Bible Books

10
:

1. ভবিষ্যতে য়ে সকল উত্‌কৃষ্ট বিষয় আসবে, বিধি-ব্যবস্থা হচ্ছে তারই অস্পষ্ট ছায়া মাত্র৷ বিধি-ব্যবস্থা ঐসব বিষয়ের বাস্তবরূপ নয়৷ তাই যাঁরা ঈশ্বরের উপাসনা করতে আসে, বছর বছর তারা একই রকম বলিদান বারবার করে, কিন্তু বিধি-ব্যবস্থা সেই লোকদের সিদ্ধি দিতে পারে না৷
1. For G1063 the G3588 law G3551 having G2192 a shadow G4639 of good things G18 to come G3195 , and not G3756 the G3588 very G846 image G1504 of the G3588 things G4229 , can G1410 never G3763 with those G846 sacrifices G2378 which G3739 they offered G4374 year by year G2596 G1763 continually G1519 G1336 make the comers thereunto perfect G5048 G3588 G4334 .
2. বিধি-ব্যবস্থা যদি পারত, তবে বলিদান কি শেষ হত না? কারণ যাঁরা উপাসনা করে তারা যদি একবার শুচি হয় তবে তাদের পাপের জন্য নিজেকে আর দোষী ভাববার প্রযোজন নেই৷ কিন্তু বিধি-ব্যবস্থা তা করতে সক্ষম নয়৷
2. For then G1893 would they not G3756 have ceased G3973 G302 to be offered G4374 ? because that the G3588 worshipers G3000 once G530 purged G2508 should have had G2192 no more G2089 G3367 conscience G4893 of sins G266 .
3. ঐসব লোকের বলিদান বছর বছর তাদের পাপের ক্ষমা স্মরণ করিয়ে দেয়,
3. But G235 in G1722 those G846 sacrifices there is a remembrance again G364 made of sins G266 every year G2596 G1763 .
4. কারণ বৃষের কি ছাগের রক্ত পাপ দূর করতে পারে না৷
4. For G1063 it is not possible G102 that the blood G129 of bulls G5022 and G2532 of goats G5131 should take away G851 sins G266 .
5. সেইজন্যই খ্রীষ্ট জগতে আসার সময় বলেছিলেন: ‘তুমি বলিদান নৈবেদ্য চাও নি, কিন্তু আমার জন্য এক দেহ প্রস্তুত করেছ৷
5. Wherefore G1352 when he cometh G1525 into G1519 the G3588 world G2889 , he saith G3004 , Sacrifice G2378 and G2532 offering G4376 thou wouldest G2309 not G3756 , but G1161 a body G4983 hast thou prepared G2675 me G3427 :
6. তুমি হোমে পাপার্থক বলিদান উত্‌সর্গে প্রীত নও৷
6. In burnt offerings G3646 and G2532 sacrifices for G4012 sin G266 thou hast had no pleasure G2106 G3756 .
7. এরপর তিনি বললেন, ‘এই আমি! শাস্ত্রে আমার বিষয়ে য়েমন লেখা আছে, হে ঈশ্বর দেখ, আমি তোমার ইচ্ছা পূর্ণ করতেই এসেছি৷’গীতসংহিতা 40:6-8
7. Then G5119 said G2036 I, Lo G2400 , I come G2240 ( in G1722 the volume G2777 of the book G975 it is written G1125 of G4012 me,) to G1700 do G4160 thy G4675 will G2307 , O God G2316 .
