Bible Versions
Bible Books

Luke 13:1 (BNV) Bengali Old BSI Version

1 সেই সময়ে উপস্থিত কএক জন তাঁহাকে সেই গালীলীয়দের বিষয়ে সংবাদ দিল, যাহাদের রক্ত পীলাত তাহাদের বলির সহিত মিশ্রিত করিয়াছিলেন।
2 তিনি উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, তোমরা কি মনে করিতেছ, সেই গালীলীয়দের এইরূপ দুর্গতি হইয়াছে বলিয়া তাহারা অন্য সকল গালীলীয় লোক অপেক্ষা অধিক পাপী ছিল?
3 আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়; বরং যদি মন না ফিরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে।
4 অথবা সেই আঠারো জন, যাহাদের উপরে শীলোহে স্থিত উচ্চগৃহ পড়িয়া গিয়া তাহাদিগকে মারিয়া ফেলিল, তোমরা কি তাহাদের বিষয়ে মনে করিতেছ যে, তাহারা যিরূশালেম-নিবাসী অন্য সকল লোক অপেক্ষা অধিক অপরাধী ছিল?
5 আমি তোমাদিগকে বলিতেছি, তাহা নয়; বরং যদি মন না ফিরাও, তোমরা সকলেই তদ্রূপ বিনষ্ট হইবে।
6 আর তিনি এই দৃষ্টান্তটী কহিলেন; কোন ব্যক্তির দ্রাক্ষাক্ষেত্রে তাঁহার একটা ডুমুরগাছ রোপিত ছিল; আর তিনি আসিয়া সেই গাছে ফল অন্বেষণ করিলেন, কিন্তু পাইলেন না।
7 তাহাতে তিনি দ্রাক্ষাপালককে কহিলেন, দেখ, আজ তিন বৎসর আসিয়া এই ডুমুরগাছে ফল অন্বেষণ করিতেছি, কিন্তু কিছুই পাইতেছি না; ইহা কাটিয়া ফেল; এটা কেন ভূমিও নষ্ট করে।
8 সে উত্তর করিয়া তাঁহাকে কহিল, প্রভু, এই বৎসরও ওটা থাকিতে দিউন, আমি উহার মূলের চারিদিকে খুঁড়িয়া সার দিব,
9 তাহার পরে উহাতে ফল ধরে ভালই, নয় ওটা কাটিয়া ফেলিবেন।
10 তিনি বিশ্রামবারে কোন সমাজগৃহে শিক্ষা দিতেছিলেন।
11 আর দেখ, একটী স্ত্রীলোক, যাহাকে আঠারো বৎসর ধরিয়া দুর্ব্বলতার আত্মায় পাইয়াছিল, সে কুব্জা, কোন মতে সোজা হইতে পারিত না।
12 তাহাকে দেখিয়া যীশু কাছে ডাকিলেন, আর কহিলেন, হে নারি, তোমার দুর্ব্বলতা হইতে মুক্ত হইলে।
13 পরে তিনি তাহার উপরে হস্তার্পণ করিলেন; তাহাতে সে তখনই সোজা হইয়া দাঁড়াইল, আর ঈশ্বরের গৌরব করিতে লাগিল।
14 কিন্তু বিশ্রামবারে যীশু সুস্থ করিয়াছিলেন বলিয়া সমাজাধ্যক্ষ ক্রুদ্ধ হইল, সে উত্তর করিয়া লোকদিগকে বলিল, ছয় দিন আছে, সেই সকল দিনে কর্ম্ম করা উচিত; অতএব সকল দিনে আসিয়া সুস্থ হইও, বিশ্রামবারে নয়।
15 কিন্তু প্রভু তাহাকে উত্তর দিয়া কহিলেন, কপটীরা, তোমাদের প্রত্যেক জন কি বিশ্রামবারে আপন আপন বলদ কিম্বা গর্দ্দভ যাবপাত্র হইতে খুলিয়া জল খাওয়াইতে লইয়া যায় না?
