Bible Books

:

BNV
1. জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক, কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।
1. The proverbs H4912 of Solomon H8010 . A wise H2450 son H1121 maketh a glad H8055 father H1 : but a foolish H3684 son H1121 is the heaviness H8424 of his mother H517 .
2. দুষ্টতার ধন কিছুই উপকারী নয়, কিন্তু ধার্ম্মিকতা মৃত্যু হইতে উদ্ধার করে।
2. Treasures H214 of wickedness H7562 profit H3276 nothing H3808 : but righteousness H6666 delivereth H5337 from death H4480 H4194 .
3. সদাপ্রভু ধার্ম্মিকের প্রাণ ক্ষুধায় ক্ষীণ হইতে দেন না; কিন্তু তিনি দুষ্টদের কামনা দূর করেন।
3. The LORD H3068 will not H3808 suffer the soul H5315 of the righteous H6662 to famish H7456 : but he casteth away H1920 the substance H1942 of the wicked H7563 .
4. যে শিথিল হস্তে কর্ম্ম করে, সে দরিদ্র হয়; কিন্তু পরিশ্রমীদের হস্ত ধনবান করে।
4. He becometh poor H7326 that dealeth H6213 with a slack H7423 hand H3709 : but the hand H3027 of the diligent H2742 maketh rich H6238 .
5. যে গ্রীষ্মকালে সঞ্চয় করে, সে বুদ্ধিমান পুত্র; যে শস্য কাটিবার সময় নিদ্রিত থাকে, সে লজ্জাজনক পুত্র।
5. He that gathereth H103 in summer H7019 is a wise H7919 son H1121 : but he that sleepeth H7290 in harvest H7105 is a son H1121 that causeth shame H954 .
6. ধার্ম্মিকের মস্তকে বহু আশীর্ব্বাদ বর্ত্তে; কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
6. Blessings H1293 are upon the head H7218 of the just H6662 : but violence H2555 covereth H3680 the mouth H6310 of the wicked H7563 .
7. ধার্ম্মিকের স্মৃতি আশীর্ব্বাদের বিষয়; কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে।
7. The memory H2143 of the just H6662 is blessed H1293 : but the name H8034 of the wicked H7563 shall rot H7537 .
8. বিজ্ঞচিত্ত লোক আজ্ঞা গ্রহণ করে, কিন্তু অজ্ঞান বাচাল পতিত হইবে।
8. The wise H2450 in heart H3820 will receive H3947 commandments H4687 : but a prating H8193 fool H191 shall fall H3832 .
9. যে সিদ্ধতায় চলে, সে নির্ভয়ে চলে; কিন্তু কুটিলাচারীকে চেনা যাইবে।
9. He that walketh H1980 uprightly H8537 walketh H1980 surely H983 : but he that perverteth H6140 his ways H1870 shall be known H3045 .
10. যে চক্ষু দ্বারা ঈঙ্গিত করে, সে দুঃখ দেয়; আর অজ্ঞান বাচাল পতিত হইবে।
10. He that winketh H7169 with the eye H5869 causeth H5414 sorrow H6094 : but a prating H8193 fool H191 shall fall H3832 .
11. ধার্ম্মিকের মুখ জীবনের উনুই; কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে।
11. The mouth H6310 of a righteous H6662 man is a well H4726 of life H2416 : but violence H2555 covereth H3680 the mouth H6310 of the wicked H7563 .
12. দ্বেষ বিবাদের উত্তেজক, কিন্তু প্রেম সমস্ত অধর্ম্ম আচ্ছাদন করে।
12. Hatred H8135 stirreth up H5782 strifes H4090 : but love H160 covereth H3680 H5921 all H3605 sins H6588 .
13. জ্ঞানবানের ওষ্ঠাধরে প্রজ্ঞা পাওয়া যায়, কিন্তু বুদ্ধিবিহীনের পৃষ্ঠের জন্য দণ্ড রহিয়াছে।
13. In the lips H8193 of him that hath understanding H995 wisdom H2451 is found H4672 : but a rod H7626 is for the back H1460 of him that is void H2638 of understanding H3820 .
14. জ্ঞানবানেরা জ্ঞান সঞ্চয় করে, কিন্তু অজ্ঞানের মুখ আসন্ন সর্ব্বনাশ।
14. Wise H2450 men lay up H6845 knowledge H1847 : but the mouth H6310 of the foolish H191 is near H7138 destruction H4288 .
15. ধনবানের ধনই তাহার দৃঢ় নগর, দরিদ্রদিগের দরিদ্রতাই তাহাদের সর্ব্বনাশ।
15. The rich man H6223 's wealth H1952 is his strong H5797 city H7151 : the destruction H4288 of the poor H1800 is their poverty H7389 .