8. প্রথমে তিনি বললেন, ‘বলিদান, নৈবেদ্য, হোমবলি পাপার্থক বলি তুমি চাও নি; আর তাতে তুমি প্রীত হও নি৷’ যদিও সেইসব বিধি-ব্যবস্থা অনুসারে উত্‌সর্গ করা হয়৷
8. Above G511 when he said G3004 , Sacrifice G2378 and G2532 offering G4374 and G2532 burnt offerings G3646 and G2532 offering for G4012 sin G266 thou wouldest G2309 not G3756 , neither G3761 hadst pleasure G2106 therein ; which G3748 are offered G4376 by G2596 the G3588 law G3551 ;
9. এরপর তিনি বললেন, ‘দেখো, আমি তোমার ইচ্ছা পালন করবার জন্যই এসেছি৷’ তিনি দ্বিতীয়টি প্রবর্তন করার জন্য প্রথমটিকে বাতিল করতে এসেছেন৷
9. Then G5119 said G2046 he, Lo G2400 , I come G2240 to do G4160 thy G4675 will G2307 , O God G2316 . He taketh away G337 the G3588 first G4413 , that G2443 he may establish G2476 the G3588 second G1208 .
10. ঈশ্বরের ইচ্ছানুসারেই তিনি এই কাজ সমাপ্ত করেছেন৷ এইজন্যই খ্রীষ্ট তাঁর দেহ একবারেই চিরকালের জন্য উত্‌সর্গ করেছেন যাতে আমরা চিরকালের জন্য পবিত্র হই৷
10. By G1722 the which G3739 will G2307 we are G2070 sanctified G37 through G1223 the G3588 offering G4376 of the G3588 body G4983 of Jesus G2424 Christ G5547 once G2178 for all.
11. প্রত্যেক যাজক প্রত্যেকদিন দাঁড়িয়ে ঈশ্বরের সেবা করেন তাঁরা বারবার সেই একই বলি উত্‌সর্গ করেন৷ কিন্তু তাদের বলিদান কখনও পাপ দূর করতে পারে না৷
11. And G2532 every G3956 G3303 priest G2409 standeth G2476 daily G2596 G2250 ministering G3008 and G2532 offering G4374 oftentimes G4178 the G3588 same G846 sacrifices G2378 , which G3748 can G1410 never G3763 take away G4014 sins G266 :
12. খ্রীষ্ট পাপের জন্য একটি বলিদান উত্‌সর্গ করলেন যা সকল সময়ের জন্য যথেষ্ট৷ তারপর তিনি ঈশ্বরের দক্ষিণ পাশে বসলেন৷
12. But G1161 this man G846 , after he had offered G4374 one G3391 sacrifice G2378 for G5228 sins G266 forever G1519 G1336 , sat down G2523 on G1722 the right hand G1188 of God G2316 ;
13. তাঁর শত্রুদের মাথা তাঁর পায়ের নীচে অবনত না হওয়া পর্যন্ত এখন তিনি সেখানে অপেক্ষা করছেন৷
13. From henceforth G3063 expecting G1551 till G2193 his G846 enemies G2190 be made G5087 his footstool G5286 G846 G4228 .
14. তিনি একটি বলিদান উত্‌সর্গ করে চিরকালের জন্য তাঁর লোকেদের নিখুঁত করেছেন৷ তারাই সেই লোক যাদের পবিত্র করা হয়েছে৷
14. For G1063 by one G3391 offering G4376 he hath perfected G5048 forever G1519 G1336 them that are sanctified G37 .
15. পবিত্র আত্মাও আমাদের কাছে বিষয়ে সাক্ষ্য দিচ্ছেন৷ প্রথমে তিনি বলেন:
15. Whereof G1161 the G3588 Holy G40 Ghost G4151 also G2532 is a witness G3140 to us G2254 : for G1063 after G3326 that he had said before G4280 ,
16. ‘ঐ সময়ের পর প্রভু বলেছেন, আমি তাদের সঙ্গে এই চুক্তি করব৷ আমি তাদের হৃদয়ে আমার নিয়মগুলো গেঁথে দেব, আর তাদের মনে আমি তা লিখে দেব৷’যিরমিয় 31:33
16. This G3778 is the G3588 covenant G1242 that G3739 I will make G1303 with G4314 them G846 after G3326 those G1565 days G2250 , saith G3004 the Lord G2962 , I will put G1325 my G3450 laws G3551 into G1909 their G846 hearts G2588 , and G2532 in G1909 their G846 minds G1271 will I write G1924 them G846 ;
