Bible Versions
Bible Books

Genesis 9:7 (BNV) Bengali Old BSI Version

1 পরে ঈশ্বর নোহকে তাঁহার পুত্রগণকে এই আশীর্ব্বাদ করিলেন, তোমরা প্রজাবন্ত বহুবংশ হও, পৃথিবী পরিপূর্ণ কর।
2 পৃথিবীর যাবতীয় প্রাণী আকাশের যাবতীয় পক্ষী তোমাদের হইতে ভীত ত্রাসযুক্ত হইবে; সমস্ত ভূচর জীব সমুদ্রের সমস্ত মৎস্যশুদ্ধ সে সকল তোমাদেরই হস্তে সমর্পিত।
3 প্রত্যেক গমনশীল প্রাণী তোমাদের খাদ্য হইবে; আমি হরিৎ ওষধির ন্যায় সে সকল তোমাদিগকে দিলাম।
4 কিন্তু সপ্রাণ অর্থাৎ সরক্ত মাংস ভোজন করিও না।
5 আর তোমাদের রক্তপাত হইলে আমি তোমাদের প্রাণের পক্ষে তাহার পরিশোধ অবশ্য লইব; সকল পশুর নিকটে তাহার পরিশোধ লইব, এবং মনুষ্যের ভ্রাতা মনুষ্যের নিকটে আমি মনুষ্যের প্রাণের পরিশোধ লইব।
6 যে কেহ মনুষ্যের রক্তপাত করিবে, মনুষ্য কর্ত্তৃক তাহার রক্তপাত করা যাইবে; কেননা ঈশ্বর আপন প্রতিমূর্ত্তিতে মনুষ্যকে নির্ম্মাণ করিয়াছেন।
7 তোমরা প্রজাবন্ত বহুবংশ হও, পৃথিবীকে প্রাণিময় কর, তন্মধ্যে বর্দ্ধিষ্ণু হও।
8 পরে ঈশ্বর নোহকে তাঁহার সঙ্গী পুত্রগণকে কহিলেন, দেখ,
9 তোমাদের সহিত, তোমাদের ভাবী বংশের সহিত তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত,
10 পক্ষী এবং গ্রাম্য বন্য পশু, পৃথিবীস্থ যত প্রাণী জাহাজ হইতে বাহির হইয়াছে, তাহাদের সহিত আমি আমার নিয়ম স্থির করি।
11 আমি তোমাদের সহিত আমার নিয়ম স্থির করি; জলপ্লাবন দ্বারা সমস্ত প্রাণী আর উচ্ছিন্ন হইবে না; এবং পৃথিবীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না।
12 ঈশ্বর আরও কহিলেন, আমি তোমাদের সহিত তোমাদের সঙ্গী যাবতীয় প্রাণীর সহিত চিরস্থায়ী পুরুষপরম্পরার জন্য যে নিয়ম স্থির করিলাম, তাহার চিহ্ন এই।
13 অামি মেঘে আপন ধনু স্থাপন করি, তাহাই পৃথিবীর সহিত আমার নিয়মের চিহ্ন হইবে।
14 যখন আমি পৃথিবীর ঊর্দ্ধে মেঘের সঞ্চার করিব, তখন সেই ধনু মেঘে দৃষ্ট হইবে;
15 তাহাতে তোমাদের সহিত মাংসময় সমস্ত প্রাণীর সহিত আমার যে নিয়ম আছে, তাহা আমার স্মরণ হইবে, এবং সকল প্রাণীর বিনাশার্থ জলপ্লাবন আর হইবে না।
16 আর মেঘধনুক হইলে আমি তাহার প্রতি দৃষ্টিপাত করিব; তাহাতে মাংসময় যত প্রাণী পৃথিবীতে আছে, তাহাদের সহিত ঈশ্বরের যে চিরস্থায়ী নিয়ম, তাহা আমি স্মরণ করিব।
17 ঈশ্বর নোহকে কহিলেন, পৃথিবীস্থ সমস্ত প্রাণীর সহিত আমার স্থাপিত নিয়মের এই চিহ্ন হইবে।
18 নোহের যে পুত্রেরা জাহাজ হইতে বাহির হইলেন, তাঁহাদের নাম শেম, হাম যেফৎ; সেই হাম কনানের পিতা।
19 এই তিন জন নোহের পুত্র; ইহাঁদেরই বংশ সমস্ত পৃথিবীতে ব্যাপ্ত হইল।
20 পরে নোহ কৃষিকর্ম্মে প্রবৃত্ত হইয়া দ্রাক্ষাক্ষেত্র করিলেন।
