|
|
1. আদিতে বাক্য ছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন৷
|
1. In G1722 the beginning G746 was G2258 the G3588 Word G3056 , and G2532 the G3588 Word G3056 was G2258 with G4314 God G2316 , and G2532 the G3588 Word G3056 was G2258 God G2316 .
|
2. সেই বাক্য আদিতে ঈশ্বরের সঙ্গে ছিলেন৷
|
2. The same G3778 was G2258 in G1722 the beginning G746 with G4314 God G2316 .
|
3. তাঁর মাধ্যমেই সব কিছুর সৃষ্টি হয়েছিল এবং এর মধ্যে তাঁকে ছাড়া কোন কিছুরই সৃষ্টি হয় নি৷
|
3. All things G3956 were made G1096 by G1223 him G846 ; and G2532 without G5565 him G846 was not G3761 any thing G1520 made G1096 that G3739 was made G1096 .
|
4. তাঁর মধ্যে জীবন ছিল; আর সেই জীবন জগতের মানুষের কাছে আলো নিয়ে এল৷
|
4. In G1722 him G846 was G2258 life G2222 ; and G2532 the G3588 life G2222 was G2258 the G3588 light G5457 of men G444 .
|
5. সেই আলো অন্ধকারের মাঝে উজ্জ্বল হয়ে উঠল; আর অন্ধকার সেই আলোকে জয় করতে পারে নি৷
|
5. And G2532 the G3588 light G5457 shineth G5316 in G1722 darkness G4653 ; and G2532 the G3588 darkness G4653 comprehended G2638 it G846 not G3756 .
|
6. একজন লোক এলেন তাঁর নাম য়োহন; ঈশ্বর তাঁকে পাঠিয়েছিলেন৷
|
6. There was G1096 a man G444 sent G649 from G3844 God G2316 , whose G846 name G3686 was John G2491 .
|
7. তিনি সেই আলোর বিষয়ে সাক্ষ্য দেবার জন্য সাক্ষী রূপে এলেন; যাতে তাঁর মাধ্যমে সকল লোক সেই আলোর কথা শুনে বিশ্বাস করতে পারে৷
|
7. The same G3778 came G2064 for G1519 a witness G3141 , to G2443 bear witness G3140 of G4012 the G3588 Light G5457 , that G2443 all G3956 men through G1223 him G846 might believe G4100 .
|
8. য়োহন নিজে সেই আলো ছিলেন না; কিন্তু তিনি এসেছিলেন যাতে লোকদের কাছে সেই আলোর বিষয়ে সাক্ষ্য দিতে পারেন৷
|
8. He G1565 was G2258 not G3756 that Light G5457 , but G235 was sent to G2443 bear witness G3140 of G4012 that Light G5457 .
|
9. প্রকৃত য়ে আলো, তা সকল মানুষকে আলোকিত করতে পৃথিবীতে আসছিলেন৷
|
9. That was G2258 the G3588 true G228 Light G5457 , which G3739 lighteth G5461 every G3956 man G444 that cometh G2064 into G1519 the G3588 world G2889 .
|
10. সেই বাক্য জগতে ছিল এবং এই জগত তাঁর দ্বারাই সৃষ্ট হয়েছিল; কিন্তু জগত তাঁকে চিনতে পারে নি৷
|
10. He was G2258 in G1722 the G3588 world G2889 , and G2532 the G3588 world G2889 was made G1096 by G1223 him G846 , and G2532 the G3588 world G2889 knew G1097 him G846 not G3756 .
|
11. য়ে জগত তাঁর নিজস্ব সেখানে তিনি এলেন, কিন্তু তাঁর নিজের লোকেরাই তাঁকে গ্রহণ করল না৷
|
11. He came G2064 unto G1519 his own G2398 , and G2532 his own G2398 received G3880 him G846 not G3756 .
|
12. কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল৷ যাঁরা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন৷
|
12. But G1161 as many as G3745 received G2983 him G846 , to them G846 gave G1325 he power G1849 to become G1096 the sons G5043 of God G2316 , even to them that believe G4100 on G1519 his G846 name G3686 :
|
13. ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোন শিশুর মতো জন্ম গ্রহণ করে নি৷ মা-বাবার দৈহিক কামনা-বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম৷
|
13. Which G3739 were born G1080 , not G3756 of G1537 blood G129 , nor G3761 of G1537 the will G2307 of the flesh G4561 , nor G3761 of G1537 the will G2307 of man G435 , but G235 of G1537 God G2316 .
