Bible Versions
Bible Books

Isaiah 43:19 (BNV) Bengali Old BSI Version

1 কিন্তু এখন, হে যাকোব, তোমার সৃষ্টিকর্ত্তা, হে ইস্রায়েল, তোমার নির্ম্মাণকর্ত্তা সদাপ্রভু এই কথা কহেন, ভয় করিও না, কেননা আমি তোমাকে মুক্ত করিয়াছি, আমি তোমার নাম ধরিয়া তোমাকে ডাকিয়াছি, তুমি আমার।
2 তুমি যখন জলের মধ্য দিয়া গমন করিবে, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকিব; যখন নদ-নদীর মধ্য দিয়া গমন করিবে, সে সকল তোমাকে মগ্ন করিবে না; যখন অগ্নির মধ্য দিয়া চলিবে, তুমি পুড়িবে না, তাহার শিখা তোমার উপরে জ্বলিবে না।
3 কেননা আমি সদাপ্রভু তোমার ঈশ্বর, ইস্রায়েলের পবিত্রতম, তোমার ত্রাণকর্ত্তা; আমি তোমার মুক্তির মূল্য বলিয়া মিসর, তোমার পরিবর্ত্তে কূশ সবা দিয়াছি।
4 তুমি আমার দৃষ্টিতে বহুমূল্য সম্ভ্রান্ত, আমি তোমাকে প্রেম করিয়াছি, তজ্জন্য আমি তোমার পরিবর্ত্তে মনুষ্যগণকে, তোমার প্রাণের পরিবর্ত্তে জাতিগণকে দিব।
5 ভয় করিও না, কেননা আমি তোমার সঙ্গে সঙ্গে আছি; আমি পূর্ব্ব দিক্‌ হইতে তোমার বংশকে আনিব, পশ্চিম দিক্‌ হইতে তোমাকে সংগ্রহ করিব;
6 আমি উত্তর দিক্‌কে বলিব, ছাড়িয়া দেও; দক্ষিণ দিক্‌কেও বলিব, রুদ্ধ রাখিও না; আমার পুত্রগণকে দূর হইতে, আমার কন্যাদিগকে পৃথিবীর প্রান্ত হইতে আনিয়া দেও;
7 যে কেহ আমার নামে আখ্যাত, যাহাকে আমি আমার গৌরবার্থে সৃষ্টি করিয়াছি সেই ব্যক্তিকে আনিয়া দেও, আমি তাহাকে নির্ম্মাণ করিয়াছি, আমি তাহাকে গঠন করিয়াছি।
8 বাহির কর সেই অন্ধ জাতিকে, যাহার চক্ষু আছে; সেই বধিরগণকে, যাহাদের কর্ণ আছে।
9 সমুদয় জাতি একত্র হউক, লোকবৃন্দ সমবেত হউক; তাহাদের মধ্যে কে ইহার সংবাদ দিতে পারে, পূর্ব্বকার বিষয় আমাদিগকে শুনাইতে পারে? তাহারা আপনাদের সাক্ষীদিগকে উপস্থিত করুক, তাহাতে নির্দ্দোষীকৃত হইবে; অথবা তাহারা শ্রবণ করুক, বলুক, সত্য বটে।
10 সদাপ্রভু কহেন, তোমরাই আমার সাক্ষী, এবং আমার মনোনীত দাস; যেন তোমরা জানিতে আমাতে বিশ্বাস করিতে পার, এবং বুঝিতে পার যে, আমিই তিনি; আমার পূর্ব্বে কোন ঈশ্বর নির্ম্মিত হয় নাই, এবং আমার পরেও হইবে না।
11 আমি, আমিই সদাপ্রভু; আমি ভিন্ন আর ত্রাণকর্ত্তা নাই।
12 আমিই সংবাদ দিয়াছি, পরিত্রাণ করিয়াছি, ঘোষণা করিয়াছি, কোন ইতর দেবতা তোমাদের মধ্যে ছিল না; অতএব তোমরাই আমার সাক্ষী, ইহা সদাপ্রভু কহেন, আর আমিই ঈশ্বর।
13 এই দিবস হইতেও আমিই তিনি, এবং আমার হস্ত হইতে উদ্ধারকারী কেহ নাই; আমি কার্য্য করিব, কে তাহা অন্যথা করিবে?