16 তবে এই স্ত্রীলোক, অব্রাহামের কন্যা, যাহাকে শয়তান, দেখ, আজ আঠারো বৎসর ধরিয়া বাঁধিয়া রাখিয়াছিল, ইহার এই বন্ধন হইতে বিশ্রামবারে মুক্তি পাওয়া কি উচিত নয়?
17 তিনি এই সকল কথা বলিলে তাঁহার বিপক্ষেরা সকলে লজ্জিত হইল; কিন্তু তাঁহার দ্বারা যে সমস্ত মহিমার কার্য্য হইতেছিল, তাহাতে সমস্ত সাধারণ লোক আনন্দিত হইল।
18 তখন তিনি কহিলেন, ঈশ্বরের রাজ্য কিসের তুল্য? আমি কিসের সহিত তাহার তুলনা দিব?
19 তাহা সরিষা-দানার তুল্য, যাহা কোন ব্যক্তি লইয়া আপন উদ্যানে বপন করিল; পরে তাহা বাড়িয়া গাছ হইয়া উঠিল, এবং আকাশের পক্ষিগণ আসিয়া তাহার শাখাতে বাস করিল।
20 আবার তিনি কহিলেন, আমি কিসের সহিত ঈশ্বরের রাজ্যের তুলনা দিব?
21 তাহা এমন তাড়ীর তুল্য, যাহা কোন স্ত্রীলোক লইয়া তিন মাণ ময়দার মধ্যে ঢাকিয়া রাখিল, শেষে সমস্তই তাড়ীময় হইয়া উঠিল।
22 আর তিনি নগরে নগরে গ্রামে গ্রামে ভ্রমণ করিয়া উপদেশ দিতে দিতে যিরূশালেমের দিকে গমন করিতেছিলেন।
23 তখন এক ব্যক্তি তাঁহাকে বলিল, প্রভু, যাহারা পরিত্রাণ পাইতেছে, তাহাদের সংখ্যা কি অল্প?
24 তিনি তাহাদিগকে বলিলেন, সঙ্কীর্ণ দ্বার দিয়া প্রবেশ করিতে প্রাণপণ কর; কেননা আমি তোমাদিগকে বলিতেছি, অনেকে প্রবেশ করিতে চেষ্টা করিবে, কিন্তু পারিবে না।
25 গৃহকর্ত্তা উঠিয়া দ্বার রুদ্ধ করিলে পর তোমরা বাহিরে দাঁড়াইয়া দ্বারে আঘাত করিতে আরম্ভ করিবে, বলিবে, প্রভু, আমাদিগকে দ্বার খুলিয়া দিউন; আর তিনি উত্তর করিয়া তোমাদিগকে বলিবেন, আমি জানি না, তোমরা কোথাকার লোক;
26 তখন তোমরা বলিতে আরম্ভ করিবে, আমরা আপনার সাক্ষাতে ভোজন পান করিয়াছি, এবং আমাদের পথে পথে আপনি উপদেশ দিয়াছেন।
27 কিন্তু তিনি বলিবেন, তোমাদিগকে বলিতেছি, আমি জানি না, তোমরা কোথাকার লোক; হে অধর্ম্মাচারী সকলে, আমার নিকট হইতে দূর হও।
28 সেই স্থানে রোদন দন্তঘর্ষণ হইবে; তখন তোমরা দেখিবে, অব্রাহাম, ইস্‌হাক যাকোব এবং ভাববাদী সকলেই ঈশ্বরের রাজ্যে রহিয়াছেন, আর তোমাদিগকে বাহিরে ফেলিয়া দেওয়া হইতেছে।
29 আর পূর্ব্ব পশ্চিম হইতে, এবং উত্তর দক্ষিণ হইতে লোকেরা আসিয়া ঈশ্বরের রাজ্যে বসিবে।
30 আর দেখ, যাহারা শেষের, এমন কোন কোন লোক প্রথম হইবে, এবং যাহারা প্রথম, এমন কোন কোন লোক শেষে পড়িবে।
31 সেই দণ্ডে কএক জন ফরীশী নিকটে আসিয়া তাঁহাকে বলিল, বাহির হও, স্থান হইতে চলিয়া যাও; কেননা হেরোদ তোমাকে বধ করিতে চাহিতেছেন।
32 তিনি তাহাদিগকে কহিলেন, তোমরা গিয়া সেই শৃগালকে বল, দেখ, অদ্য এবং কল্য আমি ভূত ছাড়াইতেছি, আরোগ্য সাধন করিতেছি, এবং তৃতীয় দিবসে সিদ্ধকর্ম্মা হইব।
