Bible Versions
Bible Books

Isaiah 63:11 (BNV) Bengali Old BSI Version

1 উনি কে, যিনি ইদোম হইতে আসিতেছেন, রক্তরঞ্জিত বস্ত্র পরিয়া বস্রা হইতে আসিতেছেন? উনি কে, যিনি আপন পরিচ্ছদে প্রতাপান্বিত, আপন শক্তির বাহুল্যে চলিয়া আসিতেছেন? ‘এ আমি, যিনি ধর্ম্মশীলতায় কথা বলেন, যিনি পরিত্রাণ করণে বলবান্‌।’
2 আপনার পরিচ্ছদ রক্তমাখা কেন? আপনার বস্ত্র কুণ্ডে দ্রাক্ষাদলনকারীর বস্ত্রবৎ কেন?
3 ‘আমি কুণ্ডের দ্রাক্ষা একাকী দলন করিয়াছি, জাতিগণের মধ্যে কেহই আমার সঙ্গে ছিল না। আমি ক্রোধে তাহাদিগকে দলন করিলাম, কোপভরে তাহাদিগকে মর্দ্দন করিলাম; আর তাহাদের রক্তের ছিটা আমার বস্ত্রে লাগিল, আমার সমস্ত পরিচ্ছদ কলঙ্কিত করিলাম।
4 কেননা প্রতিশোধের দিন আমার চিত্তে রহিয়াছে, আমার মুক্ত লোকদের বৎসর আসিল।
5 আমি দেখিলাম, কিন্তু সহকারী কেহ ছিল না; আমি চমকিত হইলাম, কেননা সহায় কেহ ছিল না; তাই আমারই বাহু আমার জন্য পরিত্রাণ সাধন করিল, আমার কোপই আমাকে তুলিয়া ধরিল।
6 আর আমি ক্রোধে জাতিগণকে দলন করিলাম, কোপভরে তাহাদিগকে মত্ত করিলাম, মৃত্তিকাতে তাহাদের রক্তপাত করিলাম।’
7 আমি সদাপ্রভুর নানাবিধ দয়া কীর্ত্তন করিব; সদাপ্রভু আমাদের যে সকল উপকার করিয়াছেন, এবং আপনার নানাবিধ করুণা প্রচুর দয়ানুসারে ইস্রায়েল-কুলের যে প্রচুর মঙ্গল করিয়াছেন, তদনুসারে আমি সদাপ্রভুর প্রশংসা কীর্ত্তন করিব।
8 কারণ তিনি কহিলেন, উহারা অবশ্য আমার প্রজা, উহারা এমন সন্তান, যাহারা মিথ্যা আচরণ করিবে না; এইরূপে তিনি তাহাদের ত্রাণকর্ত্তা হইলেন।
9 তাহাদের সকল দুঃখে তিনি দুঃখিত হইতেন, তাঁহার শ্রীমুখস্বরূপ দূত তাহাদিগকে পরিত্রাণ করিতেন; তিনি আপন প্রেমে আপন স্নেহে তাহাদিগকে মুক্ত করিতেন, এবং পুরাকালের সমস্ত দিন তাহাদিগকে তুলিয়া বহন করিতেন।
10 কিন্তু তাহারা বিদ্রোহী হইয়া তাঁহার পবিত্র আত্মাকে শোকাকুল করিত, তাহাতে তিনি ফিরিয়া তাহাদের শত্রু হইলেন, আপনি তাহাদের সহিত যুদ্ধ করিতে লাগিলেন।
11 তখন তাঁহার প্রজাগণ পুরাকাল, মোশির কাল স্মরণ করিয়া কহিল, তিনি কোথায়, যিনি আপন পালের রক্ষকগণ সহকারে তাহাদিগকে সমুদ্র হইতে উত্তীর্ণ করিয়াছিলেন? তিনি কোথায়, যিনি তাহাদের অন্তরে আপন পবিত্র আত্মা রাখিয়াছিলেন,
12 যিনি মোশির দক্ষিণে আপন প্রতাপান্বিত বাহু গমন করাইয়াছিলেন, যিনি আপনার জন্য চিরস্থায়ী নাম স্থাপনার্থে তাহাদের সম্মুখে জল দ্বিভাগ করিয়াছিলেন,
13 যিনি তাহাদিগকে প্রান্তরে ধাবমান অশ্বের ন্যায় জলধির মধ্য দিয়া গমন করাইয়াছিলেন, উছোট খাইতে দেন নাই?
