Bible Versions
Bible Books

Proverbs 13:17 (BNV) Bengali Old BSI Version

1 জ্ঞানবান পুত্র পিতার শাসন মানে, কিন্তু নিন্দক ভর্ৎসনা শুনে না।
2 মনুষ্য নিজ মুখের ফল দ্বারা মঙ্গল ভোগ করে; কিন্তু বিশ্বাসঘাতকদের প্রাণ দৌরাত্ম্য ভোগ করে।
3 যে মুখ সাবধানে রাখে, সে প্রাণ রক্ষা করে; যে ওষ্ঠাধর খুলিয়া দেয়, তাহার সর্ব্বনাশ হয়।
4 অলসের প্রাণ লালসা করে, কিছুই পায় না; কিন্তু পরিশ্রমীদের প্রাণ পুষ্ট হয়।
5 ধার্ম্মিক মিথ্যা কথা ঘৃণা করে; কিন্তু দুষ্ট লোক দুর্গন্ধস্বরূপ, সে লজ্জা জন্মায়।
6 ধার্ম্মিকতা সিদ্ধাচারীকে রক্ষা করে; কিন্তু দুষ্টতা পাপীকে পাড়িয়া ফেলে।
7 কেহ আপনাকে ধনবান দেখায়, কিন্তু তাহার কিছুই নাই; কেহ বা আপনাকে দরিদ্র দেখায়, কিন্তু তাহার মহাধন আছে।
8 মানুষের ধন তাহার প্রাণের প্রায়শ্চিত্ত; কিন্তু দরিদ্র তর্জ্জন শুনে না।
9 ধার্ম্মিকের দীপ্তি আনন্দ করে; কিন্তু দুষ্টদের প্রদীপ নিভিয়া যায়।
10 অহঙ্কারে কেবল বিবাদ উৎপন্ন হয়; কিন্তু যাহারা পরামর্শ মানে, প্রজ্ঞা তাহাদের সহবর্ত্তী।
11 অলীকতায় অর্জ্জিত ধন ক্ষয় পায়; কিন্তু যে ব্যক্তি হস্ত দ্বারা সঞ্চয় করে, সে অধিক পায়।
12 আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক; কিন্তু বাঞ্ছার সিদ্ধি জীবনবৃক্ষ।
13 যে বাক্য তুচ্ছ করে, সে আপনার সর্ব্বনাশ ঘটায়; যে ভয়পূর্ব্বক আজ্ঞা মানে, সে পুরস্কার পায়।
14 জ্ঞানবানের শিক্ষা জীবনের উৎস, তাহা মৃত্যুর ফাঁদ হইতে দূরে যাইবার পথ।
15 সুবুদ্ধি অনুগ্রহজনক, কিন্তু বিশ্বাসঘাতকদের পথ অসমান।
16 যে কেহ সতর্ক, সে জ্ঞানপূর্ব্বক কর্ম্ম করে; কিন্তু হীনবুদ্ধি মূর্খতা বিস্তার করে।
17 দুষ্ট দূত বিপদে পড়ে, কিন্তু বিশ্বস্ত দূত স্বাস্থ্যস্বরূপ।
18 যে শাসন অমান্য করে, সে দরিদ্রতা লজ্জা পায়; কিন্তু যে অনুযোগ মান্য করে, সে সম্মানিত হয়।
19 বাসনার সিদ্ধি প্রাণে মধুর বোধ হয়; কিন্তু মন্দ হইতে সরিয়া যাওয়া হীনবুদ্ধিদের ঘৃণিত।
20 জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে; কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।
21 অমঙ্গল পাপীদের পশ্চাতে পশ্চাতে দৌড়ে; কিন্তু ধার্ম্মিকদিগকে মঙ্গলরূপ পুরস্কার দত্ত হয়।
22 সৎ লোক পুত্রদের পুত্রগণের জন্য অধিকার রাখিয়া যায়; কিন্তু পাপীর ধন ধার্ম্মিকের নিমিত্ত সঞ্চিত হয়।
23 দরিদ্রগণের ভূমির চাষে খাদ্যবাহুল্য হয়; কিন্তু বিচারের অভাবে কেহ কেহ নষ্ট হয়।
24 যে দণ্ড না দেয়, সে পুত্রকে দ্বেষ করে; কিন্তু যে তাহাকে প্রেম করে, সে সযত্নে শাস্তি দেয়।
25 ধার্ম্মিক প্রাণের তৃপ্তি পর্য্যন্ত আহার করে, কিন্তু দুষ্টদের উদর শূন্য থাকে।
1 A wise H2450 son H1121 heareth his father's H1 instruction: H4148 but a scorner H3887 heareth H8085 not H3808 rebuke. H1606
2 A man H376 shall eat H398 good H2896 by the fruit H4480 H6529 of his mouth: H6310 but the soul H5315 of the transgressors H898 shall eat violence. H2555
3 He that keepeth H5341 his mouth H6310 keepeth H8104 his life: H5315 but he that openeth wide H6589 his lips H8193 shall have destruction. H4288
4 The soul H5315 of the sluggard H6102 desireth, H183 and hath nothing: H369 but the soul H5315 of the diligent H2742 shall be made fat. H1878
