Bible Versions
Bible Books

Isaiah 6:10 (BNV) Bengali Old BSI Version

1 যে বৎসর উষিয় রাজার মৃত্যু হয়, আমি প্রভুকে এক উচ্চ উন্নত সিংহাসনে উপবিষ্ট দেখিলাম; তাঁহার রাজবস্ত্রের অঞ্চলে মন্দির পূর্ণ হইয়াছিল।
2 তাঁহার নিকটে সরাফগণ দণ্ডায়মান ছিলেন; তাঁহাদের মধ্যে প্রত্যেক জনের ছয় ছয় পক্ষ, প্রত্যেকে দুই পক্ষ দ্বারা আপন মুখ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা চরণ আচ্ছাদন করেন, দুই পক্ষ দ্বারা উড্‌ডীন হন।
3 আর তাঁহারা পরস্পর ডাকিয়া বলিতে লাগিলেন, ‘পবিত্র, পবিত্র, পবিত্র, বাহিনীগণের সদাপ্রভু; সমস্ত পৃথিবী তাঁহার প্রতাপে পরিপূর্ণ।’
4 তখন ঘোষণাকারীর রবে শিলামূল সকল কাঁপিতে লাগিল, গৃহ ধূমে পরিপূর্ণ হইতে লাগিল।
5 তখন আমি কহিলাম, হায়, আমি নষ্ট হইলাম, কেননা আমি অশুচি-ওষ্ঠাধর মনুষ্য, এবং অশুচি-ওষ্ঠাধর জাতির মধ্যে বাস করিতেছি; আর আমার চক্ষু রাজাকে, বাহিনীগণের সদাপ্রভুকে, দেখিতে পাইয়াছে।
6 পরে সরাফগণের মধ্যে এক জন আমার কাছে উড়িয়া আসিলেন, তাঁহার হস্তে একখানি জ্বলন্ত অঙ্গার ছিল, তিনি যজ্ঞবেদির উপর হইতে চিমটা দ্বারা তাহা লইয়াছিলেন।
7 আর তিনি আমার মুখে তাহা স্পর্শ করাইয়া কহিলেন, দেখ, ইহা তোমার ওষ্ঠাধর স্পর্শ করিয়াছে, তোমার অপরাধ ঘুচিয়া গেল তোমার পাপের প্রায়শ্চিত্ত হইল।
8 পরে আমি প্রভুর রব শুনিতে পাইলাম; তিনি বলিলেন, আমি কাহাকে পাঠাইব? আমাদের পক্ষে কে যাইবে? আমি কহিলাম, এই আমি, আমাকে পাঠাও।
9 তখন তিনি বলিলেন, তুমি যাও, এই জাতিকে বল, তোমরা শুনিতে থাকিও, কিন্তু বুঝিও না; এবং দেখিতে থাকিও, কিন্তু জানিও না।
10 তুমি এই জাতির অন্তঃকরণ স্থূল কর, ইহাদের কর্ণ ভারী কর, ইহাদের চক্ষু বন্ধ করিয়া দেও, পাছে তাহারা চক্ষে দেখে, কর্ণে শুনে, অন্তঃকরণে বুঝে, এবং ফিরিয়া আইসে, সুস্থ হয়।
11 তখন আমি কহিলাম, হে প্রভু, কত দিন? তিনি কহিলেন, যাবৎ নগর সকল নিবাসবিহীন বাটী সকল নরশূন্য হইয়া উৎসন্ন না হয়, এবং ভূমি ধ্বংস-স্থান হইয়া একেবারে উৎসন্ন না হয়, আর সদাপ্রভু মনুষ্যকে দূর না করেন,
12 এবং দেশের মধ্যে অনেক ভূমি অধিকার শূন্য না হয়।
13 যদ্যপি তাহার দশমাংশও থাকে, তথাপি তাহাকে পুনর্ব্বার গ্রাস করা যাইবে; কিন্তু যেমন এলা অলোন বৃক্ষ ছিন্ন হইলেও তাহার গুঁড়ি থাকে, তেমনি এই জাতির গুঁড়িস্বরূপ এক পবিত্র বংশ থাকিবে।
1 In the year H8141 that king H4428 Uzziah H5818 died H4194 I saw H7200 also H853 the Lord H136 sitting H3427 upon H5921 a throne, H3678 high H7311 and lifted up, H5375 and his train H7757 filled H4390 H853 the temple. H1964
2 Above H4480 H4605 it stood H5975 the seraphims: H8314 each one H259 had six wings H8337 H3671 H8337 H3671 with twain H8147 he covered H3680 his face, H6440 and with twain H8147 he covered H3680 his feet, H7272 and with twain H8147 he did fly. H5774
3 And one cried H7121 unto H413 H2088 another, H2088 and said, H559 Holy, H6918 holy, H6918 holy, H6918 is the LORD H3068 of hosts: H6635 the whole H3605 earth H776 is full H4393 of his glory. H3519
4 And the posts H520 of the door H5592 moved H5128 at the voice H4480 H6963 of him that cried, H7121 and the house H1004 was filled H4390 with smoke. H6227
5 Then said H559 I, Woe H188 is me! for H3588 I am undone; H1820 because H3588 I H589 am a man H376 of unclean H2931 lips, H8193 and I H589 dwell H3427 in the midst H8432 of a people H5971 of unclean H2931 lips: H8193 for H3588 mine eyes H5869 have seen H7200 H853 the King, H4428 the LORD H3068 of hosts. H6635
6 Then flew H5774 one H259 of H4480 the seraphims H8314 unto H413 me , having a live coal H7531 in his hand, H3027 which he had taken H3947 with the tongs H4457 from off H4480 H5921 the altar: H4196
7 And he laid H5060 it upon H5921 my mouth, H6310 and said, H559 Lo, H2009 this H2088 hath touched H5060 H5921 thy lips; H8193 and thine iniquity H5771 is taken away, H5493 and thy sin H2403 purged. H3722
8 Also I heard H8085 H853 the voice H6963 of the Lord, H136 saying, H559 H853 Whom H4310 shall I send, H7971 and who H4310 will go H1980 for us? Then said H559 I , Here am I; H2009 send H7971 me.
9 And he said, H559 Go, H1980 and tell H559 this H2088 people, H5971 Hear ye indeed H8085 H8085 , but understand H995 not; H408 and see ye indeed H7200 H7200 , but perceive H3045 not. H3808
10 Make the heart H3820 of this H2088 people H5971 fat, H8082 and make their ears H241 heavy, H3513 and shut H8173 their eyes; H5869 lest H6435 they see H7200 with their eyes, H5869 and hear H8085 with their ears, H241 and understand H995 with their heart, H3824 and convert, H7725 and be healed. H7495
11 Then said H559 I, Lord, H136 how long H5704 H4970 ? And he answered, H559 Until H5704 H834 the cities H5892 be wasted H7582 without H4480 H369 inhabitant, H3427 and the houses H1004 without H4480 H369 man, H120 and the land H127 be utterly H8077 desolate, H7582
12 And the LORD H3068 have removed men far away H7368 H853 H120 , and there be a great H7227 forsaking H5805 in the midst H7130 of the land. H776
13 But yet H5750 in it shall be a tenth, H6224 and it shall return, H7725 and shall be H1961 eaten: H1197 as a teil tree, H424 and as an oak, H437 whose H834 substance H4678 is in them , when they cast H7995 their leaves: so the holy H6944 seed H2233 shall be the substance H4678 thereof.
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×