Bible Versions
Bible Books

Jeremiah 48:32 (BNV) Bengali Old BSI Version

1 মোয়াবের বিষয়। বাহিনীগণের সদাপ্রভু, ইস্রায়েলের ঈশ্বর, এই কথা কহেন, হায় হায় নবো! উহা উচ্ছিন্ন হইল; কিরিয়াথয়িম লজ্জিত হইল, পরহস্তগত হইল, মিস্‌গব লজ্জিত হইল, উদ্বিগ্ন হইল।
2 মোয়াবের প্রশংসা আর নাই, লোকেরা হিশ্‌বোনে তাহার অমঙ্গলার্থ মন্ত্রণা করিয়াছে, ‘আইস, আমরা তাহাদিগকে উচ্ছিন্ন করি, জাতি থাকিতে দিব না।’ হে মদ্‌মেনা, তুমিও নিস্তব্ধ হইবে, খড়্‌গ তোমার পশ্চাদগামী হইবে।
3 হোরোণয়িম হইতে ক্রন্দনের শব্দ, ধ্বংস মহাবিনাশ।
4 মোয়াব ভগ্ন হইল; তাহার ক্ষুদ্র লোকদের ক্রন্দনের শব্দ শুনা যাইতেছে।
5 লূহীতের আরোহণ-পথে লোকে রোদন করিতে করিতে উঠিতেছে; কেননা হোরোণয়িমের অবরোহণ-পথে বিনাশের জন্য সঙ্কটের ক্রন্দন শুনা যাইতেছে।
6 ‘পলায়ন কর, আপন আপন প্রাণ রক্ষা কর, প্রান্তরস্থ ঝাউ গাছের ন্যায় হও।’
7 কারণ তুমি আপন কার্য্যে আপন ধনকোষে নির্ভর করিতে, এই জন্য তুমিও পরহস্তগত হইবে, এবং কমোশ নির্ব্বাসার্থে গমন করিবে, তাহার যাজকগণ অধ্যক্ষগণ একসঙ্গে যাইবে।
8 প্রত্যেক নগরের উপরে বিনাশক আসিবে, কোন নগর রক্ষা পাইবে না; তলভূমি বিনষ্ট হইবে, সমভূমি উচ্ছিন্ন হইবে, যেমন সদাপ্রভু বলিয়াছেন।
9 মোয়াবকে পক্ষযুগল দেও, যেন সে উড়িয়া পলাইয়া যায়; তাহার নগর সকল ধ্বংস হইবে, তন্মধ্যে বাসকারী কেহ থাকিবে না।
10 শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে শিথিলভাবে সদাপ্রভুর কার্য্য করে; শাপগ্রস্ত হউক সেই ব্যক্তি, যে আপন খড়্‌গকে রক্তপাত করিতে বারণ করে।
11 মোয়াব বাল্যকাল অবধি নিশ্চিন্ত আপন গাদের উপরে সুস্থির আছে, এক পাত্র হইতে অন্য পাত্রে ঢালা হয় নাই, সে নির্ব্বাসার্থে প্রস্থান করে নাই; এই জন্য তাহার রস তাহার মধ্যেই রহিয়াছে, তাহার স্বাদ বিকৃত হয় নাই।
12 অতএব সদাপ্রভু কহেন, দেখ, এমন দিন আসিতেছে, যে দিন আমি তাহার কাছে সেচকদিগকে পাঠাইব, তাহারা তাহাকে সেচন করিবে, তাহার পাত্র সকল শূন্য করিবে, এবং তাহাদের কুপা সকল ভাঙ্গিয়া ফেলিবে।
13 ইস্রায়েল-কুল আপন বিশ্বাসভূমি বৈথেলের বিষয়ে যেমন লজ্জিত হইয়াছিল, তেমনি মোয়াব কমোশের বিষয়ে লজ্জিত হইবে।
14 তোমরা কেমন করিয়া বলিতে পার, আমরা বীর যুদ্ধের জন্য বলবন্ত?
