Bible Versions
Bible Books

Hosea 8:5 (BNV) Bengali Old BSI Version

1 তুমি আপন মুখে তূরী দেও। সে সদাপ্রভুর গৃহের উপরে ঈগল পক্ষীর ন্যায় আসিতেছে, কেননা লোকেরা আমার নিয়ম লঙ্ঘন করিয়াছে, আমার বিরুদ্ধে অধর্ম্ম করিয়াছে।
2 তাহারা আমার কাছে ক্রন্দন করিয়া বলিবে, হে আমার ঈশ্বর, আমরা ইস্রায়েল, তোমাকে জানি।
3 ইস্রায়েল, যাহা ভাল, তাহা দূরে ফেলিয়া দিয়াছে, শত্রু তাহার পশ্চাতে পশ্চাতে দৌড়িয়া যাইবে।
4 তাহারাই রাজগণকে স্থাপন করিয়াছে, আমা হইতে হয় নাই; তাহারা অধ্যক্ষগণকে নিযুক্ত করিয়াছে, আমি তাহা জানি নাই; তাহারা আপনাদের সুবর্ণ রৌপ্য দ্বারা আপনাদের জন্য প্রতিমা নির্ম্মাণ করিয়াছে, যেন তাহারা উচ্ছিন্ন হয়।
5 হে শমরিয়ে, তিনি তোমার বৎস-প্রতিমা দূরে ফেলিয়া দিয়াছেন; উহাদের বিরুদ্ধে আমার ক্রোধ প্রজ্বলিত হইল; উহারা কত কাল বিলম্বে বিশুদ্ধ হইবে?
6 কেননা ইস্রায়েল হইতেই বৎস হইয়াছে; শিল্পকার তাহা গড়িয়াছে, তাহা ঈশ্বর নয়; বাস্তবিক শমরিয়ার বৎস খণ্ডবিখণ্ড হইবে।
7 কেননা তাহারা বায়ুরূপ বীজ বপন করে, ঝঞ্ঝারূপ শস্য কাটিবে; তাহার ক্ষেত্রে শস্য নাই; চারা শস্য দিবে না; শস্য দিলেও বিদেশিগণ তাহা গ্রাস করিবে।
8 ইস্রায়েল গ্রাসিত হইল; এখন তাহারা অপ্রীতিকর পাত্রের ন্যায় জাতিগণের মধ্যে আছে।
9 উহারা অশূরে গেল, সে এমন বন্য গর্দ্দভ, যে একাকী থাকে; ইফ্রয়িম প্রেমিকদিগকে পণ দিয়াছে।
10 যদ্যপি তাহারা জাতিগণের মধ্যে লোকদিগকে পণ দেয়, তথাপি আমি এখন ইহাদিগকে একত্র করিব; রাজাধিরাজের বোঝায় তাহারা ক্রমশঃ ন্যূন হইয়া পড়িতেছে।
11 ইফ্রয়িম পাপের চেষ্টায় অনেক যজ্ঞবেদি করিয়াছে, এই জন্য যজ্ঞবেদি সকল তাহার পক্ষে পাপস্বরূপ হইয়াছে।
12 আমি তাহার জন্য আপন ব্যবস্থার দশ সহস্র কথা লিখি; সে সকল বিজাতীয়রূপে গণিত হয়।
13 আমার উপহার-বলি লইয়া তাহারা মাংস বলি দেয় তাহা খাইয়া ফেলে; সদাপ্রভু তাহাদিগকে গ্রাহ্য করেন না; এখন তিনি তাহাদের অপরাধ স্মরণ করিয়া তাহাদের পাপের প্রতিফল দিবেন, তাহারা মিসরে ফিরিয়া যাইবে।
14 কারণ ইস্রায়েল আপন নির্ম্মাতাকে ভুলিয়া গিয়াছে, স্থানে স্থানে প্রাসাদ গাঁথিয়াছে; এবং যিহূদা অনেক প্রাচীরবেষ্টিত নগর প্রস্তুত করিয়াছে; কিন্তু আমি তাহার নগরে নগরে অগ্নি পাঠাইব, সে তথাকার দুর্গ সকল গ্রাস করিবে।
1 Set the trumpet H7782 to H413 thy mouth. H2441 He shall come as an eagle H5404 against H5921 the house H1004 of the LORD, H3068 because H3282 they have transgressed H5674 my covenant, H1285 and trespassed H6586 against H5921 my law. H8451
2 Israel H3478 shall cry H2199 unto me , My God, H430 we know H3045 thee.
3 Israel H3478 hath cast off H2186 the thing that is good: H2896 the enemy H341 shall pursue H7291 him.
4 They H1992 have set up kings, H4427 but not H3808 by H4480 me : they have made princes, H8323 and I knew H3045 it not: H3808 of their silver H3701 and their gold H2091 have they made H6213 them idols, H6091 that H4616 they may be cut off. H3772
5 Thy calf, H5695 O Samaria, H8111 hath cast thee off; H2186 mine anger H639 is kindled H2734 against them : how long H5704 H4970 will it be ere H3808 they attain H3201 to innocency H5356 ?
6 For H3588 from Israel H4480 H3478 was it H1931 also : the workman H2796 made H6213 it; H1931 therefore it is not H3808 God: H430 but H3588 the calf H5695 of Samaria H8111 shall be H1961 broken in pieces. H7616
7 For H3588 they have sown H2232 the wind, H7307 and they shall reap H7114 the whirlwind: H5492 it hath no H369 stalk: H7054 the bud H6780 shall yield H6213 no H1097 meal: H7058 if so be H194 it yield, H6213 the strangers H2114 shall swallow it up. H1104
8 Israel H3478 is swallowed up: H1104 now H6258 shall they be H1961 among the Gentiles H1471 as a vessel H3627 wherein is no H369 pleasure. H2656
9 For H3588 they H1992 are gone up H5927 to Assyria, H804 a wild ass H6501 alone H909 by himself: Ephraim H669 hath hired H8566 lovers. H158
10 Yea H1571 , though H3588 they have hired H8566 among the nations, H1471 now H6258 will I gather H6908 them , and they shall sorrow H2490 a little H4592 for the burden H4480 H4853 of the king H4428 of princes. H8269
11 Because H3588 Ephraim H669 hath made many H7235 altars H4196 to sin, H2398 altars H4196 shall be H1961 unto him to sin. H2398
12 I have written H3789 to him the great things H7230 of my law, H8451 but they were counted H2803 as H3644 a strange thing. H2114
13 They sacrifice H2076 flesh H1320 for the sacrifices H2077 of mine offerings, H1890 and eat H398 it; but the LORD H3068 accepteth H7521 them not; H3808 now H6258 will he remember H2142 their iniquity, H5771 and visit H6485 their sins: H2403 they H1992 shall return H7725 to Egypt. H4714
14 For Israel H3478 hath forgotten H7911 H853 his Maker, H6213 and buildeth H1129 temples; H1964 and Judah H3063 hath multiplied H7235 fenced H1219 cities: H5892 but I will send H7971 a fire H784 upon his cities, H5892 and it shall devour H398 the palaces H759 thereof.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×