Bible Versions
Bible Books

Hebrews 13:12 (BNV) Bengali Old BSI Version

1 ভ্রাতৃপ্রেম স্থির থাকুক।
2 তোমরা অতিথিসেবা ভুলিয়া যাইও না; কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।
3 আপনাদিগকে সহবন্দি জানিয়া বন্দিগণকে স্মরণ করিও, আপনাদিগকে দেহবাসী জানিয়া দুর্দ্দশাপন্ন সকলকে স্মরণ করিও।
4 সকলের মধ্যে বিবাহ আদরণীয় সেই শয্যা বিমল হউক; কেননা ব্যভিচারীদের বেশ্যাগামীদের বিচার ঈশ্বর করিবেন।
5 তোমাদের আচার ব্যবহার ধনাসক্তিবিহীন হউক; তোমাদের যাহা আছে, তাহাতে সন্তুষ্ট থাক; কারণ তিনিই বলিয়াছেন, “আমি কোন ক্রমে তোমাকে ছাড়িব না, কোন ক্রমে তোমাকে ত্যাগ করিব না।”
6 অতএব আমরা সাহসপূর্ব্বক বলিতে পারি, “প্রভু আমার সহায়, আমি ভয় করিব না; মনুষ্য আমার কি করিবে?”
7 যাঁহারা তোমাদিগকে ঈশ্বরের বাক্য বলিয়া গিয়াছেন, তোমাদের সেই নেতাদিগকে স্মরণ কর, এবং তাঁহাদের আচরণের শেষগতি আলোচনা করিতে করিতে তাঁহাদের বিশ্বাসের অনুকারী হও।
8 যীশু খ্রীষ্ট কল্য অদ্য এবং অনন্তকাল যে, সেই আছেন।
9 তোমরা বহুবিধ এবং বিজাতীয় শিক্ষা দ্বারা বিপথে চালিত হইও না; কেননা হৃদয় যে অনুগ্রহ দ্বারা স্থিরীকৃত হয়, তাহা ভাল; খাদ্য বিশেষ অবলম্বন করা ভাল নয়, তদাচারীদের কোন সুফল দর্শে নাই।
10 আমাদের এক যজ্ঞবেদি আছে, তাহার সামগ্রী ভোজন করিবার ক্ষমতা তাহাদের নাই, যাহারা তাম্বু সম্বন্ধে আরাধনা করে।
11 কারণ যে যে প্রাণীর রক্ত পাপার্থক উপহাররূপে মহাযাজকের দ্বারা পবিত্র স্থানের ভিতরে লইয়া যাওয়া হয়, সেই সকলের দেহ শিবিরের বাহিরে পোড়াইয়া দেওয়া যায়।
12 এই কারণ যীশুও, নিজ রক্ত দ্বারা প্রজাবৃন্দকে পবিত্র করিবার নিমিত্ত, পুরদ্বারের বাহিরে মৃত্যু ভোগ করিলেন।
13 অতএব আইস, আমরা তাঁহার দুর্নাম বহন করিতে করিতে শিবিরের বাহিরে তাঁহার নিকটে গমন করি।
14 কারণ এখানে আমাদের চিরস্থায়ী নগর নাই; কিন্তু আমরা সেই আগামী নগরের অন্বেষণ করিতেছি।
15 অতএব আইস, আমরা তাঁহারই দ্বারা ঈশ্বরের উদ্দেশে নিয়ত স্তব-বলি, অর্থাৎ তাঁহার নাম স্বীকারকারী ওষ্ঠাধরের ফল, উৎসর্গ করি।
16 আর উপকার সহভাগিতার কার্য্য ভুলিও না, কেননা সেই প্রকার যজ্ঞে ঈশ্বর প্রীত হন।
17 তোমরা তোমাদের নেতাদিগের আজ্ঞাগ্রাহী বশীভূত হও, কারণ নিকাশ দিতে হইবে বলিয়া তাঁহারা তোমাদের প্রাণের নিমিত্ত প্রহরিকার্য্য করিতেছেন, —যেন তাঁহারা আনন্দপূর্ব্বক সেই কার্য্য করেন, আর্ত্তস্বরপূর্ব্বক না করেন; কেননা ইহা তোমাদের পক্ষে মঙ্গলজনক নয়।
18 আমাদের নিমিত্ত প্রার্থনা কর, কেননা আমরা নিশ্চয় জানি, আমাদের সৎসংবেদ আছে, সর্ব্ববিষয়ে সদাচরণ করিতে বাঞ্ছা করিতেছি।