|
14. বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন৷ পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর য়ে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি৷ সেবাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন৷
|
14. And G2532 the G3588 Word G3056 was made G1096 flesh G4561 , and G2532 dwelt G4637 among G1722 us G2254 , ( and G2532 we beheld G2300 his G846 glory G1391 , the glory G1391 as G5613 of the only begotten G3439 of G3844 the Father G3962 ,) full G4134 of grace G5485 and G2532 truth G225 .
|
15. য়োহন তাঁর সম্পর্কে মানুষকে বললেন, ‘ইনিই তিনি য়াঁর সম্বন্ধে আমি বলেছি৷ ‘যিনি আমার পরে আসছেন, তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷”
|
15. John G2491 bare witness G3140 of G4012 him G846 , and G2532 cried G2896 , saying G3004 , This G3778 was G2258 he of whom G3739 I spake G2036 , He that cometh G2064 after G3694 me G3450 is preferred G1096 before G1715 me G3450 : for he G3754 was G2258 before G4413 me G3450 .
|
16. সেই বাক্য অনুগ্রহ ও সত্যে পূর্ণ ছিলেন৷ আমরা সকলে তাঁর থেকে অনুগ্রহের ওপর অনুগ্রহ পেয়েছি৷
|
16. And G2532 of G1537 his G846 fullness G4138 have all G3956 we G2249 received G2983 , and G2532 grace G5485 for G473 grace G5485 .
|
17. কারণ মোশির মাধ্যমে বিধি-ব্যবস্থা দেওযা হয়েছিল, কিন্তু অনুগ্রহ ও সত্যের পথ যীশু খ্রীষ্টের মাধ্যমে এসেছে৷
|
17. For G3754 the G3588 law G3551 was given G1325 by G1223 Moses G3475 , but grace G5485 and G2532 truth G225 came G1096 by G1223 Jesus G2424 Christ G5547 .
|
18. ঈশ্বরকে কেউ কখনও দেখেনি; কিন্তু একমাত্র পুত্র, যিনি পিতার কাছে থাকেন, তিনিই তাঁকে প্রকাশ করেছেন৷
|
18. No man G3762 hath seen G3708 God G2316 at any time G4455 ; the G3588 only begotten G3439 Son G5207 , which is G5607 in G1519 the G3588 bosom G2859 of the G3588 Father G3962 , he G1565 hath declared G1834 him.
|
19. জেরুশালেমের ইহুদীরা কয়েকজন যাজক ও লেবীয়কে য়োহনের কাছে পাঠালেন৷ তাঁরা এসে য়োহনকে জিজ্ঞেস করলেন, ‘আপনি কে?’
|
19. And G2532 this G3778 is G2076 the G3588 record G3141 of John G2491 , when G3753 the G3588 Jews G2453 sent G649 priests G2409 and G2532 Levites G3019 from G1537 Jerusalem G2414 to G2443 ask G2065 him G846 , Who G5101 art G1488 thou G4771 ?
|
20. য়োহন একথার জবাব খোলাখুলিভাবেই দিলেন; তিনি উত্তর দিতে অস্বীকার করলেন না৷ তিনি স্পষ্টভাবে স্বীকার করলেন, ‘আমি সেই খ্রীষ্ট নই৷’
|
20. And G2532 he confessed G3670 , and G2532 denied G720 not G3756 ; but G2532 confessed G3670 , I G1473 am G1510 not G3756 the G3588 Christ G5547 .