14 পশুপাল যেমন সমস্থলীতে নামিয়া যায়, তেমনি সদাপ্রভুর আত্মা তাহাদিগকে বিশ্রাম করাইয়াছিলেন; আপনার জন্য প্রতাপান্বিত নাম স্থাপনার্থে তুমি আপন প্রজাগণকে সেইরূপে লইয়া গিয়াছিলে।
15 তুমি স্বর্গ হইতে অবলোকন কর, তোমার পবিত্রতার তোমার প্রতাপের বসতি হইতে দৃষ্টিপাত কর। তোমার উদ্যোগ তোমার বিক্রম-কার্য্য সকল কোথায়? আমার প্রতি তোমার অন্তরস্থ বাৎসল্যের তোমার স্নেহের স্বর ক্ষান্ত হইয়াছে।
16 তুমি আমাদের পিতা; যদ্যপি অব্রাহাম আমাদিগকে জানেন না, ইস্রায়েল আমাদিগকে স্বীকার করেন না, তথাপি তুমি সদাপ্রভু আমাদের পিতা, অনাদিকাল হইতে আমাদের মুক্তিদাতা, এই তোমার নাম।
17 হে সদাপ্রভু, তুমি কেন আমাদিগকে তোমার পথ ছাড়িয়া ভ্রান্ত হইতে দিতেছ? তোমাকে ভয় না করিতে আমাদের অন্তঃকরণকে কেন কঠিন করিতেছ? তুমি আপন দাসদের, আপন অধিকারস্বরূপ বংশগণের জন্য ফির।
18 তোমার পবিত্র প্রজাগণ অল্পকালমাত্র আপন অধিকার ভোগ করিয়াছে; আমাদের বিপক্ষগণ তোমার ধর্ম্মধাম পদতলে দলিত করিয়াছে।
19 তুমি যাহাদের উপরে কখনও কর্ত্তৃত্ব কর নাই, তোমার নাম যাহাদের উপরে কীর্ত্তিত হয় নাই, আমরা তাহাদের সমান হইয়াছি।
1 Who H4310 is this H2088 that cometh H935 from Edom H4480 H123 , with dyed H2556 garments H899 from Bozrah H4480 H1224 ? this H2088 that is glorious H1921 in his apparel, H3830 traveling H6808 in the greatness H7230 of his strength H3581 ? I H589 that speak H1696 in righteousness, H6666 mighty H7227 to save. H3467
2 Wherefore H4069 art thou red H122 in thine apparel, H3830 and thy garments H899 like him that treadeth H1869 in the wine vat H1660 ?
3 I have trodden H1869 the winepress H6333 alone; H905 and of the people H4480 H5971 there was none H369 H376 with H854 me : for I will tread H1869 them in mine anger, H639 and trample H7429 them in my fury; H2534 and their blood H5332 shall be sprinkled H5137 upon H5921 my garments, H899 and I will stain H1351 all H3605 my raiment. H4403
4 For H3588 the day H3117 of vengeance H5359 is in mine heart, H3820 and the year H8141 of my redeemed H1350 is come. H935
5 And I looked, H5027 and there was none H369 to help; H5826 and I wondered H8074 that there was none H369 to uphold: H5564 therefore mine own arm H2220 brought salvation H3467 unto me ; and my fury, H2534 it H1931 upheld H5564 me.
6 And I will tread down H947 the people H5971 in mine anger, H639 and make them drunk H7937 in my fury, H2534 and I will bring down H3381 their strength H5332 to the earth. H776
7 I will mention H2142 the lovingkindnesses H2617 of the LORD, H3068 and the praises H8416 of the LORD, H3068 according H5921 to all H3605 that H834 the LORD H3068 hath bestowed H1580 on us , and the great H7227 goodness H2898 toward the house H1004 of Israel, H3478 which H834 he hath bestowed H1580 on them according to his mercies, H7356 and according to the multitude H7230 of his lovingkindnesses. H2617
8 For he said, H559 Surely H389 they H1992 are my people, H5971 children H1121 that will not H3808 lie: H8266 so he was H1961 their Savior. H3467
9 In all H3605 their affliction H6869 he was afflicted, H6862 and the angel H4397 of his presence H6440 saved H3467 them : in his love H160 and in his pity H2551 he H1931 redeemed H1350 them ; and he bore H5190 them , and carried H5375 them all H3605 the days H3117 of old. H5769
10 But they H1992 rebelled, H4784 and vexed H6087 H853 his Holy H6944 Spirit: H7307 therefore he was turned H2015 to be their enemy, H341 and he H1931 fought H3898 against them.
11 Then he remembered H2142 the days H3117 of old, H5769 Moses, H4872 and his people, H5971 saying , Where H346 is he that brought them up H5927 out of the sea H4480 H3220 with H854 the shepherd H7462 of his flock H6629 ? where H346 is he that put H7760 H853 his Holy H6944 Spirit H7307 within H7130 him?
12 That led H1980 them by the right hand H3225 of Moses H4872 with his glorious H8597 arm, H2220 dividing H1234 the water H4325 before H4480 H6440 them , to make H6213 himself an everlasting H5769 name H8034 ?
13 That led H1980 them through the deep, H8415 as a horse H5483 in the wilderness, H4057 that they should not H3808 stumble H3782 ?
14 As a beast H929 goeth down H3381 into the valley, H1237 the Spirit H7307 of the LORD H3068 caused him to rest: H5117 so H3651 didst thou lead H5090 thy people, H5971 to make H6213 thyself a glorious H8597 name. H8034
15 Look down H5027 from heaven H4480 H8064 , and behold H7200 from the habitation H4480 H2073 of thy holiness H6944 and of thy glory: H8597 where H346 is thy zeal H7068 and thy strength, H1369 the sounding H1995 of thy bowels H4578 and of thy mercies H7356 toward H413 me? are they restrained H662 ?
16 Doubtless H3588 thou H859 art our father, H1 though H3588 Abraham H85 be ignorant H3808 H3045 of us , and Israel H3478 acknowledge H5234 us not: H3808 thou, H859 O LORD, H3068 art our father, H1 our redeemer; H1350 thy name H8034 is from everlasting H4480 H5769 .
17 O LORD, H3068 why H4100 hast thou made us to err H8582 from thy ways H4480 H1870 , and hardened H7188 our heart H3820 from thy fear H4480 H3374 ? Return H7725 for thy servants' sake H4616 H5650 , the tribes H7626 of thine inheritance. H5159
18 The people H5971 of thy holiness H6944 have possessed H3423 it but a little while: H4705 our adversaries H6862 have trodden down H947 thy sanctuary. H4720
19 We are H1961 thine : thou never H3808 H4480 H5769 didst bear rule H4910 over them ; they were not H3808 called H7121 by H5921 thy name. H8034
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×