Bible Versions
Bible Books

John 5:3 (BNV) Bengali Old BSI Version

1 ইহার পরে যিহূদীদের একটী পর্ব্ব উপস্থিত হইল; আর যীশু যিরূশালেমে গেলেন।
2 যিরূশালেমে মেষ দ্বারের নিকট একটী পুষ্করিণী আছে, ইব্রীয় ভাষায় সেটীর নাম বৈথেস্‌দা, তাহার পাঁচটী চাঁদনি ঘাট।
3 সেই সকল ঘাটে বিস্তর রোগী, অন্ধ, খঞ্জ শুষ্কাঙ্গ পড়িয়া থাকিত।
4 তাহারা জলসঞ্চলনের অপেক্ষায় থাকিত। কেননা বিশেষ বিশেষ সময়ে পুষ্করিণীতে প্রভুর এক দূত নামিয়া আসিতেন জল কম্পন করিতেন; সেই জলকম্পের পরে যে কেহ প্রথমে জলে নামিত, তাহার যে কোন রোগ হউক, সে তাহা হইতে মুক্তি পাইত।
5 আর সেখানে একটী লোক ছিল, সে আটত্রিশ বৎসরের রোগী।
6 যীশু তাহাকে পড়িয়া থাকিতে দেখিয়া দীর্ঘকাল সেই অবস্থায় রহিয়াছে জানিয়া কহিলেন, তুমি কি সুস্থ হইতে চাও?
7 রোগী উত্তর করিল, মহাশয়, আমার এমন কোন লোক নাই যে, যখন জল কম্পিত হয়, তখন আমাকে পুষ্করিণীতে নামাইয়া দেয়; আমি যাইতে যাইতে আর এক জন আমার আগে নামিয়া পড়ে।
8 যীশু তাহাকে কহিলেন, উঠ, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও।
9 তাহাতে তৎক্ষণাৎ সেই ব্যক্তি সুস্থ হইল, এবং আপনার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াইতে লাগিল।
10 সেই দিন বিশ্রামবার। অতএব যাহাকে সুস্থ করা হইয়াছিল, তাহাকে যিহূদীরা বলিল, আজ বিশ্রামবার, খাট বহন করা তোমার পক্ষে বিধেয় নয়।
11 কিন্তু সে তাহাদিগকে উত্তর করিল, যিনি আমাকে সুস্থ করিলেন, তিনিই আমাকে বলিলেন, তোমার খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও।
12 তাহারা তাহাকে জিজ্ঞাসা করিল, সেই ব্যক্তি কে, যে তোমাকে বলিয়াছে, খাট তুলিয়া লইয়া চলিয়া বেড়াও?
13 কিন্তু যে সুস্থ হইয়াছিল, সে জানিত না, তিনি কে, কারণ সেখানে অনেক লোক থাকাতে যীশু চলিয়া গিয়াছিলেন।
14 তার পরে যীশু ধর্ম্মধামে তাহার দেখা পাইলেন, আর তাহাকে বলিলেন, দেখ, তুমি সুস্থ হইলে; আর পাপ করিও না, পাছে তোমার আরও অধিক মন্দ ঘটে।
15 সেই ব্যক্তি চলিয়া গেল, যিহূদীদিগকে বলিল যে, যীশুই তাহাকে সুস্থ করিয়াছেন।
16 আর এই কারণ যিহূদীরা যীশুকে তাড়না করিতে লাগিল, কেননা তিনি বিশ্রামবারে এই সকল করিতেছিলেন।
17 কিন্তু যীশু তাহাদিগকে এই উত্তর দিলেন, আমার পিতা এখন পর্য্যন্ত কার্য্য করিতেছেন, আমিও করিতেছি।
18 এই কারণ যিহূদিগণ তাঁহাকে বধ করিতে আরও চেষ্টা পাইল; কেননা তিনি কেবল বিশ্রামবার লঙ্ঘন করিতেন তাহা নয়, কিন্তু আবার ঈশ্বরকে নিজ পিতা বলিতেন, আপনাকে ঈশ্বরের সমান করিতেন।
19 অতএব যীশু উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, পুত্র আপনা হইতে কিছুই করিতে পারেন না, কেবল পিতাকে যাহা করিতে দেখেন, তাহাই করেন; কেননা তিনি যাহা যাহা করেন, পুত্রও সেই সকল তদ্রূপ করেন।
20 কারণ পিতা পুত্রকে ভাল বাসেন, এবং আপনি যাহা যাহা করেন, সকলই তাঁহাকে দেখান; আর ইহা হইতেও মহৎ মহৎ কর্ম্ম তাঁহাকে দেখাইবেন, যেন তোমরা আশ্চর্য্য মনে কর।
