Bible Versions
Bible Books

Mark 15:22 (BNV) Bengali Old BSI Version

1 আর প্রভাতেই প্রাচীনবর্গ অধ্যাপকদের সঙ্গে প্রধান যাজকগণ এবং সমস্ত মহাসভা মন্ত্রণা করিয়া যীশুকে বাঁধিয়া লইয়া গিয়া পীলাতের নিকটে সমর্পণ করিল।
2 তখন পীলাত তাঁহাকে জিজ্ঞাসা করিলেন, তুমি কি যিহূদীদের রাজা? তিনি উত্তর করিয়া তাঁহাকে কহিলেন, তুমিই বলিলে।
3 পরে প্রধান যাজকেরা তাঁহার উপরে অনেক দোষারোপ করিতে লাগিল।
4 পীলাত তাঁহাকে আবার জিজ্ঞাসা করিলেন, তুমি কি কিছুই উত্তর দিবে না? দেখ, ইহারা তোমার উপরে কত দোষারোপ করিতেছে।
5 কিন্তু যীশু আর কিছু উত্তর করিলেন না; তাহাতে পীলাতের আশ্চর্য্য বোধ হইল।
6 পর্ব্বের সময়ে তিনি লোকদের জন্য এমন এক জন বন্দিকে মুক্ত করিতেন, যাহাকে তাহারা চাহিত।
7 সেই সময়ে বারাব্বা নামে এক ব্যক্তি উপপ্লবকারীদের সঙ্গে কারাবদ্ধ ছিল, তাহারা উপপ্লবক্রমে নরহত্যাও করিয়াছিল।
8 তখন লোকসমূহ উপরে গিয়া, তিনি তাহাদের জন্য যাহা করিতেন, তাহা যাচ্ঞা করিতে লাগিল।
9 পীলাত উত্তর করিয়া তাহাদিগকে কহিলেন, আমি তোমাদের জন্য যিহূদীদের রাজাকে মুক্ত করিয়া দিব, এই কি তোমাদের বাঞ্ছা?
10 কেননা প্রধান যাজকেরা যে হিংসা বশতঃ তাঁহাকে সমর্পণ করিয়াছিল, তাহা তিনি জানিতে পারিলেন।
11 কিন্তু প্রধান যাজকেরা জনতাকে উত্তেজিত করিয়া বরং আপনাদের জন্য বারাব্বার মুক্তি চাহিতে বলিল।
12 পরে পীলাত আবার উত্তর করিয়া তাহাদিগকে বলিলেন, তবে তোমরা যাহাকে যিহূদীদের রাজা বল, তাহাকে কি করিব?
13 তাহারা পুনর্ব্বার চীৎকার করিয়া বলিল, উহাকে ক্রুশে দেও।
14 পীলাত তাহাদিগকে কহিলেন, কেন? কি অপরাধ করিয়াছে? কিন্তু তাহারা অতিশয় চেঁচাইয়া বলিল, উহাকে ক্রুশে দেও।
15 তখন পীলাত লোকসমূহকে সন্তুষ্ট করিবার মানসে তাহাদের জন্য বারব্বাকে মুক্ত করিলেন, এবং যীশুকে কোড়া মারিয়া ক্রুশে দিবার জন্য সমর্পণ করিলেন।
16 পরে সেনারা প্রাঙ্গণের মধ্যে, অর্থাৎ রাজবাটীর ভিতরে, তাঁহাকে লইয়া গিয়া সমস্ত সেনাদলকে ডাকিয়া একত্র করিল।
17 পরে তাঁহাকে বেগুনিয়া কাপড় পরাইল, এবং কাঁটার মুকুট গাঁথিয়া তাঁহার মাথায় দিল,
18 আর তাঁহার বন্দনা করিয়া বলিতে লাগিল, যিহূদি-রাজ, নমস্কার!