15 মোয়াব বিনষ্ট হইল, তাহার নগর সকল ধূমময় হইয়া উঠিতেছে, তাহার মনোনীত যুবকেরা বধ্যস্থানে নামিয়া গিয়াছে; ইহা সেই রাজা বলেন, যাঁহার নাম বাহিনীগণের সদাপ্রভু।
16 মোয়াবের বিপদ আগতপ্রায় তাহার অমঙ্গল অতি ত্বরান্বিত।
17 তোমরা যত লোক তাহার চারিদিকে থাক, তাহার জন্য বিলাপ কর, আর তোমরা যত লোক তাহার নাম জান, বল, এই দৃঢ় দণ্ড, এই চারু যষ্টি কেমন ভগ্ন হইয়াছে!
18 হে দীবোন-নিবাসিনি কন্যে, তুমি আপন প্রতাপ হইতে নামিয়া আইস, শুষ্ক ভূমিতে বস, কেননা মোয়াবের বিনাশক তোমার বিরুদ্ধে উঠিয়া আসিয়াছে, তোমার দৃঢ় দুর্গ সকল ভগ্ন করিয়াছে।
19 হে অরোয়ের-নিবাসিনি, তুমি পথের পার্শ্বে দাঁড়াইয়া অবলোকন কর, এবং পলাতককে রক্ষার্থিনী স্ত্রীকে জিজ্ঞাসা কর, কি হইয়াছে?
20 মোয়াব লজ্জিত হইয়াছে, কেননা সে ভাঙ্গিয়া পড়িয়াছে; তোমরা হাহাকার ক্রন্দন কর; অর্ণোনে এই কথা প্রচার কর, ‘মোয়াব উৎসন্ন হইল’।
21 আর বিচার দণ্ড উপস্থিত হইল, সমভূমির উপরে,
22 হোলন, যহস, মেফাৎ, দীবোন, নবো,
23 বৈৎ-দিব্লাথয়িম, কিরিয়াথয়িম, বৈৎ-গামূল, বৈৎ-মিয়োন, করিয়োৎ বস্রার উপরে,
24 এবং মোয়াব দেশের দূরস্থ কি নিকটস্থ সমস্ত নগরের উপরে হইল।
25 মোয়াবের শৃঙ্গ ছিন্ন, তাহার বাহু ভগ্ন হইল, ইহা সদাপ্রভু কহেন।
26 তোমরা তাহাকে মত্ত কর, কারণ সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করিত। আর মোয়াব বমন করিয়া লুণ্ঠন করিবে, এবং আপনিও পরিহাস-পাত্র হইবে।
27 ইস্রায়েল কি তোমার পরিহাস-পাত্র ছিল না? সে কি চোরের মধ্যে ধরা পড়িয়াছিল? তুমি তাহার বিষয় যতবার কথা বল, ততবার মাথা নাড়িয়া থাক।
28 হে মোয়াব-নিবাসীগণ, তোমরা নগর সকল ত্যাগ কর, শৈলে গিয়া বাস কর, এমন কপোতের ন্যায় হও, যে গর্ত্তের মুখের ধারে বাসা করে।
29 আমরা মোয়াবের অহঙ্কারের কথা শুনিয়াছি, সে অত্যন্ত অহঙ্কারী; তাহার অভিমান, অহঙ্কার, উদ্ধতভাব চিত্ত-গরিমার কথা শুনিয়াছি
30 সদাপ্রভু কহেন, আমি তাহার ক্রোধ জানি, তাহা কিছু নয়; তাহার দর্প কিছু কাজের হয় নাই।
31 এই জন্য আমি মোয়াবের বিষয়ে হাহাকার করিব, সমস্ত মোয়াবের জন্য ক্রন্দন করিব; কীর-হেরেসের লোকদের বিষয়ে কাকূক্তি করা যাইবে।
32 হে সিব্‌মার দ্রাক্ষালতে, আমি যাসেরের রোদন অপেক্ষা তোমার বিষয়ে অধিক রোদন করিব; তোমার শাখা সকল সমুদ্রপারে যাইত, তাহা যাসের সমুদ্র পর্য্যন্ত বিস্তারিত হইত; তোমার গ্রীষ্মের ফলের উপরে দ্রাক্ষাফলের উপরে লুটকারী আসিয়া পড়িয়াছে।
33 মোয়াবের ফলবান্‌ ক্ষেত্র ভূমি হইতে আনন্দ উল্লাস দূরীকৃত হইল, এবং আমি দ্রাক্ষাকুণ্ড দ্রাক্ষারস-বিহীন করিলাম; লোকে হর্ষনাদ সহকারে আর দ্রাক্ষা মর্দ্দন করিবে না; সেই নাদ হর্ষনাদ হইবে না।
34 হিশ্‌বোন অবধি ইলিয়ালী পর্য্যন্ত চীৎকার উঠিতেছে, তাহার শব্দ যহস পর্য্যন্ত ব্যাপিতেছে; সোয়র অবধি হোরোণয়িম পর্য্যন্ত, ইগ্লৎ-শলিশীয়া পর্য্যন্ত, শব্দ যাইতেছে, কেননা নিম্রীমস্থ জলসমূহও মরুস্থান হইল।
35 সদাপ্রভু আরও কহেন, আমি মোয়াবের মধ্যে উচ্চস্থলীতে বলিদানকারী তাহার দেবের উদ্দেশে ধূপদাহকারী লোকের লোপ করিব।