33 যাহা হউক, অদ্য, কল্য পরশ্ব আমাকে গমন করিতে হইবে; কারণ এমন হইতে পারে না যে, যিরূশালেমের বাহিরে কোন ভাববাদী বিনষ্ট হয়।
34 যিরূশালেম, যিরূশালেম, তুমি ভাববাদিগণকে বধ করিয়া থাক, তোমার নিকটে যাহারা প্রেরিত হয়, তাহাদিগকে পাথর মারিয়া থাক! কুক্কুটী যেমন আপন শাবকদিগকে পক্ষের নীচে একত্র করে, আমি কত বার তেমনি তোমার সন্তানদিগকে একত্র করিতে ইচ্ছা করিয়াছি, কিন্তু তোমরা সম্মত হইলে না।
35 দেখ, তোমাদের সেই গৃহ তোমাদের নিমিত্ত উৎসন্ন পড়িয়া রহিল। আর আমি তোমাদিগকে বলিতেছি, যে সময় পর্য্যন্ত তোমরা না বলিবে, “ধন্য তিনি, যিনি প্রভুর নামে আসিতেছেন,” সেই সময় পর্য্যন্ত তোমরা আমাকে আর দেখিতে পাইবে না।
1 There G1161 were present G3918 at G1722 that G846 season G2540 some G5100 that told G518 him G846 of G4012 the G3588 Galilaeans, G1057 whose G3739 blood G129 Pilate G4091 had mingled G3396 with G3326 their G846 sacrifices. G2378
2 And G2532 Jesus G2424 answering G611 said G2036 unto them, G846 Suppose G1380 ye that G3754 these G3778 Galilaeans G1057 were G1096 sinners G268 above G3844 all G3956 the G3588 Galilaeans, G1057 because G3754 they suffered G3958 such things G5108 ?
3 I tell G3004 you, G5213 Nay: G3780 but, G235 except G1437 G3361 ye repent, G3340 ye shall all G3956 likewise G5615 perish. G622
4 Or G2228 those G1565 eighteen G1176 G2532, G3638 upon G1909 whom G3739 the G3588 tower G4444 in G1722 Siloam G4611 fell, G4098 and G2532 slew G615 them, G846 think G1380 ye that G3754 they G3778 were G1096 sinners G3781 above G3844 all G3956 men G444 that dwelt G2730 in G1722 Jerusalem G2419 ?
5 I tell G3004 you, G5213 Nay: G3780 but, G235 except G1437 G3361 ye repent, G3340 ye shall all G3956 likewise G3668 perish. G622
6 He spake G3004 also G1161 this G5026 parable; G3850 A certain G5100 man had G2192 a fig tree G4808 planted G5452 in G1722 his G848 vineyard; G290 and G2532 he came G2064 and sought G2212 fruit G2590 thereon G1722 G846 , and G2532 found G2147 none. G3756
7 Then G1161 said G2036 he unto G4314 the G3588 dresser of his vineyard, G289 Behold, G2400 these three G5140 years G2094 I come G2064 seeking G2212 fruit G2590 on G1722 this G5026 fig tree, G4808 and G2532 find G2147 none: G3756 cut it down G1581 G846 ; why G2444 G2532 encumbereth G2673 it the G3588 ground G1093 ?