19 আর তাঁহার মস্তকে নল দ্বারা আঘাত করিল, তাঁহার গায়ে থুথু দিল, হাঁটু পাতিয়া তাঁহাকে প্রণাম করিল।
20 তাঁহাকে বিদ্রূপ করিবার পর তাহারা বেগুনিয়া কাপড় খুলিয়া তাঁহার নিজের কাপড় পরাইয়া দিল। পরে তাহারা ক্রুশে দিবার জন্য তাঁহাকে বাহিরে লইয়া গেল।
21 আর শিমোন নামে এক জন কুরীণীয় লোক পল্লীগ্রাম হইতে সেই পথ দিয়া আসিতেছিল, —সে সিকন্দরের রূফের পিতা—তাহাকেই তাহারা যীশুর ক্রুশ বহিবার জন্য বেগার ধরিল।
22 পরে তাহারা তাঁহাকে গলগথা নামক স্থানে লইয়া গেল; এই নামের অর্থ ‘মাথার খুলির স্থান’।
23 আর তাহারা তাঁহাকে গন্ধরসে মিশ্রিত দ্রাক্ষারস দিতে চাহিল; কিন্তু তিনি গ্রহণ করিলেন না।
24 পরে তাহারা তাঁহাকে ক্রুশে দিল, এবং তাঁহার বস্ত্র সকল অংশ করিয়া লইল; কে কি লইবে, ইহা স্থির করিবার জন্য গুলিবাঁট করিল।
25 তৃতীয় ঘটিকার সময়ে তাহারা তাঁহাকে ক্রুশে দিল।
26 আর তাঁহার উপরে দোষ-সূচক এই অধিলিপি লিখিত হইল, ‘যিহূদীদের রাজা’।
27 আর তাহারা তাঁহার সহিত দুই জন দস্যুকে ক্রুশে দিল, এক জনকে তাঁহার দক্ষিণে, এক জনকে তাঁহার বামে।
28 আর যে সকল লোক সেই পথ দিয়া যাতায়াত করিতেছিল, তাহারা মাথা নাড়িতে নাড়িতে তাঁহার নিন্দা করিয়া কহিল,
29 ওহে, তুমি না মন্দির ভাঙ্গিয়া ফেল, আর তিন দিনের মধ্যে গাঁথিয়া তুল!
30 আপনাকে রক্ষা কর, ক্রুশ হইতে নাম।
31 আর সেইরূপ প্রধান যাজকেরাও অধ্যাপকদের সহিত আপনাদের মধ্যে তাঁহাকে বিদ্রূপ করিয়া কহিল, ব্যক্তি অন্য অন্য লোককে রক্ষা করিত, আপনাকে রক্ষা করিতে পারে না;
32 খ্রীষ্ট, ইস্রায়েলের রাজা, এখন ক্রুশ হইতে নামিয়া আইসুক, দেখিয়া আমরা বিশ্বাস করিব। আর যাহারা তাঁহার সঙ্গে ক্রুশে বিদ্ধ হইয়াছিল, তাহারাও তাঁহাকে তিরস্কার করিল।
33 পরে বেলা ছয় ঘটিকা হইতে নয় ঘটিকা পর্য্যন্ত সমুদয় দেশ অন্ধকারময় হইয়া রহিল।
34 আর নয় ঘটিকার সময়ে যীশু উচ্চরবে ডাকিয়া কহিলেন, এলোই, এলোই, লামা শবক্তানী; অনুবাদ করিলে ইহার অর্থ এই,‘ঈশ্বর আমার, ঈশ্বর আমার, তুমি কেন আমায় পরিত্যাগ করিয়াছ?’
