|
|
1. যিহূদিয়ার প্রেরিতেরা এবং বিশ্বাসী ভাইয়েরা শুনতে পেলেন য়ে অইহুদীরাও ঈশ্বরের শিক্ষা গ্রহণ করেছে৷
|
1. And G1161 the G3588 apostles G652 and G2532 brethren G80 that were G5607 in G2596 Judea G2449 heard G191 that G3754 the G3588 Gentiles G1484 had also G2532 received G1209 the G3588 word G3056 of God G2316 .
|
2. পিতর যখন জেরুশালেমে এলেন, তখন কিছু ইহুদী সম্প্রদায়ের খ্রীষ্ট বিশ্বাসী তাঁর সমালোচনা করতে লাগল৷
|
2. And G2532 when G3753 Peter G4074 was come up G305 to G1519 Jerusalem G2414 , they G3588 that were of G1537 the circumcision G4061 contended G1252 with G4314 him G846 ,
|
3. তারা বলল, ‘দেখ, তুমি যাঁরা ইহুদী নয় এবং যাদের সুন্নত হয় নি তাদের ঘরে গিয়েছিলে, এমনকি সেখানে খাওয়া-দাওয়া করেছিলে!’
|
3. Saying G3004 , Thou wentest in G1525 to G4314 men G435 uncircumcised G203 , and G2532 didst eat with G4906 them G846 .
|
4. তখন পিতর তাদেরকে আগের সব ঘটনা বিস্তারিতভাবে জানিয়ে বললেন,
|
4. But G1161 Peter G4074 rehearsed the matter from the beginning G756 , and expounded G1620 it by order G2517 unto them G846 , saying G3004 ,
|
5. ‘আমি যাফো শহরে প্রার্থনা করছিলাম, সেই সময় ভাবাবিষ্ট অবস্থায় এক দর্শন পেলাম৷ আমি দেখলাম, একটা বড় চাদরের মত কিছু, তার চারটি খুঁট ধরে আকাশ থেকে নামিয়ে দেওয়া হয়েছে৷ তা আমার কাছে এলে
|
5. I G1473 was G2252 in G1722 the city G4172 of Joppa G2445 praying G4336 : and G2532 in G1722 a trance G1611 I saw G1492 a vision G3705 , A certain G5100 vessel G4632 descend G2597 , as it had been G5613 a great G3173 sheet G3607 , let down G2524 from G1537 heaven G3772 by four G5064 corners G746 ; and G2532 it came G2064 even to G891 me G1700 :
|
6. আমি ভালোভাবে লক্ষ্য করে দেখলাম তার মধ্যে ভূচর গৃহপালিত পশু, সকল হিংস্র বন্য জন্তু, সরীসৃপ ও আকাশের পাখিরা আছে৷
|
6. Upon G1519 the which G3739 when I had fastened mine eyes G816 , I considered G2657 , and G2532 saw G1492 fourfooted beasts G5074 of the G3588 earth G1093 , and G2532 wild beasts G2342 , and G2532 creeping things G2062 , and G2532 fowls G4071 of the G3588 air G3772 .
|
7. তখন আমি এক রব শুনতে পেলাম যা আমায় বলছে, ‘পিতর ওঠ, এদের মেরে খাও!’
|
7. And G1161 I heard G191 a voice G5456 saying G3004 unto me G3427 , Arise G450 , Peter G4074 ; slay G2380 and G2532 eat G5315 .
|
8. কিন্তু আমি বললাম, ‘না, প্রভু এ হতে পারে না! কারণ অপবিত্র অশুদ্ধ কোন কিছু কখনও আমি খাই না!’
|
8. But G1161 I said G2036 , Not so G3365 , Lord G2962 : for G3754 nothing G3956 common G2839 or G2228 unclean G169 hath at any time G3763 entered G1525 into G1519 my G3450 mouth G4750 .