21 কেননা পিতা যেমন মৃতদিগকে উঠান জীবন দান করেন, তদ্রূপ পুত্রও যাহাদিগকে ইচ্ছা, জীবন দান করেন।
22 কারণ পিতা কাহারও বিচার করেন না, কিন্তু সমস্ত বিচারভার পুত্রকে দিয়াছেন,
23 যেন সকলে যেমন পিতাকে সমাদর করে, তেমনি পুত্রকে সমাদর করে। পুত্রকে যে সমাদর করে না, সে পিতাকে সমাদর করে না, যিনি তাঁহাকে পাঠাইয়াছেন।
24 সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে ব্যক্তি আমার বাক্য শুনে, যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহাকে বিশ্বাস করে, সে অনন্ত জীবন প্রাপ্ত হইয়াছে, এবং বিচারে আনীত হয় না, কিন্তু সে মৃত্যু হইতে জীবনে পার হইয়া গিয়াছে।
25 সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, এমন সময় আসিতেছে, বরং এখন উপস্থিত, যখন মৃতেরা ঈশ্বরের পুত্রের রব শুনিবে, এবং যাহারা শুনিবে, তাহারা জীবিত হইবে।
26 কেননা পিতার যেমন আপনাতে জীবন আছে, তেমনি তিনি পুত্রকেও আপনাতে জীবন রাখিতে দিয়াছেন।
27 আর তিনি তাঁহাকে বিচার করিবার অধিকার দিয়াছেন, কেননা তিনি মনুষ্যপুত্র।
28 ইহাতে আশ্চর্য্য মনে করিও না; কেননা এমন সময় আসিতেছে, যখন কবরস্থ সকলে তাঁহার রব শুনিবে,
29 এবং যাহারা সৎকার্য্য করিয়াছে, তাহারা জীবনের পুনরুত্থানের জন্য, যাহারা অসৎকার্য্য করিয়াছে, তাহারা বিচারের পুনরুত্থানের জন্য বাহির হইয়া আসিবে।
30 আমি আপনা হইতে কিছুই করিতে পারি না; যেমন শুনি তেমনি বিচার করি; আর আমার বিচার ন্যায্য, কেননা আমি আপনার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি না, কিন্তু আমার প্রেরণকর্ত্তার ইচ্ছা পূর্ণ করিতে চেষ্টা করি।
31 আমি যদি আপনার বিষয়ে আপনি সাক্ষ্য দিই, তবে আমার সাক্ষ্য সত্য নয়।
32 আমার বিষয়ে আর এক জন সাক্ষ্য দিতেছেন; এবং আমি জানি, আমার বিষয়ে তিনি যে সাক্ষ্য দিতেছেন, সেই সাক্ষ্য সত্য।
33 তোমরা যোহনের নিকটে লোক পাঠাইয়াছ, আর তিনি সত্যের পক্ষে সাক্ষ্য দিয়াছেন।
34 কিন্তু আমি যে সাক্ষ্য গ্রহণ করি, তাহা মনুষ্য হইতে নয়; তথাপি আমি সকল কহিতেছি, যেন তোমরা পরিত্রাণ পাও।
35 তিনি সেই জ্বলন্ত জ্যোতির্ম্ময় প্রদীপ ছিলেন, এবং তোমরা তাঁহার আলোতে কিছু কাল আনন্দ করিতে ইচ্ছুক হইয়াছিলে।
36 কিন্তু যোহনের দত্ত সাক্ষ্য অপেক্ষা আমার গুরুতর সাক্ষ্য আছে; কেননা পিতা আমাকে যে সকল কার্য্য সম্পন্ন করিতে দিয়াছেন, যে সকল কার্য্য আমি করিতেছি, সেই সকল আমার বিষয়ে এই সাক্ষ্য দিতেছে যে, পিতা আমাকে প্রেরণ করিয়াছেন।
37 আর পিতা, যিনি আমাকে পাঠাইয়াছেন, তিনিই আমার বিষয়ে সাক্ষ্য দিয়াছেন; তাঁহার রব তোমরা কখনও শুন নাই, তাঁহার আকারও দেখ নাই।
38 আর তাঁহার বাক্য তোমাদের অন্তরে অবস্থিতি করে না; কেননা তিনি যাঁহাকে প্রেরণ করিয়াছেন, তাঁহাকে তোমরা বিশ্বাস কর না।
39 তোমরা শাস্ত্র অনুসন্ধান করিয়া থাক, কারণ তোমরা মনে করিয়া থাক যে, তাহাতেই তোমাদের অনন্ত জীবন রহিয়াছে; আর তাহাই আমার বিষয়ে সাক্ষ্য দেয়;
40 আর তোমরা জীবন পাইবার নিমিত্ত আমার নিকটে আসিতে ইচ্ছা কর না।
41 আমি মনুষ্যদের হইতে গৌরব গ্রহণ করি না!
