Bible Books

:

1. ভাই বোনেরা আমার মিনতি এই, ঈশ্বর আমাদের প্রতি দয়া করেছেন বলে তোমাদের জীবন ঈশ্বরের উদ্দেশ্যে জীবিত বলিরূপে উত্‌সর্গ কর, তা তাঁর কাছে পবিত্র প্রীতিজনক হোক৷ ঈশ্বরের উপাসনা করার জন্য তোমাদের কাছে এক আত্মিক উপায়৷
1. I beseech G3870 you G5209 therefore G3767 , brethren G80 , by G1223 the G3588 mercies G3628 of God G2316 , that ye present G3936 your G5216 bodies G4983 a living G2198 sacrifice G2378 , holy G40 , acceptable G2101 unto God G2316 , which is your G5216 reasonable G3050 service G2999 .
2. এই জগতের লোকদের মতো নিজেদের চলতে দিও না, বরং নতুন চিন্তাধারায় নিজেদের পরিবর্তন কর; য়েন বুঝতে পার ঈশ্বর কি চান, কোনটা ভাল,কোনটা তাঁকে খুশী করে কোনটা সিদ্ধ৷
2. And G2532 be not G3361 conformed G4964 to this G5129 world G165 : but G235 be ye transformed G3339 by the G3588 renewing G342 of your G5216 mind G3563 , that ye G5209 may prove G1381 what G5101 is that good G18 , and G2532 acceptable G2101 , and G2532 perfect G5046 , will G2307 of God G2316 .
3. ঈশ্বর আমাকে একটি বিশেষ বর দান করেছেন, তাই তোমাদের মধ্যে প্রত্যেককে আমার কিছু বলার আছে৷ নিজের সম্বন্ধে য়েমন ধারণা থাকা উচিত তার থেকে উঁচু ধারণা পোষণ কোরো না; কিন্তু ঈশ্বর যাকে য়ে পরিমাণ বিশ্বাস দিয়েছেন তোমরা সেইমতো নিজেদের সম্বন্ধে ধারণা পোষণ কর৷
3. For G1063 I say G3004 , through G1223 the G3588 grace G5485 given G1325 unto me G3427 , to every man G3956 that is G5607 among G1722 you G5213 , not G3361 to think of himself more highly than G5252 G3844 G3739 he ought G1163 to think G5426 ; but G235 to think G5426 soberly G4993 , according as G5613 God G2316 hath dealt G3307 to every man G1538 the measure G3358 of faith G4102 .
4. আমাদের সকলের দেহ আছে আর সেই দেহে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলি একই কাজ করে না৷
4. For G1063 as G2509 we have G2192 many G4183 members G3196 in G1722 one G1520 body G4983 , and G1161 all G3956 members G3196 have G2192 not G3756 the G3588 same G846 office G4234 :
5. ঠিক তেমনই আমরা অনেকে মিলে খ্রীষ্টেতে দেহ গঠন করি৷ আমরা সেই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, একে অপরের সঙ্গে সংযুক্ত৷
5. So G3779 we, being many G4183 , are G2070 one G1520 body G4983 in G1722 Christ G5547 , and G1161 every G2596 one G1520 members G3196 one of another G240 .
6. আর ঈশ্বরের অনুগ্রহ অনুসারেই আমরা ভিন্ন ভিন্ন বরদান পেয়েছি৷ কেউ যদি ভাববাণী বলার বরদান পেয়ে থাকে তবে সে তার বিশ্বাসের পরিমাণ অনুসারে ভাববাণী বলুক৷
6. Having G2192 then G1161 gifts G5486 differing G1313 according G2596 to the G3588 grace G5485 that is given G1325 to us G2254 , whether G1535 prophecy G4394 , let us prophesy according G2596 to the G3588 proportion G356 of faith G4102 ;
7. যার সেবা করবার বরদান আছে সে তা সেবা কর্মেই প্রযোগ করুক৷ য়ে শিক্ষক, সে শিক্ষার দ্বারা লোকদের উত্‌সাহ দিক৷
7. Or G1535 ministry G1248 , let us wait on G1722 our ministering G1248 : or G1535 he that teacheth G1321 , on G1722 teaching G1319 ;
8. য়ে উপদেষ্টা, সে উপদেশ দানের কাজ করুক৷ যার অপরকে সাহায্যদানের ক্ষমতা আছে, সে উদারভাবেই সাহায্য করুক৷ কর্ত্তৃত্ব যার হাতে সে সযত্নেই কর্ত্তৃত্ব করুক৷ য়ে দযা করে, সে আনন্দের সঙ্গেই তা করুক৷
8. Or G1535 he that exhorteth G3870 , on G1722 exhortation G3874 : he that giveth G3330 , let him do it with G1722 simplicity G572 ; he that ruleth G4291 , with G1722 diligence G4710 ; he that showeth mercy G1653 , with G1722 cheerfulness G2432 .
9. তোমার ভালবাসা অকৃত্রিম হোক্৷ যা মন্দ তা ঘৃণা কর আর যা ভাল তাতে আসক্ত থাক৷
