Bible Versions
Bible Books

Revelation 6:6 (BNV) Bengali Old BSI Version

1 পরে আমি দেখিলাম, যখন সেই মেষশাবক সেই সপ্তের মধ্যে প্রথম মুদ্রা খুলিলেন, তখন আমি সেই চারি প্রাণীর মধ্যে এক প্রাণীর মেঘগর্জ্জনের তুল্য এই বাণী শুনিলাম, আইস।
2 আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক শুক্লবর্ণ অশ্ব, এবং তাহার উপরে যিনি বসিয়া আছেন, তিনি ধনুর্ধারী, তাঁহাকে এক মুকুট দত্ত হইল; এবং তিনি জয় করিতে করিতে জয় করিবার জন্য বাহির হইলেন।
3 আর তিনি যখন দ্বিতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি দ্বিতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইস।
4 পরে আর একটী অশ্ব বাহির হইল, সেটী লোহিতবর্ণ, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহাকে ক্ষমতা দত্ত হইল, যেন সে পৃথিবী হইতে শান্তি অপহরণ করে, আর যেন মনুষ্যেরা পরস্পরকে বধ করে; এবং একখান বৃহৎ খড়গ তাহাকে দত্ত হইল।
5 পরে তিনি যখন তৃতীয় মুদ্রা খুলিলেন, তখন আমি তৃতীয় প্রাণীর এই বাণী শুনিলাম, আইস। পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক কৃষ্ণবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার হস্তে এক তুলাদণ্ড।
6 পরে আমি চারি প্রাণীর মধ্য হইতে নির্গত এইরূপ বাণী শুনিলাম, এক সের গোমের মূল্য এক সিকি, আর তিন সের যবের মূল্য এক সিকি, এবং তুমি তৈলের দ্রাক্ষারসের হিংসা করিও না।
7 পরে তিনি যখন চতুর্থ মুদ্রা খুলিলেন, তখন আমি চতুর্থ প্রাণীর এই বাণী শুনিলাম, আইস।
8 পরে আমি দৃষ্টি করিলাম, আর দেখ, এক পাণ্ডুবর্ণ অশ্ব, এবং যে তাহার উপরে বসিয়া আছে, তাহার নাম মৃত্যু, এবং পাতাল তাহার অনুগমন করিতেছে; আর তাহাদিগকে পৃথিবীর চতুর্থ অংশের উপরে কর্ত্তৃত্ব দত্ত হইল, যেন তাহারা তরবারি, দুর্ভিক্ষ, মারী বনপশু দ্বারা বধ করে।
9 পরে তিনি যখন পঞ্চম মুদ্রা খুলিলেন, তখন আমি দেখিলাম, বেদির নীচে সেই লোকদের প্রাণ আছে, যাঁহারা ঈশ্বরের বাক্য প্রযুক্ত, এবং তাঁহাদের কাছে যে সাক্ষ্য ছিল, তৎপ্রযুক্ত নিহত হইয়াছিলেন।
10 তাঁহারা উচ্চ রবে ডাকিয়া কহিলেন, হে পবিত্র সত্যময় অধিপতি, বিচার করিতে এবং পৃথিবী নিবাসীদিগকে আমাদের রক্তপাতের প্রতিফল দিতে কত কাল বিলম্ব করিবে?
11 তখন তাঁহাদের প্রত্যেককে শুক্ল বস্ত্র দত্ত হইল, এবং তাঁহাদিগকে বলা হইল যে, তাঁহাদের যে সহদাস ভ্রাতৃগণকে তাঁহাদের ন্যায় নিহত হইতে হইবে, যে পর্য্যন্ত তাঁহাদের সংখ্যা পূর্ণ না হয়; আর কিঞ্চিৎ কাল বিরাম করিতে হইবে।
12 পরে আমি দেখিলাম, তিনি যখন ষষ্ঠ মুদ্রা খুলিলেন, তখন মহাভূমিকম্প হইল; এবং সূর্য্য লোমজাত কম্বলের ন্যায় কৃষ্ণবর্ণ পূর্ণচন্দ্র রক্তের ন্যায় হইল;
13 আর ডুমুরগাছ প্রবল বায়ুতে দোলায়িত হইয়া যেমন আপনার অপক্ব ফল ফেলিয়া দেয়, তেমনি আকাশমণ্ডলস্থ তারা সকল পৃথিবীতে পতিত হইল;
14 আর আকাশমণ্ডল সঙ্কুচ্যমান পুস্তকের ন্যায় অপসারিত হইল, এবং সমস্ত পর্ব্বত দ্বীপ স্ব স্ব স্থান হইতে চালিত হইল।
15 আর পৃথিবীর রাজারা মহতেরা সহস্রপতিগণ ধনবানেরা বিক্রমিবর্গ এবং সমস্ত দাস স্বাধীন লোক গুহাতে পর্ব্বতীয় শৈলে আপনাদিগকে লুকাইল,
16 আর পর্ব্বত শৈল সকলকে কহিতে লাগিল, আমাদের উপরে পতিত হও, যিনি সিংহাসনে বসিয়া আছেন, তাঁহার সম্মুখ হইতে এবং মেষশাবকের ক্রোধ হইতে আমাদিগকে লুকাইয়া রাখ;
17 কেননা তাঁহাদের ক্রোধের মহাদিন আসিয়া পড়িল, আর কে দাঁড়াইতে পারে?
