Bible Versions
Bible Books

Psalms 18:38 (BNV) Bengali Old BSI Version

1 হে সদাপ্রভু! মম বল! আমি তোমাতে অনুরক্ত।
2 সদাপ্রভু মম শৈল, মম দুর্গ, মম রক্ষাকর্ত্তা, মম ঈশ্বর, মম দৃঢ় শৈল, আমি তাঁহার শরণাগত; মম ঢাল, মম ত্রাণশৃঙ্গ, মম উচ্চদুর্গ।
3 আমি কীর্ত্তনীয় সদাপ্রভুকে ডাকিব, এইরূপে আমার শত্রুগণ হইতে ত্রাণ পাইব।
4 আমি মৃত্যুর রজ্জুতে পরিবেষ্টিত ছিলাম, পাষণ্ডতার বন্যাতে আশঙ্কিত ছিলাম।
5 আমি পাতালের রজ্জুতে বেষ্টিত ছিলাম, মৃত্যুর পাশে জড়িত ছিলাম।
6 সঙ্গটে আমি সদাপ্রভুকে ডাকিলাম, আমার ঈশ্বরের উদ্দেশে আর্ত্তনাদ করিলাম; তিনি নিজ মন্দির হইতে আমার রব শুনিলেন, তাঁহার সম্মুখে আমার আর্ত্তনাদ তাঁহার কর্ণে প্রবেশ করিল।
7 তখন পৃথিবী টলিল, কম্পিত হইল, পর্ব্বতরাজির মূল সকল বিচলিত হইল, টলিল, কারণ তিনি জ্বলিয়া উঠিলেন।
8 তাঁহার নাসারন্ধ্র হইতে ধূম উদগত হইল, তাঁহার মুখনির্গত অগ্নি গ্রাস করিল; তদ্দ্বারা অঙ্গার সকল প্রজ্বলিত হইল।
9 তিনি গগনকে নোয়াইয়া নামিলেন, অন্ধকার তাঁহার পদতলে ছিল।
10 তিনি করূব আরোহণে উড্ডীন হইলেন, বায়ু-পক্ষভরে উড়িয়া আসিলেন।
11 তিনি অন্ধকারকে আপন অন্তরাল, আপনার চতুর্দ্দিক্‌স্থ তাম্বু করিলেন; জলের তিমির গণনের ঘন মেঘমালা।
12 তাঁহার সম্মুখবর্ত্তী তেজ হইতে তাঁহার মেঘমালা চলিয়া গেল, শিলাবৃষ্টি প্রজ্বলিত অঙ্গার।
13 আর সদাপ্রভু আকাশে বজ্রনাদ করিলেন, পরাৎপর আপন রব শুনাইলেন; শিলাবৃষ্টি প্রজ্বলিত অঙ্গার।
14 তিনি আপন বাণ ছাড়িলেন, তাহাদিগকে ছিন্নভিন্ন করিলেন; বহু বজ্র ছাড়িয়া তাহাদিগকে উদ্বিগ্ন করিলেন।
15 তখন জলরাশির প্রণালী সকল প্রকাশ পাইল, ভূমণ্ডলের মূল সকল অনাবৃত হইল, তোমার তর্জ্জনে, হে সদাপ্রভু, তোমার নাসিকার প্রশ্বাসবায়ুতে।
16 তিনি ঊর্দ্ধ হইতে হস্ত বিস্তার করিলেন, আমাকে ধরিলেন, মহাজলরাশি হইতে আমাকে টানিয়া তুলিলেন;
17 তিনি আমাকে উদ্ধার করিলেন আমার বলবান শত্রু হইতে, আমার বিদ্বেষিগণ হইতে, কেননা তাহারা আমা অপেক্ষা শক্তিমান ছিল।
18 আমার বিপদের দিনে তাহারা আমার কাছে আসিল, কিন্তু সদাপ্রভু আমার অবলম্বন হইলেন।
19 তিনি আমাকে বাহিরে প্রশস্ত স্থানে আনিলেন, আমাকে উদ্ধার করিলেন, কেননা তিনি আমাতে সন্তুষ্ট ছিলেন।
20 সদাপ্রভু আমার ধার্ম্মিকতানুযায়ী পুরস্কার দিলেন, আমার হস্তের শুচিতানুযায়ী ফল দিলেন।
21 কেননা আমি সদাপ্রভুর পথে চলিয়াছি, দুষ্টতাপূর্ব্বক আমার ঈশ্বরকে ছাড়ি নাই।
22 কারণ তাঁহার সমস্ত শাসন আমার সম্মুখে ছিল, আমি তাঁহার বিধি আমা হইতে দূর করি নাই।
23 আর আমি তাঁহার উদ্দেশে সিদ্ধ ছিলাম, নিজ অপরাধ হইতে আপনাকে রক্ষা করিতাম।
24 তাই সদাপ্রভু আমার ধার্ম্মিকতা অনুসারে ফল দিলেন, তাঁহার সাক্ষাতে আমার হস্তের শুচিতানুসারে দিলেন।
25 তুমি দয়াবানের সহিত সদয় ব্যবহার করিবে, সিদ্ধের সহিত সিদ্ধ ব্যবহার করিবে।
26 তুমি শুচির সহিত শুচি ব্যবহার করিবে, কুটিলের সহিত চতুরতা ব্যবহার করিবে।
27 কেননা তুমি দুঃখীদিগকে নিস্তার করিবে, কিন্তু গর্ব্বিত নয়ন অবনত করিবে।
28 তুমিই আমার প্রদীপ উজ্জ্বল করিয়া থাক; সদাপ্রভু, আমার ঈশ্বর, আমার অন্ধকার আলোকময় করেন।
29 কেননা তোমার দ্বারা আমি সৈন্যদলের বিরুদ্ধে দৌড়ি; আমার ঈশ্বরের দ্বারা প্রাচীর উল্লঙ্ঘন করি।