21 আর তিনি দ্রাক্ষারস পান করিয়া মত্ত হইলেন, এবং তাম্বুর মধ্যে বিবস্ত্র হইয়া পড়িলেন।
22 তখন কনানের পিতা হাম আপন পিতার উলঙ্গতা দেখিয়া বাহিরে আপন দুই ভ্রাতাকে সমাচার দিল।
23 তাহাতে শেম যেফৎ বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পশ্চাৎ হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন, পশ্চাদ্দিকে মুখ থাকাতে তাঁহারা পিতার উলঙ্গতা দেখিলেন না।
24 পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আচরণ অবগত হইলেন।
25 আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হউক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে।
26 তিনি আরও কহিলেন, শেমের ঈশ্বর সদাপ্রভু ধন্য; কনান তাহার দাস হউক।
27 ঈশ্বর যেফৎকে বিস্তীর্ণ করুন; সে শেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার দাস হউক।
28 জলপ্লাবনের পরে নোহ তিন শত পঞ্চাশ বৎসর জীবৎ থাকিলেন।
29 সর্ব্বশুদ্ধ নোহের নয় শত পঞ্চাশ বৎসর বয়স হইলে তাঁহার মৃত্যু হইল।
1 And God H430 blessed H1288 H853 Noah H5146 and his sons, H1121 and said H559 unto them , Be fruitful, H6509 and multiply, H7235 and replenish H4390 H853 the earth. H776
2 And the fear H4172 of you and the dread H2844 of you shall be H1961 upon H5921 every H3605 beast H2416 of the earth, H776 and upon H5921 every H3605 fowl H5775 of the air, H8064 upon all H3605 that H834 moveth H7430 upon the earth, H127 and upon all H3605 the fishes H1709 of the sea; H3220 into your hand H3027 are they delivered. H5414
3 Every H3605 moving thing H7431 that H834 liveth H2416 shall be H1961 meat H402 for you ; even as the green H3418 herb H6212 have I given H5414 you H853 all things. H3605
4 But H389 flesh H1320 with the life H5315 thereof, which is the blood H1818 thereof , shall ye not H3808 eat. H398
5 And surely H389 H853 your blood H1818 of your lives H5315 will I require; H1875 at the hand H4480 H3027 of every H3605 beast H2416 will I require H1875 it , and at the hand H4480 H3027 of man; H120 at the hand H4480 H3027 of every man's H376 brother H251 will I require H1875 H853 the life H5315 of man. H120
6 Whoso sheddeth H8210 man's H120 blood, H1818 by man H120 shall his blood H1818 be shed: H8210 for H3588 in the image H6754 of God H430 made H6213 he H853 man. H120
7 And you, H859 be ye fruitful, H6509 and multiply; H7235 bring forth abundantly H8317 in the earth, H776 and multiply H7235 therein.