5 A righteous H6662 man hateth H8130 lying H1697 H8267 : but a wicked H7563 man is loathsome, H887 and cometh to shame. H2659
6 Righteousness H6666 keepeth H5341 him that is upright H8537 in the way: H1870 but wickedness H7564 overthroweth H5557 the sinner. H2403
7 There is H3426 that maketh himself rich, H6238 yet hath nothing H369 H3605 : there is that maketh himself poor, H7326 yet hath great H7227 riches. H1952
8 The ransom H3724 of a man's H376 life H5315 are his riches: H6239 but the poor H7326 heareth H8085 not H3808 rebuke. H1606
9 The light H216 of the righteous H6662 rejoiceth: H8055 but the lamp H5216 of the wicked H7563 shall be put out. H1846
10 Only H7535 by pride H2087 cometh H5414 contention: H4683 but with H854 the well advised H3289 is wisdom. H2451
11 Wealth H1952 gotten by vanity H4480 H1892 shall be diminished: H4591 but he that gathereth H6908 by H5921 labor H3027 shall increase. H7235
12 Hope H8431 deferred H4900 maketh the heart H3820 sick: H2470 but when the desire H8378 cometh, H935 it is a tree H6086 of life. H2416
13 Whoso despiseth H936 the word H1697 shall be destroyed: H2254 but he H1931 that feareth H3373 the commandment H4687 shall be rewarded. H7999
14 The law H8451 of the wise H2450 is a fountain H4726 of life, H2416 to depart H5493 from the snares H4480 H4170 of death. H4194
15 Good H2896 understanding H7922 giveth H5414 favor: H2580 but the way H1870 of transgressors H898 is hard. H386
16 Every H3605 prudent H6175 man dealeth H6213 with knowledge: H1847 but a fool H3684 layeth open H6566 his folly. H200
17 A wicked H7563 messenger H4397 falleth H5307 into mischief: H7451 but a faithful H529 ambassador H6735 is health. H4832
18 Poverty H7389 and shame H7036 shall be to him that refuseth H6544 instruction: H4148 but he that regardeth H8104 reproof H8433 shall be honored. H3513
19 The desire H8378 accomplished H1961 is sweet H6149 to the soul: H5315 but it is abomination H8441 to fools H3684 to depart H5493 from evil H4480 H7451 .
20 He that walketh H1980 with H854 wise H2450 men shall be wise: H2449 but a companion H7462 of fools H3684 shall be destroyed. H7321
21 Evil H7451 pursueth H7291 sinners: H2400 but to the righteous H6662 good H2896 shall be repaid. H7999
22 A good H2896 man leaveth an inheritance H5157 to his children's H1121 children: H1121 and the wealth H2428 of the sinner H2398 is laid up H6845 for the just. H6662
23 Much H7230 food H400 is in the tillage H5215 of the poor: H7326 but there is H3426 that is destroyed H5595 for want H3808 of judgment. H4941
24 He that spareth H2820 his rod H7626 hateth H8130 his son: H1121 but he that loveth H157 him chasteneth H4148 him quickly. H7836
25 The righteous H6662 eateth H398 to the satisfying H7648 of his soul: H5315 but the belly H990 of the wicked H7563 shall want. H2637
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×