Bible Versions
Bible Books

Jeremiah 42:17 (BNV) Bengali Old BSI Version

1 পরে সমস্ত সেনাপতি এবং কারেহের পুত্র যোহানন হোশয়িয়ের পুত্র যাসনিয়, আর ক্ষুদ্র মহান্‌ সমস্ত লোক নিকটে আসিল,
2 এবং যিরমিয় ভাববাদীকে কহিল, আমাদের এই বিনতি আপনার সাক্ষাতে গ্রাহ্য হউক; আপনি আমাদের নিমিত্ত, অর্থাৎ এই সমস্ত অবশিষ্ট লোকের নিমিত্ত, আপন ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করুন; কেননা আপনি স্বচক্ষে আমাদিগকে দেখিতেছেন, আমরা অনেকে ছিলাম, এক্ষণে অল্পই অবশিষ্ট আছি।
3 অতএব কোন্‌ পথ আমাদের গন্তব্য, কি করা আমাদের কর্ত্তব্য, তাহা আপনার ঈশ্বর সদাপ্রভু আমাদিগকে জ্ঞাত করুন।
4 তখন যিরমিয় ভাববাদী তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের কথা শুনিলাম, দেখ, তোমাদের বাক্যানুসারে আমি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা করিব, এবং সদাপ্রভু তোমাদিগকে যে কোন উত্তর দিবেন, তাহার সমস্ত কথা তোমাদিগকে জ্ঞাত করিব, কিছুই তোমাদের কাছে গোপন করিব না।
5 তাহারা যিরমিয়কে কহিল, সদাপ্রভু আমাদের মধ্যে সত্য বিশ্বাস্য সাক্ষী হউন; আপনার ঈশ্বর সদাপ্রভু আপনার দ্বারা যে কোন কথা আমাদের কাছে বলিয়া পাঠাইবেন, তদনুসারে আমরা অবশ্য করিব।
6 ভাল হউক, কি মন্দ হউক, আমরা যাঁহার কাছে আপনাকে প্রেরণ করিতেছি, আমাদের ঈশ্বর সেই সদাপ্রভুর রবে আমরা অবধান করিব; যেন আমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান করি বলিয়া আমাদের মঙ্গল হয়।
7 পরে দশ দিন গত হইলে সদাপ্রভুর বাক্য যিরমিয়ের নিকটে উপস্থিত হইল।
8 তাহাতে তিনি কারেহের পুত্র যোহাননকে তাহার সঙ্গী সেনাপতিগণকে এবং ক্ষুদ্র মহান্‌ সমস্ত লোককে ডাকিয়া কহিলেন,
9 তোমরা যাঁহার কাছে আপনাদের বিনতি উপস্থিত করণার্থে আমাকে প্রেরণ করিয়াছিলে, সেই সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন,
10 তোমরা যদি স্থির হইয়া এই দেশে বাস কর, তবে আমি তোমাদিগকে গাঁথিয়া তুলিব, উৎপাটন করিব না, তোমাদিগকে রোপন করিব, উন্মূলন করিব না; কেননা তোমাদের যে অমঙ্গল করিয়াছি, তদ্বিষয়ে ক্ষান্ত হইলাম।
11 তোমরা যে বাবিল-রাজ হইতে ভীত হইয়াছ, তাহা হইতে ভীত হইও না; সদাপ্রভু কহেন, তাহা হইতে ভীত হইও না; কেননা তোমাদের নিস্তার করিতে তাহার হস্ত হইতে তোমাদিগকে উদ্ধার করিতে আমি তোমাদের সহবর্ত্তী।
12 আর আমি তোমাদের প্রতি করুণা বর্ত্তাইব, তাহাতে সে তোমাদের প্রতি করুণা করিবে, তোমাদের ভূমিতে তোমাদিগকে প্রত্যাগমন করাইবে।
13 কিন্তু যদি তোমরা বল, আমরা দেশে বাস করিব না, এইরূপে যদি তোমাদের ঈশ্বর সদাপ্রভুর রবে অবধান না করিয়া বল,
14 ‘না, আমরা মিসর দেশে যাইব, সেই স্থানে যুদ্ধ দেখিতে, তূরীবাদ্য শ্রবণ করিতে খাদ্যাভাবে ক্ষুধাভোগ করিতে হইবে না, আর আমরা তথায় বাস করিব,
15 ‘তবে এখন, হে যিহূদার অবশিষ্ট লোক সকল, তোমরা সদাপ্রভুর বাক্য শুন; বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, তোমরা যদি মিসরে প্রবেশ করিতে নিতান্তই উন্মুখ হও, সেখানে প্রবাস করিতে যাও,
16 তাহা হইলে যে খড়্‌গের ভয় করিতেছ, তাহা মিসর দেশেই তোমাদের লাগাল পাইবে, আর যে দুর্ভিক্ষে ব্যাকুল হইতেছ, তাহা মিসর দেশে তোমাদের অনুবর্ত্তী হইবে, তাহাতে তোমরা সেখানে মরিবে।