|
21. তখন তাঁরা তাঁকে জিজ্ঞেস করলেন, ‘তাহলে আপনি কে? আপনি কি এলিয়?’ য়োহন বললেন, ‘না, আমি এলিয় নই৷’ ইহুদীরা জিজ্ঞেস করলেন, ‘তবে আপনি কি সেই ভাববাদী?’ য়োহন এর জবাবে বললেন, ‘না৷’
|
21. And G2532 they asked G2065 him G846 , What G5101 then G3767 ? Art G1488 thou G4771 Elijah G2243 ? And G2532 he saith G3004 , I am G1510 not G3756 . Art G1488 thou G4771 that Prophet G4396 ? And G2532 he answered G611 , No G3756 .
|
22. তখন তাঁরা বললেন, ‘তাহলে আপনি কে? আমাদের বলুন যাতে যাঁরা আমাদের পাঠিয়েছে তাদের জবাব দিতে পারি৷ আপনার নিজের বিষয়ে আপনি কি বলেন?’
|
22. Then G3767 said G2036 they unto him G846 , Who G5101 art G1488 thou? that G2443 we may give G1325 an answer G612 to them that sent G3992 us G2248 . What G5101 sayest G3004 thou of G4012 thyself G4572 ?
|
23. ভাববাদী যিশাইয় যা বলেছিলেন তা উল্লেখ করে য়োহন বললেন, ‘আমি তাঁর রব, যিনি মরু প্রান্তরে চিত্কার করে বলছেন, ‘তোমার প্রভুর জন্য পথ সোজা কর!” যিশাইয় 40:3
|
23. He said G5346 , I G1473 am the voice G5456 of one crying G994 in G1722 the G3588 wilderness G2048 , Make straight G2116 the G3588 way G3598 of the Lord G2962 , as G2531 said G2036 the G3588 prophet G4396 Isaiah G2268 .
|
24. যাদের পাঠানো হয়েছিল তাদের মধ্যে কিছু ফরীশী সম্প্রদায়ের লোক ছিল৷
|
24. And G2532 they which were sent G649 were G2258 of G1537 the G3588 Pharisees G5330 .
|
25. তাঁরা য়োহনকে বললেন, ‘আপনি যদি সেই খ্রীষ্ট নন, এলিয় নন, ভাববাদীও নন, তাহলে আপনি বাপ্তাইজ করছেন কেন?’
|
25. And G2532 they asked G2065 him G846 , and G2532 said G2036 unto him G846 , Why G5101 baptizest G907 thou then G3767 , if G1487 thou G4771 be G1488 not G3756 that Christ G5547 , nor G3777 Elijah G2243 , neither G3777 that prophet G4396 ?
|
26. এর উত্তরে য়োহন বললেন, ‘আমি জলে বাপ্তাইজ করছি৷ তোমাদের মধ্যে একজন দাঁড়িয়ে আছেন য়াঁকে তোমরা চেন না৷
|
26. John G2491 answered G611 them G846 , saying G3004 , I G1473 baptize G907 with G1722 water G5204 : but G1161 there standeth G2476 one among G3319 you G5216 , whom G3739 ye G5210 know G1492 not G3756 ;
|
27. তিনিই সেই লোক যিনি আমার পরে আসছেন৷ আমি তাঁর পায়ের চটির ফিতে খোলবার য়োগ্য নই৷’
|
27. He G846 it is G2076 , who coming G2064 after G3694 me G3450 is preferred G1096 before G1715 me G3450 , whose G3739 shoe G5266 's latchet G2438 I G1473 am G1510 not G3756 worthy G514 to G2443 unloose G3089 G846 .
|
28. যর্দন নদীর অপর পারে বৈথনিযাতে য়েখানে য়োহন লোকেদের বাপ্তাইজ করছিলেন, সেইখানে এইসব ঘটেছিল৷
|
28. These things G5023 were done G1096 in G1722 Bethabara G962 beyond G4008 Jordan G2446 , where G3699 John G2491 was G2258 baptizing G907 .
|
29. পরের দিন য়োহন যীশুকে তাঁর দিকে আসতে দেখে বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক, যিনি জগতের পাপরাশি বহন করে নিয়ে যান!
