 এই জন্য প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি আপনার চিত্তকে ঈশ্বরের চিত্তের তুল্য বলিয়া মানিয়াছ;
7 এই জন্য দেখ, আমি তোমার বিরুদ্ধে বিদেশীদিগকে আনিব, জাতিগণের মধ্যে তাহারা ভীমবিক্রান্ত, তাহারা তোমার জ্ঞানকান্তির বিরুদ্ধে আপন আপন খড়্‌গ নিষ্কোষ করিবে, তোমার দীপ্তি অপবিত্র করিবে।
8 তাহারা তোমাকে কূপে নামাইবে; তুমি সমুদ্রগণের মধ্যস্থলে, নিহত লোকদের ন্যায় মরিবে।
9 তোমার বধকারীর সাক্ষাতে তুমি কি বলিবে, ‘আমি ঈশ্বর’? কিন্তু যে তোমাকে বিদ্ধ করিবে, তাহার হস্তে তুমি মনুষ্যমাত্র, দেবতা নহ।
10 তুমি বিদেশীদের হস্ত দ্বারা অচ্ছিন্নত্বক্‌ লোকদের ন্যায় মরিবে, কেননা আমি ইহা কহিলাম, ইহা প্রভু সদাপ্রভু বলেন।
11 পরে সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
12 হে মনুষ্য-সন্তান, তুমি সোরের রাজার জন্য বিলাপ কর, তাহাকে বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, তুমি পরিমাণের মুদ্রাঙ্ক, তুমি পূর্ণজ্ঞান, তুমি সৌন্দর্য্যে সিদ্ধ;
13 তুমি ঈশ্বরের উদ্যান এদনে ছিলে; সর্ব্বপ্রকার বহুমূল্য প্রস্তর, চূণি, পীতমণি, হীরক, বৈদূর্য্যমণি, গোমেদক, সূর্য্যকান্ত, নীলকান্ত, হরিণ্মণি মরকত, এবং স্বর্ণ তোমার আচ্ছাদন ছিল, তোমার ঢাকের বাঁশীর কারুকার্য্য তোমার মধ্যে ছিল; তোমার সৃষ্টিদিনে সকল প্রস্তুত হইয়াছিল।
14 তুমি অভিষিক্ত আচ্ছাদক করূব ছিলে, আমি তোমাকে স্থাপন করিয়াছিলাম, তুমি ঈশ্বরের পবিত্র পর্ব্বতে ছিলে; তুমি অগ্নিময় প্রস্তর সকলের মধ্যে গমনাগমন করিতে।
15 তোমার সৃষ্টি দিন অবধি তুমি আপন আচারে সিদ্ধ ছিলে; শেষে তোমার মধ্যে অন্যায় পাওয়া গেল।
16 তোমার বাণিজ্যবাহুল্যে তোমার অভ্যন্তর দৌরাত্ম্যে পরিপূর্ণ হইল, তুমি পাপ করিলে, তাই আমি তোমাকে ঈশ্বরের পর্ব্বত হইতে ভ্রষ্ট করিলাম, এবং হে আচ্ছাদক করূব, তোমাকে অগ্নিময় প্রস্তর সকলের মধ্য হইতে লুপ্ত করিলাম।
17 তোমার চিত্ত তোমার সৌন্দর্য্যে গর্ব্বিত হইয়াছিল; তুমি নিজ দীপ্তি হেতু আপন জ্ঞান নষ্ট করিয়াছ; আমি তোমাকে ভূমিতে নিক্ষেপ করিলাম, রাজগণের সম্মুখে রাখিলাম, যেন তাহারা তোমাকে দেখিতে পায়।
18 তোমার অপরাধের বাহুল্যে তুমি নিজ বাণিজ্যবিষয়ক অন্যায় দ্বারা আপনার পবিত্র স্থান সকল অপবিত্র করিয়াছ; এই জন্য আমি তোমার মধ্য হইতে অগ্নি বাহির করিলাম, সে তোমাকে গ্রাস করিল; এবং আমি তোমাকে দর্শনকারী সকলের সাক্ষাতে ভস্ম করিয়া ভূমিতে ফেলিয়া দিলাম।
19 জাতিগণের মধ্যে যত লোক তোমাকে জানে, তাহারা সকলে তোমার বিষয়ে বিস্ময়াপন্ন হইল; তুমি ত্রাসস্বরূপ হইলে, এবং তুমি কোন কালে আর হইবে না।
20 আর সদাপ্রভুর এই বাক্য আমার নিকটে উপস্থিত হইল,
21 হে মনুষ্য-সন্তান, তুমি সীদোনের দিকে মুখ রাখ, তাহার বিরুদ্ধে ভাববাণী বল;
22 তুমি বল, প্রভু সদাপ্রভু এই কথা কহেন, হে সীদোন, দেখ, আমি তোমার বিপক্ষ; আমি তোমার মধ্যে মহিমান্বিত হইব; তাহাতে লোকেরা জানিবে যে, আমিই সদাপ্রভু, কেননা আমি সেই নগরকে বিচারসিদ্ধ দণ্ড দিব, তাহার মধ্যে পবিত্র বলিয়া মান্য হইব।
23 আমি তাহার মধ্যে মহামারী তাহার চকে চকে রক্ত প্রেরণ করিব, এবং আহত লোকেরা তাহার মধ্যে পতিত হইবে, কারণ খড়্‌গ চারি দিকে তাহার বিরুদ্ধ হইবে, তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।