30 তিনিই ঈশ্বর, তাঁহার পথ সিদ্ধ; সদাপ্রভুর বাক্য পরীক্ষাসিদ্ধ; তিনি নিজ শরণাগত সকলের ঢাল।
31 কারণ সদাপ্রভু ব্যতীত আর ঈশ্বর কে আছে? আমাদের ঈশ্বর ব্যতীত আর শৈল কে আছে?
32 ঈশ্বর বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছেন। তিনি আমার পথ সিদ্ধ করিয়াছেন।
33 তিনি আমার চরণ হরিণীর চরণবৎ করেন, আমার উচ্চস্থলীতে আমাকে সংস্থাপন করেন।
34 তিনি আমার হস্তকে যুদ্ধ করিতে শিক্ষা দেন, তাই আমার বাহু তাম্রময় ধনুকে চাড়া দেয়।
35 তুমি আমাকে নিজ পরিত্রাণ-ঢাল দিয়াছ; তোমার দক্ষিণ হস্ত আমাকে ধারণ করিয়াছে, তোমার কোমলতা আমাকে মহান্‌ করিয়াছে।
36 তুমি আমার নীচে পাদসঞ্চারের স্থান প্রশস্ত করিয়াছ, আর আমার গুল্‌ফ বিচলিত হয় নাই।
37 আমি শত্রুগণের পশ্চাতে দৌড়িব, তাহাদিগকে ধরিব, সংহার না করিয়া ফিরিয়া আসিব না।
38 আমি তাহাদিগকে চূর্ণ করিব, তাহারা আর উঠিতে পারিবে না, তাহারা আমার পদতলে পতিত হইবে।
39 কারণ তুমি যুদ্ধার্থে বল দিয়া আমার কটিবন্ধন করিয়াছ; যাহারা আমার বিরুদ্ধে উঠিয়াছিল, তাহাদিগকে তুমি আমার অধীনে নত করিয়াছ।
40 আমার শত্রুগণকে আমা হইতে ফিরাইয়া দিয়াছ, আমি আপন বিদ্বেষীদিগকে সংহার করিয়াছি।
41 তাহারা আর্ত্তনাদ করিল, কিন্তু ত্রাণকর্ত্তা কেহ নাই; সদাপ্রভুকে ডাকিল, কিন্তু তিনি উত্তর দিলেন না।
42 তখন আমি তাহাদিগকে বায়ুচালিত ধূলির ন্যায় চূর্ণ করিলাম; পথের কর্দ্দমের ন্যায় ফেলিয়া দিলাম;
43 তুমি আমাকে প্রজাদের দ্রোহ হইতে উদ্ধার করিয়াছ, জাতিগণের মস্তকরূপে নিযুক্ত করিয়াছ; আমার অপরিচিত জাতি আমার দাস হইবে।
44 শ্রবণমাত্র তাহারা আমার আজ্ঞাকারী হইবে; বিজাতি-সন্তানেরা আমার কর্ত্তৃত্ব স্বীকার করিবে।
45 বিজাতি সন্তানেরা ম্লান হইবে, স্বকম্পে স্ব স্ব গুপ্ত স্থান হইতে বাহিরে আসিবে।
46 সদাপ্রভু জীবন্ত, আমার শৈল ধন্য হউন, আমার ত্রাণের ঈশ্বর উন্নত হউন।
47 সেই ঈশ্বর আমার পক্ষে প্রতিশোধ দেন, জাতিগণকে আমার অধীনে দমন করেন।
48 তিনি আমার শত্রুগণ হইতে আমাকে উদ্ধার করেন; যাহারা আমার বিরুদ্ধে উঠে, তুমি তাহাদের উপরেও আমাকে উন্নত করিতেছ, তুমি দুর্ব্বৃত্ত লোক হইতে আমাকে উদ্ধার করিতেছ।
49 এই কারণ, হে সদাপ্রভু, আমি জাতিগণের মধ্যে তোমার স্তব করিব, তোমার নামের উদ্দেশে স্তোত্র গান করিব।
50 তিনি আপন রাজাকে মহাপরিত্রাণ দেন, আপন অভিষিক্ত ব্যক্তির প্রতি দয়া করেন, যুগে যুগে দায়ূদের তাহার বংশের প্রতি দয়া করেন।
1 To the chief Musician, H5329 A Psalm of David, H1732 the servant H5650 of the LORD, H3068 who H834 spoke H1696 unto the LORD H3068 H853 the words H1697 of this H2063 song H7892 in the day H3117 that the LORD H3068 delivered H5337 him from the hand H4480 H3709 of all H3605 his enemies, H341 and from the hand H4480 H3027 of Saul: H7586 And he said, H559 I will love H7355 thee , O LORD, H3068 my strength. H2391
2 The LORD H3068 is my rock, H5553 and my fortress, H4686 and my deliverer; H6403 my God, H410 my strength, H6697 in whom I will trust; H2620 my buckler, H4043 and the horn H7161 of my salvation, H3468 and my high tower. H4869
