Bible Versions
Bible Books

Isaiah 41:24 (BNV) Bengali Old BSI Version

1 হে উপকূল সকল, আমার সাক্ষাতে নীরব হও; লোকবৃন্দ নূতন বল প্রান্ত হউক; তাহারা নিকটে আইসুক, পরে কথা বলুক; আমরা একত্র হইয়া বিচার করিব।
2 কে পূর্ব্বদিক হইতে এক জনকে উত্তেজিত করিল? তিনি ধর্ম্মশীলতায় তাহাকে ডাকিয়া আপনার অনুগামী করেন; তিনি জাতিগণকে তাহার সম্মুখে দিবেন, রাজগণের উপরে তাহাকে কর্ত্তৃত্ব করাইবেন, তিনি তাহাদিগকে ধূলির ন্যায় তাহার খড়্‌গের সম্মুখে দিবেন, চালিত নাড়ার ন্যায় তাহার ধনুকের সম্মুখে দিবেন।
3 সে তাহাদের পশ্চাৎ ধাবমান হইবে, নিরাপদে অগ্রসর হইবে; যে পথে কখনও পদার্পণ করে নাই। সেই পথে যাইবে।
4 সকল কাহার কৃত, কাহার সাধিত? কে পুরুষাবলিকে আদি অবধি আহ্বান করেন? আমি সদাপ্রভু আদি, এবং সেই আমি শেষকালীন লোকদের সহবর্ত্তী।
5 উপকূল সকল দৃষ্টিপাত করিয়া ভীত হইল, পৃথিবীর প্রান্ত সকল ত্রাসযুক্ত হইল; তাহারা নিকটবর্ত্তী হইয়া আসিল।
6 তাহারা প্রত্যেকে আপন আপন প্রতিবাসীর সাহায্য করিল, আপন আপন ভ্রাতাকে কহিল, সাহস কর।
7 শিল্পকর স্বর্ণকারকে আশ্বাস দিল, এবং হাতুড়িতে সমানকারী লোক নেহাইর উপরে আঘাতকারীকে জোড়ের বিষয়ে কহিল, উত্তম হইয়াছে; এবং প্রেক দিয়া প্রতিমাটা দৃঢ় করিল, যেন তাহা না নড়ে।
8 কিন্তু হে আমার দাস ইস্রায়েল, আমার মনোনীত যাকোব, আমার বন্ধু অব্রাহামের বংশ,
9 আমি তোমাকে ধরিয়া পৃথিবীর প্রান্ত হইতে আনিয়াছি, পৃথিবীর সীমা হইতে আহ্বান করিয়া বলিয়াছি, তুমি আমার দাস, আমি তোমাকে মনোনীত করিয়াছি, দূর করি নাই।
10 ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর; আমি তোমাকে পরাক্রম দিব; আমি তোমার সাহায্য করিব; আমি আপন ধর্ম্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব।
11 দেখ, যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত বিষণ্ণ হইবে; যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে।
12 যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না; যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ অকিঞ্চনবৎ হইবে।
13 কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর তোমার দক্ষিণ হস্ত ধারণ করিব; তোমাকে বলিব, ভয় করিও না, আমি তোমার সাহায্য করিব।
14 হে কীট যাকোব, হে ইস্রায়েলের নরগণ, ভয় করিও না; সদাপ্রভু কহেন, আমি তোমার সাহায্য করিব; আর ইস্রায়েলের পবিত্রতম তোমার মুক্তিদাতা।
15 দেখ, আমি তোমাকে তীক্ষ্ণ দন্তশ্রেণীবিশিষ্ট শস্যমাড়া নূতন গুঁড়ির ন্যায় করিব; তুমি পর্ব্বতগণকে মাড়িয়া চূর্ণ করিবে, উপপর্ব্বতগণকে ভুষীর সমান করিবে।
16 তুমি তাহাদিগকে ঝাড়িবে বায়ু তাহাদিগকে উড়াইয়া লইবে, ঘূর্ণবায়ু তাহাদিগকে ছিন্নভিন্ন করিবে; আর তুমি সদাপ্রভুতে উল্লাস করিবে, ইস্রায়েলের পবিত্রতমের শ্লাঘা করিবে।
17 দুঃখী দরিদ্রগণ জল অন্বেষণ করে কিন্তু জল নাই, তাহাদের জিহ্বা তৃষ্ণাতে শুষ্ক হইয়াছে; আমি সদাপ্রভু তাহাদিগকে উত্তর দিব, আমি ইস্রায়েলের ঈশ্বর তাহাদিগকে ত্যাগ করিব না।
18 আমি বৃক্ষাদিশূন্য গিরিশ্রেণীতে নদনদী, সমস্থলীর মধ্যে স্থানে স্থানে উনুই খুলিব; আমি প্রান্তরকে জলাশয় শুষ্ক ভূমিকে জলের প্রস্রবণ করিব।
19 আমি প্রান্তরে, এরস, বাবলা, গুলমেঁদি তৈলবৃক্ষ রোপন করিব; আমি মরুভূমিতে দেবদারু, তিধর তাশূর বৃক্ষ একত্র লাগাইব;
20 যেন তাহারা দেখিয়া জানিয়া, বিবেচনা করিয়া একেবারে নিশ্চয় বুঝিতে পারে যে, সদাপ্রভুর হস্ত এই কার্য্য করিয়াছে, ইস্রায়েলের পবিত্রতম ইহা সৃষ্টি করিয়াছেন।
21 সদাপ্রভু কহেন, তোমরা আপনাদের বিবাদ উপস্থিত কর; যাকোবের রাজা কহেন, তোমরা আপনাদের দৃঢ় যুক্তি সকল নিকটে আন।
22 উহারা সে সমস্ত লইয়া নিকটে আইসুক, যাহা যাহা ঘটিবে, আমাদিগকে জ্ঞাত করুক; পূর্ব্বকার বিষয় কি কি তাহা বল; তাহা হইলে আমরা বিবেচনা করিয়া তাহার শেষ ফল জানিতে পারিব; কিম্বা উহারা আগামী ঘটনা সকল আমাদের কর্ণগোচর করুক।
23 উত্তরকালে কি কি ঘটিবে, তোমরা তাহা জ্ঞাত কর; তাহা করিলে তোমরা যে দেবতা, তাহা বুঝিতে পারিব; হাঁ, তোমরা মঙ্গল কর বা অমঙ্গল কর, তাহাতে আমরা বিস্মিত হইয়া একত্র তাহা নিরীক্ষণ করিব।
24 দেখ, তোমরা অবস্তু তোমাদের কার্য্য অকিঞ্চন; যে জন তোমাদিগকে মনোনীত করে, সে ঘৃণার পাত্র।