36 এই জন্য মোয়াবের নিমিত্ত আমার হৃদয় বংশীর ন্যায় বাজিতেছে, কীর-হেরেসের লোকদের বিষয়ে আমার অন্তঃকরণ বংশীর ন্যায় বাজিতেছে; এই জন্য তাহার উপার্জ্জিত ধনবাহুল্য নষ্ট হইল।
37 হাঁ, প্রত্যেক মস্তক টাকপড়া প্রত্যেক দাড়ি কাটা হইল, সকলের হস্তে কাটাকুটি কটিতে চট দেখা যায়।
38 মোয়াবের সমস্ত ছাদে তাহার চকের সর্ব্বত্র বিলাপ শুনা যাইতেছে, কেননা সদাপ্রভু কহেন, আমি মোয়াবকে একটা অপ্রীতিজনক পাত্রের ন্যায় ভাঙ্গিয়া ফেলিলাম।
39 সে কেমন ভগ্ন হইল! লোকে কেমন হাহাকার করিতেছে! মোয়াব লজ্জা প্রযুক্ত কেমন পৃষ্ঠ ফিরাইয়াছে! এইরূপে মোয়াব আপনার চারিদিকের সমস্ত লোকের পরিহাস-পাত্র ভয়স্থান হইবে।
40 কারণ সদাপ্রভু এই কথা কহেন, দেখ, ব্যক্তি ঈগলের ন্যায় উড়িয়া আসিবে, এবং মোয়াবের উপরে আপন পক্ষ বিস্তার করিবে।
41 নগর সকল পরহস্তগত, দুর্গ সকল অধিকৃত হইল; সেই দিন মোয়াবের বীরগণের চিত্ত প্রসববেদনাতুরা স্ত্রীর চিত্তের সমান হইবে।
42 মোয়াব লুপ্ত হইল, আর জাতি থাকিবে না, কেননা সে সদাপ্রভুর বিরুদ্ধে বড়াই করিয়াছে।
43 সদাপ্রভু কহেন, হে মোয়াবনিবাসী, ত্রাস, খাত ফাঁদ তোমার উপরে আসিয়াছে।
44 যে কেহ ত্রাস প্রযুক্ত পলাইয়া যাইবে, সে খাতে পড়িবে; যে কেহ খাত হইতে উঠিয়া আসিবে, সে ফাঁদে ধরা পড়িবে; কেননা আমি তাহার উপরে, মোয়াবের উপরে, প্রতিফল-দানের বৎসর আনিব, ইহা সদাপ্রভু কহেন।
45 হিশ্‌বোনের ছায়াতলে পলাতকেরা শক্তিহীন হইয়া দাঁড়াইয়া আছে, কারণ হিশ্‌বোন হইতে অগ্নি সীহোনের মধ্য হইতে অগ্নিশিখা নির্গত হইয়াছে, আর মোয়াবের পার্শ্ব কলহকারীদের মস্তকের তালু গ্রাস করিয়াছে।
46 হে মোয়াব, ধিক্‌ তোমাকে! কমোশের প্রজালোক বিনষ্ট হইল, কারণ তোমার পুত্রগণ বন্দি হইল, তোমার কন্যাগণ বন্দি-দশার স্থানে নীত হইল।
47 কিন্তু শেষকালে আমি মোয়াবের বন্দি-দশা ফিরাইব, ইহা সদাপ্রভু কহেন। মোয়াবের বিচারের কথা এই পর্য্যন্ত।
1 Against Moab H4124 thus H3541 saith H559 the LORD H3068 of hosts, H6635 the God H430 of Israel; H3478 Woe H1945 unto H413 Nebo H5015 ! for H3588 it is spoiled: H7703 Kiriathaim H7156 is confounded H3001 and taken: H3920 Misgab H4869 is confounded H3001 and dismayed. H2865
2 There shall be no H369 more H5750 praise H8416 of Moab: H4124 in Heshbon H2809 they have devised H2803 evil H7451 against H5921 it; come, H1980 and let us cut it off H3772 from being a nation H4480 H1471 . Also H1571 thou shalt be cut down, H1826 O Madmen; H4086 the sword H2719 shall pursue H1980 H310 thee.
3 A voice H6963 of crying H6818 shall be from Horonaim H4480 H2773 , spoiling H7701 and great H1419 destruction. H7667
4 Moab H4124 is destroyed; H7665 her little ones H6810 have caused a cry H2201 to be heard. H8085
5 For H3588 in the going up H4608 of Luhith H3872 continual weeping H1065 H1065 shall go up; H5927 for H3588 in the going down H4174 of Horonaim H2773 the enemies H6862 have heard H8085 a cry H6818 of destruction. H7667