14 সদাপ্রভু, তোমাদের মুক্তিদাতা, ইস্রায়েলের পবিত্রতম, এই কথা কহেন, আমি তোমাদেরই জন্য বাবিলে লোক পাঠাইয়াছি, তাহাদের সকলকে পলাতকের ন্যায় আনয়ন করিব, কল্‌দীয়দিগকে তাহাদের আনন্দগানের নৌকায় করিয়া আনিব।
15 আমিই সদাপ্রভু, তোমাদের পবিত্রতম, ইস্রায়েলের সৃষ্টিকর্ত্তা, তোমাদের রাজা।
16 যিনি সমুদ্রে পথ প্রচণ্ড জলরাশিতে মার্গ করিয়া দেন,
17 যিনি রথ, অশ্ব, সৈন্য বীরগণকে বাহিরে আনয়ন করেন, —তাহারা এককালে নিদ্রাগত হয়, আর উঠিতে পারিবে না, তাহারা পাটের ন্যায় মিট্‌মিট্‌ করিতে করিতে নিবিয়া যায়,—
18 সেই সদাপ্রভু এই কথা কহেন, তোমরা পূর্ব্বকার কার্য্য সকল মনে করিও না, পুরাতন ক্রিয়া সকল আলোচনা করিও না।
19 দেখ, আমি এক নূতন কার্য্য করিব, তাহা এখনই অঙ্কুরিত হইবে; তোমরা কি তাহা জানিবে না? এমন কি, আমি প্রান্তরমধ্যে পথ, মরুভূমিতে নদনদী করিয়া দিব।
20 বন্য জন্তুগণ, শৃগাল উষ্ট্র পক্ষী সকল আমার গৌরব করিবে; কেননা আমি প্রান্তর মধ্যে জল মরুভূমিতে নদনদী যোগাই, আমার প্রজাবৃন্দকে, আমার মনোনীত লোকদিগকে, পান করাইবার নিমিত্তই যোগাই,;
21 সেই যে প্রজাবৃন্দকে আমি আপনার নিমিত্ত নির্ম্মাণ করিয়াছি, তাহারা আমার প্রশংসা প্রচার করিবে।
22 কিন্তু হে যাকোব, আমাকে তুমি ডাক নাই; হে ইস্রায়েল, তুমি আমার বিষয়ে ক্লান্ত হইয়াছ।
23 তুমি আমার কাছে তোমার হোমবলির মেষাদি আন নাই, তোমার বলিদান দ্বারা আমার সমাদর কর নাই। আমি নৈবেদ্যের বিষয়ে তোমাকে দাস্যকর্ম্ম করাই নাই, ধূপের বিষয়ে তোমাকে ক্লান্ত করি নাই।
24 তুমি আমার নিমিত্ত রৌপ্যমূল্যে বচ ক্রয় কর নাই, তোমার বলির মেদে আমাকে তৃপ্ত কর নাই; কিন্তু তোমার পাপ দ্বারা আমাকে দাস্যকর্ম্ম করাইয়াছ, তোমার অপরাধ সকল দ্বারা আমাকে ক্লান্ত করিয়াছ।
25 আমি, আমিই আমার নিজের অনুরোধে তোমার অধর্ম্ম সকল মার্জ্জনা করি, তোমার পাপ সকল মনে রাখিব না।
26 আমাকে স্মরণ করাইয়া দেও; আইস, আমরা পরস্পর বিচার করি; তুমি যেন নির্দ্দোষীকৃত হও, তজ্জন্য আপনার কথা বল।
27 তোমার আদিপিতা পাপ করিল, তোমার মধ্যস্থগণ আমার বিপরীতে অধর্ম্ম করিয়াছে।
28 এই জন্য আমি পবিত্র স্থানের অধ্যক্ষগণকে অপবিত্র করিলাম, এবং যাকোবকে অভিশাপে ইস্রায়েলকে বিদ্রূপে সমর্পণ করিলাম।
1 But now H6258 thus H3541 saith H559 the LORD H3068 that created H1254 thee , O Jacob, H3290 and he that formed H3335 thee , O Israel, H3478 Fear H3372 not: H408 for H3588 I have redeemed H1350 thee , I have called H7121 thee by thy name; H8034 thou H859 art mine.
2 When H3588 thou passest through H5674 the waters, H4325 I H589 will be with H854 thee ; and through the rivers, H5104 they shall not H3808 overflow H7857 thee: when H3588 thou walkest H1980 through H1119 the fire, H784 thou shalt not H3808 be burned; H3554 neither H3808 shall the flame H3852 kindle H1197 upon thee.
3 For H3588 I H589 am the LORD H3068 thy God, H430 the Holy One H6918 of Israel, H3478 thy Savior: H3467 I gave H5414 Egypt H4714 for thy ransom, H3724 Ethiopia H3568 and Seba H5434 for H8478 thee.
4 Since H4480 H834 thou wast precious H3365 in my sight, H5869 thou hast been honorable, H3513 and I H589 have loved H157 thee : therefore will I give H5414 men H120 for H8478 thee , and people H3816 for H8478 thy life. H5315
5 Fear H3372 not: H408 for H3588 I H589 am with H854 thee : I will bring H935 thy seed H2233 from the east H4480 H4217 , and gather H6908 thee from the west H4480 H4628 ;
6 I will say H559 to the north, H6828 Give up; H5414 and to the south, H8486 Keep not back H3607 H408 : bring H935 my sons H1121 from far H4480 H7350 , and my daughters H1323 from the ends H4480 H7097 of the earth; H776
7 Even every one H3605 that is called H7121 by my name: H8034 for I have created H1254 him for my glory, H3519 I have formed H3335 him; yea, H637 I have made H6213 him.
