Bible Versions
Bible Books

Psalms 139:23 (BNV) Bengali Old BSI Version

1 হে সদাপ্রভু, তুমি আমাকে অনুসন্ধান করিয়াছ, আমাকে জ্ঞাত হইয়াছ।
2 তুমিই আমার উপবেশন আমার উত্থান জানিতেছ, তুমি দূর হইতে আমার সঙ্কল্প বুঝিতেছ।
3 তুমি আমার পথ আমার শয়ন তদন্ত করিতেছ, আমার সমস্ত পথ ভালরূপে জান।
4 যখন আমার জিহ্বাতে একটী কথাও নাই, দেখ, সদাপ্রভু, তুমি উহা সমস্তই জানিতেছ।
5 তুমি আমার অগ্রপশ্চাৎ ঘেরিয়াছ, আমার উপরে তোমার করতল রাখিয়াছ।
6 এই জ্ঞান আমার নিকটে অতি আশ্চর্য্য, তাহা উচ্চ, আমার বোধের অগম্য।
7 আমি তোমার আত্মা হইতে কোথায় যাইব? তোমার সাক্ষাৎ হইতে কোথায় পলাইব?
8 যদি স্বর্গে গিয়া উঠি, সেখানে তুমি; যদি পাতালে শয্যা পাতি, দেখ, সেখানে তুমি।
9 যদি অরুণের পক্ষ অবলম্বন করি, যদি সমুদ্রের পরপ্রান্তে বাস করি,
10 সেখানেও তোমার হস্ত আমাকে চালাইবে, তোমার দক্ষিণ হস্ত আমাকে ধরিবে।
11 যদি বলি, ‘আঁধার আমাকে ঢাকিয়া ফেলিবে, আমার চারিদিকে আলোক রাত্রি হইবে,’
12 বাস্তবিক অন্ধকারও তোমা হইতে গুপ্ত রাখে না, বরং রাত্রি দিনের ন্যায় আলো দেয়; অন্ধকার আলোক উভয়ই সমান।
13 বস্তুতঃ তুমিই আমার মর্ম্ম রচনা করিয়াছ; তুমি মাতৃগর্ভে আমাকে বুনিয়াছিলে।
14 আমি তোমার স্তব করিব, কেননা আমি ভয়াবহরূপে আশ্চর্য্যরূপে নির্ম্মিত; তোমার কর্ম্ম সকল আশ্চর্য্য, তাহা আমার প্রাণ বিলক্ষণ জানে।
15 আমার দেহ তোমা হইতে লুক্কায়িত ছিল না, যখন আমি গোপনে নির্ম্মিত হইতেছিলাম, পৃথিবীর অধঃস্থানে শিল্পিত হইতেছিলাম।
16 তোমার চক্ষু আমাকে পিণ্ডাকার দেখিয়াছে, তোমার পুস্তকে সমস্তই লিখিত ছিল, যাহা দিন দিন গঠিত হইতেছিল, যখন সে সকলের একটীও ছিল না।
17 হে ঈশ্বর, আমার পক্ষে তোমার সঙ্কল্প সকল কেমন মূল্যবান। তাহার সমষ্টি কেমন অধিক!
18 গণনা করিলে তাহা বালুকা অপেক্ষা বহু সংখ্যক হয়; আমি যখন জাগিয়া উঠি, তখনও তোমার নিকটে থাকি।
19 হে ঈশ্বর, তুমি নিশ্চয়ই দুষ্টকে বধ করিবে; হে রক্তপাতীরা, আমার নিকট হইতে দূর হও।
20 তাহারা দুষ্ট ভাবে তোমার নাম উচ্চারণ করে; তোমার শত্রুগণ তাহা অনর্থক লয়।
21 হে সদাপ্রভু, যাহারা আমাকে দ্বেষ করে, আমি কি তাহাদিগকে দ্বেষ করি না? যাহারা তোমার বিরুদ্ধে উঠে, তাহাদের প্রতি কি বিরক্ত হই না?