8 And God H430 spoke H559 unto H413 Noah, H5146 and to H413 his sons H1121 with H854 him, saying, H559
9 And I, H589 behold, H2009 I establish H6965 H853 my covenant H1285 with H854 you , and with H854 your seed H2233 after H310 you;
10 And with H854 every H3605 living H2416 creature H5315 that H834 is with H854 you , of the fowl, H5775 of the cattle, H929 and of every H3605 beast H2416 of the earth H776 with H854 you ; from all H4480 H3605 that go out H3318 of the ark, H8392 to every H3605 beast H2416 of the earth. H776
11 And I will establish H6965 H853 my covenant H1285 with H854 you; neither H3808 shall all H3605 flesh H1320 be cut off H3772 any more H5750 by the waters H4480 H4325 of a flood; H3999 neither H3808 shall there any more H5750 be H1961 a flood H3999 to destroy H7843 the earth. H776
12 And God H430 said, H559 This H2063 is the token H226 of the covenant H1285 which H834 I H589 make H5414 between H996 me and you and every H3605 living H2416 creature H5315 that H834 is with H854 you , for perpetual H5769 generations: H1755
13 I do set H5414 H853 my bow H7198 in the cloud, H6051 and it shall be H1961 for a token H226 of a covenant H1285 between H996 me and the earth. H776
14 And it shall come to pass, H1961 when I bring H6049 a cloud H6051 over H5921 the earth, H776 that the bow H7198 shall be seen H7200 in the cloud: H6051
15 And I will remember H2142 H853 my covenant, H1285 which H834 is between H996 me and you and every H3605 living H2416 creature H5315 of all H3605 flesh; H1320 and the waters H4325 shall no H3808 more H5750 become H1961 a flood H3999 to destroy H7843 all H3605 flesh. H1320
16 And the bow H7198 shall be H1961 in the cloud; H6051 and I will look upon H7200 it , that I may remember H2142 the everlasting H5769 covenant H1285 between H996 God H430 and every H3605 living H2416 creature H5315 of all H3605 flesh H1320 that H834 is upon H5921 the earth. H776
17 And God H430 said H559 unto H413 Noah, H5146 This H2063 is the token H226 of the covenant, H1285 which H834 I have established H6965 between H996 me and all H3605 flesh H1320 that H834 is upon H5921 the earth. H776
18 And the sons H1121 of Noah, H5146 that went forth H3318 of H4480 the ark, H8392 were H1961 Shem, H8035 and Ham, H2526 and Japheth: H3315 and Ham H2526 is the father H1 of Canaan. H3667
19 These H428 are the three H7969 sons H1121 of Noah: H5146 and of them H4480 H428 was the whole H3605 earth H776 overspread. H5310
20 And Noah H5146 began H2490 to be an husbandman H376 H127 , and he planted H5193 a vineyard: H3754
21 And he drank H8354 of H4480 the wine, H3196 and was drunken; H7937 and he was uncovered H1540 within H8432 his tent. H168
22 And Ham, H2526 the father H1 of Canaan, H3667 saw H7200 H853 the nakedness H6172 of his father, H1 and told H5046 his two H8147 brethren H251 without. H2351
23 And Shem H8035 and Japheth H3315 took H3947 H853 a garment, H8071 and laid H7760 it upon H5921 both H8147 their shoulders, H7926 and went H1980 backward, H322 and covered H3680 H853 the nakedness H6172 of their father; H1 and their faces H6440 were backward, H322 and they saw H7200 not H3808 their father's H1 nakedness. H6172
24 And Noah H5146 awoke H3364 from his wine H4480 H3196 , and knew H3045 H853 what H834 his younger H6996 son H1121 had done H6213 unto him.
25 And he said, H559 Cursed H779 be Canaan; H3667 a servant H5650 of servants H5650 shall he be H1961 unto his brethren. H251
26 And he said, H559 Blessed H1288 be the LORD H3068 God H430 of Shem; H8035 and Canaan H3667 shall be H1961 his servant. H5650
27 God H430 shall enlarge H6601 Japheth, H3315 and he shall dwell H7931 in the tents H168 of Shem; H8035 and Canaan H3667 shall be H1961 his servant. H5650
28 And Noah H5146 lived H2421 after H310 the flood H3999 three H7969 hundred H3967 and fifty H2572 years. H8141
29 And all H3605 the days H3117 of Noah H5146 were H1961 nine H8672 hundred H3967 and fifty H2572 years: H8141 and he died. H4191
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×