17 যে সকল লোক মিসরে প্রবাস করিতে যাইবার জন্য উন্মুখ হইয়াছে, তাহাদের এই গতি হইবে, তাহারা খড়্‌গ, দুর্ভিক্ষ মহামারী দ্বারা মারা পড়িবে; আমি তাহাদের প্রতি যে অমঙ্গল ঘটাইব, তাহা হইতে তাহাদের মধ্যে কেহই উত্তীর্ণ কি রক্ষাপ্রাপ্ত হইবে না।
18 কেননা বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, যিরূশালেম-নিবাসীদের উপরে যেমন আমার ক্রোধ কোপ ঢালা গিয়াছে, তোমরা মিসরে গমন করিলে তোমাদের উপরে তেমনি আমার কোপ ঢালা যাইবে, তোমরা অভিসম্পাত, বিস্ময়, শাপ টিটকারির পাত্র হইবে; এই স্থান আর কখনও দেখিতে পাইবে না।
19 হে যিহূদার অবশিষ্ট লোক সকল, সদাপ্রভু তোমাদিগকে বলিয়াছেন, তোমরা মিসরে প্রবেশ করিও না; নিশ্চয় জানিও, আমি অদ্য তোমাদিগকে এই সাক্ষ্য দিলাম।
20 বস্তুতঃ তোমরা আপনাদের প্রাণের বিরুদ্ধে প্রতারণা করিয়াছ, কেননা তোমরা আমাকে তোমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রেরণ করিয়াছিলে, বলিয়াছিলে, ‘তুমি আমাদের নিমিত্ত আমাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে প্রার্থনা কর, তাহাতে আমাদের ঈশ্বর সদাপ্রভু যাহা যাহা বলিবেন, তদনুসারে তুমি আমাদিগকে জানাইবে, আমরা তাহা করিব।’
21 আর অদ্য আমি তোমাদিগকে তাহা জানাইলাম; কিন্তু তোমাদের ঈশ্বর সদাপ্রভু যে সকল বিষয়ের জন্য আমাকে তোমাদের কাছে পাঠাইয়াছেন, তাহার কোন বিষয়ে তোমরা তাঁহার রবে অবধান করিলে না।
22 অতএব এখন নিশ্চয় জানিও, তোমরা যে স্থানে প্রবাস করণার্থে যাইতে বাঞ্ছা করিতেছ, সে স্থানে খড়্‌গ, দুর্ভিক্ষ মহামারী দ্বারা মারা পড়িবে।
1 Then all H3605 the captains H8269 of the forces, H2428 and Johanan H3110 the son H1121 of Kareah, H7143 and Jezaniah H3153 the son H1121 of Hoshaiah, H1955 and all H3605 the people H5971 from the least H4480 H6996 even unto H5704 the greatest, H1419 came near, H5066
2 And said H559 unto H413 Jeremiah H3414 the prophet, H5030 Let , we beseech thee, H4994 our supplication H8467 be accepted H5307 before H6440 thee , and pray H6419 for H1157 us unto H413 the LORD H3068 thy God, H430 even for H1157 all H3605 this H2063 remnant; H7611 ( for H3588 we are left H7604 but a few H4592 of many H4480 H7235 , as H834 thine eyes H5869 do behold H7200 us:)
3 That the LORD H3068 thy God H430 may show H5046 us H853 the way H1870 wherein H834 we may walk, H1980 and the thing H1697 that H834 we may do. H6213
4 Then Jeremiah H3414 the prophet H5030 said H559 unto H413 them , I have heard H8085 you ; behold, H2009 I will pray H6419 unto H413 the LORD H3068 your God H430 according to your words; H1697 and it shall come to pass, H1961 that whatsoever H3605 H834 thing H1697 the LORD H3068 shall answer H6030 you , I will declare H5046 it unto you ; I will keep nothing back H4513 H3808 H1697 from H4480 you.
5 Then they H1992 said H559 to H413 Jeremiah, H3414 The LORD H3068 be H1961 a true H571 and faithful H539 witness H5707 between us, if H518 we do H6213 not H3808 even H3651 according to all H3605 things H1697 for the which H834 the LORD H3068 thy God H430 shall send H7971 thee to H413 us.