6 Flee H5127 , save H4422 your lives, H5315 and be H1961 like the heath H6176 in the wilderness. H4057
7 For H3588 because H3282 thou hast trusted H982 in thy works H4639 and in thy treasures, H214 thou H859 shalt also H1571 be taken: H3920 and Chemosh H3645 shall go forth H3318 into captivity H1473 with his priests H3548 and his princes H8269 together. H3162
8 And the spoiler H7703 shall come H935 upon H413 every H3605 city, H5892 and no H3808 city H5892 shall escape: H4422 the valley H6010 also shall perish, H6 and the plain H4334 shall be destroyed, H8045 as H834 the LORD H3068 hath spoken. H559
9 Give H5414 wings H6731 unto Moab, H4124 that H3588 it may flee H5323 and get away: H3318 for the cities H5892 thereof shall be H1961 desolate, H8047 without any H4480 H369 to dwell H3427 therein. H2004
10 Cursed H779 be he that doeth H6213 the work H4399 of the LORD H3068 deceitfully, H7423 and cursed H779 be he that keepeth back H4513 his sword H2719 from blood H4480 H1818 .
11 Moab H4124 hath been at ease H7599 from his youth H4480 H5271 , and he H1931 hath settled H8252 on H413 his lees, H8105 and hath not H3808 been emptied H7324 from vessel H4480 H3627 to H413 vessel, H3627 neither H3808 hath he gone H1980 into captivity: H1473 therefore H5921 H3651 his taste H2940 remained H5975 in him , and his scent H7381 is not H3808 changed. H4171
12 Therefore H3651 , behold, H2009 the days H3117 come, H935 saith H5002 the LORD, H3068 that I will send H7971 unto him wanderers, H6808 that shall cause him to wander, H6808 and shall empty H7324 his vessels, H3627 and break H5310 their bottles. H5035
13 And Moab H4124 shall be ashamed H954 of Chemosh H4480 H3645 , as H834 the house H1004 of Israel H3478 was ashamed H954 of Bethel H4480 H1008 their confidence. H4009
14 How H349 say H559 ye, We H587 are mighty H1368 and strong H2428 men H376 for the war H4421 ?
15 Moab H4124 is spoiled, H7703 and gone up H5927 out of her cities, H5892 and his chosen H4005 young men H970 are gone down H3381 to the slaughter, H2874 saith H5002 the King, H4428 whose name H8034 is the LORD H3068 of hosts. H6635
16 The calamity H343 of Moab H4124 is near H7138 to come, H935 and his affliction H7451 hasteth H4116 fast. H3966
17 All H3605 ye that are about H5439 him, bemoan H5110 him ; and all H3605 ye that know H3045 his name, H8034 say, H559 How H349 is the strong H5797 staff H4294 broken, H7665 and the beautiful H8597 rod H4731 !