35 তাহাতে যাহারা নিকটে দাঁড়াইয়াছিল, তাহাদের মধ্যে কেহ কেহ সেই কথা শুনিয়া বলিল, দেখ, এলিয়কে ডাকিতেছে।
36 আর, এক জন দৌড়িয়া একখানি স্পঞ্জে সিরকা ভরিয়া তাহা নলে লাগাইয়া তাঁহাকে পান করিতে দিয়া কহিল, থাক্‌, দেখি, এলিয় উহাকে নামাইতে আইসেন কি না।
37 পরে যীশু উচ্চ রব ছাড়িয়া প্রাণত্যাগ করিলেন।
38 তখন মন্দিরের তিরস্করিণী উপর হইতে নীচ পর্য্যন্ত চিরিয়া দুইখান হইল।
39 আর যে শতপতি তাঁহার সম্মুখে দাঁড়াইয়াছিলেন, তিনি যখন দেখিলেন যে, যীশু এই প্রকারে প্রাণত্যাগ করিলেন, তখন কহিলেন, সত্যই ইনি ঈশ্বরের পুত্র ছিলেন।
40 কএকটী স্ত্রীলোকও দূরে থাকিয়া দেখিতেছিলেন; তাঁহাদের মধ্যে মগ্দলীনী মরিয়ম, ছোট যাকোবের যোশির মাতা মরিয়ম এবং শালোমী ছিলেন;
41 যখন তিনি গালীলে ছিলেন, তখন ইহাঁরা তাঁহার পশ্চাৎ পশ্চাৎ গমন করিয়া তাঁহার পরিচর্য্যা করিতেন। আরও অনেক স্ত্রীলোক সেখানে ছিলেন, যাঁহারা তাঁহার সঙ্গে যিরূশালেমে আসিয়াছিলেন।
42 পরে সন্ধ্যা হইলে, সেই দিন আয়োজন দিন অর্থাৎ বিশ্রামবারের পূর্ব্বদিন বলিয়া,
43 অরিমাথিয়ার যোষেফ নামক এক জন সম্ভ্রান্ত মন্ত্রী আসিলেন, তিনি নিজেও ঈশ্বরের রাজ্যের অপেক্ষা করিতেন; তিনি সাহসপূর্ব্বক পীলাতের নিকটে গিয়া যীশুর দেহ যাচ্ঞা করিলেন।
44 কিন্তু যীশু যে এত শীঘ্র মরিয়া গিয়াছেন, ইহাতে পীলাত আশ্চর্য্য জ্ঞান করিলেন, এবং সেই শতপতিকে ডাকাইয়া, তিনি ইহার মধ্যই মরিয়াছেন কি না, জিজ্ঞাসা করিলেন;
45 পরে শতপতির নিকট হইতে জানিয়া যোষেফকে দেহটী দান করিলেন।
46 যোষেফ একখানি চাদর কিনিয়া তাঁহাকে নামাইয়া চাদরে জড়াইলেন, এবং শৈলে ক্ষোদিত এক কবরে রাখিলেন; পরে কবরের দ্বারে একখান পাথর গড়াইয়া দিলেন।
47 তাঁহাকে যে স্থানে রাখা হইল, তাহা মগ্দলীনী মরিয়ম যোশির মাতা মরিয়ম দেখিতে পাইলেন।
1 And G2532 straightway G2112 in G1909 the G3588 morning G4404 the G3588 chief priests G749 held G4160 a consultation G4824 with G3326 the G3588 elders G4245 and G2532 scribes G1122 and G2532 the G3588 whole G3650 council, G4892 and bound G1210 Jesus, G2424 and carried him away, G667 and G2532 delivered G3860 him to Pilate. G4091
2 And G2532 Pilate G4091 asked G1905 him, G846 Art G1488 thou G4771 the G3588 King G935 of the G3588 Jews G2453 ? And G1161 he G3588 answering G611 said G2036 unto him, G846 Thou G4771 sayest G3004 it.
3 And G2532 the G3588 chief priests G749 accused G2723 him G846 of many things: G4183 but G1161 he G3588 answered G611 nothing. G3762
4 And G1161 Pilate G4091 asked G1905 him G846 again, G3825 saying, G3004 Answerest G611 thou G3756 nothing G3762 ? behold G2396 how many things G4214 they witness against G2649 thee. G4675
5 But G1161 Jesus G2424 yet G3765 answered G611 nothing; G3762 so that G5620 Pilate G4091 marveled. G2296
6 Now G1161 at G2596 that feast G1859 he released G630 unto them G846 one G1520 prisoner, G1198 whomsoever G3746 they desired. G154
7 And G1161 there was G2258 one named G3004 Barabbas, G912 which lay bound G1210 with G3326 them that had made insurrection with him, G4955 who G3748 had committed G4160 murder G5408 in G1722 the G3588 insurrection. G4714
8 And G2532 the G3588 multitude G3793 crying aloud G310 began G756 to desire G154 him to do as G2531 he had ever G104 done G4160 unto them. G846
9 But G1161 Pilate G4091 answered G611 them, G846 saying, G3004 Will G2309 ye that I release G630 unto you G5213 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
10 For G1063 he knew G1097 that G3754 the G3588 chief priests G749 had delivered G3860 him G846 for G1223 envy. G5355
11 But G1161 the G3588 chief priests G749 moved G383 the G3588 people, G3793 that G2443 he should rather G3123 release G630 Barabbas G912 unto them. G846
12 And G1161 Pilate G4091 answered G611 and said G2036 again G3825 unto them, G846 What G5101 will G2309 ye then G3767 that I shall do G4160 unto him whom G3739 ye call G3004 the G3588 King G935 of the G3588 Jews G2453 ?