8 Bring forth H3318 the blind H5787 people H5971 that have H3426 eyes, H5869 and the deaf H2795 that have ears. H241
9 Let all H3605 the nations H1471 be gathered H6908 together, H3162 and let the people H3816 be assembled: H622 who H4310 among them can declare H5046 this, H2063 and show H8085 us former things H7223 ? let them bring forth H5414 their witnesses, H5707 that they may be justified: H6663 or let them hear, H8085 and say, H559 It is truth. H571
10 Ye H859 are my witnesses, H5707 saith H5002 the LORD, H3068 and my servant H5650 whom H834 I have chosen: H977 that H4616 ye may know H3045 and believe H539 me , and understand H995 that H3588 I H589 am he: H1931 before H6440 me there was no H3808 God H410 formed, H3335 neither H3808 shall there be H1961 after H310 me.
11 I H595 , even I, H595 am the LORD; H3068 and beside H4480 H1107 me there is no H369 savior. H3467
12 I H595 have declared, H5046 and have saved, H3467 and I have showed, H8085 when there was no H369 strange H2114 god among you : therefore ye H859 are my witnesses, H5707 saith H5002 the LORD, H3068 that I H589 am God. H410
13 Yea H1571 , before the day H4480 H3117 was I H589 am he; H1931 and there is none H369 that can deliver H5337 out of my hand H4480 H3027 : I will work, H6466 and who H4310 shall let H7725 it?
14 Thus H3541 saith H559 the LORD, H3068 your redeemer, H1350 the Holy One H6918 of Israel; H3478 For your sake H4616 I have sent H7971 to Babylon, H894 and have brought down H3381 all H3605 their nobles, H1281 and the Chaldeans, H3778 whose cry H7440 is in the ships. H591
15 I H589 am the LORD, H3068 your Holy One, H6918 the creator H1254 of Israel, H3478 your King. H4428
16 Thus H3541 saith H559 the LORD, H3068 which maketh H5414 a way H1870 in the sea, H3220 and a path H5410 in the mighty H5794 waters; H4325
17 Which bringeth forth H3318 the chariot H7393 and horse, H5483 the army H2428 and the power; H5808 they shall lie down H7901 together, H3162 they shall not H1077 rise: H6965 they are extinct, H1846 they are quenched H3518 as tow. H6594
18 Remember H2142 ye not H408 the former things, H7223 neither H408 consider H995 the things of old. H6931
19 Behold H2009 , I will do H6213 a new thing; H2319 now H6258 it shall spring forth; H6779 shall ye not H3808 know H3045 it? I will even H637 make H7760 a way H1870 in the wilderness, H4057 and rivers H5104 in the desert. H3452
20 The beast H2416 of the field H7704 shall honor H3513 me , the dragons H8565 and the owls H1323 H3284 : because H3588 I give H5414 waters H4325 in the wilderness, H4057 and rivers H5104 in the desert, H3452 to give drink H8248 to my people, H5971 my chosen. H972
21 This H2098 people H5971 have I formed H3335 for myself ; they shall show forth H5608 my praise. H8416
22 But thou hast not H3808 called upon H7121 me , O Jacob; H3290 but H3588 thou hast been weary H3021 of me , O Israel. H3478
23 Thou hast not H3808 brought H935 me the small cattle H7716 of thy burnt offerings; H5930 neither H3808 hast thou honored H3513 me with thy sacrifices. H2077 I have not H3808 caused thee to serve H5647 with an offering, H4503 nor H3808 wearied H3021 thee with incense. H3828
24 Thou hast bought H7069 me no H3808 sweet cane H7070 with money, H3701 neither H3808 hast thou filled H7301 me with the fat H2459 of thy sacrifices: H2077 but H389 thou hast made me to serve H5647 with thy sins, H2403 thou hast wearied H3021 me with thine iniquities. H5771
25 I H595 , even I, H595 am he H1931 that blotteth out H4229 thy transgressions H6588 for mine own sake, H4616 and will not H3808 remember H2142 thy sins. H2403
26 Put me in remembrance: H2142 let us plead H8199 together: H3162 declare H5608 thou, H859 that H4616 thou mayest be justified. H6663
27 Thy first H7223 father H1 hath sinned, H2398 and thy teachers H3887 have transgressed H6586 against me.
28 Therefore I have profaned H2490 the princes H8269 of the sanctuary, H6944 and have given H5414 Jacob H3290 to the curse, H2764 and Israel H3478 to reproaches. H1421
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×