|
29. The G3588 next day G1887 John G2491 seeth G991 Jesus G2424 coming G2064 unto G4314 him G846 , and G2532 saith G3004 , Behold G2396 the G3588 Lamb G286 of God G2316 , which taketh away G142 the G3588 sin G266 of the G3588 world G2889 .
|
30. ইনিই সেই লোক, য়াঁর বিষয়ে আমি বলেছিলাম, ‘আমার পরে একজন আসছেন, কিন্তু তিনি আমার থেকে মহান, কারণ তিনি আমার অনেক আগে থেকেই আছেন৷’
|
30. This G3778 is G2076 he of G4012 whom G3739 I G1473 said G2036 , After G3694 me G3450 cometh G2064 a man G435 which G3739 is preferred G1096 before G1715 me G3450 : for G3754 he was G2258 before G4413 me G3450 .
|
31. এমনকি আমিও তাঁকে চিনতাম না, কিন্তু ইস্রায়েলীয়রা য়েন তাঁকে খ্রীষ্ট বলে চিনতে পারে এইজন্য আমি এসে তাদের জলে বাপ্তাইজ করছি৷’
|
31. And I G2504 knew G1492 him G846 not G3756 : but G235 that G2443 he should be made manifest G5319 to Israel G2474 , therefore G1223 G5124 am I G1473 come G2064 baptizing G907 with G1722 water G5204 .
|
32. This verse may not be a part of this translation
|
32. And G2532 John G2491 bare record G3140 , saying G3004 , I saw G2300 the G3588 Spirit G4151 descending G2597 from G1537 heaven G3772 like G5616 a dove G4058 , and G2532 it abode G3306 upon G1909 him G846 .
|
33. This verse may not be a part of this translation
|
33. And I G2504 knew G1492 him G846 not G3756 : but G235 he that sent G3992 me G3165 to baptize G907 with G1722 water G5204 , the same G1565 said G2036 unto me G3427 , Upon G1909 whom G3739 G302 thou shalt see G1492 the G3588 Spirit G4151 descending G2597 , and G2532 remaining G3306 on G1909 him G846 , the same G3778 is G2076 he which baptizeth G907 with G1722 the Holy G40 Ghost G4151 .
|
34. আমি তা দেখেছি আর তাই আমি লোকেদের বলি, ‘য়ে তিনিই ঈশ্বরের পুত্র৷”
|
34. And I G2504 saw G3708 , and G2532 bare record G3140 that G3754 this G3778 is G2076 the G3588 Son G5207 of God G2316 .
|
35. পরদিন য়োহন তাঁর দুজন শিষ্য়ের সঙ্গে আবার সেখানে এলেন৷
|
35. Again G3825 the G3588 next day after G1887 John G2491 stood G2476 , and G2532 two G1417 of G1537 his G846 disciples G3101 ;
|
36. যীশুকে সেখান দিয়ে য়েতে দেখে তিনি বললেন, ‘ঐ দেখ, ঈশ্বরের মেষশাবক!’
|
36. And G2532 looking upon G1689 Jesus G2424 as he walked G4043 , he saith G3004 , Behold G2396 the G3588 Lamb G286 of God G2316 !
|
37. তাঁর সেই দুজন শিষ্য য়োহনের কথা শুনে যীশুর অনুসরণ করতে লাগলেন৷
|
37. And G2532 the G3588 two G1417 disciples G3101 heard G191 him G846 speak G2980 , and G2532 they followed G190 Jesus G2424 .
|
38. যীশু পিছন ফিরে সেই দুজনকে অনুসরণ করতে দেখে, তাঁদের জিজ্ঞেস করলেন, ‘তোমরা কি চাও?’ তাঁরা যীশুকে বললেন, ‘রব্বি, আপনি কোথায় থাকেন?’ (‘রব্বি’ কথাটির অর্থ ‘গুরু৷’)
|
38. Then G1161 Jesus G2424 turned G4762 , and G2532 saw G2300 them G846 following G190 , and saith G3004 unto them G846 , What G5101 seek G2212 ye G1161 ? They said G2036 unto him G846 , Rabbi G4461 , ( which G3739 is to say G3004 , being interpreted G2059 , Master G1320 ,) where G4226 dwellest G3306 thou?