19 পরন্তু আমি যেন শীঘ্রই তোমাদিগকে পুনদত্ত হই, তজ্জন্য অধিক বিনতিপূর্ব্বক তোমাদিগকে প্রার্থনা করিতে বলিলাম।
20 আর শান্তির ঈশ্বর, যিনি অনন্তকালস্থায়ী নিয়মের রক্ত প্রযুক্ত সেই মহান্‌ পাল-রক্ষককে, আমাদের প্রভু যীশুকে, মৃতগণের মধ্য হইতে উঠাইয়া আনিয়াছেন,
21 তিনি আপনার ইচ্ছা সাধনার্থে তোমাদিগকে সমস্ত উত্তম বিষয়ে পরিপক্ব করুন, আপনার দৃষ্টিতে যাহা প্রীতিজনক, তাহা আমাদের অন্তরে, যীশু খ্রীষ্ট দ্বারা, সম্পন্ন করুন; যুগে যুগে তাঁহার মহিমা হউক। আমেন।
22 হে ভ্রাতৃগণ, তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা এই উপদেশ-বাক্য সহ্য কর; আমি সঙ্ক্ষেপে তোমাদিগকে লিখিলাম।
23 আমাদের ভ্রাতা তীমথিয় মুক্তি পাইয়াছেন, ইহা জ্ঞাত হইবে; তিনি যদি শীঘ্র আইসেন, তবে আমি তাঁহার সহিত তোমাদিগকে দেখিব।
24 তোমরা আপনাদের সকল নেতাকে সকল পবিত্র লোককে মঙ্গলবাদ কর। ইতালিয়ার লোকেরা তোমাদিগকে মঙ্গলবাদ করিতেছে।
25 অনুগ্রহ তোমাদের সকলের সহবর্ত্তী হউক। আমেন।
1 Let brotherly love G5360 continue. G3306
2 Be not forgetful G1950 G3361 to entertain strangers: G5381 for G1063 thereby G1223 G5026 some G5100 have entertained G3579 angels G32 unawares. G2990
3 Remember G3403 them that are in bonds, G1198 as G5613 bound with G4887 them; and them which suffer adversity, G2558 as G5613 being G5607 yourselves G848 also G2532 in G1722 the body. G4983
4 Marriage G1062 is honorable G5093 in G1722 all, G3956 and G2532 the G3588 bed G2845 undefiled: G283 but G1161 whoremongers G4205 and G2532 adulterers G3432 God G2316 will judge. G2919
5 Let your conversation G5158 be without covetousness; G866 and be content G714 with such things as ye have: G3918 for G1063 he G846 hath said, G2046 I will never G3364 leave G447 thee, G4571 nor G3761 forsake G1459 thee. G4571
6 So that G5620 we G2248 may boldly G2292 say, G3004 The Lord G2962 is my G1698 helper, G998 and G2532 I will not G3756 fear G5399 what G5101 man G444 shall do G4160 unto me. G3427
7 Remember G3421 them which have the rule over G2233 you, G5216 who G3748 have spoken G2980 unto you G5213 the G3588 word G3056 of God: G2316 whose G3739 faith G4102 follow, G3401 considering G333 the G3588 end G1545 of their conversation. G391