|
9. আকাশ থেকে সেই রব দ্বিতীয় বার ভেসে এল, ‘ঈশ্বর যা শুদ্ধ করেছেন তুমি তা অপবিত্র বলো না৷’
|
9. But G1161 the voice G5456 answered G611 me G3427 again G1537 G1208 from G1537 heaven G3772 , What G3739 God G2316 hath cleansed G2511 , that call not thou common G2840 G3361 G4771 .
|
10. এইভাবে তিনবার সেই রব শোনা গেল, পরে সে সব আবার আকাশে টেনে তুলে নেওয়া হল,
|
10. And G1161 this G5124 was done G1096 three times G5151 : and G2532 all G537 were drawn up G385 again G3825 into G1519 heaven G3772 .
|
11. আর আমি য়েখানে ছিলাম সেই বাড়িতে তখনই তিন জন লোক এল৷ তাদের কৈসরিয়া থেকে আমার কাছে পাঠানো হয়েছিল;
|
11. And G2532 , behold G2400 , immediately G1824 there were three G5140 men G435 already come G2186 unto G1909 the G3588 house G3614 where G1722 G3739 I was G2252 , sent G649 from G575 Caesarea G2542 unto G4314 me G3165 .
|
12. আর আত্মা আমায় বললেন, ‘কোনরকম দ্বিধা না করে তুমি ওদের সঙ্গে যাও৷ এই দুজন ভাইও আমার সঙ্গে গিয়েছিলেন; আর আমরা কর্ণীলিয়র বাড়িতে গেলাম৷
|
12. And G1161 the G3588 Spirit G4151 bade G2036 me G3427 go with G4905 them G846 , nothing G3367 doubting G1252 . Moreover G1161 these G3778 six G1803 brethren G80 G2532 accompanied G2064 G4862 me G1698 , and G2532 we entered G1525 into G1519 the G3588 man G435 's house G3624 :
|
13. তিনি কিভাবে একজন স্বর্গদূতকে তাঁর বাড়িতে দাঁড়াতে দেখেছিলেন তা আমাদের জানালেন৷ সেই স্বর্গদূত তাঁকে বললেন, ‘যাফোতে লোকদের পাঠাও; সেখান থেকে শিমোন, যাকে পিতর বলে, তাকে আমন্ত্রণ দিয়ে আনাও৷
|
13. And G5037 he showed G518 us G2254 how G4459 he had seen G1492 an angel G32 in G1722 his G846 house G3624 , which stood G2476 and G2532 said G2036 unto him G846 , Send G649 men G435 to G1519 Joppa G2445 , and G2532 call for G3343 Simon G4613 , whose surname is G1941 Peter G4074 ;
|
14. তিনি এসে য়ে সব কথা বলবেন তারই দ্বারা তুমি ও তোমার গৃহের সকলে উদ্ধার লাভ করবে৷’
|
14. Who G3739 shall tell G2980 thee G4571 words G4487 , whereby G1722 G3739 thou G4771 and G2532 all G3956 thy G4675 house G3624 shall be saved G4982 .
|
15. আমি যখন কথা বলতে শুরু করলাম, পবিত্র আত্মা তখন তাদের ওপর নেমে এলেন, য়েমন শুরুতে আমাদের ওপর এসেছিলেন৷
|
15. And G1161 as I G3165 began G756 to speak G2980 , the G3588 Holy G40 Ghost G4151 fell G1968 on G1909 them G846 , as G5618 G2532 on G1909 us G2248 at G1722 the beginning G746 .
|
16. এরপর প্রভু যা বলেছিলেন তা আমার মনে পড়ল৷ প্রভু যীশু বলেছিলেন, ‘য়োহন জলে বাপ্তাইজ করছেন, কিন্তু তোমরা পবিত্র আত্মায় বাপ্তাইজিত হবে৷’
|
16. Then G1161 remembered G3415 I the G3588 word G4487 of the Lord G2962 , how G5613 that he said G3004 , John G2491 indeed G3303 baptized G907 with water G5204 ; but G1161 ye G5210 shall be baptized G907 with G1722 the Holy G40 Ghost G4151 .