25 আমি উত্তরদিক্‌ হইতে এক ব্যক্তিকে উত্তেজিত করিলাম, সে উপস্থিত; সূর্য্যোদয়ের দিক্‌ হইতে সে আমার নামে আহ্বান করে; যেমন কেহ কর্দ্দম মর্দ্দন করে, কুম্ভকার যেমন মৃত্তিকা দলন করে, তেমনি সে দেশাধ্যক্ষগণকে দলিত করিবে।
26 কে আদি অবধি ইহার সংবাদ দিয়াছে, যাহাতে আমরা জানিতে পারি? কে অগ্রে বলিয়াছে, যাহাতে আমরা বলিতে পারি সে সত্যনিষ্ঠ? সংবাদদাতা কেহই নাই; ঘোষণাকারী কেহই নাই; তোমাদের বাক্যের শ্রোতা কেহই নাই।
27 প্রথমে আমি সিয়োনকে বলিব, দেখ, ইহাদিগকে দেখ; আর যিরূশালেমকে এক জন সুসমাচার-প্রচারক দিব।
28 আমি চাহিয়া দেখি, কেহই নাই; উহাদের মধ্যে মন্ত্রণাদাতা এমন কেহ নাই যে, আমি জিজ্ঞাসা করিলে একটী কথার উত্তর দিতে পারে।
29 দেখ, উহারা সকলে, উহাদের কর্ম্ম সকল অসার, অকিঞ্চন; উহাদের ছাঁচে ঢালা প্রতিমা সকল বায়ু অবস্তুমাত্র।
1 Keep silence H2790 before H413 me , O islands; H339 and let the people H3816 renew H2498 their strength: H3581 let them come near; H5066 then H227 let them speak: H1696 let us come near H7126 together H3162 to judgment. H4941
2 Who H4310 raised up H5782 the righteous H6664 man from the east H4480 H4217 , called H7121 him to his foot, H7272 gave H5414 the nations H1471 before H6440 him , and made him rule H7287 over kings H4428 ? he gave H5414 them as the dust H6083 to his sword, H2719 and as driven H5086 stubble H7179 to his bow. H7198
3 He pursued H7291 them, and passed H5674 safely; H7965 even by the way H734 that he had not H3808 gone H935 with his feet. H7272
4 Who H4310 hath wrought H6466 and done H6213 it , calling H7121 the generations H1755 from the beginning H4480 H7218 ? I H589 the LORD, H3068 the first, H7223 and with H854 the last; H314 I H589 am he. H1931
5 The isles H339 saw H7200 it , and feared; H3372 the ends H7098 of the earth H776 were afraid, H2729 drew near, H7126 and came. H857
6 They helped H5826 every one H376 H853 his neighbor; H7453 and every one said H559 to his brother, H251 Be of good courage. H2388
7 So the carpenter H2796 encouraged H2388 H853 the goldsmith, H6884 and he that smootheth H2505 with the hammer H6360 H853 him that smote H1986 the anvil, H6471 saying, H559 It H1931 is ready H2896 for the soldering: H1694 and he fastened H2388 it with nails, H4548 that it should not H3808 be moved. H4131
8 But thou, H859 Israel, H3478 art my servant, H5650 Jacob H3290 whom H834 I have chosen, H977 the seed H2233 of Abraham H85 my friend. H157
9 Thou whom H834 I have taken H2388 from the ends H4480 H7098 of the earth, H776 and called H7121 thee from the chief men H4480 H678 thereof , and said H559 unto thee, Thou H859 art my servant; H5650 I have chosen H977 thee , and not H3808 cast thee away. H3988
10 Fear H3372 thou not; H408 for H3588 I H589 am with H5973 thee : be not H408 dismayed; H8159 for H3588 I H589 am thy God: H430 I will strengthen H553 thee; yea, H637 I will help H5826 thee; yea, H637 I will uphold H8551 thee with the right hand H3225 of my righteousness. H6664
11 Behold H2005 , all H3605 they that were incensed H2734 against thee shall be ashamed H954 and confounded: H3637 they shall be H1961 as nothing; H369 and they H376 that strive H7379 with thee shall perish. H6
12 Thou shalt seek H1245 them , and shalt not H3808 find H4672 them, H376 even them that contended H4695 with thee: they H376 that war H4421 against thee shall be H1961 as nothing, H369 and as a thing of naught. H657
13 For H3588 I H589 the LORD H3068 thy God H430 will hold H2388 thy right hand, H3225 saying H559 unto thee, Fear H3372 not; H408 I H589 will help H5826 thee.