42 কিন্তু আমি তোমাদিগকে জানি, তোমাদের অন্তরে ঈশ্বরের প্রেম নাই।
43 আমি আপন পিতার নামে আসিয়াছি, আর তোমরা আমাকে গ্রহণ কর না; অন্য কেহ যদি আপনার নামে আইসে, তাহাকে তোমরা গ্রহণ করিবে।
44 তোমরা কিরূপে বিশ্বাস করিতে পার? তোমরা পরস্পরের নিকটে গৌরব গ্রহণ করিতেছ, এবং একমাত্র ঈশ্বরের নিকট হইতে যে গৌরব আইসে, তাহার চেষ্টা কর না।
45 মনে করিও না যে, আমি পিতার নিকটে তোমাদের উপরে দোষারোপ করিব; এক জন আছেন, যিনি তোমাদের উপরে দোষারোপ করেন; তিনি মোশি, যাঁহার উপরে তোমরা প্রত্যাশা রাখিয়াছ।
46 কারণ যদি তোমরা মোশিকে বিশ্বাস করিতে, তবে আমাকেও বিশ্বাস করিতে, কেননা আমারই বিষয়ে তিনি লিখিয়াছেন।
47 কিন্তু তাঁহার লেখায় যদি বিশ্বাস না কর, তবে আমার কথায় কিরূপে বিশ্বাস করিবে?
1 After G3326 this G5023 there was G2258 a feast G1859 of the G3588 Jews; G2453 and G2532 Jesus G2424 went up G305 to G1519 Jerusalem. G2414
2 Now G1161 there is G2076 at G1722 Jerusalem G2414 by G1909 the G3588 sheep G4262 market a pool, G2861 which is called G1951 in the Hebrew tongue G1447 Bethesda, G964 having G2192 five G4002 porches. G4745
3 In G1722 these G5025 lay G2621 a great G4183 multitude G4128 of impotent folk, G770 of blind, G5185 halt, G5560 withered, G3584 waiting for G1551 the G3588 moving G2796 of the G3588 water. G5204
4 For G1063 an angel G32 went down G2597 at a certain season G2596 G2540 into G1722 the G3588 pool, G2861 and G2532 troubled G5015 the G3588 water: G5204 whosoever then G3767 first G4413 after G3326 the G3588 troubling G5016 of the G3588 water G5204 stepped in G1684 was made G1096 whole G5199 of whatsoever G3739 G1221 disease G3553 he had. G2722
5 And G1161 a certain G5100 man G444 was G2258 there, G1563 which had G2192 an G1722 infirmity G769 thirty and eight G5144 G3638 years. G2094
6 When Jesus G2424 saw G1492 him G5126 lie, G2621 and G2532 knew G1097 that G3754 he had been G2192 now G2235 a long G4183 time G5550 in that case, he saith G3004 unto him, G846 Wilt G2309 thou be made G1096 whole G5199 ?
7 The G3588 impotent man G770 answered G611 him, G846 Sir, G2962 I have G2192 no G3756 man G444 G2443 , when G3752 the G3588 water G5204 is troubled, G5015 to put G906 me G3165 into G1519 the G3588 pool: G2861 but G1161 while G1722 G3739 I G1473 am coming, G2064 another G243 steppeth down G2597 before G4253 me. G1700
8 Jesus G2424 saith G3004 unto him, G846 Rise, G1453 take up G142 thy G4675 bed, G2895 and G2532 walk. G4043
9 And G2532 immediately G2112 the G3588 man G444 was made G1096 whole, G5199 and G2532 took up G142 his G846 bed, G2895 and G2532 walked: G4043 and G1161 on G1722 the G3588 same G1565 day G2250 was G2258 the sabbath. G4521
10 The G3588 Jews G2453 therefore G3767 said G3004 unto him that was cured, G2323 It is G2076 the sabbath day: G4521 it is not lawful G1832 G3756 for thee G4671 to carry G142 thy bed. G2895
11 He answered G611 them, G846 He that made G4160 me G3165 whole, G5199 the same G1565 said G2036 unto me, G3427 Take up G142 thy G4675 bed, G2895 and G2532 walk. G4043
12 Then G3767 asked G2065 they him, G846 What G5101 man G444 is G2076 that which said G2036 unto thee, G4671 Take up G142 thy G4675 bed, G2895 and G2532 walk G4043 ?