|
17. আমরা প্রভু যীশু খ্রীষ্টকে বিশ্বাস করলে ঈশ্বর আমাদের য়ে দান দিয়েছিলেন, তেমনি তারা বিশ্বাসী হলে ঈশ্বর তাদেরকে সমান বরদান করলেন, সেক্ষেত্রে আমি কি ঈশ্বরের কাজে বাধাদান করতে পারি? না!’
|
17. Forasmuch G1487 then G3767 as God G2316 gave G1325 them G846 the G3588 like G2470 gift G1431 as G5613 he did G2532 unto us G2254 , who believed G4100 on G1909 the G3588 Lord G2962 Jesus G2424 Christ G5547 ; what G5101 was G2252 I , that I could G1415 withstand G2967 God G2316 ?
|
18. ইহুদী বিশ্বাসীরা যখন এই সব কথা শুনল, তারা তর্ক থামিয়ে দিয়ে ঈশ্বরের প্রশংসা করতে করতে বলল, ‘তাহলে আমাদেরই মত অইহুদীদেরও ঈশ্বর জীবন লাভ করার জন্য মন-ফিরানোর সুয়োগ দিলেন!’
|
18. When G1161 they heard G191 these things G5023 , they held their peace G2270 , and G2532 glorified G1392 God G2316 , saying G3004 , Then G686 hath G1065 God G2316 also G2532 to the G3588 Gentiles G1484 granted G1325 repentance G3341 unto G1519 life G2222 .
|
19. স্তিফানের হত্যার পর নির্য়াতন শুরু হয়েছিল, ফলে বিশ্বাসীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছিলেন৷ তাঁদের মধ্যে অনেকে বহুদূর অর্থাত্ ফৈনীকিয়া, কুপ্র ও আন্তিয়খিয়ায় পালিয়ে গিয়ে কেবলমাত্র ইহুদীদের কাছেই সুসমাচার প্রচার করেছিলেন৷
|
19. Now G3767 they which were scattered abroad G1289 G3303 upon G575 the G3588 persecution G2347 that arose G1096 about G1909 Stephen G4736 traveled G1330 as far as G2193 Phoenicia G5403 , and G2532 Cyprus G2954 , and G2532 Antioch G490 , preaching G2980 the G3588 word G3056 to none G3367 but G1508 unto the Jews G2453 only G3440 .
|
20. তাঁদের মধ্যে কয়েকজন বিশ্বাসী কুপ্রীয় ও কুরিণীয় দেশের লোক ছিলেন, যাঁরা আন্তিয়খিয়ায় এসে গ্রীক ভাষাবাদী ইহুদীদের কাছে প্রভু যীশুর সুসমাচার প্রচার করেছিলেন৷
|
20. And G1161 some G5100 of G1537 them G846 were G2258 men G435 of Cyprus G2953 and G2532 Cyrene G2956 , which G3748 , when they were come G1525 to G1519 Antioch G490 , spake G2980 unto G4314 the G3588 Grecians G1675 , preaching G2097 the G3588 Lord G2962 Jesus G2424 .
|
21. প্রভুর পরাক্রম তাঁদের সাথে ছিল, ফলে বহুলোক প্রভু যীশুর ওপর বিশ্বাস করে তাঁর অনুগামী হল৷
|
21. And G2532 the hand G5495 of the Lord G2962 was G2258 with G3326 them G846 : and G5037 a great G4183 number G706 believed G4100 , and turned G1994 unto G1909 the G3588 Lord G2962 .
|
22. জেরুশালেমের বিশ্বাসী মণ্ডলী যখন সেই সংবাদ শুনলেন, তাঁরা বার্ণাবাকে আন্তিয়খিয়ায় পাঠালেন৷
|
22. Then G1161 tidings of these things came G3056 G4012 G846 G191 unto G1519 the G3588 ears G3775 of the G3588 church G1577 which G3588 was in G1722 Jerusalem G2414 : and G2532 they sent forth G1821 Barnabas G921 , that he should go G1330 as far as G2193 Antioch G490 .