17. এরপর তিনি বলেন: ‘আমি তাদের সব পাপ অধর্ম আর কখনও মনে রাখবো না৷’ যিরমিয় 31:34
17. And G2532 their G846 sins G266 and G2532 iniquities G458 will I remember G3415 no more G3364 G2089 .
18. তাই একবার যখন সেইসব পাপ ক্ষমা করা হল, তখন পাপের জন্য বলিদান উত্‌সর্গকরার আর কোন প্রযোজন নেই৷
18. Now G1161 where G3699 remission G859 of these G5130 is, there is no more G3765 offering G4376 for G4012 sin G266 .
19. তাই আমার ভাই বোনেরা, মহাপবিত্রস্থানে প্রবেশ করার সম্পূর্ণ স্বাধীনতা আমাদের আছে৷ যীশুর রক্তের গুণে আমরা নির্ভীকতার সঙ্গে সেখানে প্রবেশ করতে পারি৷
19. Having G2192 therefore G3767 , brethren G80 , boldness G3954 to enter into G1519 G1529 the G3588 holiest G39 by G1722 the G3588 blood G129 of Jesus G2424 ,
20. খ্রীষ্ট এই নতুন পথ একটি পর্দার মধ্য দিয়ে অর্থাত্ তাঁর দেহের মধ্য দিয়ে আমাদের জন্য খুলে দিয়েছেন৷ এক জীবন্ত পথ৷ এই নতুন পথে আমরা পর্দার মধ্য দিয়ে অর্থাত্ খ্রীষ্টের দেহের মধ্য দিয়ে ঈশ্বরের সামনে উপস্থিত হতে পারি৷
20. By a new G4372 and G2532 living G2198 way G3598 , which G3739 he hath consecrated G1457 for us G2254 , through G1223 the G3588 veil G2665 , that is to say G5123 , his G848 flesh G4561 ;
21. তাই আমাদের এক মহান যাজক রয়েছেন যিনি ঈশ্বরের গৃহের ওপর কর্তৃত্ত্ব করেন৷
21. And G2532 having a high G3173 priest G2409 over G1909 the G3588 house G3624 of God G2316 ;
22. আমাদের শুচি করা হয়েছে দোষী বিবেকের হাত থেকে মুক্ত করা হয়েছে৷ আমাদের দেহকে শুচিশুদ্ধ জলে ধৌত করা হয়েছে৷ তাই এস, আমরা শুদ্ধ হৃদয়ে বিশ্বাসের কৃত নিশ্চয়তায় ঈশ্বরের সামনে হাজির হই৷
22. Let us draw near G4334 with G3326 a true G228 heart G2588 in G1722 full assurance G4136 of faith G4102 , having our hearts G2588 sprinkled G4472 from G575 an evil G4190 conscience G4893 , and G2532 our bodies G4983 washed G3068 with pure G2513 water G5204 .
23. তাই এস, আমরা আমাদের প্রত্যাশাকে দৃঢ়ভাবে অবলম্বন করে থাকি এবং অপরের কাছে তাকে জানাতে ব্যর্থ না হই৷ আমরা ঈশ্বরের ওপর নির্ভর করতে পারি য়ে, তিনি যা প্রতিশ্রুতি দিয়েছেন তা তিনি পূরণ করবেন৷
23. Let us hold fast G2722 the G3588 profession G3671 of our faith G1680 without wavering G186 ; ( for G1063 he is faithful G4103 that promised G1861 ;)
24. আমাদের উচিত একে অপরের বিষয়ে চিন্তা করা, য়েন ভালবাসতে সত্ কাজ করতে পরস্পরকে উত্‌সাহ দান করতে পারি৷
24. And G2532 let us consider G2657 one another G240 to provoke unto G1519 G3948 love G26 and G2532 to good G2570 works G2041 :
25. আমরা য়েন একত্র সমবেত হওয়ার অভ্য়াস ত্যাগ না করি, য়েমন কেউ কেউ সেইরকম করছে৷ কিন্তু এস, আমরা পরস্পরকে উত্‌সাহ চেতনা দিই৷ তোমরা যতই সেই দিন এগিয়ে আসতে দেখছ, ততই বিষয়ে আরো বেশী করে উদ্য়োগী হও৷
25. Not G3361 forsaking G1459 the G3588 assembling of ourselves together G1997 G1438 , as G2531 the manner G1485 of some G5100 is ; but G235 exhorting G3870 one another : and G2532 so much G5118 the more G3123 , as G3745 ye see G991 the G3588 day G2250 approaching G1448 .