13 And G1161 he that was healed G2390 wist G1492 not G3756 who G5101 it was: G2076 for G1063 Jesus G2424 had conveyed himself away, G1593 a multitude G3793 being G5607 in G1722 that place. G5117
14 Afterward G3326 G5023 Jesus G2424 findeth G2147 him G846 in G1722 the G3588 temple, G2411 and G2532 said G2036 unto him, G846 Behold, G2396 thou art made G1096 whole: G5199 sin G264 no more, G3371 lest G3363 a worse G5501 thing G5100 come G1096 unto thee. G4671
15 The G3588 man G444 departed, G565 and G2532 told G312 the G3588 Jews G2453 that G3754 it was G2076 Jesus, G2424 which had made G4100 him G846 whole. G5199
16 And G2532 therefore G1223 G5124 did the G3588 Jews G2453 persecute G1377 Jesus, G2424 and G2532 sought G2212 to slay G615 him, G846 because G3754 he had done G4160 these things G5023 on G1722 the sabbath day. G4521
17 But G1161 Jesus G2424 answered G611 them, G846 My G3450 Father G3962 worketh G2038 hitherto G2193 G737 , and I G2504 work. G2038
18 Therefore G1223 G3767 the G3588 Jews G2453 sought G2212 the more G3123 to kill G615 him, G846 because G3754 he not G3756 only G3440 had broken G3089 the G3588 sabbath, G4521 but G235 said G3004 also G2532 that God G2316 was his G2398 Father, G3962 making G4160 himself G1438 equal G2470 with God. G2316
19 Then G3767 answered G611 Jesus G2424 and G2532 said G2036 unto them, G846 Verily, G281 verily, G281 I say G3004 unto you, G5213 The G3588 Son G5207 can G1410 G3756 do G4160 nothing G3762 of G575 himself, G1438 but G3362 what G5100 he seeth G991 the G3588 Father G3962 do: G4160 for G1063 what things soever G3739 G302 he G1565 doeth, G4160 these G5023 also G2532 doeth G4160 the G3588 Son G5207 likewise. G3668
20 For G1063 the G3588 Father G3962 loveth G5368 the G3588 Son, G5207 and G2532 showeth G1166 him G846 all things G3956 that G3739 himself G846 doeth: G4160 and G2532 he will show G1166 him G846 greater G3187 works G2041 than these, G5130 that G2443 ye G5210 may marvel. G2296
21 For G1063 as G5618 the G3588 Father G3962 raiseth up G1453 the G3588 dead, G3498 and G2532 quickeneth G2227 them ; even so G3779 the G3588 Son G5207 G2532 quickeneth G2227 whom G3739 he will. G2309
22 For G1063 G3761 the G3588 Father G3962 judgeth G2919 no man, G3762 but G235 hath committed G1325 all G3956 judgment G2920 unto the G3588 Son: G5207
23 That G2443 all G3956 men should honor G5091 the G3588 Son, G5207 even as G2531 they honor G5091 the G3588 Father. G3962 He that honoreth G5091 not G3361 the G3588 Son G5207 honoreth G5091 not G3756 the G3588 Father G3962 which hath sent G3992 him. G846
24 Verily, G281 verily, G281 I say G3004 unto you G5213 G3754 , He that heareth G191 my G3450 word, G3056 and G2532 believeth G4100 on him that sent G3992 me, G3165 hath G2192 everlasting G166 life, G2222 and G2532 shall not G3756 come G2064 into G1519 condemnation; G2920 but G235 is passed G3327 from G1537 death G2288 unto G1519 life. G2222
25 Verily, G281 verily, G281 I say G3004 unto you, G5213 The G3754 hour G5610 is coming, G2064 and G2532 now G3568 is, G2076 when G3753 the G3588 dead G3498 shall hear G191 the G3588 voice G5456 of the G3588 Son G5207 of God: G2316 and G2532 they that hear G191 shall live. G2198
26 For G1063 as G5618 the G3588 Father G3962 hath G2192 life G2222 in G1722 himself; G1438 so G3779 hath he given G1325 to G2532 the G3588 Son G5207 to have G2192 life G2222 in G1722 himself; G1438
27 And G2532 hath given G1325 him G846 authority G1849 to execute G4160 judgment G2920 also, G2532 because G3754 he is G2076 the Son G5207 of man. G444
28 Marvel G2296 not G3361 at this: G5124 for G3754 the hour G5610 is coming, G2064 in G1722 the which G3739 all G3956 that G3588 are in G1722 the G3588 graves G3419 shall hear G191 his G846 voice, G5456