|
39. যীশু তাঁদের বললেন, ‘এস দেখবে৷’ তখন তাঁরা গিয়ে দেখলেন তিনি কোথায় থাকেন৷ আর সেই দিনের বাকি সময়টা তাঁরা যীশুর কাছে কাটালেন৷ তখন সময় ছিল প্রায় বিকাল চারটে৷
|
39. He saith G3004 unto them G846 , Come G2064 and G2532 see G1492 . They came G2064 and G2532 saw G1492 where G4226 he dwelt G3306 , and G2532 abode G3306 with G3844 him G846 that G1565 day G2250 : for G1161 it was G2258 about G5613 the tenth G1182 hour G5610 .
|
40. য়োহনের কথা শুনে য়ে দুজন লোক যীশুর পিছনে পিছনে গিয়েছিলেন, তাঁদের মধ্যে একজন হচ্ছেন শিমোন পিতরের ভাই আন্দরিয়৷
|
40. One G1520 of G1537 the G3588 two G1417 which heard G191 John G2491 speak, and G2532 followed G190 him G846 , was G2258 Andrew G406 , Simon G4613 Peter G4074 's brother G80 .
|
41. আন্দরিয় সঙ্গে সঙ্গে তাঁর ভাই শিমোনের দেখা পেয়ে তাকে বললেন, ‘আমরা মশীহের দেখা পেয়েছি৷’ ‘মশীহ’ কথাটির অর্থ ‘খ্রীষ্ট৷’
|
41. He G3778 first G4413 findeth G2147 his own G2398 brother G80 Simon G4613 , and G2532 saith G3004 unto him G846 , We have found G2147 the G3588 Messiah G3323 , which is G3603 , being interpreted G3177 , the G3588 Christ G5547 .
|
42. আন্দরিয়, শিমোন পিতরকে যীশুর কাছে নিয়ে এলেন৷ যীশু তাঁর দিকে তাকিয়ে বললেন, ‘তুমি য়োহনের ছেলে শিমোন, তোমাকে কৈফা বলে ডাকা হবে৷’ ‘কৈফা’ কথাটির অর্থ ‘পিতর৷’
|
42. And G2532 he brought G71 him G846 to G4314 Jesus G2424 . And G1161 when Jesus G2424 beheld G1689 him G846 , he said G2036 , Thou G4771 art G1488 Simon G4613 the G3588 son G5207 of Jona G2495 : thou G4771 shalt be called G2564 Cephas G2786 , which G3739 is by interpretation G2059 , A stone G4074 .
|
43. পরের দিন যীশু গালীলে যাবেন বলে ঠিক করলেন৷ সেখানে তিনি ফিলিপের দেখা পেয়ে তাঁকে বললেন, ‘আমার অনুসরণ কর৷’
|
43. The G3588 day following G1887 Jesus G2424 would G2309 go forth G1831 into G1519 Galilee G1056 , and G2532 findeth G2147 Philip G5376 , and G2532 saith G3004 unto him G846 , Follow G190 me G3427 .
|
44. আন্দরিয় ও পিতর য়ে অঞ্চলে থাকতেন ফিলিপ ছিলেন, সেই বৈত্সৈদার লোক৷
|
44. Now G1161 Philip G5376 was G2258 of G575 Bethsaida G966 , the G3588 city G4172 of Andrew G406 and G2532 Peter G4074 .