24 তখন ইস্রায়েল-কুলের জ্বালাজনক কোন হুল কিম্বা ব্যথাজনক কোন কন্টক তাহাদের অবজ্ঞাকারী চতুর্দ্দিক্‌স্থ কোন লোকের মধ্যে আর উৎপন্ন হইবে না; তাহাতে তাহারা জানিবে যে, আমিই প্রভু সদাপ্রভু।
25 প্রভু সদাপ্রভু এই কথা কহেন, যে জাতিগণের মধ্যে ইস্রায়েল-কুল ছিন্নভিন্ন হইয়াছে, তাহাদের মধ্য হইতে যখন আমি তাহাদিগকে সংগ্রহ করিব, এবং জাতিগণের সাক্ষাতে তাহাদিগেতে পবিত্র বলিয়া মান্য হইব, তখন আমি আমার দাস যাকোবকে যে ভূমি দিয়াছি, তাহারা আপনাদের সেই ভূমিতে বাস করিবে।
26 তাহারা নির্ভয়ে তথায় বাস করিবে; হাঁ, তাহারা গৃহ নির্ম্মাণ করিবে, দ্রাক্ষার উদ্যান করিবে, এবং নির্ভয়ে বাস করিবে; কেননা তখন আমি তাহাদের অবজ্ঞাকারী চতুর্দ্দিকস্থ সকল লোককে বিচারসিদ্ধ দণ্ড দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই তাহাদের ঈশ্বর সদাপ্রভু।
1 The word H1697 of the LORD H3068 came H1961 again unto H413 me, saying, H559
2 Son H1121 of man, H120 say H559 unto the prince H5057 of Tyrus, H6865 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 thine heart H3820 is lifted up, H1361 and thou hast said, H559 I H589 am a God, H410 I sit H3427 in the seat H4186 of God, H430 in the midst H3820 of the seas; H3220 yet thou H859 art a man, H120 and not H3808 God, H410 though thou set H5414 thine heart H3820 as the heart H3820 of God: H430
3 Behold H2009 , thou H859 art wiser H2450 than Daniel H4480 H1840 ; there is no H3808 secret H5640 that they can hide H6004 from thee:
4 With thy wisdom H2451 and with thine understanding H8394 thou hast gotten H6213 thee riches, H2428 and hast gotten H6213 gold H2091 and silver H3701 into thy treasures: H214
5 By thy great H7230 wisdom H2451 and by thy traffic H7404 hast thou increased H7235 thy riches, H2428 and thine heart H3824 is lifted up H1361 because of thy riches: H2428
6 Therefore H3651 thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Because H3282 thou hast set H5414 H853 thine heart H3820 as the heart H3820 of God; H430
7 Behold H2009 , therefore H3651 I will bring H935 strangers H2114 upon H5921 thee , the terrible H6184 of the nations: H1471 and they shall draw H7324 their swords H2719 against H5921 the beauty H3308 of thy wisdom, H2451 and they shall defile H2490 thy brightness. H3314
8 They shall bring thee down H3381 to the pit, H7845 and thou shalt die H4191 the deaths H4463 of them that are slain H2491 in the midst H3820 of the seas. H3220
9 Wilt thou yet say H559 H559 before H6440 him that slayeth H2026 thee, I H589 am God H430 ? but thou H859 shalt be a man, H120 and no H3808 God, H410 in the hand H3027 of him that slayeth H2490 thee.