26. সত্যের জ্ঞানলাভের পর যদি আমরা ইচ্ছাকৃতভাবে পাপ করে চলি, তবে সেই পাপের জন্য বলিদান উত্‌সর্গ করার মতো আর কিছু অবশিষ্ট থাকে না৷
26. For G1063 if we G2257 sin G264 willfully G1596 after that we have received G2983 the G3588 knowledge G1922 of the G3588 truth G225 , there remaineth G620 no more G3765 sacrifice G2378 for G4012 sins G266 ,
27. আমরা যদি পাপ করেই চলি তবে বিচারের জন্য সেই ভয়ঙ্কর প্রতীক্ষা আর প্রচণ্ড ক্রোধাগ্নি সমস্ত ঈশ্বর বিরোধীকে গ্রাস করবে৷
27. But G1161 a certain G5100 fearful G5398 looking for G1561 of judgment G2920 and G2532 fiery G4442 indignation G2205 , which shall G3195 devour G2068 the G3588 adversaries G5227 .
28. কেউ যদি মোশির দেওয়া বিধি-ব্যবস্থা লঙঘন করতো তবে দুজন কিংবা তিনজন সাক্ষীর সাক্ষ্য প্রমাণে নিষ্ঠুরভাবে তাকে হত্যা করা হত, তাকে ক্ষমা করা হত না৷
28. He G5100 that despised G114 Moses G3475 ' law G3551 died G599 without G5565 mercy G3628 under G1909 two G1417 or G2228 three G5140 witnesses G3144 :
29. ভেবে দেখো, য়ে লোক ঈশ্বরের পুত্রকে ঘৃণা করেছে, চুক্তির য়ে রক্তের মাধ্যমে সে শুচি হয়েছিল তা তুচ্ছ করেছে, আর যিনি অনুগ্রহ করেন সেই অনুগ্রহের আত্মাকে অপমান করেছে - হ্যাঁ, নতুন চুক্তির রক্তকে য়ে অবমাননা করেছে সেই ব্যক্তির কতোই না ঘোরতর শাস্তি হওয়া উচিত৷
29. Of how much G4214 sorer G5501 punishment G5098 , suppose G1380 ye , shall he be thought worthy G515 , who hath trodden under foot G2662 the G3588 Son G5207 of God G2316 , and G2532 hath counted G2233 the G3588 blood G129 of the G3588 covenant G1242 , wherewith G1722 G3739 he was sanctified G37 , an unholy thing G2839 , and G2532 hath done despite G1796 unto the G3588 Spirit G4151 of grace G5485 ?
30. আমরা জানি, ঈশ্বর বলেন, ‘যাঁরা মন্দ কাজ করে, তাদের আমি শাস্তি দেব; তাদের প্রতিফল দেব৷’ ঈশ্বর আবার বলেছেন, ‘প্রভু তাঁর লোকদের বিচার করবেন৷’
30. For G1063 we know G1492 him that hath said G2036 , Vengeance G1557 belongeth unto me G1698 , I G1473 will recompense G467 , saith G3004 the Lord G2962 . And G2532 again G3825 , The Lord G2962 shall judge G2919 his G848 people G2992 .