|
45. ফিলিপ এবার নথনেলকে দেখতে পেয়ে বললেন, ‘আমরা এমন একজনের দেখা পেয়েছি যার কথা মোশি ও ভাববাদীরা বিধি-ব্যবস্থায় লিখে রেখে গেছেন৷ তিনি নাসরত্ নিবাসী য়োষেফের ছেলে যীশু৷’
|
45. Philip G5376 findeth G2147 Nathanael G3482 , and G2532 saith G3004 unto him G846 , We have found G2147 him , of whom G3739 Moses G3475 in G1722 the G3588 law G3551 , and G2532 the G3588 prophets G4396 , did write G1125 , Jesus G2424 of G575 Nazareth G3478 , the G3588 son G5207 of Joseph G2501 .
|
46. নথনেল তাঁকে বললেন, ‘নাসরত্! নাসরত্ থেকে কি ভাল কিছু আসতে পারে?’ ফিলিপ বললেন, ‘এস দেখে যাও৷’
|
46. And G2532 Nathanael G3482 said G2036 unto him G846 , Can G1410 there any G5100 good thing G18 come G1511 out of G1537 Nazareth G3478 ? Philip G5376 saith G3004 unto him G846 , Come G2064 and G2532 see G1492 .
|
47. যীশু দেখলেন নথনেল তাঁর দিকে আসছেন৷ তখন তিনি তাঁর বিষয়ে বললেন, ‘এই দেখ একজন প্রকৃত ইস্রায়েলীয়, যার মধ্যে কোন ছলনা নেই৷’
|
47. Jesus G2424 saw G1492 Nathanael G3482 coming G2064 to G4314 him G846 , and G2532 saith G3004 of G4012 him G846 , Behold G2396 an Israelite G2475 indeed G230 , in G1722 whom G3739 is G2076 no G3756 guile G1388 !
|
48. নথনেল তাঁকে বললেন, ‘আপনি কেমন করে আমাকে চিনলেন?’ এর উত্তরে যীশু বললেন, ‘ফিলিপ আমার সম্পর্কে তোমায় বলার আগে তুমি যখন ডুমুর গাছের তলায় বসেছিলে, আমি তখনই তোমায় দেখেছিলাম৷’
|
48. Nathanael G3482 saith G3004 unto him G846 , Whence G4159 knowest G1097 thou me G3165 ? Jesus G2424 answered G611 and G2532 said G2036 unto him G846 , Before G4253 that Philip G5376 called G5455 thee G4571 , when thou wast G5607 under G5259 the G3588 fig tree G4808 , I saw G1492 thee G4571 .
|
49. নথনেল বললেন, ‘রব্বি (গুরু), আপনিই ঈশ্বরের পুত্র, আপনিই ইস্রায়েলের রাজা৷’
|
49. Nathanael G3482 answered G611 and G2532 saith G3004 unto him G846 , Rabbi G4461 , thou G4771 art G1488 the G3588 Son G5207 of God G2316 ; thou G4771 art G1488 the G3588 King G935 of Israel G2474 .
|
50. যীশু উত্তরে বললেন, ‘আমি তোমাকে ডুমুর গাছের তলায় দেখেছিলাম বলেই কি তুমি আমাকে বিশ্বাস করলে? এর চেয়েও আরো অনেক মহত্ জিনিস তুমি দেখতে পাবে!’
|
50. Jesus G2424 answered G611 and G2532 said G2036 unto him G846 , Because G3754 I said G2036 unto thee G4671 , I saw G1492 thee G4571 under G5270 the G3588 fig tree G4808 , believest G4100 thou? thou shalt see G3700 greater things G3187 than these G5130 .
|
51. পরে যীশু তাঁকে আরও বললেন, ‘সত্যি, সত্যিই আমি তোমাদের বলছি৷ তোমরা একদিন দেখবে স্বর্গ খুলে গেছে, আর ‘ঈশ্বরের দূতরা’ মানবপুত্রের ওপর দিয়ে উঠে যাচ্ছেন আর নেমে আসছেন৷’
|
51. And G2532 he saith G3004 unto him G846 , Verily G281 , verily G281 , I say G3004 unto you G5213 , Hereafter G575 G737 ye shall see G3700 heaven G3772 open G455 , and G2532 the G3588 angels G32 of God G2316 ascending G305 and G2532 descending G2597 upon G1909 the G3588 Son G5207 of man G444 .
|