14 Fear H3372 not, H408 thou worm H8438 Jacob, H3290 and ye men H4962 of Israel; H3478 I H589 will help H5826 thee, saith H5002 the LORD, H3068 and thy redeemer, H1350 the Holy One H6918 of Israel. H3478
15 Behold H2009 , I will make H7760 thee a new H2319 sharp H2742 threshing instrument H4173 having H1167 teeth: H6374 thou shalt thresh H1758 the mountains, H2022 and beat them small, H1854 and shalt make H7760 the hills H1389 as chaff. H4671
16 Thou shalt fan H2219 them , and the wind H7307 shall carry them away, H5375 and the whirlwind H5591 shall scatter H6327 them : and thou H859 shalt rejoice H1523 in the LORD, H3068 and shalt glory H1984 in the Holy One H6918 of Israel. H3478
17 When the poor H6041 and needy H34 seek H1245 water, H4325 and there is none, H369 and their tongue H3956 faileth H5405 for thirst, H6772 I H589 the LORD H3068 will hear H6030 them , I the God H430 of Israel H3478 will not H3808 forsake H5800 them.
18 I will open H6605 rivers H5104 in H5921 high places, H8205 and fountains H4599 in the midst H8432 of the valleys: H1237 I will make H7760 the wilderness H4057 a pool H98 of water, H4325 and the dry H6723 land H776 springs H4161 of water. H4325
19 I will plant H5414 in the wilderness H4057 the cedar, H730 the shittah tree, H7848 and the myrtle, H1918 and the oil H8081 tree; H6086 I will set H7760 in the desert H6160 the fir tree, H1265 and the pine, H8410 and the box tree H8391 together: H3162
20 That H4616 they may see, H7200 and know, H3045 and consider, H7760 and understand H7919 together, H3162 that H3588 the hand H3027 of the LORD H3068 hath done H6213 this, H2063 and the Holy One H6918 of Israel H3478 hath created H1254 it.
21 Produce H7126 your cause, H7379 saith H559 the LORD; H3068 bring forth H5066 your strong H6110 reasons , saith H559 the King H4428 of Jacob. H3290
22 Let them bring them forth, H5066 and show H5046 us H853 what H834 shall happen: H7136 let them show H5046 the former things, H7223 what H4100 they H2007 be , that we may consider H7760 H3820 them , and know H3045 the latter end H319 of them; or H176 declare H8085 us things for to come. H935
23 Show H5046 the things that are to come H857 hereafter, H268 that we may know H3045 that H3588 ye H859 are gods: H430 yea, H637 do good, H3190 or do evil, H7489 that we may be dismayed, H8159 and behold H7200 it together. H3162
24 Behold H2005 , ye H859 are of nothing H4480 H369 , and your work H6467 of naught H4480 H659 : an abomination H8441 is he that chooseth H977 you.
25 I have raised up H5782 one from the north H4480 H6828 , and he shall come: H857 from the rising H4480 H4217 of the sun H8121 shall he call H7121 upon my name: H8034 and he shall come H935 upon princes H5461 as H3644 upon mortar, H2563 and as H3644 the potter H3335 treadeth H7429 clay. H2916
26 Who H4310 hath declared H5046 from the beginning H4480 H7218 , that we may know H3045 ? and formerly H4480 H6440 , that we may say, H559 He is righteous H6662 ? yea, H637 there is none H369 that showeth, H5046 yea, H637 there is none H369 that declareth, H8085 yea, H637 there is none H369 that heareth H8085 your words. H561
27 The first H7223 shall say to Zion, H6726 Behold, H2009 behold H2009 them : and I will give H5414 to Jerusalem H3389 one that bringeth good tidings. H1319
28 For I beheld, H7200 and there was no H369 man; H376 even among them H4480 H428 , and there was no H369 counselor, H3289 that , when I asked H7592 of them , could answer H7725 a word. H1697
29 Behold H2005 , they are all H3605 vanity; H205 their works H4639 are nothing: H657 their molten images H5262 are wind H7307 and confusion. H8414
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×