13 And G1161 they G3588 cried out G2896 again, G3825 Crucify G4717 him. G846
14 Then G1161 Pilate G4091 said G3004 unto them, G846 Why, G1063 what G5101 evil G2556 hath he done G4160 ? And G1161 they G3588 cried out G2896 the more exceedingly, G4056 Crucify G4717 him. G846
15 And G1161 so Pilate, G4091 willing G1014 to content G4160 G2425 the G3588 people, G3793 released G630 Barabbas G912 unto them, G846 and G2532 delivered G3860 Jesus, G2424 when he had scourged G5417 him, to G2443 be crucified. G4717
16 And G1161 the G3588 soldiers G4757 led him away G520 G846 into G2080 the G3588 hall, G833 called G3603 Praetorium; G4232 and G2532 they call together G4779 the G3588 whole G3650 band. G4686
17 And G2532 they clothed him with G1746 G846 purple, G4209 and G2532 plaited G4120 a crown G4735 of thorns, G174 and put it about G4060 his G846 head,
18 And G2532 began G756 to salute G782 him, G846 Hail, G5463 King G935 of the G3588 Jews G2453 !
19 And G2532 they smote G5180 him G846 on the G3588 head G2776 with a reed, G2563 and G2532 did spit upon G1716 him, G846 and G2532 bowing G5087 their knees G1119 worshiped G4352 him. G846
20 And G2532 when G3753 they had mocked G1702 him, G846 they took off G1562 the G3588 purple G4209 from him, G846 and G2532 put his own clothes on G1746 G2398 G2440 him, G846 and G2532 led him out G1806 G846 to G2443 crucify G4717 him. G846
21 And G2532 they compel G29 one G5100 Simon G4613 a Cyrenian, G2956 who passed by, G3855 coming G2064 out of G575 the country, G68 the G3588 father G3962 of Alexander G223 and G2532 Rufus, G4504 to G2443 bear G142 his G846 cross. G4716
22 And G2532 they bring G5342 him G846 unto G1909 the place G5117 Golgotha, G1115 which is, G3603 being interpreted, G3177 The place G5117 of a skull. G2898
23 And G2532 they gave G1325 him G846 to drink G4095 wine G3631 mingled with myrrh: G4669 but G1161 he G3588 received G2983 it not. G3756
24 And G2532 when they had crucified G4717 him, G846 they parted G1266 his G846 garments, G2440 casting G906 lots G2819 upon G1909 them, G846 what every man G5101 G5101 should take. G142
25 And G1161 it was G2258 the third G5154 hour, G5610 and G2532 they crucified G4717 him. G846
26 And G2532 the G3588 superscription G1923 of his G846 accusation G156 was G2258 written over, G1924 THE G3588 KING G935 OF THE G3588 JEWS. G2453
27 And G2532 with G4862 him G846 they crucify G4717 two G1417 thieves; G3027 the one G1520 on G1537 his right hand, G1188 and G2532 the other G1520 on G1537 his G846 left. G2176
28 And G2532 the G3588 Scripture G1124 was fulfilled, G4137 which saith, G3004 And G2532 he was numbered G3049 with G3326 the transgressors. G459
29 And G2532 they that passed by G3899 railed on G987 him, G846 wagging G2795 their G848 heads, G2776 and G2532 saying, G3004 Ah, G3758 thou that destroyest G2647 the G3588 temple, G3485 and G2532 buildest G3618 it in G1722 three G5140 days, G2250
30 Save G4982 thyself, G4572 and G2532 come down G2597 from G575 the G3588 cross. G4716
31 G1161 Likewise G3668 also G2532 the G3588 chief priests G749 mocking G1702 said G3004 among G4314 themselves G240 with G3326 the G3588 scribes, G1122 He saved G4982 others; G243 himself G1438 he cannot G1410 G3756 save. G4982
32 Let Christ G5547 the G3588 King G935 of Israel G2474 descend G2597 now G3568 from G575 the G3588 cross, G4716 that G2443 we may see G1492 and G2532 believe. G4100 And G2532 they that were crucified with G4957 him G846 reviled G3679 him. G846
33 And G1161 when the sixth G1623 hour G5610 was come, G1096 there was G1096 darkness G4655 over G1909 the G3588 whole G3650 land G1093 until G2193 the ninth G1766 hour. G5610
34 And G2532 at the G3588 ninth G1766 hour G5610 Jesus G2424 cried G994 with a loud G3173 voice, G5456 saying, G3004 Eloi, G1682 Eloi, G1682 lama G2982 sabachthani G4518 ? which is, G3603 being interpreted, G3177 My G3450 God, G2316 my G3450 God, G2316 why G5101 hast thou forsaken G1459 me G3165 ?