1 And G2532 I saw G1492 when G3753 the G3588 Lamb G721 opened G455 one G3391 of G1537 the G3588 seals, G4973 and G2532 I heard, G191 as it were G5613 the noise G5456 of thunder, G1027 one G1520 of G1537 the G3588 four G5064 beasts G2226 saying, G3004 Come G2064 and G2532 see. G991
2 And G2532 I saw, G1492 and G2532 behold G2400 a white G3022 horse: G2462 and G2532 he that sat G2521 on G1909 him G846 had G2192 a bow; G5115 and G2532 a crown G4735 was given G1325 unto him: G846 and G2532 he went forth G1831 conquering, G3528 and G2532 to G2443 conquer. G3528
3 And G2532 when G3753 he had opened G455 the G3588 second G1208 seal, G4973 I heard G191 the G3588 second G1208 beast G2226 say, G3004 Come G2064 and G2532 see. G991
4 And G2532 there went out G1831 another G243 horse G2462 that was red: G4450 and G2532 power was given G1325 to him G846 that sat G2521 thereon G1909 G846 to take G2983 peace G1515 from G575 the G3588 earth, G1093 and G2532 that G2443 they should kill G4969 one another: G240 and G2532 there was given G1325 unto him G846 a great G3173 sword. G3162
5 And G2532 when G3753 he had opened G455 the G3588 third G5154 seal, G4973 I heard G191 the G3588 third G5154 beast G2226 say, G3004 Come G2064 and G2532 see. G991 And G2532 I beheld, G1492 and G2532 lo G2400 a black G3189 horse; G2462 and G2532 he that sat G2521 on G1909 him G846 had G2192 a pair of balances G2218 in G1722 his G848 hand. G5495
6 And G2532 I heard G191 a voice G5456 in G1722 the midst G3319 of the G3588 four G5064 beasts G2226 say, G3004 A measure G5518 of wheat G4621 for a penny, G1220 and G2532 three G5140 measures G5518 of barley G2915 for a penny; G1220 and G2532 see thou hurt G91 not G3361 the G3588 oil G1637 and G2532 the G3588 wine. G3631
7 And G2532 when G3753 he had opened G455 the G3588 fourth G5067 seal, G4973 I heard G191 the voice G5456 of the G3588 fourth G5067 beast G2226 say, G3004 Come G2064 and G2532 see. G991
8 And G2532 I looked, G1492 and G2532 behold G2400 a pale G5515 horse: G2462 and G2532 his G846 name G3686 that sat G2521 on G1883 him G846 was Death, G2288 and G2532 Hell G86 followed G190 with G3326 him. G846 And G2532 power G1849 was given G1325 unto them G846 over G1909 the G3588 fourth part G5067 of the G3588 earth, G1093 to kill G615 with G1722 sword, G4501 and G2532 with G1722 hunger, G3042 and G2532 with G1722 death, G2288 and G2532 with G5259 the G3588 beasts G2342 of the G3588 earth. G1093 ?
9 And G2532 when G3753 he had opened G455 the G3588 fifth G3991 seal, G4973 I saw G1492 under G5270 the G3588 altar G2379 the G3588 souls G5590 of them that were slain G4969 for G1223 the G3588 word G3056 of God, G2316 and G2532 for G1223 the G3588 testimony G3141 which G3739 they held: G2192
10 And G2532 they cried G2896 with a loud G3173 voice, G5456 saying, G3004 How long G2193 G4219 , O Lord, G1203 holy G40 and G2532 true, G2228 dost thou not G3756 judge G2919 and G2532 avenge G1556 our G2257 blood G129 on G575 them that dwell G2730 on G1909 the G3588 earth G1093 ?
11 And G2532 white G3022 robes G4749 were given G1325 unto every one of them; G1538 and G2532 it was said G4483 unto them, G846 that G2443 they should rest G373 yet G2089 for a little G3398 season, G5550 until G2193 G3757 their G848 fellow servants G4889 also G2532 and G2532 their G848 brethren, G80 that should G3195 be killed G615 as G5613 they were G2532 G848 , should be fulfilled. G4137
12 And G2532 I beheld G1492 when G3753 he had opened G455 the G3588 sixth G1623 seal, G4973 and, G2532 lo, G2400 there was G1096 a great G3173 earthquake; G4578 and G2532 the G3588 sun G2246 became G1096 black G3189 as G5613 sackcloth G4526 of hair, G5155 and G2532 the G3588 moon G4582 became G1096 as G5613 blood; G129
13 And G2532 the G3588 stars G792 of heaven G3772 fell G4098 unto G1519 the G3588 earth, G1093 even as G5613 a fig tree G4808 casteth G906 her G848 untimely figs, G3653 when she is shaken G4579 of G5259 a mighty G3173 wind. G417
14 And G2532 the heaven G3772 departed G673 as G5613 a scroll G975 when it is rolled together; G1507 and G2532 every G3956 mountain G3735 and G2532 island G3520 were moved G2795 out of G1537 their G848 places. G5117
15 And G2532 the G3588 kings G935 of the G3588 earth, G1093 and G2532 the G3588 great men, G3175 and G2532 the G3588 rich men, G4145 and G2532 the G3588 chief captains, G5506 and G2532 the G3588 mighty men, G1415 and G2532 every G3956 bondman, G1401 and G2532 every G3956 free man, G1658 hid G2928 themselves G1438 in G1519 the G3588 dens G4693 and G2532 in G1519 the G3588 rocks G4073 of the G3588 mountains; G3735
16 And G2532 said G3004 to the G3588 mountains G3735 and G2532 rocks, G4073 Fall G4098 on G1909 us, G2248 and G2532 hide G2928 us G2248 from G575 the face G4383 of him that sitteth G2521 on G1909 the G3588 throne, G2362 and G2532 from G575 the G3588 wrath G3709 of the G3588 Lamb: G721
17 For G3754 the G3588 great G3173 day G2250 of his G848 wrath G3709 is come; G2064 and G2532 who G5101 shall be able G1410 to stand G2476 ?
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×