10 Thou shalt die H4191 the deaths H4194 of the uncircumcised H6189 by the hand H3027 of strangers: H2114 for H3588 I H589 have spoken H1696 it , saith H5002 the Lord H136 GOD. H3069
11 Moreover the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
12 Son H1121 of man, H120 take up H5375 a lamentation H7015 upon H5921 the king H4428 of Tyrus, H6865 and say H559 unto him, Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Thou H859 sealest up H2856 the sum, H8508 full H4392 of wisdom, H2451 and perfect H3632 in beauty. H3308
13 Thou hast been H1961 in Eden H5731 the garden H1588 of God; H430 every H3605 precious H3368 stone H68 was thy covering, H4540 the sardius, H124 topaz, H6357 and the diamond, H3095 the beryl, H8658 the onyx, H7718 and the jasper, H3471 the sapphire, H5601 the emerald, H5306 and the carbuncle, H1304 and gold: H2091 the workmanship H4399 of thy tabrets H8596 and of thy pipes H5345 was prepared H3559 in thee in the day H3117 that thou wast created. H1254
14 Thou H859 art the anointed H4473 cherub H3742 that covereth; H5526 and I have set H5414 thee so : thou wast H1961 upon the holy H6944 mountain H2022 of God; H430 thou hast walked up and down H1980 in the midst H8432 of the stones H68 of fire. H784
15 Thou H859 wast perfect H8549 in thy ways H1870 from the day H4480 H3117 that thou wast created, H1254 till H5704 iniquity H5766 was found H4672 in thee.
16 By the multitude H7230 of thy merchandise H7404 they have filled H4390 the midst H8432 of thee with violence, H2555 and thou hast sinned: H2398 therefore I will cast thee as profane H2490 out of the mountain H4480 H2022 of God: H430 and I will destroy H6 thee , O covering H5526 cherub, H3742 from the midst H4480 H8432 of the stones H68 of fire. H784
17 Thine heart H3820 was lifted up H1361 because of thy beauty, H3308 thou hast corrupted H7843 thy wisdom H2451 by reason of H5921 thy brightness: H3314 I will cast H7993 thee to H5921 the ground, H776 I will lay H5414 thee before H6440 kings, H4428 that they may behold H7200 thee.
18 Thou hast defiled H2490 thy sanctuaries H4720 by the multitude H4480 H7230 of thine iniquities, H5771 by the iniquity H5766 of thy traffic; H7404 therefore will I bring forth H3318 a fire H784 from the midst H4480 H8432 of thee, it H1931 shall devour H398 thee , and I will bring H5414 thee to ashes H665 upon H5921 the earth H776 in the sight H5869 of all H3605 them that behold H7200 thee.
19 All H3605 they that know H3045 thee among the people H5971 shall be astonished H8074 at H5921 thee : thou shalt be H1961 a terror, H1091 and never H369 shalt thou be any more H5704 H5769 .
20 Again the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 me, saying, H559
21 Son H1121 of man, H120 set H7760 thy face H6440 against H413 Zidon, H6721 and prophesy H5012 against H5921 it,
22 And say, H559 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 Behold, H2009 I am against H5921 thee , O Zidon; H6721 and I will be glorified H3513 in the midst H8432 of thee : and they shall know H3045 that H3588 I H589 am the LORD, H3068 when I shall have executed H6213 judgments H8201 in her , and shall be sanctified H6942 in her.
23 For I will send H7971 into her pestilence, H1698 and blood H1818 into her streets; H2351 and the wounded H2491 shall be judged H5307 in the midst H8432 of her by the sword H2719 upon H5921 her on every side H4480 H5439 ; and they shall know H3045 that H3588 I H589 am the LORD. H3068
24 And there shall be H1961 no H3808 more H5750 a pricking H3992 brier H5544 unto the house H1004 of Israel, H3478 nor any grieving H3510 thorn H6975 of all H4480 H3605 that are round about H5439 them , that despised H7590 them ; and they shall know H3045 that H3588 I H589 am the Lord H136 GOD. H3069
25 Thus H3541 saith H559 the Lord H136 GOD; H3069 When I shall have gathered H6908 H853 the house H1004 of Israel H3478 from H4480 the people H5971 among whom H834 they are scattered, H6327 and shall be sanctified H6942 in them in the sight H5869 of the heathen, H1471 then shall they dwell H3427 in H5921 their land H127 that H834 I have given H5414 to my servant H5650 Jacob. H3290
26 And they shall dwell H3427 safely H983 therein, H5921 and shall build H1129 houses, H1004 and plant H5193 vineyards; H3754 yea , they shall dwell H3427 with confidence, H983 when I have executed H6213 judgments H8201 upon all H3605 those that despise H7590 them round about H4480 H5439 them ; and they shall know H3045 that H3588 I H589 am the LORD H3068 their God. H430
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×