35 And G2532 some G5100 of them that stood by, G3936 when they heard G191 it, said, G3004 Behold, G2400 he calleth G5455 Elijah. G2243
36 And G1161 one G1520 ran G5143 and G2532 filled a sponge full G1072 G4699 of vinegar, G3690 and G5037 put it on G4060 a reed, G2563 and G2532 gave him to drink G4222 G846 , saying, G3004 Let alone; G863 let us see G1492 whether G1487 Elijah G2243 will come G2064 to take him down G2507 G846 .
37 And G1161 Jesus G2424 cried G863 with a loud G3173 voice, G5456 and gave up the ghost. G1606
38 And G2532 the G3588 veil G2665 of the G3588 temple G3485 was rent G4977 in G1519 twain G1417 from G575 the top G509 to G2193 the bottom. G2736
39 And G1161 when the G3588 centurion, G2760 which stood G3936 over against G1537 G1727 him, G846 saw G1492 that G3754 he so G3779 cried out, G2896 and gave up the ghost, G1606 he said, G2036 Truly G230 this G3778 man G444 was G2258 the Son G5207 of God. G2316
40 There G1161 were G2258 also G2532 women G1135 looking on G2334 afar off G575 G3113 : among G1722 whom G3739 was G2258 Mary G3137 Magdalene, G3094 and G2532 Mary G3137 the G3588 mother G3384 of James G2385 the G3588 less G3398 and G2532 of Joses, G2500 and G2532 Salome; G4539
41 ( Who G3739 also, G2532 when G3753 he was G2258 in G1722 Galilee, G1056 followed G190 him, G846 and G2532 ministered G1247 unto him; G846 ) and G2532 many G4183 other women G243 which came up with G4872 him G846 unto G1519 Jerusalem. G2414
42 And G2532 now G2235 when the even G3798 was come, G1096 because G1893 it was G2258 the preparation, G3904 that is, G3603 the day before the sabbath, G4315
43 Joseph G2501 of G575 Arimathaea, G707 an honorable G2158 counselor, G1010 which G3739 also G2532 waited for G2258 G4327 the G3588 kingdom G932 of God, G2316 came, G2064 and went in G1525 boldly G5111 unto G4314 Pilate, G4091 and G2532 craved G154 the G3588 body G4983 of Jesus. G2424
44 And G1161 Pilate G4091 marveled G2296 if G1487 he were already dead G2348 G2235 : and G2532 calling G4341 unto him the G3588 centurion, G2760 he asked G1905 him G846 whether G1487 he had been any while dead G599 G3819 .
45 And G2532 when he knew G1097 it of G575 the G3588 centurion, G2760 he gave G1433 the G3588 body G4983 to Joseph. G2501
46 And G2532 he bought G59 fine linen, G4616 and G2532 took him down G2507 G846 , and wrapped him in G1750 the G3588 linen, G4616 and G2532 laid G2698 him G846 in G1722 a sepulcher G3419 which G3739 was G2258 hewn G2998 out of G1537 a rock, G4073 and G2532 rolled G4351 a stone G3037 unto G1909 the G3588 door G2374 of the G3588 sepulcher. G3419
47 And G1161 Mary G3137 Magdalene G3094 and G2532 Mary G3137 the mother of Joses G2500 beheld G2334 where G4226 he was laid. G5087
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×