3 I will call H7121 upon the LORD, H3068 who is worthy to be praised: H1984 so shall I be saved H3467 from H4480 mine enemies. H341
4 The sorrows H2256 of death H4194 compassed H661 me , and the floods H5158 of ungodly men H1100 made me afraid. H1204
5 The sorrows H2256 of hell H7585 compassed me about: H5437 the snares H4170 of death H4194 prevented H6923 me.
6 In my distress H6862 I called upon H7121 the LORD, H3068 and cried H7768 unto H413 my God: H430 he heard H8085 my voice H6963 out of his temple H4480 H1964 , and my cry H7775 came H935 before H6440 him, even into his ears. H241
7 Then the earth H776 shook H1607 and trembled; H7493 the foundations H4146 also of the hills H2022 moved H7264 and were shaken, H1607 because H3588 he was wroth. H2734
8 There went up H5927 a smoke H6227 out of his nostrils, H639 and fire H784 out of his mouth H4480 H6310 devoured: H398 coals H1513 were kindled H1197 by H4480 it.
9 He bowed H5186 the heavens H8064 also , and came down: H3381 and darkness H6205 was under H8478 his feet. H7272
10 And he rode H7392 upon H5921 a cherub, H3742 and did fly: H5774 yea , he did fly H1675 upon H5921 the wings H3671 of the wind. H7307
11 He made H7896 darkness H2824 his secret place; H5643 his pavilion H5521 round about H5439 him were dark H2824 waters H4325 and thick clouds H5645 of the skies. H7834
12 At the brightness H4480 H5051 that was before H5048 him his thick clouds H5645 passed, H5674 hail H1259 stones and coals H1513 of fire. H784
13 The LORD H3068 also thundered H7481 in the heavens, H8064 and the Highest H5945 gave H5414 his voice; H6963 hail H1259 stones and coals H1513 of fire. H784
14 Yea , he sent out H7971 his arrows, H2671 and scattered H6327 them ; and he shot out H7232 lightnings, H1300 and discomfited H2000 them.
15 Then the channels H650 of waters H4325 were seen, H7200 and the foundations H4146 of the world H8398 were discovered H1540 at thy rebuke H4480 H1606 , O LORD, H3068 at the blast H4480 H5397 of the breath H7307 of thy nostrils. H639
16 He sent H7971 from above H4480 , H4791 he took H3947 me , he drew H4871 me out of many waters H4480 H4325. H7227
17 He delivered H5337 me from my strong H5794 enemy H4480 H341 , and from them which hated H4480 H8130 me: for H3588 they were too strong H553 for H4480 me.
18 They prevented H6923 me in the day H3117 of my calamity: H343 but the LORD H3068 was H1961 my stay. H4937
19 He brought me forth H3318 also into a large place; H4800 he delivered H2502 me, because H3588 he delighted H2654 in me.
20 The LORD H3068 rewarded H1580 me according to my righteousness; H6664 according to the cleanness H1252 of my hands H3027 hath he recompensed H7725 me.