8 And G1161 he G3588 answering G611 said G3004 unto him, G846 Lord, G2962 let it alone G863 G846 this G5124 year G2094 also, G2532 till G2193 G3755 I shall dig G4626 about G4012 it, G846 and G2532 dung G906 G2874 it :
9 And if G2579 it G3303 bear G4160 fruit, G2590 well : and if not, G1490 then after that G1519 G3195 thou shalt cut it down G1581 G846 .
10 And G1161 he was G2258 teaching G1321 in G1722 one G3391 of the G3588 synagogues G4864 on G1722 the G3588 sabbath. G4521
11 And G2532 , behold, G2400 there was G2258 a woman G1135 which had G2192 a spirit G4151 of infirmity G769 eighteen G1176 G2532 G3638 years, G2094 and G2532 was G2258 bowed together, G4794 and G2532 could G1410 in no wise G3361 G1519 G3838 lift up G352 herself.
12 And G1161 when Jesus G2424 saw G1492 her, G846 he called G4377 her to him, and G2532 said G2036 unto her, G846 Woman, G1135 thou art loosed G630 from thine G4675 infirmity. G769
13 And G2532 he laid G2007 his hands G5495 on her: G846 and G2532 immediately G3916 she was made straight, G461 and G2532 glorified G1392 God. G2316
14 And G1161 the G3588 ruler of the synagogue G752 answered G611 with indignation, G23 because G3754 that Jesus G2424 had healed G2323 on the G3588 sabbath day, G4521 and said G3004 unto the G3588 people, G3793 There are G1526 six G1803 days G2250 in G1722 which G3739 men ought G1163 to work: G2038 in G1722 them G5025 therefore G3767 come G2064 and G2532 be healed, G2323 and G2532 not G3361 on the G3588 sabbath G4521 day. G2250
15 The G3588 Lord G2962 then G3767 answered G611 him, G846 and G2532 said, G2036 Thou hypocrite, G5273 doth not G3756 each one G1538 of you G5216 on the G3588 sabbath G4521 loose G3089 his G848 ox G1016 or G2228 his ass G3688 from G575 the G3588 stall, G5336 and G2532 lead him away G520 to watering G4222 ?
16 And G1161 ought G1163 not G3756 this woman, G5026 being G5607 a daughter G2364 of Abraham, G11 whom G3739 Satan G4567 hath bound, G1210 lo, G2400 these eighteen G1176 G2532 G3638 years, G2094 be loosed G3089 from G575 this G5127 bond G1199 on the G3588 sabbath G4521 day G2250 ?
17 And G2532 when he G846 had said G3004 these things, G5023 all G3956 his G846 adversaries G480 were ashamed: G2617 and G2532 all G3956 the G3588 people G3793 rejoiced G5463 for G1909 all G3956 the G3588 glorious things G1741 that were done G1096 by G5259 him. G846
18 Then G1161 said G3004 he, Unto what G5101 is G2076 the G3588 kingdom G932 of God G2316 like G3664 ? and G2532 whereunto G5101 shall I resemble G3666 it G846 ?
19 It is G2076 like G3664 a grain G2848 of mustard seed, G4615 which G3739 a man G444 took, G2983 and cast G906 into G1519 his G1438 garden; G2779 and G2532 it grew, G837 and G2532 waxed G1096 a great G3173 tree; G1186 and G2532 the G3588 fowls G4071 of the G3588 air G3772 lodged G2681 in G1722 the G3588 branches G2798 of it. G846