9. Let love G26 be without dissimulation G505 . Abhor G655 that which is evil G4190 ; cleave G2853 to that which is good G18 .
10. ভাই বোনের মধ্যে য়ে পবিত্র ভালোবাসা থাকে সেই ভালোবাসায় তোমরা পরস্পরকে ভালবাস৷ অপর ভাই বোনেদের নিজের থেকেও বেশী সম্মানের য়োগ্য বলে মনে কর৷
10. Be kindly affectioned G5387 one to another G240 G1519 with brotherly love G5360 ; in honor G5092 preferring G4285 one another G240 ;
11. প্রভুর কাজে শিথিল হযো না৷ আত্মায় উদ্দীপ্ত হয়েই তোমরা প্রভুর সেবা কর৷
11. Not G3361 slothful G3636 in business G4710 ; fervent G2204 in spirit G4151 ; serving G1398 the G3588 Lord G2962 ;
12. আনন্দ কর, কারণ তোমাদের প্রত্যাশা আছে৷ তোমরা দুঃখকষ্টে সহিষ্ণু হও; নিরন্তর প্রার্থনা কর৷
12. Rejoicing G5463 in hope G1680 ; patient G5278 in tribulation G2347 ; continuing instant G4342 in prayer G4335 ;
13. তোমাদের যা আছে তা অভাবী ঈশ্বরের লোকদের সঙ্গে ভাগ করে নাও৷ তোমাদের গৃহে অতিথিদের স্বাগত জানাও৷
13. Distributing G2841 to the G3588 necessity G5532 of saints G40 ; given to G1377 hospitality G5381 .
14. তোমাদের যাঁরা নির্য়াতন করে তাদের জন্য প্রার্থনা করো, য়েন ঈশ্বর তাদের আশীর্বাদ করেন৷ তাদের মঙ্গল কামনা কর, অভিশাপ দিও না৷
14. Bless G2127 them which persecute G1377 you G5209 : bless G2127 , and G2532 curse G2672 not G3361 .
15. তোমরা অপরের সুখে সুখী হও, যাঁরা দুঃখে কাঁদছে তাদের সঙ্গে কাঁদো৷
15. Rejoice G5463 with G3326 them that do rejoice G5463 , and G2532 weep G2799 with G3326 them that weep G2799 .
16. তোমরা পরস্পর একপ্রাণ হয়ে শান্তিতে থাক, অহঙ্কারী হযো না৷ যাঁরা দীনহীন মানুষ তাদের সঙ্গে সম্পর্ক রেখে চল৷ নিজেকে জ্ঞানী মনে করে গর্ব করো না৷
16. Be of the G3588 same G846 mind G5426 one toward another G240 G1519 . Mind G5426 not G3361 high things G5308 , but G235 condescend G4879 to men of low estate G5011 . Be G1096 not G3361 wise G5429 in G3844 your own conceits G1438 .
17. কেউ অপরাধ করলে অপকার করে প্রতিশোধ নিও না৷ সকলের চোখে যা ভাল তোমরা তা করতেই চেষ্টা কর৷
17. Recompense G591 to no man G3367 evil G2556 for G473 evil G2556 . Provide G4306 things honest G2570 in the sight G1799 of all G3956 men G444 .
18. যতদূর পার সকলের সঙ্গে শান্তিতে থাকার চেষ্টা করে যাও৷
18. If G1487 it be possible G1415 , as much as lieth in you G1537 G5216 , live peaceably G1514 with G3326 all G3956 men G444 .
19. আমার বন্ধুরা, কেউ তোমাদের বিরুদ্ধে অন্যায় করলে তাকে শাস্তি দিতে য়েও না, বরং ঈশ্বরকেই শাস্তি দিতে দাও৷ শাস্ত্রে প্রভু বলছেন, ‘প্রতিশোধ নেওয়া আমার কাজ, প্রতিদান যা দেবার আমিই দেব৷’
19. Dearly beloved G27 , avenge G1556 not G3361 yourselves G1438 , but G235 rather give G1325 place G5117 unto wrath G3709 : for G1063 it is written G1125 , Vengeance G1557 is mine G1698 ; I G1473 will repay G467 , saith G3004 the Lord G2962 .
20. কিন্তু তোমরা এই কাজ কর, ‘তোমাদের শত্রুরা ক্ষুধার্ত হলে তাকে খেতে দাও, তোমাদের শত্রু তৃষ্ণার্ত হলে তাকে জল পান করাও৷ এই রকম করলে তোমরা তাকে লজ্জায় ফেলে দেবে৷’ আর তা হবে তার মাথায় একরাশি জ্বলন্ত কয়লা রাখার মতো৷
20. Therefore G3767 if G1437 thine G4675 enemy G2190 hunger G3983 , feed G5595 him G846 ; if G1437 he thirst G1372 , give him drink G4222 G846 : for G1063 in so G5124 doing G4160 thou shalt heap G4987 coals G440 of fire G4442 on G1909 his G848 head G2776 .
21. মন্দের কাছে পরাস্ত হযো না, বরং উত্তমের দ্বারা মন্দকে পরাস্ত করো৷
21. Be not G3361 overcome G3528 of G5259 evil G2556 , but G235 overcome G3528 evil G2556 with G1722 good G18 .
Copy Rights © 2023: biblelanguage.in; This is the Non-Profitable Bible Word analytical Website, Mainly for the Indian Languages. :: About Us .::. Contact Us
×

Alert

×