16. ধার্ম্মিকের শ্রম জীবনজনক, দুর্জ্জনের উপস্বত্ব পাপজনক।
16. The labor H6468 of the righteous H6662 tendeth to life H2416 : the fruit H8393 of the wicked H7563 to sin H2403 .
17. যে শাসন মানে, সে জীবন-পথে চলে; কিন্তু যে অনুযোগ ত্যাগ করে, সে ভ্রান্ত হয়।
17. He is in the way H734 of life H2416 that keepeth H8104 instruction H4148 : but he that refuseth H5800 reproof H8433 erreth H8582 .
18. যে দ্বেষ ঢাকিয়া রাখে, তাহার ওষ্ঠাধর মিথ্যাবাদী; আর যে পরীবাদ রটায়, সে হীনবুদ্ধি।
18. He that hideth H3680 hatred H8135 with lying H8267 lips H8193 , and he that uttereth H3318 a slander H1681 , is a fool H3684 .
19. বাক্যের বাহুল্যে অধর্ম্মের অভাব নাই; কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান।
19. In the multitude H7230 of words H1697 there wanteth H2308 not H3808 sin H6588 : but he that refraineth H2820 his lips H8193 is wise H7919 .
20. ধার্ম্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ, দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য।
20. The tongue H3956 of the just H6662 is as choice H977 silver H3701 : the heart H3820 of the wicked H7563 is little worth H4592 .
21. ধার্ম্মিকের ওষ্ঠাধর অনেককে প্রতিপালন করে, কিন্তু অজ্ঞানেরা বুদ্ধির অভাবে মারা পড়ে।
21. The lips H8193 of the righteous H6662 feed H7462 many H7227 : but fools H191 die H4191 for want H2638 of wisdom H3820 .
22. সদাপ্রভুর আশীর্ব্বাদই ধনবান করে, এবং তিনি তাহার সহিত মনোদুঃখ দেন না।
22. The blessing H1293 of the LORD H3068 , it H1931 maketh rich H6238 , and he addeth H3254 no H3808 sorrow H6089 with H5973 it.
23. কুকর্ম্ম করা অজ্ঞানের আমোদ, আর প্রজ্ঞা বুদ্ধিমানের আমোদ।
23. It is as sport H7814 to a fool H3684 to do H6213 mischief H2154 : but a man H376 of understanding H8394 hath wisdom H2451 .
24. দুষ্ট যাহা ভয় করে, তাহার প্রতি তাহাই ঘটিবে; কিন্তু ধার্ম্মিকদের বাসনা সফল হইবে।
24. The fear H4034 of the wicked H7563 , it H1931 shall come upon H935 him : but the desire H8378 of the righteous H6662 shall be granted H5414 .
25. যখন ঘূর্ণবায়ু বহিয়া যায়, দুষ্ট আর নাই; কিন্তু ধার্ম্মিক নিত্যস্থায়ী ভিত্তিমূলস্বরূপ।
25. As the whirlwind H5492 passeth H5674 , so is the wicked H7563 no H369 more : but the righteous H6662 is an everlasting H5769 foundation H3247 .
26. যেমন দন্তের পক্ষে অম্লরস চক্ষের পক্ষে ধূম, তেমনি আপন প্রেরণকর্ত্তাদের পক্ষে অলস।
26. As vinegar H2558 to the teeth H8127 , and as smoke H6227 to the eyes H5869 , so H3651 is the sluggard H6102 to them that send H7971 him.
27. সদাপ্রভুর ভয় আয়ুবৃদ্ধি করে; কিন্তু দুষ্টদের বৎসর-সংখ্যা হ্রাস পাইবে।
27. The fear H3374 of the LORD H3068 prolongeth H3254 days H3117 : but the years H8141 of the wicked H7563 shall be shortened H7114 .
28. ধার্ম্মিকদের প্রত্যাশা আনন্দজনক; কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে।
28. The hope H8431 of the righteous H6662 shall be gladness H8057 : but the expectation H8615 of the wicked H7563 shall perish H6 .
29. সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ, কিন্তু তাহা অধর্ম্মাচারীদের পক্ষে সর্ব্বনাশ।
29. The way H1870 of the LORD H3068 is strength H4581 to the upright H8537 : but destruction H4288 shall be to the workers H6466 of iniquity H205 .
30. ধার্ম্মিক লোক কখনও বিচলিত হইবে না; কিন্তু দুষ্টগণ দেশে বাস করিবে না।
30. The righteous H6662 shall never H5769 H1077 be removed H4131 : but the wicked H7563 shall not H3808 inhabit H7931 the earth H776 .
31. ধার্ম্মিকের মুখ প্রজ্ঞা-ফলে ফলবান; কিন্তু কুটিল জিহ্বা ছেদন করা যাইবে।
31. The mouth H6310 of the just H6662 bringeth forth H5107 wisdom H2451 : but the froward H8419 tongue H3956 shall be cut out H3772 .
32. ধার্ম্মিকের ওষ্ঠাধর সন্তোষের বিষয় জানে, কিন্তু দুষ্টদের মুখ কুটিলতামাত্র।
32. The lips H8193 of the righteous H6662 know H3045 what is acceptable H7522 : but the mouth H6310 of the wicked H7563 speaketh frowardness H8419 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×