18 Thou daughter H1323 that dost inhabit H3427 Dibon, H1769 come down H3381 from thy glory H4480 H3519 , and sit H3427 in thirst; H6772 for H3588 the spoiler H7703 of Moab H4124 shall come H5927 upon thee, and he shall destroy H7843 thy strongholds. H4013
19 O inhabitant H3427 of Aroer, H6177 stand H5975 by H413 the way, H1870 and espy; H6822 ask H7592 him that fleeth, H5127 and her that escapeth, H4422 and say, H559 What H4100 is H1961 done?
20 Moab H4124 is confounded; H3001 for H3588 it is broken down: H2865 howl H3213 and cry; H2199 tell H5046 ye it in Arnon, H769 that H3588 Moab H4124 is spoiled, H7703
21 And judgment H4941 is come H935 upon H413 the plain H4334 country; H776 upon H413 Holon, H2473 and upon H413 Jahazah, H3096 and upon H5921 Mephaath, H4158
22 And upon H5921 Dibon, H1769 and upon H5921 Nebo, H5015 and upon H5921 Beth- H1015 diblathaim,
23 And upon H5921 Kiriathaim, H7156 and upon H5921 Beth- H1014 gamul , and upon H5921 Bethmeon, H1010
24 And upon H5921 Kerioth, H7152 and upon H5921 Bozrah, H1224 and upon H5921 all H3605 the cities H5892 of the land H776 of Moab, H4124 far H7350 or near. H7138
25 The horn H7161 of Moab H4124 is cut off, H1438 and his arm H2220 is broken, H7665 saith H5002 the LORD. H3068
26 Make ye him drunken: H7937 for H3588 he magnified H1431 himself against H5921 the LORD: H3068 Moab H4124 also shall wallow H5606 in his vomit, H6892 and he H1931 also H1571 shall be H1961 in derision. H7814
27 For H518 was H1961 not H3808 Israel H3478 a derision H7814 unto thee? was he found H4672 among thieves H1590 ? for H3588 since H4480 H1767 thou spakest H1697 of him , thou skippedst for joy. H5110
28 O ye that dwell H3427 in Moab, H4124 leave H5800 the cities, H5892 and dwell H7931 in the rock, H5553 and be H1961 like the dove H3123 that maketh her nest H7077 in the sides H5676 of the hole's H6354 mouth. H6310
29 We have heard H8085 the pride H1347 of Moab, H4124 (he is exceeding H3966 proud H1343 ) his loftiness, H1363 and his arrogance, H1347 and his pride, H1346 and the haughtiness H7312 of his heart. H3820
30 I H589 know H3045 his wrath, H5678 saith H5002 the LORD; H3068 but it shall not H3808 be so; H3651 his lies H907 shall not H3808 so H3651 effect H6213 it .
31 Therefore H5921 H3651 will I howl H3213 for H5921 Moab, H4124 and I will cry out H2199 for all H3605 Moab; H4124 mine heart shall mourn H1897 for H413 the men H376 of Kir- H7025 heres.