21 For H3588 I have kept H8104 the ways H1870 of the LORD, H3068 and have not H3808 wickedly departed H7561 from my God H4480 H430 .
22 For H3588 all H3605 his judgments H4941 were before H5048 me , and I did not H3808 put away H5493 his statutes H2708 from H4480 me.
23 I was H1961 also upright H8549 before H5973 him , and I kept myself H8104 from mine iniquity H4480 H5771 .
24 Therefore hath the LORD H3068 recompensed H7725 me according to my righteousness, H6664 according to the cleanness H1252 of my hands H3027 in H5048 his eyesight. H5869
25 With H5973 the merciful H2623 thou wilt show thyself merciful; H2616 with H5973 an upright H8549 man H1399 thou wilt show thyself upright; H8552
26 With H5973 the pure H1305 thou wilt show thyself pure; H1305 and with H5973 the froward H6141 thou wilt show thyself froward. H6617
27 For H3588 thou wilt H859 save H3467 the afflicted H6041 people; H5971 but wilt bring down H8213 high H7311 looks. H5869
28 For H3588 thou H859 wilt light H215 my candle: H5216 the LORD H3068 my God H430 will enlighten H5050 my darkness. H2822
29 For H3588 by thee I have run through H7323 a troop; H1416 and by my God H430 have I leaped over H1801 a wall. H7791
30 As for God, H410 his way H1870 is perfect: H8549 the word H565 of the LORD H3068 is tried: H6884 he H1931 is a buckler H4043 to all H3605 those that trust H2620 in him.
31 For H3588 who H4310 is God H433 save H4480 H1107 the LORD H3068 ? or who H4310 is a rock H6697 save H2108 our God H430 ?
32 It is God H410 that girdeth H247 me with strength, H2428 and maketh H5414 my way H1870 perfect. H8549
33 He maketh H7737 my feet H7272 like hinds' H355 feet , and setteth H5975 me upon H5921 my high places. H1116
34 He teacheth H3925 my hands H3027 to war, H4421 so that a bow H7198 of steel H5154 is broken H5181 by mine arms. H2220
35 Thou hast also given H5414 me the shield H4043 of thy salvation: H3468 and thy right hand H3225 hath holden me up, H5582 and thy gentleness H6038 hath made me great. H7235
36 Thou hast enlarged H7337 my steps H6806 under H8478 me , that my feet H7166 did not H3808 slip. H4571
37 I have pursued H7291 mine enemies, H341 and overtaken H5381 them: neither H3808 did I turn again H7725 till H5704 they were consumed. H3615
38 I have wounded H4272 them that they were not H3808 able H3201 to rise: H6965 they are fallen H5307 under H8478 my feet. H7272
39 For thou hast girded H247 me with strength H2428 unto the battle: H4421 thou hast subdued H3766 under H8478 me those that rose up H6965 against me.
40 Thou hast also given H5414 me the necks H6203 of mine enemies; H341 that I might destroy H6789 them that hate H8130 me.
41 They cried, H7768 but there was none H369 to save H3467 them: even unto H5921 the LORD, H3068 but he answered H6030 them not. H3808
42 Then did I beat them small H7833 as the dust H6083 before H5921 H6440 the wind: H7307 I did cast them out H7324 as the dirt H2916 in the streets. H2351
43 Thou hast delivered H6403 me from the strivings H4480 H7379 of the people; H5971 and thou hast made H7760 me the head H7218 of the heathen: H1471 a people H5971 whom I have not H3808 known H3045 shall serve H5647 me.
44 As soon as they hear H8088 H241 of me , they shall obey H8085 me : the strangers H1121 H5236 shall submit H3584 themselves unto me.
45 The strangers H1121 H5236 shall fade away, H5034 and be afraid H2727 out of H4480 their close places. H4526
46 The LORD H3068 liveth; H2416 and blessed H1288 be my rock; H6697 and let the God H430 of my salvation H3468 be exalted. H7311
47 It is God H410 that avengeth H5414 H5360 me , and subdueth H1696 the people H5971 under H8478 me.
48 He delivereth H6403 me from mine enemies H4480 H341 : yea, H637 thou liftest me up H7311 above H4480 those that rise up H6965 against me : thou hast delivered H5337 me from the violent H2555 man H4480 H376 .
49 Therefore H5921 H3651 will I give thanks H3034 unto thee , O LORD, H3068 among the heathen, H1471 and sing praises H2167 unto thy name. H8034
50 Great H1431 deliverance H3444 giveth he to his king; H4428 and showeth H6213 mercy H2617 to his anointed, H4899 to David, H1732 and to his seed H2233 forevermore H5704 H5769 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×