|
23. This verse may not be a part of this translation
|
23. Who G3739 , when he came G3854 , and G2532 had seen G1492 the G3588 grace G5485 of God G2316 , was glad G5463 , and G2532 exhorted G3870 them all G3956 , that with purpose G4286 of heart G2588 they would cleave unto G4357 the G3588 Lord G2962 .
|
24. This verse may not be a part of this translation
|
24. For G3754 he was G2258 a good G18 man G435 , and G2532 full G4134 of the Holy G40 Ghost G4151 and G2532 of faith G4102 : and G2532 much G2425 people G3793 was added G4369 unto the G3588 Lord G2962 .
|
25. বার্ণবা শৌলের খোঁজে তার্ষে গেলেন৷
|
25. Then G1161 departed G1831 Barnabas G921 to G1519 Tarsus G5019 , for to seek G327 Saul G4569 :
|
26. সেখানে শৌলের দেখা পেয়ে তিনি তাঁকে আন্তিয়খিয়াতে নিয়ে এলেন৷ তাঁরা সম্পূর্ণ এক বছর বিশ্বাসী সমাবেশে থেকে বহু লোককে শিক্ষা দিলেন৷ আন্তিয়খিয়াতেই অনুগামীরা প্রথম ‘খ্রীষ্টীয়ান’ নামে অভিহিত হলেন৷
|
26. And G2532 when he had found G2147 him G846 , he brought G71 him G846 unto G1519 Antioch G490 . And G1161 it came to pass G1096 , that a whole G3650 year G1763 they G846 assembled themselves G4863 with G1722 the G3588 church G1577 , and G2532 taught G1321 much G2425 people G3793 . And G5037 the G3588 disciples G3101 were called G5537 Christians G5546 first G4412 in G1722 Antioch G490 .
|
27. এই সময কয়েকজন ভাববাদী জেরুশালেম থেকে আন্তিয়খিয়াতে এলেন৷
|
27. And G1161 in G1722 these G5025 days G2250 came G2718 prophets G4396 from G575 Jerusalem G2414 unto G1519 Antioch G490 .
|
28. তাঁদের মধ্যে আগাব নামে এক ভাববাদী উঠে দাঁড়িয়ে পবিত্র আত্মার প্রেরণায় ভাববাণী করলেন য়ে, ‘সারা জগতে এক মহা দুর্ভিক্ষ আসছে৷ লোকদের খাদ্য়ের অভাব হবে৷’ সম্রাট ক্লৌদিয়ের সময় এই দুর্ভিক্ষ হয়েছিল৷
|
28. And G1161 there stood up G450 one G1520 of G1537 them G846 named G3686 Agabus G13 , and signified G4591 by G1223 the G3588 spirit G4151 that there should G3195 be G1510 great G3173 dearth G3042 throughout G1909 all G3650 the G3588 world G3625 : which G3748 G2532 came to pass G1096 in the days of G1909 Claudius G2804 Caesar G2541 .
|
29. প্রত্যেক শিষ্য তাঁদের নিজ-নিজ সার্ময়্থ অনুসারে যিহূদার বিশ্বাসী ভাইয়েদের সাহায্য পাঠাবার জন্য মনস্থির করলেন৷
|
29. Then G1161 the G3588 disciples G3101 , every man G1538 according to G2531 his ability G5100 G2141 , determined G3724 to send G3992 relief G1519 G1248 unto the G3588 brethren G80 which dwelt G2730 in G1722 Judea G2449 :
|
30. তাই তাঁরা বার্ণবা ও শৌলের মাধ্যমে তাঁদের সংগৃহীত অর্থ পাঠিয়ে এই কাজ করলেন৷
|
30. Which G3739 also G2532 they did G4160 , and sent G649 it to G4314 the G3588 elders G4245 by G1223 the hands G5495 of Barnabas G921 and G2532 Saul G4569 .
|