32 O vine H1612 of Sibmah, H7643 I will weep H1058 for thee with the weeping H4480 H1065 of Jazer: H3270 thy plants H5189 are gone over H5674 the sea, H3220 they reach H5060 even to H5704 the sea H3220 of Jazer: H3270 the spoiler H7703 is fallen H5307 upon H5921 thy summer fruits H7019 and upon H5921 thy vintage. H1210
33 And joy H8057 and gladness H1524 is taken H622 from the plentiful field H4480 H3759 , and from the land H4480 H776 of Moab; H4124 and I have caused wine H3196 to fail H7673 from the winepresses H4480 H3342 : none H3808 shall tread H1869 with shouting; H1959 their shouting H1959 shall be no H3808 shouting. H1959
34 From the cry H4480 H2201 of Heshbon H2809 even unto H5704 Elealeh, H500 and even unto H5704 Jahaz, H3096 have they uttered H5414 their voice, H6963 from Zoar H4480 H6820 even unto H5704 Horonaim, H2773 as a heifer H5697 of three years old: H7992 for H3588 the waters H4325 also H1571 of Nimrim H5249 shall be H1961 desolate. H4923
35 Moreover I will cause to cease H7673 in Moab, H4124 saith H5002 the LORD, H3068 him that offereth H5927 in the high places, H1116 and him that burneth incense H6999 to his gods. H430
36 Therefore H5921 H3651 mine heart H3820 shall sound H1993 for Moab H4124 like pipes, H2485 and mine heart H3820 shall sound H1993 like pipes H2485 for H413 the men H376 of Kir- H7025 heres: because H5921 H3651 the riches H3502 that he hath gotten H6213 are perished. H6
37 For H3588 every H3605 head H7218 shall be bald, H7144 and every H3605 beard H2206 clipped: H1639 upon H5921 all H3605 the hands H3027 shall be cuttings, H1418 and upon H5921 the loins H4975 sackcloth. H8242
38 There shall be lamentation H4553 generally H3605 upon H5921 all H3605 the housetops H1406 of Moab, H4124 and in the streets H7339 thereof: for H3588 I have broken H7665 H853 Moab H4124 like a vessel H3627 wherein is no H369 pleasure, H2656 saith H5002 the LORD. H3068
39 They shall howl, H3213 saying , How H349 is it broken down H2865 ! how H349 hath Moab H4124 turned H6437 the back H6203 with shame H954 ! so shall Moab H4124 be H1961 a derision H7814 and a dismaying H4288 to all H3605 them about H5439 him.
40 For H3588 thus H3541 saith H559 the LORD; H3068 Behold, H2009 he shall fly H1675 as an eagle, H5404 and shall spread H6566 his wings H3671 over H413 Moab. H4124
41 Kerioth H7152 is taken, H3920 and the strongholds H4679 are surprised, H8610 and the mighty men's H1368 hearts H3820 in Moab H4124 at that H1931 day H3117 shall be H1961 as the heart H3820 of a woman H802 in her pangs. H6887
42 And Moab H4124 shall be destroyed H8045 from being a people H4480 H5971 , because H3588 he hath magnified H1431 himself against H5921 the LORD. H3068
43 Fear H6343 , and the pit, H6354 and the snare, H6341 shall be upon H5921 thee , O inhabitant H3427 of Moab, H4124 saith H5002 the LORD. H3068
44 He that fleeth H5211 from H4480 H6440 the fear H6343 shall fall H5307 into H413 the pit; H6354 and he that getteth up H5927 out of H4480 the pit H6354 shall be taken H3920 in the snare: H6341 for H3588 I will bring H935 upon H413 it, even upon H413 Moab, H4124 the year H8141 of their visitation, H6486 saith H5002 the LORD. H3068
45 They that fled H5127 stood H5975 under the shadow H6738 of Heshbon H2809 because of the force H4480 H3581 : but H3588 a fire H784 shall come forth H3318 out of Heshbon H4480 H2809 , and a flame H3852 from the midst H4480 H996 of Sihon, H5511 and shall devour H398 the corner H6285 of Moab, H4124 and the crown of the head H6936 of the tumultuous H7588 ones. H1121
46 Woe H188 be unto thee , O Moab H4124 ! the people H5971 of Chemosh H3645 perisheth: H6 for H3588 thy sons H1121 are taken H3947 captives, H7628 and thy daughters H1323 captives. H7633
47 Yet will I bring again H7725 the captivity H7622 of Moab H4124 in the latter H319 days, H3117 saith H5002 the LORD. H3068 Thus H2008 far H5704 is the judgment H4941 of Moab. H4124
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×