8 Jesus G2424 Christ G5547 the G3588 same G846 yesterday, G5504 and G2532 today, G4594 and G2532 forever G1519 G165 .
9 Be not G3361 carried about G4064 with divers G4164 and G2532 strange G3581 doctrines. G1322 For G1063 it is a good thing G2570 that the G3588 heart G2588 be established G950 with grace; G5485 not G3756 with meats, G1033 which G3739 have not G3756 profited G5623 them that have been occupied therein. G4043
10 We have G2192 an altar, G2379 whereof G1537 G3739 they have G2192 no G3756 right G1849 to eat G5315 which serve G3000 the G3588 tabernacle. G4633
11 For G1063 the G3588 bodies G4983 of those G5130 beasts, G2226 whose G3739 blood G129 is brought G1533 into G1519 the G3588 sanctuary G39 by G1223 the G3588 high priest G749 for G4012 sin, G266 are burned G2618 without G1854 the G3588 camp. G3925
12 Wherefore G1352 Jesus G2424 also, G2532 that G2443 he might sanctify G37 the G3588 people G2992 with G1223 his own G2398 blood, G129 suffered G3958 without G1854 the G3588 gate. G4439
13 Let us go forth G1831 therefore G5106 unto G4314 him G846 without G1854 the G3588 camp, G3925 bearing G5342 his G846 reproach. G3680
14 For G1063 here G5602 have G2192 we no G3756 continuing G3306 city, G4172 but G235 we seek G1934 one to come. G3195
15 By G1223 him G846 therefore G3767 let us offer G399 the sacrifice G2378 of praise G133 to God G2316 continually, G1275 that is, G5123 the fruit G2590 of our lips G5491 giving thanks G3670 to his G846 name. G3686
16 But G1161 to do good G2140 and G2532 to communicate G2842 forget G1950 not: G3361 for G1063 with such G5108 sacrifices G2378 God G2316 is well pleased. G2100
17 Obey G3982 them that have the rule over G2233 you, G5216 and G2532 submit G5226 yourselves: for G1063 they G846 watch G69 for G5228 your G5216 souls, G5590 as G5613 they that must give G591 account, G3056 that G2443 they may do G4160 it G5124 with G3326 joy, G5479 and G2532 not G3361 with grief: G4727 for G1063 that G5124 is unprofitable G255 for you. G5213
18 Pray G4336 for G4012 us: G2257 for G1063 we trust G3982 we G3754 have G2192 a good G2570 conscience, G4893 in G1722 all things G3956 willing G2309 to live honestly G390 G2573 .
19 But G1161 I beseech G3870 you the rather G4056 to do G4160 this, G5124 that G2443 I may be restored G600 to you G5213 the sooner. G5032
20 Now G1161 the G3588 God G2316 of peace, G1515 that brought again G321 from G1537 the dead G3498 our G2257 Lord G2962 Jesus, G2424 that great G3173 shepherd G4166 of the G3588 sheep, G4263 through G1722 the blood G129 of the everlasting G166 covenant, G1242
21 Make you perfect G2675 G5209 in G1722 every G3956 good G18 work G2041 to do G4160 his G848 will, G2307 working G4160 in G1722 you G5213 that which is wellpleasing G2101 in his sight G1799, G848 through G1223 Jesus G2424 Christ; G5547 to whom G3739 be glory G1391 forever and ever G1519 G165. G165 Amen. G281
22 And G1161 I beseech G3870 you, G5209 brethren, G80 suffer G430 the G3588 word G3056 of exhortation: G3874 for G1063 I have G2532 written a letter G1989 unto you G5213 in G1223 few words. G1024
23 Know G1097 ye that our brother G80 Timothy G5095 is set at liberty; G630 with G3326 whom, G3739 if G1437 he come G2064 shortly, G5032 I will see G3700 you. G5209
24 Salute G782 all G3956 them that have the rule over G2233 you, G5216 and G2532 all G3956 the G3588 saints. G40 They G3588 of G575 Italy G2482 salute G782 you. G5209
25 Grace G5485 be with G3326 you G5216 all. G3956 Amen. G281
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×