31. জীবন্ত ঈশ্বরের হাতে গড়া পাপী মানুষের পক্ষে কি ভয়ঙ্কর বিষয়৷
31. It is a fearful thing G5398 to fall G1706 into G1519 the hands G5495 of the living G2198 God G2316 .
32. সেই আগের দিনগুলির কথা মনে করে দেখ, প্রথমে যখন তোমরা সত্য গ্রহণ করলে, তখন তোমাদের অনেক কষ্ট দুঃখভোগ করতে হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও তোমরা বেশ অটল ছিলে৷
32. But G1161 call to remembrance G363 the G3588 former G4386 days G2250 , in G1722 which G3739 , after ye were illuminated G5461 , ye endured G5278 a great G4183 fight G119 of afflictions G3804 ;
33. কখনও কখনও লোকেরা প্রকাশ্যে তোমাদের বিদ্রূপ করেছে অনেক লোকের সামনে তোমাদের নির্যাতিত হতে হয়েছে৷ কখনও অন্য়ের ওপর তোমাদের মতো নির্য়াতন হচ্ছে দেখে তোমরা তাদের প্রতি সহানুভূতি দেখিয়েছ৷
33. Partly G5124 G3303 , whilst ye were made a gazingstock G2301 both G5037 by reproaches G3680 and G2532 afflictions G2347 ; and G1161 partly G5124 , whilst ye became G1096 companions G2844 of them that were so used G390 G3779 .
34. যাঁরা কারাগারে বন্দী ছিল, তোমরা তাদের সাহায্য করেছ তাদের দুঃখভোগের অংশ নিয়েছ৷ তোমাদের সম্পত্তি লুঠ করে নিলেও তোমরা আনন্দ করেছ, কারণ তোমরা জানতে য়ে এসব থেকে উত্‌কৃষ্ট চিরস্থাযী এক সম্পদ তোমাদের জন্য আছে৷
34. For G1063 ye had compassion G4834 G2532 of me in my G3450 bonds G1199 , and G2532 took G4327 joyfully G3326 G5479 the G3588 spoiling G724 of your G5216 goods G5224 , knowing G1097 in G1722 yourselves G1438 that ye have G2192 in G1722 heaven G3772 a better G2909 and G2532 an enduring G3306 substance G5223 .
35. তাই অতীতে তোমাদের য়ে সাহস ছিল তা হারিও না, কারণ সেই সাহস তোমাদের জন্য মহাপুরস্কার নিয়ে আসবে৷
35. Cast not away G577 G3361 therefore G3767 your G5216 confidence G3954 , which G3748 hath G2192 great G3173 recompense of reward G3405 .
36. তোমাদের ধৈর্য্য ধরতে হবে, ঈশ্বরের ইচ্ছা পালন করার পর তোমরা তাঁর প্রতিশ্রুতি অনুসারে ফল লাভ করবে৷
36. For G1063 ye have G2192 need G5532 of patience G5281 , that G2443 , after ye have done G4160 the G3588 will G2307 of God G2316 , ye might receive G2865 the G3588 promise G1860 .
37. কারণ এখন থেকে অল্প সময়ের মধ্যে, ‘য়াঁর আসবার কথা আছে তিনি আসবেন, তিনি দেরী করবেন না৷
37. For G1063 yet G2089 , a little while G3397 G3745 G3745 , and he that shall come G2064 will come G2240 , and G2532 will not G3756 tarry G5549 .
38. আমার দৃষ্টিতে যাদের ধার্মিক প্রতিপন্ন করেছি তারা বিশ্বাসের ফলেই বেঁচে থাকবে, কিন্তু সে যদি ভয়ে বিশ্বাস থেকে সরে যায় তবে আমি তার প্রতি সন্তুষ্ট হব না৷’হববকূক 2:3-4
38. Now G1161 the G3588 just G1342 shall live G2198 by G1537 faith G4102 : but G2532 if G1437 any man draw back G5288 , my G3450 soul G5590 shall have no pleasure G2106 G3756 in G1722 him G846 .
39. কিন্তু আমরা এমন লোক নই যাঁরা বিশ্বাস থেকে সরে গিয়ে ধ্বংস হয়ে যায়, বরং আমরা সেই রকম লোক যাঁরা বিশ্বাসে রক্ষা পায়৷
39. But G1161 we G2249 are G2070 not G3756 of them who draw back G5289 unto G1519 perdition G684 ; but G235 of them that believe G4102 to the saving G1519 G4047 of the soul G5590 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×