22 আমি যার পর নাই দ্বেষে তাহাদিগকে দ্বেষ করি; তাহাদিগকে আমারই শত্রু মনে করি।
23 হে ঈশ্বর, আমাকে অনুসন্ধান কর, আমার অন্তঃকরণ জ্ঞাত হও; আমার পরীক্ষা কর, আমার চিন্তা সকল জ্ঞাত হও;
24 আর দেখ, আমাতে দুষ্টতার পথ পাওয়া যায় কি না, এবং সনাতন পথে আমাকে গমন করাও।
1 To the chief Musician, H5329 A Psalm H4210 of David. H1732 O LORD, H3068 thou hast searched H2713 me , and known H3045 me .
2 Thou H859 knowest H3045 my downsitting H3427 and mine uprising, H6965 thou understandest H995 my thought H7454 afar off H4480 H7350 .
3 Thou compassest H2219 my path H734 and my lying down, H7252 and art acquainted H5532 with all H3605 my ways. H1870
4 For H3588 there is not H369 a word H4405 in my tongue, H3956 but , lo, H2005 O LORD, H3068 thou knowest H3045 it altogether. H3605
5 Thou hast beset H6696 me behind H268 and before, H6924 and laid H7896 thine hand H3709 upon H5921 me.
6 Such knowledge H1847 is too wonderful H6383 for H4480 me ; it is high, H7682 I cannot H3808 H3201 attain unto it.
7 Whither H575 shall I go H1980 from thy spirit H4480 H7307 ? or whither H575 shall I flee H1272 from thy presence H4480 H6440 ?
8 If H518 I ascend up H5266 into heaven, H8064 thou H859 art there: H8033 if I make my bed H3331 in hell, H7585 behold, H2009 thou art there .
9 If I take H5375 the wings H3671 of the morning, H7837 and dwell H7931 in the uttermost parts H319 of the sea; H3220
10 Even H1571 there H8033 shall thy hand H3027 lead H5148 me , and thy right hand H3225 shall hold H270 me.
11 If I say, H559 Surely H389 the darkness H2822 shall cover H7779 me ; even the night H3915 shall be light H216 about H1157 me.
12 Yea H1571 , the darkness H2822 hideth H2821 not H3808 from H4480 thee ; but the night H3915 shineth H215 as the day: H3117 the darkness H2825 and the light H219 are both alike to thee .
13 For H3588 thou H859 hast possessed H7069 my reins: H3629 thou hast covered H5526 me in my mother's H517 womb. H990
14 I will praise H3034 thee; for H5921 H3588 I am fearfully H3372 and wonderfully H6395 made: marvelous H6381 are thy works; H4639 and that my soul H5315 knoweth H3045 right well. H3966
15 My substance H6108 was not H3808 hid H3582 from H4480 thee, when H834 I was made H6213 in secret, H5643 and curiously wrought H7551 in the lowest parts H8482 of the earth. H776
16 Thine eyes H5869 did see H7200 my substance , yet being unperfect; H1564 and in H5921 thy book H5612 all H3605 my members were written, H3789 which in continuance H3117 were fashioned, H3335 when as yet there was none H3808 H259 of them.
17 How H4100 precious H3365 also are thy thoughts H7454 unto me , O God H410 ! how H4100 great H6105 is the sum H7218 of them!
18 If I should count H5608 them , they are more in number H7235 than the sand H4480 H2344 : when I awake, H6974 I am still H5750 with thee. H5973
19 Surely H518 thou wilt slay H6991 the wicked, H7563 O God: H433 depart H5493 from H4480 me therefore , ye bloody H1818 men. H376
20 For H834 they speak H559 against thee wickedly, H4209 and thine enemies H6145 take H5375 thy name in vain. H7723
21 Do not H3808 I hate H8130 them , O LORD, H3068 that hate H8130 thee? and am not I grieved H6962 with those that rise up against H8618 thee?
22 I hate H8130 them with perfect H8503 hatred: H8135 I count H1961 them mine enemies. H341
23 Search H2713 me , O God, H410 and know H3045 my heart: H3824 try H974 me , and know H3045 my thoughts: H8312
24 And see H7200 if H518 there be any wicked H6090 way H1870 in me , and lead H5148 me in the way H1870 everlasting. H5769
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×