20 And G2532 again G3825 he said, G2036 Whereunto G5101 shall I liken G3666 the G3588 kingdom G932 of God G2316 ?
21 It is G2076 like G3664 leaven, G2219 which G3739 a woman G1135 took G2983 and hid G1470 in G1519 three G5140 measures G4568 of meal, G224 till G2193 G3757 the whole G3650 was leavened. G2220
22 And G2532 he went G1279 through G2596 the cities G4172 and G2532 villages, G2968 teaching, G1321 and G2532 journeying G4160 G4197 toward G1519 Jerusalem. G2419
23 Then G1161 said G2036 one G5100 unto him, G846 Lord, G2962 are G1487 there few G3641 that be saved G4982 ? And G1161 he G3588 said G2036 unto G4314 them, G846
24 Strive G75 to enter in G1525 at G1223 the G3588 strait G4728 gate: G4439 for G3754 many, G4183 I say G3004 unto you, G5213 will seek G2212 to enter in, G1525 and G2532 shall not G3756 be able. G2480
25 When once G575 G3739 G302 the G3588 master of the house G3617 is risen up, G1453 and G2532 hath shut to G608 the G3588 door, G2374 and G2532 ye begin G756 to stand G2476 without, G1854 and G2532 to knock G2925 at the G3588 door, G2374 saying, G3004 Lord, G2962 Lord, G2962 open G455 unto us; G2254 and G2532 he shall answer G611 and say G2046 unto you, G5213 I know G1492 you G5209 not G3756 whence G4159 ye are: G2075
26 Then G5119 shall ye begin G756 to say, G3004 We have eaten G5315 and G2532 drunk G4095 in thy presence G1799 G4675 , and G2532 thou hast taught G1321 in G1722 our G2257 streets. G4113
27 But G2532 he shall say, G2046 I tell G3004 you, G5213 I know G1492 you G5209 not G3756 whence G4159 ye are; G2075 depart G868 from G575 me, G1700 all G3956 ye workers G2040 of iniquity. G93
28 There G1563 shall be G2071 weeping G2805 and G2532 gnashing G1030 of teeth, G3599 when G3752 ye shall see G3700 Abraham, G11 and G2532 Isaac, G2464 and G2532 Jacob, G2384 and G2532 all G3956 the G3588 prophets, G4396 in G1722 the G3588 kingdom G932 of God, G2316 and G1161 you G5209 yourselves thrust G1544 out. G1854
29 And G2532 they shall come G2240 from G575 the east, G395 and G2532 from the west, G1424 and G2532 from G575 the north, G1005 and G2532 from the south, G3558 and G2532 shall sit down G347 in G1722 the G3588 kingdom G932 of G2316 God.
30 And, G2532 behold, G2400 there are G1526 last G2078 which G3739 shall be G2071 first, G4413 and G2532 there are G1526 first G4413 which G3739 shall be G2071 last. G2078
31 The G1722 same G846 day G2250 there came G4334 certain G5100 of the Pharisees, G5330 saying G3004 unto him, G846 Get thee out, G1831 and G2532 depart G4198 hence: G1782 for G3754 Herod G2264 will G2309 kill G615 thee. G4571
32 And G2532 he said G2036 unto them, G846 Go G4198 ye, and tell G2036 that G5026 fox, G258 Behold, G2400 I cast out G1544 devils, G1140 and G2532 I do G2005 cures G2392 today G4594 and G2532 tomorrow, G839 and G2532 the G3588 third G5154 day I shall be perfected. G5048
33 Nevertheless G4133 I G3165 must G1163 walk G4198 today, G4594 and G2532 tomorrow, G839 and G2532 the G3588 day following: G2192 for G3754 it cannot be G1735 G3756 that a prophet G4396 perish G622 out G1854 of Jerusalem. G2419
34 O Jerusalem, G2419 Jerusalem, G2419 which killest G615 the G3588 prophets, G4396 and G2532 stonest G3036 them that are sent G649 unto G4314 thee; G846 how often G4212 would G2309 I have gathered thy children together G1996 G4675, G5043 as G3739 G5158 a hen G3733 doth gather her G1438 brood G3555 under G5259 her wings, G4420 and G2532 ye would G2309 not G3756 !
35 Behold, G2400 your G5216 house G3624 is left G863 unto you G5213 desolate: G2048 and G1161 verily G281 I say G3004 unto you, G5213 Ye shall not G3364 see G1492 me, G3165 until G2193 G302 the time come G2240 when G3753 ye shall say, G2036 Blessed G2127 is he that cometh G2064 in G1722 the name G3686 of the Lord. G2962
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×