29 And G2532 shall come forth; G1607 they that have done G4160 good, G18 unto G1519 the resurrection G386 of life; G2222 and G1161 they that have done G4238 evil, G5337 unto G1519 the resurrection G386 of damnation. G2920
30 I G1473 can G1410 G3756 of G575 mine own self G1683 do G4160 nothing: G3762 as G2531 I hear, G191 I judge: G2919 and G2532 my G1699 judgment G2920 is G2076 just; G1342 because G3754 I seek G2212 not G3756 mine own G1699 will, G2307 but G235 the G3588 will G2307 of the G3588 Father G3962 which hath sent G3992 me. G3165
31 If G1437 I G1473 bear witness G3140 of G4012 myself, G1683 my G3450 witness G3141 is G2076 not G3756 true. G227
32 There is G2076 another G243 that beareth witness G3140 of G4012 me; G1700 and G2532 I know G1492 that G3754 the G3588 witness G3141 which G3739 he witnesseth G3140 of G4012 me G1700 is G2076 true. G227
33 Ye G5210 sent G649 unto G4314 John, G2491 and G2532 he bare witness G3140 unto the G3588 truth. G225
34 But G1161 I G1473 receive G2983 not G3756 testimony G3141 from G3844 man: G444 but G235 these things G5023 I say, G3004 that G2443 ye G5210 might be saved. G4982
35 He G1565 was G2258 a burning G2545 and G2532 a shining G5316 light: G3088 and G1161 ye G5210 were willing G2309 for G4314 a season G5610 to rejoice G21 in G1722 his G846 light. G5457
36 But G1161 I G1473 have G2192 greater G3187 witness G3141 than that of John: G2491 for G1063 the G3588 works G2041 which G3739 the G3588 Father G3962 hath given G1325 me G3427 to G2443 finish, G5048 the G846 same G846 works G2041 that G3739 I G1473 do, G4160 bear witness G3140 of G4012 me, G1700 that G3754 the G3588 Father G3962 hath sent G649 me. G3165
37 And G2532 the G3588 Father G3962 himself, G846 which hath sent G3992 me, G3165 hath borne witness G3140 of G4012 me. G1700 Ye have neither G3777 heard G191 his G846 voice G5456 at any time, G4455 nor G3777 seen G3708 his G846 shape. G1491
38 And G2532 ye have G2192 not G3756 his G846 word G3056 abiding G3306 in G1722 you: G5213 for G3754 whom G3739 he G1565 hath sent, G649 him G5129 ye G5210 believe G4100 not. G3756
39 Search G2045 the G3588 Scriptures; G1124 for G3754 in G1722 them G846 ye G5210 think G1380 ye have G2192 eternal G166 life: G2222 and G2532 they G1565 are G1526 they which testify G3140 of G4012 me. G1700
40 And G2532 ye will G2309 not G3756 come G2064 to G4314 me, G3165 that G2443 ye might have G2192 life. G2222
41 I receive G2983 not G3756 honor G1391 from G3844 men. G444
42 But G235 I know G1097 you, G5209 that G3754 ye have G2192 not G3756 the G3588 love G26 of God G2316 in G1722 you. G1438
43 I G1473 am come G2064 in G1722 my G3450 Father's G3962 name, G3686 and G2532 ye receive G2983 me G3165 not: G3756 if G1437 another G243 shall come G2064 in G1722 his own G2398 name, G3686 him G1565 ye will receive. G2983
44 How G4459 can G1410 ye G5210 believe, G4100 which receive G2983 honor G1391 one of another G240 G3844 , and G2532 seek G2212 not G3756 the G3588 honor G1391 that G3588 cometh from G3844 God G2316 only G3441 ?
45 Do not G3361 think G1380 that G3754 I G1473 will accuse G2723 you G5216 to G4314 the G3588 Father: G3962 there is G2076 one that accuseth G2723 you, G5216 even Moses, G3475 in G1519 whom G3739 ye G5210 trust. G1679
46 For G1063 had ye G1487 believed G4100 Moses, G3475 ye would have believed G4100 G302 me: G1698 for G1063 he G1565 wrote G1125 of G4012 me. G1700
47 But G1161 if G1487 ye believe G4100 not G3756 his G1565 writings, G1121 how G4459 shall ye believe G4100 my G1699 words G4487 ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×