6 Whether H518 it be good, H2896 or whether H518 it be evil, H7451 we will obey H8085 the voice H6963 of the LORD H3068 our God, H430 to whom H834 we H580 send H7971 thee; that H4616 H834 it may be well H3190 with us, when H3588 we obey H8085 the voice H6963 of the LORD H3068 our God. H430
7 And it came to pass H1961 after H4480 H7093 ten H6235 days, H3117 that the word H1697 of the LORD H3068 came H1961 unto H413 Jeremiah. H3414
8 Then called H7121 H413 he Johanan H3110 the son H1121 of Kareah, H7143 and all H3605 the captains H8269 of the forces H2428 which H834 were with H854 him , and all H3605 the people H5971 from the least H4480 H6996 even to H5704 the greatest, H1419
9 And said H559 unto H413 them, Thus H3541 saith H559 the LORD, H3068 the God H430 of Israel, H3478 unto H413 whom H834 ye sent H7971 me to present H5307 your supplication H8467 before H6440 him;
10 If H518 ye will still abide H7725 H3427 in this H2063 land, H776 then will I build H1129 you , and not H3808 pull you down, H2040 and I will plant H5193 you , and not H3808 pluck you up: H5428 for H3588 I repent H5162 me of H413 the evil H7451 that H834 I have done H6213 unto you.
11 Be not H408 afraid H3372 of H4480 H6440 the king H4428 of Babylon, H894 of whom H834 ye H859 are afraid H3372 H4480 ; H6440 be not H408 afraid H3372 of H4480 him, saith H5002 the LORD: H3068 for H3588 I H589 am with H854 you to save H3467 you , and to deliver H5337 you from his hand H4480. H3027
12 And I will show H5414 mercies H7356 unto you , that he may have mercy upon H7355 you , and cause you to return H7725 H853 to H413 your own land. H127
13 But if H518 ye H859 say, H559 We will not H3808 dwell H3427 in this H2063 land, H776 neither H1115 obey H8085 the voice H6963 of the LORD H3068 your God, H430
14 Saying H559 , No; H3808 but H3588 we will go H935 into the land H776 of Egypt, H4714 where H834 we shall see H7200 no H3808 war, H4421 nor H3808 hear H8085 the sound H6963 of the trumpet, H7782 nor H3808 have hunger H7456 of bread; H3899 and there H8033 will we dwell: H3427
15 And now H6258 therefore H3651 hear H8085 the word H1697 of the LORD, H3068 ye remnant H7611 of Judah; H3063 Thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 If H518 ye H859 wholly set H7760 H7760 your faces H6440 to enter into H935 Egypt, H4714 and go H935 to sojourn H1481 there; H8033
16 Then it shall come to pass, H1961 that the sword, H2719 which H834 ye H859 feared H3373 H4480 , shall overtake H5381 you there H8033 in the land H776 of Egypt, H4714 and the famine, H7458 whereof H834 ye H859 were afraid H1672 H4480 , shall follow close H1692 after H310 you there H8033 in Egypt; H4714 and there H8033 ye shall die. H4191
17 So shall it be H1961 with all H3605 the men H376 that H834 set H7760 H853 their faces H6440 to go into H935 Egypt H4714 to sojourn H1481 there; H8033 they shall die H4191 by the sword, H2719 by the famine, H7458 and by the pestilence: H1698 and none H3808 of them shall H1961 remain H8300 or escape H6412 from H4480 H6440 the evil H7451 that H834 I H589 will bring H935 upon H5921 them.
18 For H3588 thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 As H834 mine anger H639 and my fury H2534 hath been poured forth H5413 upon H5921 the inhabitants H3427 of Jerusalem; H3389 so H3651 shall my fury H2534 be poured forth H5413 upon H5921 you , when ye shall H1961 enter into H935 Egypt: H4714 and ye shall be an execration, H423 and an astonishment, H8047 and a curse, H7045 and a reproach; H2781 and ye shall see H7200 H853 this H2088 place H4725 no H3808 more. H5750
19 The LORD H3068 hath said H1696 concerning H5921 you , O ye remnant H7611 of Judah; H3063 Go H935 ye not H408 into Egypt: H4714 know certainly H3045 H3045 that H3588 I have admonished H5749 you this day. H3117
20 For H3588 ye dissembled H8582 in your hearts, H5315 when H3588 ye H859 sent H7971 me unto H413 the LORD H3068 your God, H430 saying, H559 Pray H6419 for H1157 us unto H413 the LORD H3068 our God; H430 and according unto all H3605 that H834 the LORD H3068 our God H430 shall say, H559 so H3651 declare H5046 unto us , and we will do H6213 it .
21 And now I have this day H3117 declared H5046 it to you ; but ye have not H3808 obeyed H8085 the voice H6963 of the LORD H3068 your God, H430 nor any H3605 thing for the which H834 he hath sent H7971 me unto H413 you.
22 Now H6258 therefore know certainly H3045 H3045 that H3588 ye shall die H4191 by the sword, H2719 by the famine, H7458 and by the pestilence, H1698 in the place H4725 whither H834 H8033 ye desire H2654 to go H935 and to sojourn. H1481
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×